27/06/2025
"এসো মাদক পরিহার করি দেশ বদলাই, পৃথিবী বদলাই" - এই স্লোগানে
"মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস - ২০২৫" উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়ে গেলো।
আসক্তি নিরাময়ে ও রোগীদের মানসিক উন্নয়নের মধ্যে দিয়ে সঠিক পুনর্বাসন করার জন্যে রংপুরের স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পুরস্কৃত হয়েছে এবং স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পক্ষ থেকে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন অন্যতম তরুণ পরিচালক স্নেহা। এই আয়োজনের অন্যতম সংগঠক ও সহযোগী ছিলেন বিপ্লব কুমার মোদক - উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর।
"26th June 2025 : International Day against Drug Abuse and Illicit Trafficking"
The slogan of this year is - " The evidence is clear: invest in prevention.
Break the cycle. "
সময় ও তারিখঃ বিকাল ৩.৩০ ঘটিকা, বৃহস্পতিবার ২৬ জুন ২০২৫
স্থানঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমি, রংপুর।
প্রধান অতিথিঃ জনাব মোঃ শহিদুল ইসলাম
এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর।
বিশেষ অতিথিঃ
জনাব মোঃ আমিনুল ইসলাম; ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর।
জনাব মোঃ মজিদ আলী; বিপিএম, পুলিশ কমিশনার (ডিআইজি), রংপুর মোট্রোপলিটন পুলিশ, রংপুর।
জনাব মোঃ মাসুদ হোসেন; অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর।
জনাব মোঃ আবু সাইম; পুলিশ সুপার, রংপুর
ডাঃ শাহীন সুলতানা; সিভিল সার্জন, রংপুর।
সভাপতিঃ জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল; জেলা প্রশাসক, রংপুর।
আয়োজনেঃ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর।
পুরস্কারপ্রাপ্ত রংপুরের স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র মাদকাসক্ত রোগীর সেবায় আপনাকে দিচ্ছে নির্ভরতার নিশ্চয়তা, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বর, আর.কে. রোড (পর্যটন মোটেলের বিপরীতে), মহানগর, রংপুর সদর - মোবাইলঃ ০১৭১৪৬৫৫৭৪৭