15/09/2025
ব্যথামুক্ত নরমাল ডেলিভারি
( Painless Normal Delivery )
তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৫
শ্রদ্ধেয় ডাক্তার দম্পতি ইম্পালস কেয়ার হাসপাতাল এবং প্রসূতি, স্ত্রী ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডাঃ রেহানা রশীদ (রুমানা) ও তার টিমের উপর আস্থা রেখে সুদূর ঢাকা থেকে নরমাল ডেলিভারির জন্য রংপুরে আমাদের হাসপাতালে আসেন। এখানে বলে রাখা ভালো যে, মহান সৃষ্টিকর্তার রহমতে ইম্পালস কেয়ার হাসপাতাল ইতিমধ্যে নরমাল ডেলিভারির জন্য সকলের কাছে সমাদৃত হয়েছে।
পরবর্তীতে, ব্যথামুক্ত নরমাল ডেলিভারির বিষয়ে ডাক্তার দম্পতিকে বোঝানোর পর তারা নির্দ্বিধায় ব্যাথামুক্ত নরমাল ডেলিভারির জন্য রাজি হন। এখানে উল্লেখ্য যে, ডাক্তার মা পুরো সময়টাতে উঁচু মনোবল ও ধৈর্য্য নিয়ে ছিলেন এবং তার ডাক্তার স্বামীও তাকে অনেক সাপোর্ট দিয়েছেন । তিনি ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুরে ভর্তি হন, ওই দিন রাতেই তার ব্যথামুক্ত নরমাল ডেলিভারির জন্য ম্যানেজমেন্ট শুরু হয়, ভোরে সফলভাবে সন্তান প্রসব হয় এবং সন্ধ্যায় তারা ডিসচার্জ নিয়ে চলে যান। আমাদের হাসপাতালের উপর আস্থা রাখার জন্য এই দম্পতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ধন্যবাদান্তে
মেজর (অবঃ) আয়নাল কাদের মোহাম্মদ আলী
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক
ইম্পালস কেয়ার হাসপাতাল
(দম্পতির অনুমতিক্রমে ছবি দেয়া হয়েছে)