উত্তরখুঁজি

উত্তরখুঁজি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from উত্তরখুঁজি, Rangpur.
(1)

’উত্তরখুঁজি’ বিটিভি নিউজ চ্যানেলে প্রতি রবিবার সন্ধ্যা ৭টা ৩০-এ প্রচারিত একটি অনুসন্ধানীমূলক অনুষ্ঠান। দুর্নীতি, অনিয়ম, সাধারণ মানুষের অধিকারসহ সরকারি সেবা, সামাজিক সমস্যা ইত্যাদি নিয়ে ‘উত্তরখুঁজি’ গভীর বিশ্লেষণে সম্ভাব্য সমাধান উপস্থাপন করা হয়।

05/12/2025

ছিন্নমূল শিশু- ঢাকার ব্যস্ত রাস্তায়, ফুটপাত ও স্টেশনের ভিড়ে লুকিয়ে থাকা ছোট্ট মুখ- যাদের জন্ম থেকেই নেই অধিকার, নিরাপত্তা আর শিক্ষার নিশ্চয়তা। তবু তারা থামে না; ধুলো-মাখা হাত আর অদম্য সাহসে প্রতিদিন লড়ে যাচ্ছে টিকে থাকার প্রয়োজনে।

28/11/2025

#উচ্চ_মাধ্যমিকের_ফল_বিপর্যয়

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল শুধু শিক্ষার্থীদের হতাশ করেনি-এটা গোটা শিক্ষা ব্যবস্থার সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা কোন সংকটে আছি। পাশের হার কমেছে- কিন্তু কেন কমেছে? শেখার ঘাটতি? প্রশ্নের কঠোরতা? মূল্যায়নের কড়াকড়ি? নাকি দীর্ঘদিনের লার্নিং লসের পরিণতি? আসুন, উত্তরখুঁজে দেখি...

21/11/2025

বেদে-বাংলাদেশের এক প্রান্তিক জনগোষ্ঠী। তাদের জীবন- নদী আর নৌকার সঙ্গে বেঁধে আছে হাজার বছর ধরে। নদী শুকিয়ে গেছে, শুকিয়েছে তাদের চিরায়ত পেশার জৌলুশ। নদী ছেড়ে মাটিতে নামা এই যাযাবরদের ভবিষ্যৎ কী? উত্তরখুঁজি’র এবারের পর্বে আমরা খুঁজবো- কেন এই জনগোষ্ঠী পিছিয়ে পড়েছে এবং কীভাবেই বা তারা সমাজের মূলধারায় উঠে আসতে পারবে?

11/11/2025

#ছিন্নমূল

বাংলাদেশের রাজধানী ঢাকা লাখো মানুষের কর্মসংস্থানের কেন্দ্রবিন্দু। গ্রাম থেকে আসে নতুন নতুন মানুষ, কেউ আসে স্বপ্ন নিয়ে, কেউ আসে বেঁচে থাকার প্রয়োজনে। কিন্তু আশ্রয় মেলে না সবার। ফলে শহরের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে ছিন্নমূল মানুষের অস্থায়ী বসতি।

অনুষ্ঠানে আমরা খুঁজব- কেন ঢাকায় ক্রমেই বাড়ছে ছিন্নমূল মানুষের সংখ্যা, দেখবো এর নেতিবাচক প্রভাব; খুঁজবো সেই উত্তর কীভাবে এ সংকটকে মোকাবেলা করা যায়।

29/10/2025

#অটোরিকশা: গন্তব্য কোন দিকে?

’৫০-এর দশক থেকে রিকশা রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ ঐতিহ্যের অংশ। রঙিন আলংকারিক রিকশাগুলো এ শহরের শিল্প ও সংস্কৃতির হলেও বর্তমান বাস্তবতা ভিন্ন। অল্প বিনিয়োগ, স্বল্প খরচ, দ্রুত চলাচলের সুবিধা ও সহজলভ্যতার কারণে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় এই যান এখন নগরবাসীর বিষফোঁড়া।

24/10/2025

বাংলাদেশে বেকারত্ব একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক সমস্যা। এটি দেশের উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, এবং সামাজিক স্থিতিশীলতার ওপর সরাসরি প্রভাব ফেলে।

21/10/2025

প্রতিটি শিশুই পৃথিবীতে আসে নতুন সম্ভাবনা নিয়ে। তবে কখনো কখনো জন্ম হয় এমন কিছু শিশুর, যারা জন্মের পরপরই সমাজের চোখে হয়ে ওঠে অন্যরকম। তাদের কেউ হাঁটতে পারে না, কেউ কথা বলতে পারে না, কেউ শুনতে পারে না। তবুও তারা শিশু, তারা মানুষ।
প্রতিবন্ধকতা নিয়ে পৃথিবীতে তাদের এই আগমনে নিজেদের কোন ভূমিকার না থাকলেও আমাদের প্রচলিত সমাজ সহায়তার পরিবর্তে কটুক্তির আঙ্গুল তোলে তাদের দিকে। আজ আমরা 'উত্তর খুজবো' কেন এই শিশুদের নিয়ে আমাদের সমাজে এখনো এত ভুল ধারণা ।

08/10/2025

হিজড়ারা মানুষ। কেবল লৈঙ্গিক ভিন্নতার কারণে আপনার-আমার অবহেলা ও বৈষম্যপূর্ণ আচরণের শিকার হয়ে যাঁদের রাস্তাঘাটে হাত পাততে হয়, আমরা তাঁদের হিজড়া বলে চিনি। কেমন আছেন তাঁরা? কীভাবে দিন কাটছে তাঁদের?

06/10/2025

প্রতিদিন ভোর আসে। প্রকৃতি জেগে ওঠে। পাখিরা ডাকে। কিন্তু বেশিরভাগ মানুষ তখনও ঘুমিয়ে। শুধু বয়স্ক হলে, কিংবা ডায়াবেটিস হলে—তখনই আমরা হাঁটাহাঁটি, শরীরচর্চা শুরু করি।
আজকের এই পর্বে আমরা খুঁজে বের করব—কেন শরীরচর্চা, কখন করব, কীভাবে করব, এবং…
এই অভ্যাস আমাদের জীবনকে কিভাবে বদলে দিতে পারে।

06/10/2025

#গণপরিবহন_গঞ্জনা_আর_বঞ্চনা

প্রতিদিন আমাদের শহর জেগে ওঠে এক অবিরাম যাত্রায়। স্কুল, কলেজ, অফিস বা জরুরি প্রয়োজনে—আমাদের জীবনের অনেকটা সময় কেটে যায় গণপরিবহনে। কিন্তু এই যাত্রা কি শুধু যাতায়াত? নাকি এক তিক্ত অভিজ্ঞতা?

কেন এই পরিস্থিতি? উত্তরখুঁজির এবারের পর্বে সে উত্তরই খোঁজার চেষ্টা করবো।

05/10/2025

#ফাস্টফুড_স্বাদ_নাকি_বিপদ

আজকের পৃথিবীতে দ্রুততার সঙ্গে বদলাচ্ছে আমাদের খাদ্যাভাস। স্বাদের মোহে আমরা ছুটে যাচ্ছি ফাস্টফুডের দিকে। বিশেষ করে আজকের তরুণরা সবকিছুতেই শর্টকার্ট। তারা শর্টকার্ট চায় পড়াশোনায়, যোগাযোগে, এমনকি খাবারেও। তাই বার্গারের রঙিন কাগজ, পিৎজার লোভনীয় চিজ বা ফ্রায়েড চিকেনের মচমচে শব্দ যেন হয়ে উঠেছে নতুন প্রজন্মের আনন্দের পাসওয়ার্ড। প্রশ্ন হলো, এ কি সত্যিই আনন্দ, নাকি এক অদৃশ্য অসুখের দাওয়াতপত্র?

‘উত্তর খুঁজি’র আজকের পর্বে আমরা দেখব, এই খাবারগুলো কীভাবে আমাদের শরীরকে প্রভাবিত করে, এর দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত প্রভাব কী হতে পারে। আকর্ষণীয় কিন্তু জটিল ফাস্টফুডের দুনিয়ায় প্রবেশ করে এর উত্তর খোঁজার চেষ্টা করব আজ।

12/09/2025

A peaceful path through green whispers.🌿🕊️

Address

Rangpur
1000

Alerts

Be the first to know and let us send you an email when উত্তরখুঁজি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to উত্তরখুঁজি:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

আমাদের বামনডাঙ্গা

ভালোবাসি বামনডাঙ্গা