Kamal Hossan

Kamal Hossan Albin Enterprises

18/07/2020

এই মানুষ গুলি কি রাক্ষস, রে ভাই।
রান্না করারা সময় টুকু দিচ্ছে না।

11/07/2020
স্বামী-স্ত্রী আর তাদের তিন মাস বয়সের একটিবাচ্চা রাতে বিছানায় ঘুমাচ্ছে।:হটাৎ:তিন মাসের বাচ্চা রাত তিনটার সময় জোরেজোরে কা...
06/07/2020

স্বামী-স্ত্রী আর তাদের তিন মাস বয়সের একটি
বাচ্চা রাতে বিছানায় ঘুমাচ্ছে।
:হটাৎ
:তিন মাসের বাচ্চা রাত তিনটার সময় জোরে
জোরে কান্না করতে লাগলো।
:বাচ্চার কান্না শুনে মা বাবা দুজনেরই
ঘুম ভেঙ্গে গেলো।
,,
স্বামী বললেন,
ওকে একটু থামাও.....!
আর মা বাচ্চাটিকে বুকে জরিয়ে
নিয়ে এদিক-ওদিক হাঁটতে লাগলেন।
:
কিছুক্ষন পর ,
বাচ্চাটির বাবা বিছানা থেকে
উঠে ঘর থেকে
বের হয়ে গেলেন।
:
কিছুক্ষন পর বাচ্চাটির বাবা ঘরে
ফিরে এলেন
আর
বাচ্চাটির মা তাকে জিজ্ঞাস
করলেন,
কোথায় গেছিলে ?
:
তিনি বললেন ,
:
মায়ের কবরটা দেখতে
গিয়েছিলাম।
:
বাচ্চাটির মা জিজ্ঞেস করলেন,
:
এত রাতে কেন ?
:
সে উত্তর দিল ,
আমাদের বাচ্চাটি যখন
কাঁদতেছিলো
তখন আমার খুব বিরক্ত লাগছিল।
:
কিন্তূ
:
তুমি ওকে কাঁধে নিয়ে আদর করতে
করতে
হাটতেছ।
কারন,
তুমি তার মা।
:
তখনি মনে পরে গেলো।
:
হয়তো , আমি যখন ছোট ছিলাম
তখন
আমার মা ও আমাকে এভাবেই যত্ন
করেছিলেন।
:
তাই মাকে দেখতে গেছিলাম।
:
আজ আমি মায়ের যত্নে এত বড়
হয়েছি। কিন্তু
জানি না মা আমার সেখানে
কতটুকু যত্নে
আছেন।
:
পৃথিবীতে মা একমাত্র আপন।
:
হে আল্লাহ্ আপনি আমাদের মা
বাবার
সেবা করার তৌফিক দিন।
যাদের মা বাবা পৃথিবী তে নেই
তাঁদের কে জান্নাত বাসি করুন।(আমিন)

31/05/2020

ভারতে মদ কেনার দীর্ঘ লাইন আর হুড়োহুড়ি নিয়ে আলোচনা চলছে সারা বিশ্বেই। ৪০ দিন পর দোকান খোলার খবরে, সোমবার রীতিমত....

31/05/2020

😭😭😭😭😭😭😭😭😭😭😭

31/05/2020
24/05/2020
23/05/2020

➡অনেক সুন্দর একটি গজল।
➡শুনলে হৃদয়টা জুরিয়ে যায়❗

23/05/2020

দেখুন' মাওলানা ডক্টর মালা আলি কুর্দির ভাই এর
আরও একটি চিকিৎসার ভিডিও !

21/05/2020

দেখুন প্রিয় ভাই! মাওলানা ডক্টর মালা আলি কুর্দির কোরআনুল কারীমের মৌজেজার মাধ্যমে।
কি অসাধারণ চিকিৎসা ❗

➡শান্তির বার্তা দিয়েই শুরু হোক।➡আপনার আমার কথাবার্তা ‼
21/05/2020

➡শান্তির বার্তা দিয়েই শুরু হোক।
➡আপনার আমার কথাবার্তা ‼

21/05/2020

➡আল্লাহু আকবার বোবা মেয়েটিকে যেভাবে
চিকিৎসা করলেন।

বিশ্ব বিখ্যাত আলেম & ডক্টর মালা আলি কুরদি
আল কুরআনের চিকিৎসায় মানুষকে সুস্থকরেন।

Mala Ali Kurdi is a world-renowned scholar and doctor who recites Al-Qur'an and heals people under the guise of a blind dumb paralysis gene.
Mala Ali kurdi

Address

Lalmonirhat
Rangpur
CHAPARHAT

Alerts

Be the first to know and let us send you an email when Kamal Hossan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram