Impulse Care Hospital Rangpur

Impulse Care Hospital Rangpur We are determined and dedicated to do something better, different and qulitative.

Come and visit our hospital to have an idea.

আমরা আরও ভালো, ভিন্ন এবং গুণগত কিছু করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং নিবেদিত। আসুন এবং আমাদের সেবার মান সম্পর্কে ধারণা ও অভিজ্ঞতা নিন।

ব্যথামুক্ত নরমাল ডেলিভারি ( Painless Normal Delivery )তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ শ্রদ্ধেয় ডাক্তার দম্পতি ইম্পালস কেয়ার হ...
15/09/2025

ব্যথামুক্ত নরমাল ডেলিভারি
( Painless Normal Delivery )

তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৫

শ্রদ্ধেয় ডাক্তার দম্পতি ইম্পালস কেয়ার হাসপাতাল এবং প্রসূতি, স্ত্রী ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডাঃ রেহানা রশীদ (রুমানা) ও তার টিমের উপর আস্থা রেখে সুদূর ঢাকা থেকে নরমাল ডেলিভারির জন্য রংপুরে আমাদের হাসপাতালে আসেন। এখানে বলে রাখা ভালো যে, মহান সৃষ্টিকর্তার রহমতে ইম্পালস কেয়ার হাসপাতাল ইতিমধ্যে নরমাল ডেলিভারির জন্য সকলের কাছে সমাদৃত হয়েছে।

পরবর্তীতে, ব্যথামুক্ত নরমাল ডেলিভারির বিষয়ে ডাক্তার দম্পতিকে বোঝানোর পর তারা নির্দ্বিধায় ব্যাথামুক্ত নরমাল ডেলিভারির জন্য রাজি হন। এখানে উল্লেখ্য যে, ডাক্তার মা পুরো সময়টাতে উঁচু মনোবল ও ধৈর্য্য নিয়ে ছিলেন এবং তার ডাক্তার স্বামীও তাকে অনেক সাপোর্ট দিয়েছেন । তিনি ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুরে ভর্তি হন, ওই দিন রাতেই তার ব্যথামুক্ত নরমাল ডেলিভারির জন্য ম্যানেজমেন্ট শুরু হয়, ভোরে সফলভাবে সন্তান প্রসব হয় এবং সন্ধ্যায় তারা ডিসচার্জ নিয়ে চলে যান। আমাদের হাসপাতালের উপর আস্থা রাখার জন্য এই দম্পতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ধন্যবাদান্তে

মেজর (অবঃ) আয়নাল কাদের মোহাম্মদ আলী
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক
ইম্পালস কেয়ার হাসপাতাল

(দম্পতির অনুমতিক্রমে ছবি দেয়া হয়েছে)

আমাদের সকল স্বপ্নই সত্যি হতে পারে যদি মহান সৃষ্টিকর্তার রহমত থাকে এবং যদি আমাদের সেগুলি অনুসরণ করার সাহস, মনোবল ও সুস্থ ...
13/09/2025

আমাদের সকল স্বপ্নই সত্যি হতে পারে যদি মহান সৃষ্টিকর্তার রহমত থাকে এবং যদি আমাদের সেগুলি অনুসরণ করার সাহস, মনোবল ও সুস্থ চিন্তাধারা থাকে।

আরেকটি স্বপ্ন হলো পূরণ।

আলহামদুলিল্লাহ।

(Like দিন বেশী বেশী Share করুন, আমাদের পাশে থাকুন)

বড় কিছু হতে যাচ্ছে…যা হবে সবার ভালোর জন্য হবেইম্পালস কেয়ার হাসপাতাল সবসময়ই একটু আলাদা করে ভাবতে চায়দশের জন্য দেশের জন্য।...
03/07/2025

বড় কিছু হতে যাচ্ছে…
যা হবে সবার ভালোর জন্য হবে
ইম্পালস কেয়ার হাসপাতাল
সবসময়ই একটু আলাদা করে ভাবতে চায়
দশের জন্য দেশের জন্য।

কিছু একটা হতে যাচ্ছে ইন শা আল্লাহ্।

আমরা একটি নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে
আপনার স্বাস্থ্যসেবার অভিজ্ঞতা
এবার অন্য মাত্রায় পৌঁছাবে
তবে, এখনই সব বলা যাবে না
শুধু অপেক্ষা করুন…

সারপ্রাইজ আসছে!

শুধু চাই আপনাদের দোয়া ও সহযোগিতা।

সহজ কাজসহজ হিসাবসহজ সবকিছুপ্রথম থেকে শেষ পর্যন্তযদি থাকে শুধু সৃষ্টিকর্তার রহমত।নাই কোন ধরনের মাধ্যমআপনারা নিজেরাই নিজেদ...
27/06/2025

সহজ কাজ
সহজ হিসাব
সহজ সবকিছু
প্রথম থেকে শেষ পর্যন্ত
যদি থাকে শুধু সৃষ্টিকর্তার রহমত।

নাই কোন ধরনের মাধ্যম
আপনারা নিজেরাই নিজেদের জন্য যথেষ্ট
নাই কোন লুকানো চার্জ
নাই কোন ফিসফাস লুকোচুরি।

আপনার চিকিৎসার জন্য
আপনার পছন্দের
অথবা আপনার প্রয়োজন অনুযায়ী
আমাদের পরামর্শের বিশেষজ্ঞ সার্জন
কর্তৃক সফল সার্জারী হবে
সবই হবে ঠিকঠাক
যদি থাকে শুধু সৃষ্টিকর্তার রহমত।

তাই যেকোন ধরণের অপারেশনের জন্য
যোগাযোগ করুন আমাদের সাথে
সরাসরি হাসপাতালে উপস্থিত হয়ে
অথবা আমাদের হটলাইন নম্বরে (01332333333) ফোন করে
অথবা আমাদের ওয়াটসএপ নম্বরে 01886-788888
অথবা আমাদের পেজে ম্যসেজ দিয়ে
যেভাবেই হোক যখনি হোক
আপনার সেবায় আমরা সবসময় নিবেদিত।

সচ্ছতা ও সততা আমাদের শক্তি
আপনার আস্থা ও বিশ্বাস
আমাদের পথ চলার প্রেরনা
দেশ সেবা ও মানবসেবা আমাদের ব্রত।

শ্রদ্ধা ও ধন্যবাদান্তে

মেজর (অব:)
আয়নাল কাদের মোহাম্মদ আলী (নিয়াজ)

চেয়ারম্যান
ইম্পালস কেয়ার হাসপাতাল

আমাদের ঠিকানা:

ইম্পালস কেয়ার হাসপাতাল
হোল্ডিং - ৫৪
ধাপ জেল রোড
(গুড হেলথ হাসপাতালের পিছনের তিন তলা বিল্ডিং)
হটলাইন - ০১৩৩২৩৩৩৩৩৩

সবাই যখন ঈদের আনন্দে ব্যস্ত সেই সময়টাতে ২৪ ঘন্টা আমাদের হাসপাতালের ডিউটি ডাক্তার ও অন্যান্য সকল স্টাফ রুগীর সেবায় নিয়োজি...
08/06/2025

সবাই যখন ঈদের আনন্দে ব্যস্ত সেই সময়টাতে ২৪ ঘন্টা আমাদের হাসপাতালের ডিউটি ডাক্তার ও অন্যান্য সকল স্টাফ রুগীর সেবায় নিয়োজিত রয়েছে। সকলের এই নিবেদিত সেবাই আমাদের মূল শক্তি।অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

05/06/2025

“নারী স্বাস্থ্য সেবায় নতুন মাইলফলক”

আমরা অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে, ইম্পালস কেয়ার হাসপাতালে এই প্রথমবারের মতো ভ্যাজাইনোপ্লাস্টি (Vaginoplasty) সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।আমরা মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং হাসপাতালের দক্ষতা ও সেবার প্রসারের পরিচায়ক।

এই জটিল ও সংবেদনশীল সার্জারিটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ও সার্জারি বিশেষজ্ঞ এবং বন্ধ্যাত্ব চিকিৎসায় অধিকাংশ ক্ষেত্রে সফল চিকিৎসক ডাঃ রেহানা রশিদ রুমানা, বিসিএস (স্বাস্থ্য), এমএস (গাইনী এন্ড অবস)।

দীর্ঘদিন যাবত ভুক্তভোগী রুগীর মেডিকেল হিস্ট্রি:

৩২ বছর বয়সী একজন রুগী দীর্ঘ ১২ বছরের বিবাহিত জীবনে গর্ভধারণে ব্যর্থ হচ্ছিলেন এবং যোনিপথে অস্বাভাবিকতা থাকায় স্বাভাবিক দাম্পত্য সম্পর্ক বজায় রাখাও কষ্টকর হচ্ছিলো। তার সমস্যাটি জন্মগত হলেও জন্মের পরই তার মা মৃত্যুবরণ করায় পরবর্তী সময়ে সমস্যাটি চিহ্নিত হয়নি এবং চিকিৎসার বিষয়টি আলোর মুখ দেখেনি। এই শারীরিক সমস্যাটি তাঁর পারিবারিক ও মানসিক জীবনে বহু বছর ধরে ব্যাপক নেতীবাচক প্রভাব ফেলে আসছিলো। বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ার পরেও আশানুরূপ ফল না পেয়ে অবশেষে তিনি আমাদের হাসপাতালে আসেন।

সঠিক চিকিৎসা এবং পরামর্শের জন্য রোগীটিকে ডাঃ রেহানা রশিদকে দেখানো হয় । প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ডাঃ রেহানা রশিদ তাঁর জন্য ভ্যাজাইনোপ্লাস্টি (Vaginoplasty) সার্জারি এবং টিউমারের অস্তিত্ব থাকায় ও মায়োমেকটমি ( Myomectomy ) করার পরিকল্পনা করেন । পরিকল্পনা অনুযায়ী সার্জারিটি আল্লাহর রহমতে এবং ডাঃ রেহানা রশিদ ও তার টিমের অক্লান্ত পরিশ্রমে সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে রোগীটি দ্রুত সেরে উঠছেন, তাঁর দৈনন্দিন জীবনযাপন স্বাভাবিক হচ্ছে।

🩺 এই অপারেশনটি ছিলো আধুনিক চিকিৎসা সেবার মান এবং নারীদের প্রজননস্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে আমাদের হাসপাতালের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

👩‍⚕ আপনার বা আপনার প্রিয়জনের যদি এ ধরনের চিকিৎসা বা পরামর্শের প্রয়োজন হয়, তবে নি:সংকোচ যোগাযোগ করুন আমাদের হাসপাতালে অথবা এপয়েন্টমেন্ট এর জন্য ম্যাসেজ দিন।

🩺 আমাদের সেবার বৈশিষ্ট্য:

✅ অভিজ্ঞ ও প্রশিক্ষিত সার্জারি টিম
✅ আধুনিক অপারেশন থিয়েটার
✅ উন্নত পরবর্তী পরিচর্যা ও গোপনীয়তা নিশ্চিতকরণ
✅ কাউন্সেলিং ও সাপোর্ট সিস্টেম
✅ পরিষ্কার-পরিচ্ছন্ন, খোলামেলা ও মনোরম পরিবেশ যেখানে আগত রুগী এবং তাদের এটেন্ডেন্টগণ প্রশান্তি লাভ করেন।

ইম্পালস কেয়ার হাসপাতাল - আপনার আস্থার আধুনিক চিকিৎসা সঙ্গী।

Care Hospital
in Rangpur

Delivery
Hospital

24/05/2025

মেনে নেয়া কঠিন :

যে মেয়েটা কোন হিসাব-নিকাশ ছাড়াই সারাবছর ধরে সংসারের জন্য গাধার খাটনি খেটে যায়, শশুর-শাশুড়ি, দেবর-ননদকে, সন্তানদের সবচেয়ে ভালো সেবাটা দিয়ে যায়, সে মেয়েটা যখন হাসপাতালে আসে, তখন দেখি তার সাথে আসা লোকজন অনেক হিসাবি হয়ে যায়। সারাবছর যে মেয়েটা তার সর্বোচ্চটা দিলো, সক্ষমতা থাকা সত্ত্বেও তার সাথে আসা লোকজন হাসপাতালের সবথেকে কম বাজেটের কেবিন বা বেড কোনটা সেটা খুঁজে। অসহায় সেই মেয়েটার দিকে তাকালে কষ্ট হয়। সে নীরব দর্শকের মত বসে থাকে আর দেখে তার কতটা মূল্য আছে তার কাছের লোকজনের কাছে ।

মেনে নেয়া আসলেই কঠিন .......

জেনে রাখা ভালো।.............
13/05/2025

জেনে রাখা ভালো।.............

Address

Dhap Jail Road
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Impulse Care Hospital Rangpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram