SIRAJ Eye Care Center

SIRAJ Eye Care Center ♥️✍️ আপনার চোখ'কে ভালোবাসুন ♥️✍️

Can you spot the Cat😺 Hidden unside the parliament of Owls🦉in the picture within 7 second❓
08/10/2023

Can you spot the Cat😺 Hidden unside the parliament of Owls🦉in the picture within 7 second❓

You have the eyes of a hunter if you can spot fish in the picture in 10 Seconds ❓
08/10/2023

You have the eyes of a hunter if you can spot fish in the picture in 10 Seconds ❓

আল-বিরুনি: ভুলে যাওয়া প্রতিভা যিনি পৃথিবীকে পরিমাপ করেছিলেনআল-বিরুনি (প্রায় 1,000 বছর আগে) আজকের স্বীকৃত মানের তুলনায়...
08/10/2023

আল-বিরুনি: ভুলে যাওয়া প্রতিভা যিনি পৃথিবীকে পরিমাপ করেছিলেন
আল-বিরুনি (প্রায় 1,000 বছর আগে) আজকের স্বীকৃত মানের তুলনায় 99.7% নির্ভুলতার সাথে পৃথিবীর🌍 পরিধি পরিমাপ📏📐 করেছিলেন।
আল-বিরুনি ছিলেন একজন পারস্য পলিম্যাথ যিনি ৯৭৩ থেকে ১০৪৮ সাল পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি জ্যোতির্বিজ্ঞান, গণিত, ভূগোল, পদার্থবিজ্ঞান এবং ইতিহাস সহ অনেক ক্ষেত্রের পণ্ডিত ছিলেন।
১০৩০ সালে আল-বিরুনি পৃথিবীর পরিধি পরিমাপের জন্য ত্রিকোণমিতি ব্যবহার করেন। তার অনুমান ছিল 6339.6 কিলোমিটার, যা 6378.1 কিলোমিটারের আধুনিক স্বীকৃত মূল্যের 0.3% এর মধ্যে।
আল-বিরুনির পদ্ধতিটি এই নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল যে পৃথিবীর বক্রতার কারণে দিগন্তটি সমুদ্রপৃষ্ঠের চেয়ে পাহাড়ের চূড়া থেকে নীচে প্রদর্শিত হয়। তিনি দিগন্ত এবং একটি প্লাম্ব লাইনের মধ্যবর্তী কোণটি দুটি ভিন্ন স্থানে পরিমাপ করেছিলেন এবং এই তথ্যটি পৃথিবীর ব্যাসার্ধ গণনা করতে ব্যবহার করেছিলেন।
আল-বিরুনির পৃথিবীর পরিধি পরিমাপ ছিল তার সময়ের অন্যতম সঠিক পরিমাপ।

আলহামদুলিল্লাহ

চোখের যত্ন নিন চোখ আপনার যত্ন নিবে ♥️
20/09/2023

চোখের যত্ন নিন চোখ আপনার যত্ন নিবে ♥️

31/08/2023

صَــــــــــــــــلَّ اللهُ عَلَيْـــــــــهِ وَ سَـــــــــــلَّمَ
সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম

শাড়ি পরা এনারা ISRO মহাকাশ বিজ্ঞানী। 🇮🇳নিজেদের মডার্ন ও অতি শিক্ষিত দেখানোর জন্য উচ্ছৃঙ্খল জীবনযাপন সিগারেট বা মদ্যপানে...
25/08/2023

শাড়ি পরা এনারা ISRO মহাকাশ বিজ্ঞানী। 🇮🇳
নিজেদের মডার্ন ও অতি শিক্ষিত দেখানোর জন্য উচ্ছৃঙ্খল জীবনযাপন সিগারেট বা মদ্যপানের দরকার হয় না বা বিশেষ ধরনের ওয়েস্টার্ন পোশাক আশাকেরও দরকার হয় না । People's education and culture are reflected in still images as well.

ব্যক্তি নয় সিষ্টেমের দোষ ইসরো বনাম স্পারসো- ISRO vs SPARSO  Indian Space Reserch Organizatin_ ভারতীয় মহাকাশ গবেষণা সংস...
25/08/2023

ব্যক্তি নয় সিষ্টেমের দোষ
ইসরো বনাম স্পারসো- ISRO vs SPARSO
Indian Space Reserch Organizatin_ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গত ২৩/০৮/২০২৩ইং বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযান ৩ এর মাধ্যমে চাদের দক্ষিণ মেরুতে অবতরন করে। এই ঐতিহাসিক সাফল্যের মধ্য দিয়ে রাশিয়া, আমেরিকা ও চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত এই গৌরব অর্জন করল। আর চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের দিক থেকে তারাই হল প্রথম দেশ।অভিনন্দন সংশ্লিষ্ট সকলকে।
আমাদেরও একটা মহাকাশ গবেষণা সংস্থা আছে যার নাম স্পারসো- Space Research and Remote Sensing Organizaton (SPARSO)।
আমাদের নেটিজেনদের অনেকে ইসরো এবং স্পারসো প্রধানের তুলনা করেছেন।অনেকে ব্যক্তিগতভাবে আক্রমন করেছেন স্পারসো প্রধানকে।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থার শতশত বিজ্ঞানী দীর্ঘ চার বছর নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করার পর তাঁদের এই সফলতা অর্জিত হয়েছে।তাদের এক এক জন ২৫/৩০ বছর ধরে একই কাজ করে আসছিলেন। এই দুই ব্যক্তির তুলনা করার সময় এ বিষয়টি ভেবে দেখা উচিৎ।
পাশাপাশি ভেবে দেখা উচিৎ সমাজে আমাদের বিজ্ঞানমনষ্কতার অবস্থা কি? কারণ আলোচিত সামাদ সাহেবরা এ সমাজের আলো বাতাসে বেড়ে ওঠা। এইচএসসির জীববিজ্ঞান বই লিখে খুব বিখ্যাত একজন অধ্যাপক বিজ্ঞানের প্রতি আস্থাশীল নন যতটা তিনি আস্থাশীল ও বিশ্বাসী এক অজ্ঞাত কল্পবিলাসে।বিজ্ঞান, দর্শন, সাহিত্য মানুষকে কুসংস্কার মুক্ত করার কথা।কিন্তু নিজের চারধারের এরূপ মানুষের প্রতি তাকিয়ে দেখুনতো তাদের কতটি আংটি, মালা, তাবিজ, কবজ ইত্যাদি রয়েছে এবং সেগুলো কি কি উদ্দেশ্য তিনি ব্যবহার করছেন। অর্থাৎ বিজ্ঞানভোগী মানুষের সংখ্যা যে হারে বেড়েছে বিজ্ঞানমনস্ক মানুষের সংখ্যা তারচেয়ে শতগুণ কমেছে!
দোষ সিষ্টেম ও সমাজের।তাই শুধু ব্যক্তিকে দোষারোপ করে আপনার আমার কাজ শেষ হয়না।দরকার সিষ্টেম বদলানোর এবং বিজ্ঞানমনস্ক মানুষ তৈরি করার।সেখানে কিছু করার থাকলে করুন।অহেতুক ব্যক্তিগত আক্রমন নয়।

I Love you from depth of Heart. But I never could express that to you!When I look in to ocean of your eyes my Heart stop...
25/08/2023

I Love you from depth of Heart. But I never could express that to you!

When I look in to ocean of your eyes my Heart stops!
" Are you in any pain"

Please forgive us! We are very Helpless! Couldn't even pay the due of all oxygens we have from your womb!
We are in existence because of you "
"MOM"
"You Are really the shadow of Allah swt on Earth"

"May Allah swt give long healthy life to Abbu & you with Takwa, Imaan, and peace of soul"

Ameen!!!
respect for All parents of 🌍
♥️রাব্বির হাম হুমা কামা, রাব্বাইয়ানি সাগীরা♥️

LOVE YOUR EYE'S 👁️♥️
24/08/2023

LOVE YOUR EYE'S 👁️♥️

♦️মাইগ্রেন কী?মাইগ্রেন এক বিশেষ ধরনের মাথাব্যথা। মাথার যেকোন একপাশ থেকে শুরু হয়ে অনেক সময় পুরো মাথায় ব্যথা করে। এতে মস্ত...
23/08/2023

♦️মাইগ্রেন কী?

মাইগ্রেন এক বিশেষ ধরনের মাথাব্যথা। মাথার যেকোন একপাশ থেকে শুরু হয়ে অনেক সময় পুরো মাথায় ব্যথা করে। এতে মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়। মস্তিষ্কের বহিরাবরণে যে ধমনীগুলো আছে, সেগুলো মাথাব্যথার শুরুতে স্ফীত হয়ে যায়। মাথাব্যথার সঙ্গে বমি বমি ভাবে রোগীর দৃষ্টিবিভ্রম ঘটতে পারে।
মাথাব্যথা বিভিন্ন প্রকারের হতে পারে। তাদের সবগুলিতেই অস্বস্তি ও ব্যথা হয়।মাথা ব্যথার অন্যতম একটি মাইগ্রেন হেডেক।যা আমরা আধকপালি বলে জানি।

♦️মাইগ্রেন শব্দটি ফরাসি, এর উৎপত্তি ল্যাটিন হেমিক্রেনিয়া থেকে। হেমি=অর্ধেক, ক্রেনিয়া= মাথার খুলি (করোটি)। মেয়েদের মধ্যে এ রোগ বেশি দেখা যায়। সাধারণত ২০-৩০ বছর বয়সে এই রোগের শুরু হয়। যে কোনো পেশার লোকেরই মাইগ্রেন হতে পারে। বাংলায় আধকপালি। বর্তমানে বিশ্বে শতকরা প্রায় ১১ জন বয়স্ক মানুষ মাইগ্রেনজনিত মাথা ব্যথায় ভোগেন। ২৫ থেকে ৫৫ বছর বয়সে এর ব্যাপ্তি বেশি হয়।

কিছু ব্যক্তি,যারা প্রায়ই এই আধকপালি রোগে ভোগেন তারা এর কারণ চিহ্নিত করতে পারেন, যেমন এলার্জি, মানসিক চাপ, আলো এবং বিশেষ কয়েকটি খাদ্য।

♦️কাদের বেশি হয়?
এটি পুরুষদের থেকে মহিলাদের বেশি হয়।

♦️মাইগ্রেনের কারণ

চকোলেট,পনির,কফি খেলে মাইগ্রেনের প্রকোপ বাড়ে
অনেকক্ষণ টিভি দেখা
দীর্ঘসময় কম্পিউটারে কাজ করা
জন্মবিরতিকরণ ওষুধ
অনেকক্ষণ মোবাইলে কথা বলা
মানসিক চাপ
দুশ্চিন্তা
কোষ্ঠকাঠিন্য
অতি উজ্জ্বল আলো
মোবাইল, ট্যাব থেকে নিঃসৃত ক্ষতিকর আলোক রশ্মি।

♦️লক্ষণ

👉মাথাব্যথা শুরু হলে তা কয়েকঘণ্টা এমনকী কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে। চোখের পেছনে ব্যথা হতে শুরু করে। শব্দ ও আলো ভাল লাগে না।
👉মাঝারি থেকে তীব্র ব্যথা, যা সাধারণত মাথার এক পাশে হয় বা দুই পাশেই হয়।
👉ব্যথা ধিকধিক করে মৃদু থেকে ক্রমশ তীব্রতর হতে থাকে ।
👉শারীরিক কাজ করলে ব্যথা আরও বৃদ্ধি পায়।
👉ব্যথা দৈনিক কাজ কর্মে বাধা দেয়।
👉বমির ভাব; বমি হতেও পারে, নাও পারে।
👉আলো এবং শব্দের প্রতি সংবেদনশীল।
👉আলো, শব্দ এবং গন্ধ অসহ্য লাগে।
👉শরীর খুবই দুর্বল লাগে।
👉যন্ত্রণা এবং মেজাজ পরিবর্তন হয়।

♦️মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করে
👉ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার।ঢেঁকি ছাঁটা চালের ভাত,আলু ,বার্লি মাইগ্রেন প্রতিরোধক।

👉সবুজ,হলুদ,কমলা রঙের শাকসবজি মাইগ্রেন আটকায়।
👉ক্যালসিয়াম,ভিটামিন ডি মাইগ্রেন প্রতিরোধ করে।
👉 তিল,আটা,বিট ইত্যাদিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে।
👉আদার টুকরো বা রস খেলে আরাম পাওয়া যায়।

♦️কোন খাবার এড়িয়ে চলবেন

👉চা,কফি, সফট ড্রিঙ্কস,চকোলেট,আইসক্রিম,টমেটো,টক জাতীয় ফল খাবেন না।
👉আপেল,কলা,চিনাবাদাম খাবেন না। পেঁয়াজও না।

♦️কিছু সাধারণ নিয়ম
কিছু নিয়মকানুন মেনে চললে মাইগ্রেনের সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়।
👉প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে হবে।
👉নিয়ম করে অন্তত ৬/৮ ঘন্টা ঘুমাতে হবে।
👉অতিরিক্ত বা কম আলোতে কাজ না করা।
👉কড়া রোদ বা তীব্র ঠান্ডা এড়িয়ে চলা।
👉বেশিক্ষণ কম্পিউটারের মনিটরের সামনে না বসা।
👉মাইগ্রেন শুরু হয়ে গেলে প্রচুর পরিমানে পানি খেতে হবে।
👉ঘুমাতে যাবার এক থেকে দেড় ঘন্টার মধ্যে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস ধরা থেকে বিরত থাকতে হবে।
👉অন্ধকারে কোনো প্রকার ডিভাইস দেখা যাবে না।

👉ঠান্ডা কাপড় মাথায় জড়িয়ে বিশ্রাম নিতে পারেন আরাম পাওয়া যায়।

♦️চিকিৎসা
চিকিৎসকের পরামর্শ মত ওষুধ সেবন করলে মাইগ্রেন কে ককন্ট্রোল এ রেখে ভালো থাকা সম্ভব।

🔷 অনেক ক্ষেত্রে চোখের পাওয়ার জনিত সমস্যা থাকলে, মাইগ্রেন ব্যথার তীব্রতা বেড়ে যায়, তাই প্রথমেই চোখের ডাক্তার এর পরামর্শ নিন।
______________
২৩.০৮.২০২৩
সিরাজুল ✍️ ইসলাম।

Brazilian forward Neymar has been speaking about his decision to make the move to Al-Hilal and also the influence that C...
18/08/2023

Brazilian forward Neymar has been speaking about his decision to make the move to Al-Hilal and also the influence that Cristiano Ronaldo has made on...

The post 'He started all of this': Neymar singles out Cristiano Ronaldo for starting Saudi Pro League revolution appeared first on Al-Hilal News. ♥️✍️

Brazilian forward Neymar has been speaking about his decision to make the move to Al-Hilal and also the influence that Cristiano Ronaldo has made on...

মজাদার খাবার খেতে খুবই সুস্বাদু ♥️✍️
18/08/2023

মজাদার খাবার খেতে খুবই সুস্বাদু ♥️✍️

Address

বজরা উলিপুর কুড়িগ্রাম
Rangpur
5521

Website

Alerts

Be the first to know and let us send you an email when SIRAJ Eye Care Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram