Dr. Md. Jakaria Al- Jihad

Dr. Md. Jakaria Al- Jihad Dr. Md. Jakaria Al- Jihad
M.P.H (RCH) USA. D.M.F (Dhaka)
C.M.U (Ultra)

বন্ধ্যাত্ব, স্ত্রীরোগ ও শিশু রোগের চিকিৎসা পদ্ধতি খুবই জটিল, তাই সঠিক রোগ  নির্ণয়ের মাধ্যমে চিকিৎসা করা খুবই গুরুত্বপূর...
21/09/2024

বন্ধ্যাত্ব, স্ত্রীরোগ ও শিশু রোগের চিকিৎসা পদ্ধতি খুবই জটিল, তাই সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে চিকিৎসা করা খুবই গুরুত্বপূর্ণ। একদল অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে পরিচালিত সেবা মেডিকেলে এই সমস্ত রোগের চিকিৎসা, অত্যন্ত দক্ষতার সাথে যত্ন সহকারে করা হয়।

➡️➡️➡️ যৌন সমস্যা ও বন্ধ্যাত্ব থেকে শুরু করে, গর্ভধারণ পর্যন্ত এবং নরমাল ডেলিভারির জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও শিশু রোগের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন একাধিক ডাক্তার, যা অনেক সময় সময় সাপেক্ষে অধিক পরিশ্রম এবং সেই সাথে অধিক অর্থের অপচয় হয়ে থাকে। তাই সেবা মেডিকেল নিয়ে এসেছে সকল সেবা একই সাথে। যে সেবা সমূহ আমাদের অভিজ্ঞ কাউন্সিলিং টিম সহজেই বুঝিয়ে থাকেন।

➡️নরমাল ডেলিভারির জন্য, ইচ্ছার সাথে প্রয়োজন সঠিক প্রস্তুতির! আর সেই প্রস্তুতি গ্রহণে আপনাকে সাহায্য করার জন্য, সেবা মেডিকেলে রয়েছেন গাইনী বিশেষজ্ঞ এবং চাইল্ডবার্থ এডুকেটর।

➡️এছাড়াও নবজাতক শিশুর পরিচর্যা, সঠিক ও স্বাস্থ্যকর ভাবে তাকে ফিড করানো এবং পোস্টপার্টাম সময়ের মানসিক যত্ন নিয়ে গাইড করার জন্য আছেন বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ এবং মেন্টাল হেলথ কাউন্সিলর এর সাপোর্ট।

➡️ এ পর্যন্ত আমাদের কাছ থেকে সহস্রাধিক মা গর্ভকালীন সময় ও সন্তান জন্মদানের বিশেষ সুবিধা গ্রহণ করে, সন্তান জন্মদানে সফল হয়েছেন।

➡️ এছাড়াও আমাদের এখানে যে মা দের সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন হয় , তারা তাদের ঝুঁকি এনালাইসিস করে, উপযুক্ত কারনে সিজারিয়ানের সিদ্ধান্ত নিয়েছেন।

➡️ শিশুকে মাতৃদুগ্ধ পানে সাহায্য, বিনা কারনে ফর্মূলা ফিডিং না করানো এবং প্রসব পরবর্তী মানসিক যত্নের গুরত্ব প্রতিষ্ঠা করা আমাদের মূল লক্ষ্য।

➡️ প্রেগন্যান্সি কোন রোগ নয়, জ্ঞান ও ফিটনেসের মাধ্যমে, আপনার প্রেগনেন্সির জার্নি সহজ করতে ইনশা আল্লাহ আমরা আছি আপনার সাথে।

➡️ ইন শা আল্লাহ প্রেগনেন্সি ও অনাগত সন্তান নিয়ে আপনার অজস্র জিজ্ঞাসার উত্তর নিয়ে আমাদের প্রি নেটাল টিম সর্বদাই প্রস্তুত....

➡️গর্ভাবস্থায় সুষম ডায়েট, চেকাপ, বিপদচিহ্ন

➡️স্বাভাবিক প্রসবের প্রস্তুতি ও ব্যায়াম

➡️নরমাল ডেলিভারি ও পেইন ম্যানেজমেন্ট

➡️ সিজারিয়ানের পর নরমাল ডেলিভারি

➡️সিজারিয়ান ডেলিভারি কখন হয় ও পরবর্তী পরিচর্যা

➡️নতুন শিশুকে স্বাগতম, নবজাতকের যত্ন, খাওয়া, ঘুম ও কান্না রহস্য!

➡️ব্রেস্টফিডিং এবং মিক্সড ফিডিং

➡️ পোস্ট পার্টাম ডিপ্রেশন এর অদ্যোপান্ত।
বন্ধ্যাত্ব অভিশাপ নয়
আত্যাধুনিক চিকিৎসায়
গর্ভধারণ করা সম্ভব

➡️মাতৃ, শিশু ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ধরনের সেবা নিয়ে সেবা মেডিকেল রয়েছে আপনার পাশে।

➡️রোগী দেখার সময় প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ টা ও বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

➡️সহজে ডাক্তার সিরিয়াল, যৌন রোগের স্থায়ী সমাধান ও আল্ট্রাসনোগ্রাম করাতে কল করুন।
মোবাইল নাম্বারঃ- 01334-722122

সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায়:
জনস্বাস্থ্যবিদ- (প্রজনন ও শিশুস্বাস্থ্যে) বিশেষ অভিজ্ঞ
ডাঃ মোঃ জাকারিয়া আল জিহাদ
নির্বাহী পরিচালক সেবা মেডিকেল এন্ড নিরাপদ ডেলিভারি সেন্টার।

সকলকে জানাই, পবিত্র ঈদুল আযহার আগাম সুভেচ্ছা, ঈদ-মোবারক
11/06/2024

সকলকে জানাই, পবিত্র ঈদুল আযহার আগাম সুভেচ্ছা, ঈদ-মোবারক

অনুগ্রহপূর্বক পোস্টটি শেয়ার করলে কৃতজ্ঞ থাকবো -------- আপনি কি আপনার আদরের ছেলে সন্তানের সুন্নাতে-খৎনা (মুসলমানি) নিয়ে...
08/05/2024

অনুগ্রহপূর্বক পোস্টটি শেয়ার করলে কৃতজ্ঞ থাকবো -------- আপনি কি আপনার আদরের ছেলে সন্তানের সুন্নাতে-খৎনা (মুসলমানি) নিয়ে ভাবছেন ?
ডিভাইস, লেজার, স্টেপলার ও ম্যানুয়েল কসমেটিকস সহ অত্যাধুনিক পদ্ধতিতে সুন্নতে খৎনা /মুসলমানি করানো হয়।

জনস্বাস্থ্যবিদ (প্রোজনন ও শিশু) স্বাস্থ্যে বিশেষ অভিজ্ঞ এবং সুন্নাতে খাৎনা বা মুসলমানিতে প্রশিক্ষণপ্রাপ্ত
ডাঃ মোঃ জাকারিয়া আল জিহাদ
এম. পি. এইচ (আর. সি. এইচ)
ডি. এম. এফ (ঢাকা) & সি. এম. ইউ (আলট্রাসোনোগ্রাম)
ডিভাইস, লেজার, স্টেপলার ও ম্যানুয়েল কসমেটিকস সহ সকল ধরনের সুন্নতে খাৎনা করায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।

চেম্বার: সেবা মেডিকেল এন্ড ডেলিভারি সেন্টার।
ইসলামী ব্যাংক সংলগ্ন পুরাতন বাজার নারায়ণপুর।
সুন্নতে খৎনা করাতে নাম্বারে যোগাযোগ করুন: +8801334-722122

বিভিন্ন পদ্ধতিতে খাৎনার খরচ:
ডিভাইস খৎনা: =৩০০০/- টাকা
ম্যানুয়েল খৎনা: =৫০০০/- টাকা
লেজার খৎনা: =৫০০০/- টাকা
স্টেপলার খৎনা:=৯০০০/- টাকা

কসমেটিক ডিভাইস খৎনার সুবিধা :
১) সেলাই লাগে না।
২) পট্টি লাগে না।
৩) কোন ধরনের রক্তপাত হয় না ।
৪) ব্যাথামুক্ত ও নিরাপদ খৎনা পদ্ধতি।
৫) বিশ্রামের প্রয়োজন নেই
৬) প্যান্ট পরতে পারবে এবং গোসল করতে পারবে।









অনলাইনে রোগী দেখার ক্ষেত্রে সেবা মেডিকেল এখন এক ধাপ এগিয়ে, ইনশাআল্লাহ। আমরা অনেক প্রতীক্ষার পর অনলাইনে রোগী দেখার ক্ষেত...
31/03/2024

অনলাইনে রোগী দেখার ক্ষেত্রে সেবা মেডিকেল এখন এক ধাপ এগিয়ে, ইনশাআল্লাহ। আমরা অনেক প্রতীক্ষার পর অনলাইনে রোগী দেখার ক্ষেত্রে পূর্ণাঙ্গ অনলাইন সেটাপ সম্পূর্ণ করলাম। মা ও শিশুস্বাস্থ্য এবং বন্ধ্যাত্ব ও যৌন সমস্যার সেবা নিতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারেন।
আমাদের সাথে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারঃ 01334-722122

27/03/2024

ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ, প্রতিকার ও চিকিৎসা। সংক্ষিপ্ত আলোচনায় ডাঃ মোঃ জাকারিয়া আল জিহাদ।

অক্লান্ত পরিশ্রম শেষে,  দুই দিনের ব্যবধানে একই পরিবারে দুইটি নরমাল ডেলিভারি সম্পন্ন হলো। নবাগত সন্তানের বাবারা হলেন উত্ত...
23/03/2024

অক্লান্ত পরিশ্রম শেষে, দুই দিনের ব্যবধানে একই পরিবারে দুইটি নরমাল ডেলিভারি সম্পন্ন হলো। নবাগত সন্তানের বাবারা হলেন উত্তর ঢাকডহর সরকারপাড়া গ্রাম নিবাসী ১। মোঃ আতানুর রহমান ও ২। মোঃ আবদুল হক এবং দাদা আমার শ্রদ্ধেয় চাচা মোঃ আবদুল কাদের।একটি ছেলে ও একটি মেয়ে শিশুর হয়েছে। শিশুদের জন্য সকলের দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ মিডওয়াইফ ইসমেতরা খাতুন (তারা) ও টিম সেবা মেডিকেলের নরমাল ডেলিভারি ইউনিটকে। সার্বিক সহযোগিতায় ডাঃ মোঃ জাকারিয়া আল জিহাদ।

আমাদের প্রতিষ্ঠানে, আজরাত ৮টায় ইন্ডাকশনের মাধ্যমে নরমাল ডেলিভারি সম্পূর্ণ হল। নবাগত শিশু ও আমাদের প্রতিষ্ঠানের জন্য সকলে...
19/03/2024

আমাদের প্রতিষ্ঠানে, আজরাত ৮টায় ইন্ডাকশনের মাধ্যমে নরমাল ডেলিভারি সম্পূর্ণ হল। নবাগত শিশু ও আমাদের প্রতিষ্ঠানের জন্য সকলে দোয়া করবেন।

Address

Rangpur
5600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Jakaria Al- Jihad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram