21/06/2025
মানুষ সহ সকল জীব যেমন প্রকৃতির দান, রোগব্যাধিও তেমনি প্রকৃতির ই সৃষ্টি। এসব রোগের সমস্ত নিরাময়ের ব্যবস্থা প্রকৃতিতে ই আছে। এসব পদ্ধতির মধ্যে ইয়োগা অন্যতম। এছাড়াও ইয়োগা অনুশীলনে যেভাবে মানসিক প্রশান্তি সহ প্রফুল্ল চিত্তের অনুভূতি পাওয়া যায়, যা দেহ মনে অনুভব করা যায়, এক ই সাথে অন্য কোনো অবস্থায় তা পাওয়াও যায় এবং প্রকাশ করার মতো নয়। এসব বিষদ আলোচনা হবে ইনশাআল্লাহ।
১১তম আন্তর্জাতিক ইয়োগা দিবসে সকলকেই আন্তরিক শুভেচ্ছা। এ উপলক্ষে ইয়োগা জোন আয়োজিত আগামীকাল বিকেল ৪:০০টায় ইয়োগা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।