Family care Bangladesh

Family care Bangladesh Network marketing

04/04/2023

বাচ্চা বাঁচানোর জন্য কিছুই করা গেলনা || ডা. নার্গিস পারভীন
গর্ভবতী রোগী প্রথম আল্ট্রাসনোগ্রাফি করে নয়মাসে, তার আগে সে একটাও ডাক্তার দেখায় নাই। নিজে নিজে আল্ট্রাসনোগ্রাফি করে রিপোর্ট লেখা ডেইট দেখে নিজেই বুঝে নেয় তার ডেলিভারির ডেইট কবে। এই ডেইট ওভার হওয়ার পর আরেকটা করে, সেটা ওভার হবার পর আরেকটা করে, তারপর আরেকটা, একগুচ্ছ আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট তার। নয়মাসে করা আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট এর একমাস পর তার ব্যথা উঠে। ততদিনে তার গর্ভফুল শুকিয়ে গেছে পানি শুকিয়ে গেছে। ব্যাথা উঠার আগে বাচ্চাটাও মরে গেছে। রোগী অবশ্য বলছে যে তার বাচ্চা এখনো নড়ে। শুনেন, আপনারা হয়ত জানেন না, মরা বাচ্চার জরায়ুও নড়ে।
গভীর রাতে রিপোর্ট করে পাওয়া গেল তার উচ্চ মাত্রার ডায়াবেটিস, তার গায়ে কোন রক্তই নাই, তার শরীরে সেপসিস।
মা বাঁচানোই তো কঠিন বিষয় এখন, বাচ্চাতো গেলই।
নিয়মিত চেক আপ করতে হবে, ডাক্তার দেখাতে হবে, তারপর আল্ট্রাসনোগ্রাফি করতে হবে।
নিজে আল্ট্রাসনোগ্রাফি করে নিজেই রিপোর্ট রিড করা ভাল ফলাফল আনেনা।
সবার মঙ্গল কামনায়
ডা. নার্গিস পারভীন
এফসিপিএস (গাইনী ও প্রসূতী)
গাইনী ও প্রসূতী বিশেষজ্ঞ

27/08/2022

পেট সিটি বিভাগ

“পেট-সিটি এন্ড সাইক্লোট্রন” স্থাপন প্রকল্পের মাধ্যমে বর্তমানে দুইটি পেট-সিটি স্থাপিত হয়েছে যার মাধ্যমে প্রচুর রোগী বিশেষত ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া উক্ত প্রকল্পের অধীনে একটি Cyclotron বিএসএমএমইউ এর চত্বরে স্থাপিত হয়েছে। PET-CT স্থাপনের ফলে ক্যান্সার চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার হার হ্রাস পেয়েছে। এর ফলে প্রচুর বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে। এই পরীক্ষাটি করতে হলে পূর্বেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং নির্দিষ্ট তারিখে সকল কাগজপত্র সহ সাক্ষাত করতে হয় ।

পেট-সিটি (PET-CT) পরীক্ষা প্রণালীঃ
PET-CT পরীক্ষার জন্য হাতে ক্যানুলা স্থাপন করে ইঞ্জেকশন দেয়া হয়। ইঞ্জেকশনের পর স্ক্যান হবার পূর্বে আনুমানকি এক ঘন্টা অপক্ষো করতে হয়। এই এক ঘন্টা সময় চোখ বন্ধ করে বসে অথবা শুয়ে বিশ্রাম করতে হবে এবং স্ক্যান এর জন্য ২০-২৫ মিনিট চিত হয়ে মেশিনের বেডে শুয়ে থাকতে হবে। সমগ্র প্রনালী সম্পাদনের জন্য আনুমনিক মোট ৪-৫ ঘন্টা সময় লাগতে পারে এবং কথা বলা থেকে বিরত থাকতে হবে। বর্তমানে পেট-সিটি পরীক্ষা সপ্তাহে দুই দিন (সোম ও বুধবার ) সম্পাদন করা হয় ।

PET-CT পরীক্ষার নির্দেশনাবলীঃ
PET-CT পরীক্ষাটি একটি বিশেষ পরীক্ষা। এই পরীক্ষাটি সুষ্ঠভাবে সম্পাদনের জন্য এবং নির্ভুল রিপোর্ট প্রাপ্তির জন্য নিম্নলিখিত প্রস্তুতিগুলো মেনে চলা অত্যন্ত জরুরী। অনুগ্রহ করে ভালোভাবে পড়ুন। বুঝতে না পারলে ডাক্তারকে জিজ্ঞেস করুন।

গর্ভবতী অবস্থায় এই পরীক্ষা করা নিষেধ। মহিলা রোগীদের মাসিক এক মাস অথবা বেশীদিন বন্ধ থাকলে তা ডাক্তারকে অবশ্যই জানান।

১। পূর্ণ বিশ্রামে থাকবেন।
২। চিনি/মিষ্টান্ন/মিষ্টি ফল খাওয়া নিষেধ।
৩। শর্করা জাতীয় খাবার কম খাবেন। যেমনঃ প্রতিবেলায় ভাত ১ কাপ অথবা আটার রুটি ১ পিস।
৪। সব্জি খেতে পারেন তবে আলু, বাঁধাকপি ও শাক খাবেন না।
৫। আমিষ জাতীয় খাবার বেশী পরিমানে খাওয়া যাবে; ডিম/ মাছ/ মুরগীর বুকের মাংস ২-৩ পিস পর্যন্ত - প্রতি বেলায়
৬। চা, কফি, কোকাকোলা, পান, জর্দ্দা, ধুমপান ইত্যাদি নিষেধ।
৭। দুধ ও দুধের তৈরি খাবার নিষেধ।
৮। চব্বিশ ঘন্টায় দুই থেকে আড়াই লিটার (৬-৮ গ্লাস) পানি পান করবেন।
৯। কোষ্ঠকাঠিন্য থাকলে, পেট পরিষ্কার রাখতে ল্যাক্সটিভ যথাঃ Tab. Laxative ০+০+২ .................. /
১০। রাতের খাবার ১০টা থেকে ১২টার মধ্যে খেয়ে নিবেন।

১১।ডায়াবেটি

রংপুরে এ সকল প্রতিষ্ঠানের মধ্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন       "" Family Care Bangladesh """          ...
20/08/2022

রংপুরে এ সকল প্রতিষ্ঠানের মধ্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন

"" Family Care Bangladesh """

✊ সর্বদাই আপনাদের পাশে ✊

20/08/2022
বহুমূত্ররোগডায়াবেটিস বা বহুমূত্র রোগ একটি দীর্ঘস্থায়ী বিপাকীয় ব্যাধি যা ইনসুলিনের অভাব বা ইনসুলিন প্রবহুমূত্র রোগ, মধ...
20/08/2022

বহুমূত্ররোগ

ডায়াবেটিস বা বহুমূত্র রোগ একটি দীর্ঘস্থায়ী বিপাকীয় ব্যাধি যা ইনসুলিনের অভাব বা ইনসুলিন প্র

বহুমূত্র রোগ, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। দেহযন্ত্র অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তাহলে যে রোগ হয় তা হলো 'ডায়াবেটিস' বা 'বহুমূত্র রোগ'। তখন রক্তে চিনি বা শকর্রার উপস্থিতিজনিত অসামঞ্জস্য দেখা দেয়। ইনসুলিনের ঘাটতিই হল এ রোগের মূল কথা। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজকে নিতে সমর্থ হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা-এর যেকোনো একটি বা দুটোই যদি না হয়, তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ। আর একে নিয়ন্ত্রণ না করা গেলে ঘটে নানা রকম জটিলতা, দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে

" Family Care Bangladesh "

✊স্বাস্থ্য সেবা পরামর্শে একধাপ এগিয়ে ✊

""  কিডনি সুস্থ রাখা ""কিডনির রোগ নিয়ে কি কেবল কিডনি রোগীরা সচেতন হবেন? নিশ্চয়ই নয়। কিডনি রোগ একটি নীরব ঘাতক। নীরবে কারও...
20/08/2022

"" কিডনি সুস্থ রাখা ""

কিডনির রোগ নিয়ে কি কেবল কিডনি রোগীরা সচেতন হবেন? নিশ্চয়ই নয়। কিডনি রোগ একটি নীরব ঘাতক। নীরবে কারও কিডনি বিকল হতে থাকলেও তেমন কোনো শারীরিক সমস্যা অনুভব করা যায় না। যখন যায়, তখন হয়তো রোগটি জটিল অবস্থায় চলে গেছে। তাই যেকোনো সুস্থ মানুষকেও জানতে হবে কিডনি ভালো রাখার উপায়, প্রতিরোধ করতে হবে কিডনিবৈকল্যকে।

কিডনি সুস্থ রাখতে রোজ অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুনকিডনি সুস্থ রা

সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলুন।

রোজ অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন (রোজ না পারলেও সপ্তাহের অধিকাংশ দিন)। হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো, ফ্রি-হ্যান্ড ব্যায়াম ভালো।

ধূমপান, পান-জর্দা, অ্যালকোহল বর্জনীয়। ধূমপায়ীর কিডনিতে রক্তসঞ্চালন কমে যায়। কিডনির কর্মক্ষমতা কমে যায়। ক্যানসারের ঝুঁকিও বাড়ে।কিডনির রোগ নিয়ে কি কেবল কিডনি রোগীরা সচেতন হবেন? নিশ্চয়ই নয়। কিডনি রোগ একটি নীরব ঘাতক। নীরবে কারও কিডনি বিকল হতে থাকলেও তেমন কোনো শারীরিক সমস্যা অনুভব করা যায় না। যখন যায়, তখন হয়তো রোগটি জটিল অবস্থায় চলে গেছে। তাই যেকোনো সুস্থ মানুষকেও জানতে হবে কিডনি ভালো রাখার উপায়, প্রতিরোধ করতে হবে কিডনিবৈকল্যকে।

কিডনি সুস্থ রাখতে রোজ অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন

কিডনি ভালো রাখতে কী করবেন

কিডনি ভালো রাখতে সবারই পর্যাপ্ত পানি খেতে হবে। এই পানি অবশ্যই হতে হবে নিরাপদ। অসুস্থতায় (জ্বর, ডায়রিয়া, বমি প্রভৃতি) এবং ব্যায়ামের পর পানির চাহিদা বাড়ে। বিশেষত ডায়রিয়া বা বমি হলে পর্যাপ্ত পানি, স্যালাইন এবং অন্যান্য তরল খাবার খেতে হবে অবশ্যই। গর্ভবতী এবং স্তন্যদায়ী মায়ের জন্যও পানির চাহিদা বেশি। আবহাওয়ার পরিবর্তনে পানির চাহিদা কমবেশি হয়।

ওজন নিয়ন্ত্রণে রাখুন।

সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলুন।

রোজ অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন (রোজ না পারলেও সপ্তাহের অধিকাংশ দিন)। হাঁটা, দৌড়ানো, সাইকেল চালান

পর্যাপ্ত ঘুম চাই রোজ। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন।

নীলফামারীর          হাসপাতাল ও ক্লিনিক০১। নীলফামারী আধুনিক সদর হাসপাতাল০২। লেপ্রসি মিশন০৩। ফাইলেরিয়া হাসপাতাল, সৈয়দপুর০৪...
20/08/2022

নীলফামারীর

হাসপাতাল ও ক্লিনিক

০১। নীলফামারী আধুনিক সদর হাসপাতাল

০২। লেপ্রসি মিশন

০৩। ফাইলেরিয়া হাসপাতাল, সৈয়দপুর

০৪। আধুনিক সদর হাসপাতাল – ০১টি

০৫। বক্ষ্যব্যাধি ক্লিনিক -০১টি

০৬।কমিউনিটি ক্লিনিক-১৬৯ টি

০৭।নাসিং ইন্সটিটিউট -০১ টি

০৮। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- ০৬ টি

০৯। লেপ্রসি হাসপাতাল – ০১টি

১০। ডায়াবেটিক হাসপাতাল – ০২ টি ( ১ টি প্রস্তাবিত)

১১। মা ও শিশু কল্যাণ কেন্দ্র -০২টি

১২। রেলওয়ে হাসপাতাল -০১টি

১৩। ফাইলেরিয়া হাসপাতাল - ০১

"রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল"রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল উত্তর বংগের একটি ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান ।৬৫ একর জমির উপ...
20/08/2022

"রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল"

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল উত্তর বংগের একটি ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান ।৬৫ একর জমির উপর প্রতিষ্ঠিত এই হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপিত হয় ১৯৬৬ সালে ।১৯৭৬ সালের ১৯ শে র্মাচ তৎকালীন সরকারের স্থাস্হ্য বিষয়ক উপদেষ্টা জাতীয় অধ্যাপক মরহুম ডাঃ ইব্রাহিম এই হাসপাতাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । তখন থেকেই হাসপাতালের সেবা কার্য্যক্রম শুরু হয় । এই হাসপাতালের শয্যা সংখ্যা ১০০০ টি ।এই হাসপাতালের স্বাস্থ্য সেবাকার্য্যক্রমকে কয়েকভাগে ভাগ করা যায় । এখানে আছে ইনডোর বিভাগ , আউটডোর বিভাগ , জরুরী বিভাগ ও এ্যাম্বুলেন্স সার্ভিস । তাছাড়াও ডায়রিয়া ট্রেনিং ইউনিট , ইপিআই প্রোগ্রাম , ইওসি কার্য্যক্রম , ডটস কর্ণার , এম,আর ক্লিনিক , মডেল ফ্যামিলি প্লানিং ক্লিনিক , ব্রেষ্ট ফিডিং সেন্টার , সমাজ সেবা কার্য্যক্রম ইত্যাদি ।অত্র এলাকার ৮ টি জেলার বিপুল পরিমান দুস্থ জনগনের সেবা কার্য্যক্রমের জন্য প্রতিষ্ঠানটি কাজ করছে । এক নজরে মেডিকেল কলেজ হাসপাতাল

"সিজার না নরমাল ডেলিভেরী" যদিও সিজারিয়ান করানো খুব সাধারণ ব্যাপার আজকাল, কিন্তু এটা একটা বড় অপারেশন তাই এর নিজস্ব কিছু ঝ...
19/08/2022

"সিজার না নরমাল ডেলিভেরী"

যদিও সিজারিয়ান করানো খুব সাধারণ ব্যাপার আজকাল, কিন্তু এটা একটা বড় অপারেশন তাই এর নিজস্ব কিছু ঝুঁকি থাকে। এজন্য চিকিৎসা সংক্রান্ত কারণ ছাড়া ডাক্তার সিজারিয়ান করানোর পরামর্শ দেননা। গর্ভাবস্থায় কোন জটিল সমস্যা যদি সৃষ্টি না হয় তাহলে ভ্যাজাইনাল বার্থ বা নরমাল ডেলিভারি নিরাপদ। নরমাল ডেলিভারি শুধু বর্তমান গর্ভাবস্থার জন্যই ভালো নয় বরং পরবর্তীতে গর্ভধারণের জন্যও ভালো।

কখনো কখনো মা ও বাচ্চার জীবন রক্ষার্থে সিজারিয়ান করতে হয়, সেই পরিস্থিতিতে প্রশ্নাতীত ভাবেই সিজারিয়ান করানোটা হচ্ছে সবচেয়ে নিরাপদ। আবার এমনও হতে পারে যে, আপনি কোন বিশেষ দিনে বিশেষ উপায়ে বাচ্চার জন্ম দিতে চান তখন ডাক্তার আপনাকে সিজারিয়ান করানোর পরামর্শ দেন। তবে আপনার এই সিদ্ধান্ত আপনার স্বাস্থ্য ও জীবনধারায় বিশেষ প্রভাব ফেলে।

বর্তমানে চারজনের মধ্যে একজন শিশু সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয়। BBC ও Guardian এই বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে।

পরিকল্পিত সিজারিয়ানে মায়ের সুবিধা সমূহ-

· প্রসব বেদনা সহ্য করতে হয়না

· অনেক বেশি রক্তক্ষরণ হয়না

· ভ্যাজাইনাল ইনজুরি হয়না

পরিকল্পিত সিজারিয়ানে মায়ের অসুবিধা সমূহ-

· অনেকদিন হাসপাতালে থাকতে হয়

· শিশুর জন্মের পরও ব্লিডিং হলে অনেক ক্ষেত্রে গর্ভ অপসারণ করে ফেলতে হয় একে হিস্টেরেক্টমি বলে।

· হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে।

· ইউটেরাইন ইনফেকশন এর ঝুঁকি বাড়ে।

· অপারেশনের পরে ব্যাথা হয় যা প্রায় কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়।

· পরবর্তীতে সন্তান ধারণের সময় এক্টোপিক বা টিউবাল প্রেগনেন্সি, প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা অ্যাক্রিটা এবং প্লাসেন্টাল অ্যাবরাপশন এর সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা থাকে।

পরিকল্পিত সিজারিয়ানে বাচ্চার অসুবিধা সমূহ-

· ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখতে হয়

· শ্বাসপ্রশ্বাসের সমস্যা থাকে

· ব্রেস্ট ফিডিং এর অভ্যাস গড়ে উঠতে দেরি হয়

The Australian study তাদের এক গবেষণায় দেখেছে যে, সিজারিয়ান করানো মায়েদের মধ্যে মানসিক প্রতিকূলতার প্রভাব প্রাকৃতিক প্রসবের মায়েদের চেয়ে বেশি হয়। সিজারিয়ান করানো মায়েদের মধ্যে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং এ সমস্যা হতে পারে।

"Family Care Bangladesh"
✊সেবা নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য ✊

অর্থোপেডিক সার্জারিচিকিৎসা বিশেষত্ববিবরণঅর্থোপেডিক সার্জারি বা অর্থোপেডিকস হল অস্ত্রোপচারের একটি শাখা যা পেশীর স্কেলিটাল...
19/08/2022

অর্থোপেডিক সার্জারি

চিকিৎসা বিশেষত্ব

বিবরণ

অর্থোপেডিক সার্জারি বা অর্থোপেডিকস হল অস্ত্রোপচারের একটি শাখা যা পেশীর স্কেলিটাল সিস্টেমের সাথে জড়িত। অর্থোপেডিক সার্জনরা পেশীবহুল ট্রমা, মেরুদণ্ডের রোগ, খেলার আঘাত, অবক্ষয়জনিত রোগ, সংক্রমণ, টিউমার এবং জন্মগত ব্যাধিগুলির চিকিত্সার জন্য অস্ত্রোপচার এবং ননসার্জিক্যাল উভয় উপায় ব্যবহার করেন।

সাধারণ রোগীর সেবাসেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)সাধারণ রোগী স্বাস্থ্য পরিচর্যা বা পরিবার পরিকল্পনা বিষয়ে চিকিৎসা/পরামর্শ গ...
19/08/2022

সাধারণ রোগীর সেবা

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সাধারণ রোগী স্বাস্থ্য পরিচর্যা বা পরিবার পরিকল্পনা বিষয়ে চিকিৎসা/পরামর্শ গ্রহণের জন্য আসলে শারীরিক অবস্থা অনুযায়ী তাদের চিকিৎসা/পরামর্শ দেওয়া হয়। অনেক সময় পরিবার কল্যাণ পরিদর্শিকা/পরিবার কল্যাণ সহকারী কর্তৃক বাড়িতে গিয়ে পরামর্শ, স্বাস্থ্য পরিচর্যা, চিকিৎসা ইত্যাদি প্রদান করা হয়। প্রয়োজনীয় ক্ষেত্রে উন্নত চিকিৎসা/পরামর্শের জন্য রেফার করা হয়।

"Family Care Bangladesh "
সঠিক চিকিৎসা সেবা প্রদানে সর্বদাই অটল

Address

Saidpur Plaza
Rangpur

Telephone

+8801749088726

Website

Alerts

Be the first to know and let us send you an email when Family care Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category