স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, রংপুর ।

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, রংপুর ।

স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, রংপুর । মাদকাসক্তি ও মানসিক রোগীদের চিকিংসা ও পূনর্বাসন করা হয়।

17/08/2025

সরিষার তেলে সবার স্বাস্থ্য থাকবে সতেজ, প্রকৃতির সেরা উপহার স্নেহার খাঁটি সরিষার তেল!

উদ্বোধনী অনুষ্ঠানের সূচনার তারিখ ও সময়ঃ
সোমবার বাদ আসর, ১৮ আগস্ট ২০২৫
আমাদের ঠিকানাঃ পূর্ব বড়বাড়ি, মরিচটারী মোড় ওয়ার্ড নং ১৪, সিটি কর্পোরেশন, রংপুর - ৫৪০০

05/07/2025
গত ২ জুলাই ২০২৫ তারিখ বুধবারে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মান উন্নয়নের জন্য সহযোগিতামূলক অনুদানের চেক বিতরণ ...
05/07/2025

গত ২ জুলাই ২০২৫ তারিখ বুধবারে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মান উন্নয়নের জন্য সহযোগিতামূলক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। এই আয়োজন সফল ভাবে সম্পন্ন করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদ হোসেন - অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রংপুর। এই আয়োজিত অনুষ্ঠানে সফলতার সাথে মাদকাসক্ত রোগীদের মানসিক চিকিৎসায় ও পুনর্বাসনে কাজ করে যাবার জন্যে বিশেষ এই অনুদানের জন্য মনোনীত হয়েছে রংপুরের স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র এবং আমাদের পক্ষ থেকে এই প্রাপ্ত অনুদান গ্রহণ করেন আমাদের সম্মানিত ও তরুণ পরিচালক স্নেহা।

অনুষ্ঠান আয়োজনে: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর
এই আয়োজনের অন্যতম সংগঠক ও সহযোগী ছিলেন বিপ্লব কুমার মোদক - উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর। পুরস্কারপ্রাপ্ত ও সেবার লক্ষ্যে এগিয়ে যেতে সরকার মনোনীত অনুদান প্রাপ্ত রংপুরের স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র মাদকাসক্ত রোগীর সেবায় আপনাকে দিচ্ছে নির্ভরতার নিশ্চয়তা, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বর, আর.কে. রোড (পর্যটন মোটেলের বিপরীতে), মহানগর, রংপুর সদর - মোবাইলঃ ০১৭১৪৬৫৫৭৪৭

28/06/2025

"জ্ঞানই শক্তি" - রংপুরে স্নেহা নার্সিং কলেজের বি.এস.সি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি (২য় ব্যাচ ২০২১-২২) শিক্ষার্থী মানসিক স্বাস্থ্যের বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এই ভিজিট আয়োজন করা হয়েছে। এটি তাদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ভবিষ্যতের পেশাগত জীবনে সহায়ক হবে।

🧠 সাইকিয়াট্রিক ফিল্ড ভিজিট
📍 স্থান: মানসিক হাসপাতাল, পাবনা
📅 তারিখ: ২৯শে জুন, ২০২৫
🎓 আয়োজক: স্নেহা নার্সিং কলেজ, রংপুর
👩‍⚕️ অংশগ্রহণকারী: বি.এস.সি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি (২য় ব্যাচ ২০২১-২২), স্নেহা নার্সিং কলেজ, রংপুর

"এসো মাদক পরিহার করি দেশ বদলাই, পৃথিবী বদলাই" - এই স্লোগানে"মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস -...
27/06/2025

"এসো মাদক পরিহার করি দেশ বদলাই, পৃথিবী বদলাই" - এই স্লোগানে
"মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস - ২০২৫" উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়ে গেলো।

আসক্তি নিরাময়ে ও রোগীদের মানসিক উন্নয়নের মধ্যে দিয়ে সঠিক পুনর্বাসন করার জন্যে রংপুরের স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পুরস্কৃত হয়েছে এবং স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পক্ষ থেকে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন অন্যতম তরুণ পরিচালক স্নেহা। এই আয়োজনের অন্যতম সংগঠক ও সহযোগী ছিলেন বিপ্লব কুমার মোদক - উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর।

"26th June 2025 : International Day against Drug Abuse and Illicit Trafficking"
The slogan of this year is - " The evidence is clear: invest in prevention.
Break the cycle. "

সময় ও তারিখঃ বিকাল ৩.৩০ ঘটিকা, বৃহস্পতিবার ২৬ জুন ২০২৫
স্থানঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমি, রংপুর।

প্রধান অতিথিঃ জনাব মোঃ শহিদুল ইসলাম
এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর।
বিশেষ অতিথিঃ
জনাব মোঃ আমিনুল ইসলাম; ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর।
জনাব মোঃ মজিদ আলী; বিপিএম, পুলিশ কমিশনার (ডিআইজি), রংপুর মোট্রোপলিটন পুলিশ, রংপুর।
জনাব মোঃ মাসুদ হোসেন; অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর।
জনাব মোঃ আবু সাইম; পুলিশ সুপার, রংপুর
ডাঃ শাহীন সুলতানা; সিভিল সার্জন, রংপুর।
সভাপতিঃ জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল; জেলা প্রশাসক, রংপুর।
আয়োজনেঃ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর।

পুরস্কারপ্রাপ্ত রংপুরের স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র মাদকাসক্ত রোগীর সেবায় আপনাকে দিচ্ছে নির্ভরতার নিশ্চয়তা, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বর, আর.কে. রোড (পর্যটন মোটেলের বিপরীতে), মহানগর, রংপুর সদর - মোবাইলঃ ০১৭১৪৬৫৫৭৪৭

আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন | সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা | আল্লাহ তালা আমাদের সবার কোরবা...
06/06/2025

আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন | সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা | আল্লাহ তালা আমাদের সবার কোরবানী কবুল করুন, আমিন !

- স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রংপুর |

21/05/2025

22/01/2024
10/01/2024

স্নেহা নার্সিং কলেজের জন্য যোগ্য শিক্ষক প্রয়োজন, তাই জরুরী ভিত্তিতে নিম্নবর্ণিত পদে দরখাস্ত আহবান করা যাচ্ছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ আবেদন পত্র, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সকল একাডেমিক সনদের কপি বিজ্ঞপ্তি প্রকাশের দিন হইতে আগামী ৩০/০১/২০২৪ তারিখের মধ্যে ই-মেইল/ডাকযোগে/কুরিয়ার অথবা সরাসরি চেয়ারম্যানের দাপ্তরিক অফিস বরাবরে পৌঁছাতে হবে।

Published News (Prothom Alo - Edition of Rangpur Region) for the Vaccant Job Positions' Links of the job circulars for the respective posts:
https://epaper.prothomalo.com/Home/ShareImage?Pictureid=1016ddb831a&eid=5&epedate=10/01/2024&sedId=5

যোগাযোগের ঠিকানাঃ স্নেহা নার্সিং কলেজ লিঃ, আর.কে. রোড (পর্যটন মোটেলের বিপরীতে), টেক্সটাইল মোড়, মহানগর, রংপুর-৫৪০০
☎️ কল করুন: +8801713142801
📬 ইমেইল: info@snehanursingcollegerangpur.com
🌍ওয়েবসাইট: www.snehanursingcollegerangpur.com

নিয়োগ বিজ্ঞপ্তির খালি পদের নামানুসারে তথ্যঃ

#উপাধ্যক্ষ
০১ জন
আবেদনকারীর যোগ্যতা/দক্ষতা/অভিজ্ঞতা
মাষ্টার্স ইন নার্সিং / এমপিএইচ অথবা নার্সিং ফিল্ডে মাষ্টার্স ডিগ্রীসহ নূন্যতম ০৫ বছরের নার্সিং শিক্ষকতায় অভিজ্ঞতা থাকতে হবে।

#অধ্যাপক
০১ জন
মাষ্টার্স ইন নার্সিং / এমপিএইচ অথবা নার্সিং ফিল্ডে মাষ্টার্স ডিগ্রীসহ ০৩ টি প্রকাশনা ও মোট ৫ বছরের নার্সিং শিক্ষকতায় অভিজ্ঞতা থাকতে হবে।

#সহযোগী অধ্যাপক
০১ জন
মাষ্টার্স ইন নার্সিং / এমপিএইচ অথবা নার্সিং ফিল্ডে মাষ্টার্স ডিগ্রীসহ ০২ টি প্রকাশনা ও মোট ৫ বছরের নার্সিং শিক্ষকতায় অভিজ্ঞতা থাকতে হবে।

#সহকারী অধ্যাপক
০১ জন
মাষ্টার্স ইন নার্সিং / এমপিএইচ অথবা নার্সিং ফিল্ডে মাষ্টার্স ডিগ্রীসহ ০১ টি প্রকাশনা ও মোট ৫ বছরের নার্সিং শিক্ষকতায় অভিজ্ঞতা থাকতে হবে।

#সহকারী অধ্যাপক
(মাইক্রোবায়োলজি, এনাটমি, ফিজিওলজি, গাইনী এন্ড অবস)
প্রতি বিষয়ের ০১ জন
এমবিবিএস ডিগ্রীসহ সংশ্লিষ্ট বিষয়ে পোষ্ট গ্র্যাজুয়েশন ডিগ্রী (এমফিল/এমপিএইচ/এমএসসি) এবং ৫ বছরের শিক্ষকতায় অভিজ্ঞতা থাকতে হবে।

#প্রভাষক (মাইক্রোবায়োলজি, এনাটমি, ফিজিওলজি, গাইনী এন্ড অবস)
প্রতি বিষয়ে ০১ জন
এমবিবিএস পাশ হতে হবে। বিএমডিসি কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত হতে হবে। শিক্ষকতায় নূন্যতম ০১ (এক) বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

#প্রভাষক (ইংরেজী, আইসিটি, মনোবিজ্ঞান)
প্রতি বিষয়ে ০১ জন
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরসহ শিক্ষকতায় নূন্যতম ০২ (দুই) বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

#নার্সিং-ইন্সট্রাক্টর (বেসিক নার্সিং)
০৮ জন
নূন্যতম বিএসসি ইন নার্সিং/পাবলিক হেলথ নার্সিং পাশ হতে হবে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত হতে হবে। শিক্ষকতায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

#ক্লিনিক্যাল-ইন্সট্রাক্টর
০২ জন
বিএসসি ইন নার্সিং/ বিএসসি ইন নার্সিং পোষ্ট বেসিক/পাবলিক হেলথ নার্সিং পাশ হতে হবে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত হতে হবে। হাসপাতালে বাস্তব প্রশিক্ষনে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বি.দ্র: লিখিত/মৌখিক পরীক্ষার জন্য টিএ/ডিএ কলেজ কর্তৃক বহন করা হবে না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। সকল পদের বয়স অনুর্দ্ধ ৬০ বছর হতে হবে।

স্নেহা নার্সিং কলেজ লিমিটেড-এর একটি প্রতিষ্ঠান "স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, রংপুর"-এর জন্য জরুরী ভিত্তিতে নিম্নবর্...
03/01/2024

স্নেহা নার্সিং কলেজ লিমিটেড-এর একটি প্রতিষ্ঠান "স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, রংপুর"-এর জন্য জরুরী ভিত্তিতে নিম্নবর্ণিত পদে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ আবেদন পত্র, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সকল একাডেমিক সনদের কপি বিজ্ঞপ্তি প্রকাশের দিন হইতে আগামী ১৫/০১/২০২৪ তারিখের মধ্যে ই-মেইল/ডাকযোগে/কুরিয়ার অথবা সরাসরি মানব-সম্পদ বিভাগ (HRD), এস.এন.সি. লিঃ বরাবরে পৌঁছাতে হবে।
যোগাযোগের ঠিকানাঃ স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, রংপুর,
বাসা ৪৫, (পর্যটন মোটেলের বিপরীতে) আর.কে. রোড, টেক্সটাইল মোড়, মহানগর, রংপুর
☎️ কল করুন: +8801714062529, +8801744281109
📬 ইমেইল: info@snehadrugtreatment.com
🌍ওয়েবসাইট: www.snehadrugtreatment.com

“নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে রংপুর জেলা প্রশাসকের উপস্থিতিতে একটি বিশেষ মাদকবিরোধী আলোচনা সভা আয়ো...
02/01/2024

“নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে রংপুর জেলা প্রশাসকের উপস্থিতিতে একটি বিশেষ মাদকবিরোধী আলোচনা সভা আয়োজিত হল। এই অনুষ্ঠানের সকল বিস্তারিত নিচে দেয়া হলো -
প্রধান অতিথি : জনাব মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা প্রশাসক, রংপুর
বিশেষ অতিথি: জনাব মোঃ আলী আসলাম হোসেন, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রংপুর
সভাপতি : জনাব মাজেদা খাতুন, অধ্যক্ষ, স্নেহা নার্সিং কলেজ, রংপুর
স্থান: স্নেহা নার্সিং কলেজ এর অডিটোরিয়াম, আর. কে. রোড, পর্যটন মোটেলের বিপরীত পার্শ্বে, রংপুর। তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৩ খ্রি. সময়: সকাল ১০.৩০ ঘটিকা
আয়োজনে: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর।
আলোচনা সভা শেষে রংপুর জেলা প্রশাসক অডিটোরিয়াম হল রুম এর শুভ উদ্বোধন করেন।
আসুন সকলেই স্বমস্বরে মাদককে 'না' বলি।

Address

Porjaton Purbopara, Opposite Of Porjaton Motel, RK Road
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, রংপুর । posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, রংপুর ।:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category