14/08/2025
আমার চ্যাম্বারে বেশ আগে এসেছিলো সবচেয়ে কম বয়সী রোগী (১ মাস ১৫ দিন)। রংপুরের একজন শিশু বিশেষজ্ঞ বিকাশ স্যার পাঠিয়েছিলেন।
কোন কোন বাচ্চা জন্মের সাথেই দাঁত নিয়ে জন্মায় যাকে আমরা Natal tooth বলি। আবার কোন কোন শিশুর জন্মের ১ মাসের মধ্যেই দাঁত উঠতে পারে যাকে Neonatal tooth বলে। এটা Neonatal tooth.
বাচ্চার দাঁতটা যেহেতু নড়ছিল সেক্ষেত্রে
১. গলায় চলে যাওয়ার ঝুঁকি ছিল।
২. বাচ্চার জিহবার নিচে ঘষায় আলসারেশন হয়ে যাচ্ছিল যাকে আমরা Riga-Fede disease (RFD) বলি।
৩. আবার মা'য়ের ব্রেস্ট ফিডিংয়েও সমস্যা হচ্ছিল।
এজন্য আমরা এটা ফেলে দেয়ার সিদ্ধান্ত নেই। এর আগে বাচ্চার প্রয়োজনীয় টেস্ট, ভিটামিন কে লেবেল / Prothrombin time চেক করে নেয়া হয়েছিল।
অভিভাবকের সহযোগিতায় বাচ্চাকে ঘুম পাড়িয়ে জেসোকেইন জেলি দিয়ে আমরা কাজটি করতে সক্ষম হই। কাজ শেষে বাচ্চা আবার ঘুমিয়ে পড়ে। অভিভাবকদের ৩০ মিনিট বসিয়ে রেখে সম্পূর্ণ ব্লিডিং কন্ট্রোল হওয়ার পরে অভিভাবকদের ছেড়ে দেই।
-ছবি এবং ভিডিও পোস্ট শিশুর অভিভাবকদের মৌখিক অনুমতি সাপেক্ষে করা হয়েছে।
ছোট কাজ কিন্তু এতো ছোট বাবু'র কাজ আমার ১৮ বছরের প্র্যাকটিস লাইফে ছিলো এই প্রথম 😇