Our Story
রংপুর সেন্ট্রাল হাসপাতাল সেবাই আমদের ধর্ম এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত একটি হাসপাতাল । এখানে আমাদের উদ্দেশ্য রোগীকে পর্যাপ্ত সেবা ও সহযোগিতা দিয়ে সুস্থ্য করে তোলা । আমরা মোটামোটি সল্প খরচে উন্নত পরিবেশে উন্নত মানের চিকিতসা দিয়ে থাকি । আমদের সেবা অর্থাৎ আমাদের এখানে যেসব অপারেশন হয়
নিউরলজি
ইউরোলজি
গাইনি
অর্থোপেডিক
জেনারেল ও ল্যাপ্রোস্কেপিক সার্জারি
ইএনটি(নাক, কান, গলা) সহ আরো অন্যান্য অপারেশন করা হয় । এছাড়া ২৪ ঘন্টা ডিউটি ডাক্তার( এম বি বি এস) দিয়ে ভর্তি রোগীর সার্বিক অবস্থা পর্যবেক্ষন করা হয় । আরো যেকোন তথ্য বা পরামর্শের জন্য ০১৭ ৪৪-৬২ ৯২ ১২ এই নাম্বারে অথবা পেজের ইনবক্স এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।