Dr Din Mohammad

Dr Din Mohammad সকল প্রকার রোগের চিকিৎসা দেয়া হয়

@@@    পুরুষের যৌন অক্ষমতার  কারণ, চিকিৎসার পরামর্শ।।                ---------------------------------------------------...
17/05/2025

@@@ পুরুষের যৌন অক্ষমতার কারণ, চিকিৎসার পরামর্শ।।
------------------------------------------------------------------------
@@ বিভিন্ন গবেষণার তথ্য মতে ৪৩ শতাংশ নারী ও ৩১ শতাংশ পুরুষ কোনো না কোনো মাত্রার যৌন অক্ষমতায় ভোগেন। এ বিষয়টি এমন একটি বিষয় যা নিয়ে আলোচনা করতে অনেকেই বিব্রত বোধ করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এ সমস্যা চিকিৎসায় সেরে যায়। তাই যারা এমন সমস্যায় ভোগেন তাদের উচিত খোলামেলাভাবে বিষয়টি নিয়ে সঙ্গী বা ডাক্তারের সঙ্গে আলোচনা করা।
@@ কেন পুরুষের যৌন সমস্যা হয়
পুরুষের শারীরিক বা মানসিক সমস্যার ফল হিসাবে যৌন সমস্যা হয়ে থাকতে পারে।
@@ শারীরিক কারণ : অনেক ধরনের শারীরিক কারণে যৌন সমস্যা তৈরি হতে পারে। ডায়াবেটিস, হৃদরোগ, রক্তনালিসংক্রান্ত রোগ, স্নায়ু রোগ, হরমোন ভারসাম্যহীনতা, দুরারোগ্য ব্যাধি যেমন কিডনি বা লিভারের রোগ এবং অতিরিক্ত মদ্যপান, নিয়মিত মাদক নেওয়া ও ওষুধের মাত্রাতিরিক্ত ব্যবহার ইত্যাদি। এছাড়া কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগসহ কয়েকটি নির্দিষ্ট ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, যৌন ইচ্ছা এবং ক্রিয়াকে প্রভাবিত করতে পারে।
@@ মানসিক কারণ : কর্মস্থলে চাপ ও অস্থিরতা, যৌন সক্ষমতা নিয়ে অতিমাত্রায় উদ্বিগ্ন বা দুশ্চিন্তায় থাকা, সম্পর্ক নিয়ে জটিলতা, ডিপ্রেশন, অপরাধবোধ এবং অতীতের কোনো ঘটনা বা সেক্সুয়াল ট্রমার প্রতিক্রিয়া ইত্যাদি মানসিক কারণে যৌন সমস্যায় ভুগতে পারেন যে কোনো পুরুষ।
@@@৷ কীভাবে পুরুষদের ভোগায়
পুরুষদের সাধারণত যেসব যৌন সমস্যাটি বেশি হয়ে থাকে সেগুলো হলো অনিয়ন্ত্রিত বীর্যপাত, লিঙ্গ উত্থিত না হওয়া এবং যৌন ইচ্ছা না জাগা (আইএসডি)।
@@ লিঙ্গ উত্থিত না হওয়ার সমস্যা : ইরেকটাল ডিসফাংশনকে সরাসরি যৌন অক্ষমতা বলা হয়। যৌন মিলনের জন্য পুরুষের লিঙ্গ উত্থিত না হওয়া বা উত্থান হলেও তা দীর্ঘস্থায়ী না হওয়াকে ইরেকটাল ডিসফাংশন হিসাবে চিহ্নিত করা হয়। রক্ত সঞ্চালনের সমস্যাজনিত রোগ, স্নায়বিক সমস্যা, মানসিক কারণ যেমন চাপ, অবসাদ এবং যৌন সক্ষমতা নিয়ে দুশ্চিন্তা, লিঙ্গে কোনো ধরনের আঘাতের কারণে, দুরারোগ্য কোনো ব্যাধি, নির্দিষ্ট কিছু ড্রাগ নেওয়াসহ ইত্যাদি কারণে এ সমস্যা হয়ে থাকে পুরুষের। এছাড়া পিরোনির রোগের (লিঙ্গে ত্রুটিযুক্ত টিস্যুর কারণে সমস্যা) কারণে ইরেকটাল ডিসফাংশন হতে পারে।
বিস্তারিত জানতে ও চিকিৎসা নিতে, আজ ই যোগাযোগ করুন ------
**** ডা: দীন মোহাম্মদ প্রামানিক
কাশিমবাজার, উলিপুর। মোবাইল 01925866845 ।

18/04/2025

ক্ষমা ও পাওনা
ফেরত ইস্যুতে আলোচনায় রাজি পাকিস্তান ।

???  পুরুষদের মধ্যে যৌন সক্ষমতা কমে যাওয়ার কারণ কী????    # # #   পুরুষের প্রজনন ও যৌন ক্ষমতা পুরোপুরিই এই হরমোনের উপর ন...
18/04/2025

??? পুরুষদের মধ্যে যৌন সক্ষমতা কমে যাওয়ার কারণ কী????
# # # পুরুষের প্রজনন ও যৌন ক্ষমতা পুরোপুরিই এই হরমোনের উপর নির্ভরশীল।
# # যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া বা এ ধরনের কোন কাজে উৎসাহ না পাওয়ার মতো উপসর্গ অনেকের মধ্যে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই এর কারণ কী তা জানেন না অনেকেই।
# # এ ধরনের উপসর্গের পেছনে অন্যতম কারণ হচ্ছে টেস্টোস্টেরন নামে এক ধরনের লিঙ্গ নির্ধারণী হরমোনের মাত্রা কমে যাওয়া। একে বলা হয় টেস্টোস্টেরন ঘাটতি।
# # মায়ের পেটে থাকার সময় একটা শিশু পুরুষ নাকি নারী হবে-সেটাও এই হরমোনের প্রভাবে অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি হতে থাকে।
# # “বয়ঃসন্ধিকাল পর্যন্ত এই হরমোন খুব বেশি মাত্রায় না বাড়লেও ছেলেদের মধ্যে এটির মাত্রা বেশি থাকে। বয়ঃসন্ধিকালের পর এই হরমোনের মাত্রাটা হঠাৎ করে বেড়ে যায় এবং সে একজন পরিপূর্ণ পুরুষ হওয়ার জন্য তৈরি হয়। ওর দাঁড়ি-গোঁফ তৈরি হওয়া থেকে শুরু করে যৌনাঙ্গের পরিপক্বতা, জননাঙ্গের পরিপূর্ণ আকার, ঘাম, মানসিকভাবে পুরুষালি আচরণ- টোটালটাই এই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন প্রজনন ও যৌন ক্ষমতা পুরোপুরিই এই হরমোনের উপর নির্ভরশীল।
# # “আমরা সহজ করে বলে থাকি, একটা পুরুষ দাঁড়িয়ে থাকে টেস্টোস্টেরন লেভেলের উপরে। এই লেভেলে ঘাটতি হলে বা বেশি হলে সমস্যা হতে পারে। তবে বেশি হওয়ার সম্ভাবনা খুব কম। কারো কারো স্বাভাবিক আছে, কারো কারো কম আছে, এই সম্ভাবনাই বেশি।”
@@@ সঠিক পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন :::।
@@ ডা: দীন মোহাম্মদ প্রামানিক
কাশিমবাজার, উলিপুর, কুড়িগ্রাম।
মোবাইল নাম্বার ০১৯২৫৮৬৬৮৪৫/০১৭১৪৬৯২৬৩০।

18/04/2025
17/04/2025

শোক সংবাদ, অবিভাবককে পেতে সহযোগিতা চাই।
সাইদুর রহমান, পিতা, ওমর আলী
ঠিকানা, কাশিম বাজার,
চাকুরি, ফুলবাড়ী অটো রাইচ মিল।
অদ্য সে মৃত্যু বরন করেছে।
লাশ এখন হাসপাতালে আছে।
কেউ চিনে থাকলে, এই নাম্বারে যোগাযোগ
করবেন 01925866845।
শেয়ার করে প্রকৃত অবিভাবককে পেতে সহযোগিতা
করবেন।

পুরুষদের মধ্যে যৌন সক্ষমতা কমে যাওয়ার কারণ কী? পরামর্শের জন্য,  ডা: দীন মোহাম্মদ প্রামানিক  মোবাইল নাম্বার  01925866845 ...
20/03/2025

পুরুষদের মধ্যে যৌন সক্ষমতা কমে যাওয়ার কারণ কী?
পরামর্শের জন্য, ডা: দীন মোহাম্মদ প্রামানিক
মোবাইল নাম্বার 01925866845 ,
যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া বা এ ধরনের কোন কাজে উৎসাহ না পাওয়ার মতো উপসর্গ অনেকের মধ্যে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই এর কারণ কী তা জানেন না অনেকেই।
স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সংস্থা এবং চিকিৎসকরা বলছেন, এ ধরনের উপসর্গের পেছনে অন্যতম কারণ হচ্ছে টেস্টোস্টেরন নামে এক ধরনের লিঙ্গ নির্ধারণী হরমোনের মাত্রা কমে যাওয়া। একে বলা হয় টেস্টোস্টেরন ঘাটতি।
“বয়ঃসন্ধিকাল পর্যন্ত এই হরমোন খুব বেশি মাত্রায় না বাড়লেও ছেলেদের মধ্যে এটির মাত্রা বেশি থাকে। বয়ঃসন্ধিকালের পর এই হরমোনের মাত্রাটা হঠাৎ করে বেড়ে যায় এবং সে একজন পরিপূর্ণ পুরুষ হওয়ার জন্য তৈরি হয়। ওর দাঁড়ি-গোঁফ তৈরি হওয়া থেকে শুরু করে যৌনাঙ্গের পরিপক্বতা, জননাঙ্গের পরিপূর্ণ আকার, ঘাম, মানসিকভাবে পুরুষালি আচরণ- টোটালটাই এই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
“আমরা সহজ করে বলে থাকি, একটা পুরুষ দাঁড়িয়ে থাকে টেস্টোস্টেরন লেভেলের উপরে। এই লেভেলে ঘাটতি হলে বা বেশি হলে সমস্যা হতে পারে। তবে বেশি হওয়ার সম্ভাবনা খুব কম। কারো কারো স্বাভাবিক আছে, কারো কারো কম আছে, এই সম্ভাবনাই বেশি।”

দেশের সকল মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবিহ পড়ার ইসলামিক ফাউন্ডেশনে আহ্বান।।
28/02/2025

দেশের সকল মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবিহ পড়ার ইসলামিক ফাউন্ডেশনে আহ্বান।।

28/02/2025

জুলাই অভ্যুত্থান নিয়ে ‘জুলাই, মাতৃভূমি অথবা মৃত্যু’ বই লিখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বইটি শিগিগিরই ব...

28/02/2025

পশ্চিমা বিশ্বের ঘুম হারাম।

Address

Kashim Bazar, Sundorgonj Gaibandha
Rangpur
5421

Telephone

+8801925866845

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Din Mohammad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Din Mohammad:

Share

Category