Marufa Akter

Marufa Akter DXN is prime for building good health and beautiful life
(1)

26/02/2024

Benefits of Dxn Lingzhi ( BLACK COFFEE)
ব্ল্যক কফি চিনি ছাড়া পান করলে শরীরে জমে থাকা ক্ষতিকর টক্সিন, ব্যাকটেরিয়া প্রস্রাবের আকারে শরীর থেকে বেরিয়ে যায়। ফলে পেট পরিষ্কার থাকে।
DXN ব্ল্যাক কফিতে ওজন কমায় চিনি ছাড়া ব্ল্যাক কফি খেলে খুব তাড়াতাড়ি ওজন কমে। মেটাবলিজম রেট ৫০ শতাংশ বেড়ে যায় ও একইসঙ্গে পেটে জমে থাকা চর্বি কমাতে সাহায্য করে।
DXN ব্ল্যাক কফিতে হৃদরোগ সা
DXN ব্ল্যাক কফিতে ক্যানসারের সম্ভাবনা কমায় ডায়বেটিসের মতো ক্যানসারের ক্ষেত্রেও অসাধারণ কাজ করে DXN ব্ল্যাক কফি। এর মধ্যে থাকা উপাদান ক্যানসারের কোষকে জন্মাতে দেয় না।
DXN ব্ল্যাক কফিতে বয়স বাড়ে ধীরে অনেকদিন পর্যন্ত যৌবন ধরে রাখতে সাহায্য করে চিনি ছাড়া DXN ব্ল্যাক কফি। এছাড়া পার্কিনসনের মতো রোগকেও আটকাতে সক্ষম ব্ল্যাক কফি।
DXN ব্ল্যাক কফি মন সতেজ রাখে DXN ব্ল্যাক কফি খেলে মন সতেজ থাকে। যার ফলে মনে সবসময় খুশি বজায় থাকে এবং সবসময় গুড মর্নিংয়ের মতো মন দেহ ফ্রেস বা সতেজ উৎফুল্ল থাকে
dxn linzhi black coffee.......
healthy masroom suger free coffee
# শরীর থেকে টক্সিন দূর করে শরীর কে হাল্কা করে,
# রুচি বাড়ায়
# ওজন কমাতে সাহায্য করে
# ডায়াবেটিস নিয়ন্ত্রনে আনে
# ব্লাড প্রেসার কমায়
# মাইগ্রেইন সমস্যা দূর করে
# কেফেইন এর পরিমান কম হওয়াই ঘুমের তেমন সমস্যা হইনা বরং ভালো ঘুম হয় নিয়ম অনুযায়ী
# মাশরুম থাকার জন্য এটি খুব উপকারি তাই ছোট বর সবাই খেতে পারে যত খুশি
# কোন প্রকার চিনি মিশ করা নাই এতে , শুধু মাত্র গরম পানি তে ছেড়ে দিলেই হয়।

DXN Ganozhi shampoo 🌿 এতে রয়েছে  গ্যানেডোমা মাশরুম এর নির্যাস ও ভিটামিন B5 ..  এবং pH নিয়ন্ত্রণ  করে  তৈরি  করা হয়েছে।🌿 ...
23/02/2024

DXN Ganozhi shampoo

🌿 এতে রয়েছে গ্যানেডোমা মাশরুম এর নির্যাস ও ভিটামিন B5 .. এবং pH নিয়ন্ত্রণ করে তৈরি করা হয়েছে।

🌿 গানোঝি শ্যাম্পু এর উপকারিতা:
১. এই শ্যাম্পু চুল পড়া রোধ করে চুল লম্বা করতে সাহায্য করে।
২. চুলের আগা ফাটা ও ভেংগে পড়া দূর করে।
৩. চুলের খুশকি দূর করে।
৪. চুলের রঙ ঠিক রাখে। চুল পাকা রোধ করে।
৫. মাথার চর্মরোগ প্রতিরোধ করে।
৬. চুল শক্ত ও মজবুত করে।
৭. চুলের পুষ্টি জোগায়। চুল গজাতে সাহায্য করে।
৮. চুলের টক্সিন ক্লিন করে।
৯. চুল পরিষ্কার করে।
১০. চুল শিল্কি ও লম্বা করে।

১০০% ন্যাচারাল প্রোডাক্ট, কোন side effect নাই।
বিঃদ্রঃ আমাদের শ্যাম্পু এবং অন্যান্য প্রডাক্ট বিশ্বের যেকোনো জায়গা থেকে সংগ্রহ করতে ইনবক্সে যোগাযোগ করুন।

23/02/2024
Cleansing Gel এর মধ্যে রয়েছে এলোভেরা এক্সট্র্যাক্ট। -আলতোভাবে পরিষ্কার উপযোগী, ত্বকের ছিদ্র এবং আদ্রতা বজায় রাখে । তৈল...
12/02/2024

Cleansing Gel এর মধ্যে রয়েছে এলোভেরা এক্সট্র্যাক্ট। -আলতোভাবে পরিষ্কার উপযোগী, ত্বকের ছিদ্র এবং আদ্রতা বজায় রাখে । তৈলাক্ততা দূর করে নিশ্চিত । - প্রাকৃতিক চামড়ার পিএইচ এর মান বজায় রাখে , ত্বক উজ্জ্বল করে এবং নরম মোলায়েম করে

ব্রণ,এলার্জি,মেসতা- সকল সমস্যা সমাধান হবে ১ টি সাবনে!!DXN Ganozhi Soap উপকারিতা ** যে কোন ধরণের ব্রণ, মেছতা ধীরে ধীরে দূ...
12/02/2024

ব্রণ,এলার্জি,মেসতা- সকল সমস্যা সমাধান হবে ১ টি সাবনে!!
DXN Ganozhi Soap


উপকারিতা *
* যে কোন ধরণের ব্রণ, মেছতা ধীরে ধীরে দূর করে।
* এলার্জি নিবারণ করে ।
* মুখের অতিরিক্ত তেল দূর করতে সহায়তা করে।
* মুখের স্বাভাবিক আর্দ্রতা ঠিক রাখে ।
* ত্বককে কোমল, মসৃণ, উজ্জ্বল ও শুষ্ক রাখে ।
* কালো দাগ দূর করে ।
* চামড়া কুঁচকে যাওয়া রোধ করে ।
* বলিরেখা প্রতিরোধ করে আপনার বার্ধক্যকে লুকিয়ে রাখবে।
* ত্বকের লোমকূপ থেকে ময়লা পরিষ্কার করে।
* ফেসওয়াশ এর বিকল্প পরিষ্কারক হিসেবে ব্যবহার করা যায় ।
* এ সাবানটি পুরো শরীরে ব্যবহার করা যাবে।
* ক্ষতিকারক ক্যামিকাল বা ক্ষার না থাকায় নিশ্চিন্তে ব্যবহার করা যায়।

′′′°°ঊপাদানঃ- গ্যানোডার্মা এর নির্যাস (উন্নত প্রজাতির লাল মাশরুম), পাম ফলের নির্যাস, ভিটামিন- ই, ৬ প্রজাতির উন্নতমানের ঔষধিগুণ সম্পন্ন মাশরুম, প্রাকৃতিক সুগন্ধি ইত্যাদি ।

আপনি বিশ্বের যে দেশেই থাকেন যেখানেই থাকেন সেখানেই আমাদের সেবা পাবেন।

DXN ব্ল্যাক কফির উপকারিতা: ১ - এলারজি রোধক : এলারজি এজমা চুলকানি রোগের জন্য এটি উপকার দেয়।২ - DXN ব্ল্যাক কফিতে স্মৃতিশক...
11/02/2024

DXN ব্ল্যাক কফির উপকারিতা:

১ - এলারজি রোধক : এলারজি এজমা চুলকানি রোগের জন্য এটি উপকার দেয়।
২ - DXN ব্ল্যাক কফিতে স্মৃতিশক্তি বাড়ায়: ব্ল্যাক কফি মস্তিষ্ককে আরও সচল থাকতে সাহায্য করে। যার ফলে স্মৃতিশক্তি অনেকখানি বেড়ে যায়। এছাড়া নার্ভকেও সচল রাখতে সাহায্য করে।
৩- DXN ব্ল্যাক কফিতে বুদ্ধিমত্তা বাড়ায়: ক্যাফেইন থাকায় কফি মুড ভালো রাখে, এনার্জি বাড়িয়ে দেয় ও একইসঙ্গে বুদ্ধির বিকাশ ঘটায়।
৪- DXN ব্ল্যাক কফিতে পেট পরিষ্কার রাখে: চিনি ছাড়া কফি খেলে শরীরে জমে থাকা ক্ষতিকর টক্সিন, ব্যাকটেরিয়া প্রস্রাবের আকারে শরীর থেকে বেরিয়ে যায়। ফলে পেট পরিষ্কার থাকে।
৫- DXN ব্ল্যাক কফিতে ওজন কমায় চিনি ছাড়া ব্ল্যাক কফি খেলে খুব তাড়াতাড়ি ওজন কমে। মেটাবলিজম রেট ৫০ শতাংশ বেড়ে যায় ও একইসঙ্গে পেটে জমে থাকা চর্বি কমাতে সাহায্য করে।
৬- DXN ব্ল্যাক কফিতে হৃদরোগ সারায় ব্ল্যাক কফি হৃদরোগ সারিয়ে তুলতে বিশেষ সাহায্য করে। এমনকী হৃদরোগের সম্ভাবনাকেও কমিয়ে দেয়।
৭- DXN ব্ল্যাক কফিতে অ্যান্টিঅক্সিডেন্টস ব্ল্যাক কফিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। এক কাপ কফিতে থাকে ভিটামিন বি২, বি৩, বি৫, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ইত্যাদি।
৮-DXN ব্ল্যাক কফিতে ডায়বেটিস রোধ ব্ল্যাক কফি ডায়বেটিসের সম্ভাবনাকে কমিয়ে এটা রোধ করতে সাহায্য করে। এমনকী ডায়বেটিসে আক্রান্তদের ক্ষেত্রেও এটি বিশেষ কাজ করে।
৯- DXN ব্ল্যাক কফিতে ক্যানসারের সম্ভাবনা কমায় ডায়বেটিসের মতো ক্যানসারের ক্ষেত্রেও অসাধারণ কাজ করে DXN ব্ল্যাক কফি। এর মধ্যে থাকা উপাদান ক্যানসারের কোষকে জন্মাতে দেয় না।
১০- DXN ব্ল্যাক কফিতে বয়স বাড়ে ধীরে অনেকদিন পর্যন্ত যৌবন ধরে রাখতে সাহায্য করে চিনি ছাড়া DXN ব্ল্যাক কফি। এছাড়া পার্কিনসনের মতো রোগকেও আটকাতে সক্ষম ব্ল্যাক কফি।
১১- DXN ব্ল্যাক কফি মন সতেজ রাখে DXN ব্ল্যাক কফি খেলে মন সতেজ থাকে। যার ফলে মনে সবসময় খুশি বজায় থাকে এবং সবসময় গুড মর্নিংয়ের মতো মন দেহ ফ্রেস বা চঞ্চাল্ল থাকে।

DXN হেয়ার অয়েল চুল পড়া প্রতিরোধে সহযোগীঃ বিব্রতকর চুল পড়া রোষে প্রাকৃতিক ভৈল হিসেবে ব্যবহার উপযোগী। চুল শক্তিশালী, ল...
11/02/2024

DXN হেয়ার অয়েল চুল পড়া প্রতিরোধে সহযোগীঃ বিব্রতকর চুল পড়া রোষে প্রাকৃতিক ভৈল হিসেবে ব্যবহার উপযোগী। চুল শক্তিশালী, লম্বা ও গোড়া শক্ত করে চুলের ঘনত্ব বাড়াতে সহায়তা করে। চুল এর গোড়া থেকে আগা পর্যন্ত পুনরুজ্জীবিত করতে কার্যকরী ভূমিকা পালন করে।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marufa Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Marufa Akter:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram