চিরদিন তোমাদের ভুলবো না

চিরদিন তোমাদের ভুলবো না Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চিরদিন তোমাদের ভুলবো না, Nilphamari College Station, Rangpur.

22/11/2023
06/08/2022
আজকে অনুষ্ঠিত  #প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার   প্রশ্নের সমাধান।
22/04/2022

আজকে অনুষ্ঠিত #প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান।

22/04/2022

আজকের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-
সেট কোড: ৩০৭১

১। If the price is low, demand ___
(ক) will be increased (খ) will increase (গ) is increased (ঘ) would be increased
উত্তরঃ will increase
২। 2x = 3y + 5 হলে 4x – 6y = কত?
(ক) 10 (খ) 15 (গ) 20 (ঘ) 12
উত্তরঃ 10
৩। ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?
(ক) ৭ (খ) ৫০ (গ) ৫১ (ঘ) ৬০
উত্তরঃ ৫১
৪। ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’-পঙতিটি কার?
(ক) মদনমোহন তর্কালংকার (খ) কালিপ্রসন্ন সিংহ
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) অক্ষয়কুমার দত্ত
উত্তরঃ মদনমোহন তর্কালংকার
৫। There is ___ milk in the bottle.
(ক) very little (খ) small (গ) very few (ঘ) a little
উত্তরঃ A little
৬। ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়?
(ক) ১৭ আগস্ট ২০১৭ (খ) ২৭ জানুয়ারি ২০১৯
(গ) ১৭ জুন ২০২১ (ঘ) ১৭ নভেম্বর ২০১৬
উত্তরঃ (ক) ১৭ আগস্ট ২০১৭
৭। এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত?
(ক) ৪ (খ) ৫ (গ) ৬ (ঘ) ৭
উত্তরঃ ৪

৮। ‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা’- বাকক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?
(ক) অজ্ঞাতকুলশীল (খ) বংশপরিচয়হীয়ন (গ) কুলবংশহীন (ঘ) অজ্ঞাতকুলীন
উত্তরঃ অজ্ঞাতকুলশীল
৯। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
(ক) 6 (খ) 3 (গ) 4 (ঘ) 5
উত্তরঃ 5
১০। What is an epic?
(ক) a novel (খ) a long poem
(গ) a long prose composition (ঘ) a romance
উত্তরঃ a long poem
১১। ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?
(ক) ৫০ (খ) ৬০ (গ) ৭০ (ঘ) ৮০
উত্তরঃ ৬০
১২। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক) সূূর্য পূর্বদিকে উদয়মান হয়। (খ) সূূর্য পূর্বদিকে উদিয়মান হয।
(গ) সূূর্য পূর্বদিকে উদয় হয়। (ঘ) সূূর্য পূর্বদিকে উদিত হয়।
উত্তরঃ সূূর্য পূর্বদিকে উদিত হয়
১৩। ০.০০০১ এর বর্গমূল কোনটি?
(ক) .০১ (খ) ১ (গ) .২ (ঘ) .১
উত্তরঃ .০১
১৪। ‘কার্যে বিরতি’- অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?
(ক) হাত করা (খ) হাত গুটান (গ) হাত থাকা (ঘ) হাত আসা
উত্তরঃ হাত গুটান
১৫। চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
(ক) ৮৮৯৮ (খ) ৯৮৯৯ (গ) ৯৯৯৯ (ঘ) ৯১৯৯
উত্তরঃ ৯৮৯৯
১৬। ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি?
(ক) ১৯৬ (খ) ৯৮ (গ) ৯৬ (ঘ) ১৯২
উত্তর: (খ) ৯৮
১৭। পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে?
(ক) সালফেট ও নাইট্রেট (খ) ফসফেট ও নাইট্রোজেন
(গ) পটাশিয়াম ও ক্যালসিয়াম (ঘ) ম্যাগনেশিয়াম ও ফসফরাস
উত্তর:
১৮। ‘আমার ঘরের চাবি পরের হাতে’ – গানটির রচয়িতা কে?
(ক) লালন শাহ (খ) হাসন রাজা (গ) পাগলা কানন (ঘ) রাধারমণ দত্ত
উত্তর: (ক) লালন শাহ
১৯। একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
(ক) ৭২০ (খ) ১২০০ (গ) ৫০০ (ঘ) ৬০০

উত্তর: (গ) ৫০০
২০। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?
(ক) ৩১ (খ) ৩৯ (গ) ৭১ (ঘ) ৪১
উত্তর: (ক) ৩১
২১। ‘অনির্বচনীয়’ শব্দটির অর্থ-

(ক) সুনিশ্চিত (খ) নির্বাচনযোগ্য নয় (গ) বর্ণনাতীত (ঘ) অনিশ্চিত

উত্তর: (গ) বর্ণনাতীত

২২। ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?

(ক) গমনের পশ্চাৎ (খ) গমনের অগ্র (গ) অনুরূপ গমন (ঘ) পরস্পর গমন

উত্তর: (ক) গমনের পশ্চাৎ

২২। ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?

(ক) গমনের পশ্চাৎ (খ) গমনের অগ্র (গ) অনুরূপ গমন (ঘ) পরস্পর গমন

উত্তর: গমনের পশ্চাৎ

২৩। “To break the ice” means,

(ক) to end the hostility (খ) to end up partnership you

(গ) to start quarreling (ঘ) to start a conversation

উত্তর: (ঘ) to start a conversation

২৪। ‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?

(ক) মেধা+বিন (খ) মেধা+ৰি (গ) মেধাবী (ঘ) মেধা+ আধী

উত্তর:(ক) মেধা+বিন

২৫। খনার বচনে প্রাধান্য পেয়েছে

(ক) শিল্প (খ) কৃষি (গ) সাহিত্য (ঘ) বিজ্ঞান

উত্তর: (খ) কৃষি

২৬। দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যােগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?

(ক) ১০ ও ২৪ (খ) ১০ ও ১৬ (গ) ৭ ও ১১ (ঘ) ১২ ও ১৮

উত্তরঃ ১০ ও ১৬

২৭। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?

(ক) ষষ্ঠ (খ) সপ্তম (গ) চতুর্থ (ঘ) পঞ্চম

উত্তরঃ

২৮।The correct spelling is ——–

(ক) Assignment (খ) Assignernent (গ) Asignment (ঘ) Asignmment

উত্তর: (ক) Assignment

২৯। কল কল রবে নদী বইছে। এখানে ‘কল ল’ কোন অব্যয়?

(ক) সমুচ্চয়ী (খ) অনুসর্গ (গ) অনস্বী (ঘ) অনুকার

উত্তর: অনুকার
৩০। "রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়"- কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন?
(ক) রূপসা ডিঙা (খ) রূপসী বাংলা
(গ) রূপসা নদী (ঘ) গ্রামবাংলার নদী

উত্তর: গ্রামবাংলার নদী (উল্লেখ্য যে, উক্ত কবিতার চরণ জীবনানন্দ দাশের " আবার আসিব ফিরে" কবিতা থেকে নেওয়া হয়েছে)

15/04/2022

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলার যেদিন দিয়েছিল,সেদিন-ই আমার একটা সাজেশনে নিম্মোক্ত কথাগুলো বলেছিলাম,
এ সার্কুলারে অনেক দুর্নীতি হবে,স্বজনপ্রীতি হবে, লবিং হবে এবং সর্বোপরি প্রশ্নও আউট হতে পারে।এসব মাথায় রেখে প্রস্তুতি নেওয়ার সংকল্প করতে হবে।অদৃষ্টের উপর আমাদের হাত নেই।কিন্তু আমরা সর্বোচ্চটা দেওয়ার জন্য তো সংকল্প করতে পারি।
মেয়েদের জন্য ৮০ টা MCQ এর মধ্যে ৬৫-৬৮ MCQ সঠিক করতে পারলে জবটা হয়ে যাবে এবং ছেলেদের জন্য ৬৯-৭৩ টা MCQ হলে মোটামুটি বলা যায় যতকিছুই ঘটুক,আপনার জবটা হয়ে যাবে।
একেবারে শেষ সময়ে আমরা যে টপিক গুলো বারবার পড়ব এবং টপিকগুলোকে নখদর্পণে নিয়ে আসব।
Suggested by,
Ekarash Chowdhury Ekram
Senior Officer
Rupali Bank Ltd.
বাংলা:
***ভাষার মৌলিক অংশ ৪ টি।
***ভাষার ক্ষুদ্রতম একক--ধ্বনি
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা--সাত টি
***সাধু ভাষা তৎসম ও গুরুগম্ভীর,নাটক ও সংলাপের জন্য অনুপযুক্ত।
***সাধু ও চলিতের মিশ্রণ--গুরুচাণ্ডালী দোষ
***চলিত রীতি হচ্ছে পরিবর্তনশীল ও তদ্ভব শব্দবহুল
***ধ্বনিতত্ত্বে বর্ণ সন্ধি ণত্ব বিধান ষত্ব বিধান আলোচিত হয়.
***শব্দ তত্ত্বের অপর নাম রূপ তত্ত্ব, এই অংশে আলোচিত হয়--উপসর্গ,বিভক্তি, লিঙ্গ,বচন, কারক, সমাস, ক্রিয়ার কাল ও পুরুষ।
গঠন অনুসারে বাক্য তিন প্রকার
কুলা,ডাব--দেশি শব্দ
চন্দ্র,নক্ষত্র,ভবন--তৎসম শব্দ
জ্যোৎস্না,গৃহিণী--অর্ধ-তৎসম
চশমা,তারিখ,কারখানা,আমদানি, রপ্তানি--ফারসি শব্দ
আদালত,কলম,মহকুমা--আরবি শব্দ
দারোগা,বাবুর্চি, কাচি--তুর্কি শব্দ
চাবি,গির্জা,বালতি,আনারস, পেয়ারা--পর্তুগিজ শব্দ
রিক্সা--জাপানি শব্দদ
চাহিদা--পাঞ্জাবি শব্দ
হরতাল--গুজরাটি শব্দ
চৌহদ্দি--ফারসি+আরবি
হেড মৌলভী--ইংরেজি+ফারসি
গায়ক--যৌগিক শব্দ
পঙ্কজ--যোগরূঢ় শব্দ
***যেকোনো ব্যাকরণ বই থেকে অল্পপ্রাণ, মহাপ্রাণ,ঘোষ ও অঘোষ ধ্বনি ভালো করে পড়ে করে যেতে হবে।
***নাসিক্য ধ্বনি পাঁচটি--ঙ,ঞ,ণ,ন,ম
***ড়--একটি তাড়নজাত ধ্বনি।
বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপাদিক।
মাত্রাহীন বর্ণ দশটি। অর্ধমাত্রা আটটি
জ্ঞ--জ+ঞ
ঞ্জ--ঞ+জ
হ্ম--হ+ম
ক্ষ্ম--ক+ষ+ম
ক্ষ--ক+ষ
ষ্ণ--ষ+ণ
হ+ন--হ্ন
বিরাম চিহ্ন,কমাতে বিরতি দিতে হয়--১ বলতে যে সময় লাগে,দাঁড়িতে--এক সেকেন্ড,সেমিকোলনে--১ বলার দ্বিগুণ সময়,হাইফেন--থামার প্রয়োজন নেই।
পাশাপাশি দুই শব্দের মিলনকে সন্ধি বলে।
সন্ধির প্রধান সুবিধা উচ্চারণগত সুবিধা।
নী+অন--নয়ন
নৌ+ইক--নাবিক
সম+চয়--সঞ্চয়
জন+এক--জনৈক
গো+এষণা--গবেষণা
সদ্যোজাত--সদ্যঃ+জাত
শুভ+ইচ্ছা--শুভেচ্ছা
বাচঃ+পতি--বাচস্পতি
পরি+ঈক্ষা--পরীক্ষা
তনু+ঈ--তন্বী
ইতি+আদি--ইত্যাদি
রত্ন+আকর--রত্নাকর
জান+এক--জৈনিক
মনঃ+রম--মনোরম
গৈ+অক--গায়ক
উপরি+উক্ত--উপর্যুক্ত
ক্ষুধা+ঋত--ক্ষুধার্ত
পর+পর--পরস্পর
দ্বীপ+অয়ন--দ্বৈপায়ন
বাক+আড়ম্বর--বাগাড়ম্বর
বন+পতি--বনস্পতি
ষট+ঋতু--ষড়ঋতু
রবীন্দ্র--রবি+ইন্দ্র
পদ+হতি--পদ্ধতি
সতী+ঈশ--সতীশ
নব+ঊঢ়া--নবোঢ়া
ভাস+বর--ভাস্কর
আবিঃ+কার--আবিস্কার
বাক+দান--বাগদান

নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি
কুল+অটা--কুলটা,প্রৌঢ়,গবাক্ষ
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি
আশ্চর্য,বৃহস্পতি,পরস্পর
প্রাতরাশ--প্রাতঃ+রাশ
নিঃ+রব--নীরব
দুর্যোগ--দুর্যোগ
অহঃ+অহ--অহরহ
নিত্য স্ত্রীবাচক শব্দ--কুলটা,বিধবা
নিত্য পুরুষবাচক শব্দ--কবিরাজ,কৃতদার
পুরুষবাচক শব্দের দুটো স্ত্রীবাচক শব্দ--ননদ
বচন অর্থ সংখ্যার ধারণা
খাঁটি বাংলা উপসর্গ--২১ টি
নিশীথ রাতে বাজে বাঁশি, বাক্যে নিশীথ কোন পদ--বিশেষ্যের বিশেষণ।
এ মাটি সোনার বাড়া,সোনা--বিশেষণের অতিশায়ন।
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন--মা,প্রযোজক কর্তা
বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।এখানে বাঘে-মহিষে--ব্যতিহার কর্তা
এখন গোল্লায় যাও--মিশ্র ক্রিয়া
সাইরেন বেজে উঠল--যৌগিক ক্রিয়াপদ
মোড়ক,খেলনা--বাংলা কৃৎ প্রত্যয়
প্রকৃতি-প্রত্যয়
জাল+ইয়া--জেলে
শ্রৎ+ধা+অ+আ--শ্রদ্ধা
বচ+তব্য--বক্তব্য
জাগৃ+ইত--জাগরিত
নী+অন--নয়ন
প্রিয়-ইমন--প্রেম
দুল+অনা--দোলনা
বচ+ক্তি--উক্তি
মহৎ+ইমন--মহিমা
ব্যাসবাক্যকে সমাস বাক্য বা বিগ্রহবাক্যও বলা হয়।
সমাস নিষ্পন্ন পদটির নাম--সমস্তপদ
দম্পতি--জায়া ও পতি--দ্বন্দ্ব সমাস
দুধে-ভাতে,জলে-স্থলে--অলুক দ্বন্দ্ব
জ্যোৎস্নারাত,সিংহাসন,স্মৃতিসৌধ--মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
কাজলকালো,তুষারশুভ্র,অরুণরাঙ্গা--উপমান কর্মধারয়
জজ সাহেব--কর্মধারয়
চাঁদমুখ,পুরুষসিংহ--উপমিত কর্মধারয়
মনমাঝি, বিষাদ সিন্ধু--রূপক কর্মধারয়।
পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়,তাকে তৎপুরুষ সমাস বলে।
গুরুভক্তি,হজ্জযাত্রা--চতুর্থী তৎপুরুষ
রাজুত--ষষ্ঠী তৎপুরুষ
হরবোলা,খেচর,পকেটমার--উপপদ তৎপুরুষ
শতাব্দী,ত্রিভুজ--দ্বিগু সমাস
হাতাহাতি,মারামারি, কানাকানি, লাঠালাঠি--ব্যতিহার বহুব্রীহি
আশীবিষ- বহুব্রীহি
কারক ছয় প্রকার
টাকায় টাকা আনে--কতৃ কারকে সপ্তমী।
ডাক্তার ডাক- কর্ম কারকে শূন্য
টাকায় কী না হয়--করণ কারকে সপ্তমী
শিকারী বিড়াল গোঁফে চেনা যায়--করণে সপ্তমী
এ (কলমে) ভালো লেখা হয়--করণে সপ্তমী
ভিখারিকে ভিক্ষা দাও-- সম্প্রদানে চতুর্থী
গুরু জানে ভক্তি কর-- সম্প্রদান কারক
টাকায় টাকা হয়--অপাদানে সপ্তমী
তিলে তৈল হয়--অপাদানে সপ্তমী
গাড়ি স্টেশন ছাড়লো বাক্যে স্টেশন অপাদানে শূন্য
সর্বাঙ্গে ব্যথা,(ঔষধ) দিব কোথা--কর্মকারকে শূন্য

যে পরিশ্রম করে,সে সুখ লাভ করে--মিশ্র বাক্য বা জটিল বাক্য।
তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি--যৌগিক বাক্য।
বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা--জটিল বাক্য
বিপরীত শব্দ
অর্বাচীন-প্রাচীন
অমৃত-গরল
ব্যক্ত-গুঢ়
খাতক--মহাজন
তাপ-শৈত্য
অলীক-সত্য
আদি-অন্ত
গৃহী--সন্ন্যাসী
আকুঞ্জন-প্রসারণ
ঐহিক-পারত্রিক
বিধি-নিষেধ
চঞ্চল--স্থির
বিগ্রহ--সন্ধি
ভূত-ভবিষ্যৎ
বর্ধমান--ক্ষীয়মাণ
সংশয়-প্রত্যয়
সৌম্য-উগ্র
জঙ্গম--স্থাবর
অতিকায়--ক্ষুদ্রকায়
সমার্থক শব্দ
অগ্নি,আকাশ,অশ্ব,চন্দ্র,পর্বত,বাতাস,সমুদ্র,সূর্য
এক কথায় প্রকাশ
যে উপকারীর অপকার করে--কৃতঘ্ন
হাতির ডাক--বৃংহতি
যা লাফিয়ে চলে--প্লবক
ছন্দে নিপুন যিনি--ছান্দসিক
যা কষ্টে নিবারণ করা যায়--দুর্নিবার
যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে--অবিমৃষ্যকারী
দিন ও রাতের সন্ধিক্ষণ--গোধূলি
যার চক্ষু লজ্জা নেই--নির্লজ্জ
কর্মে যার ক্লান্তি নাই--অক্লান্ত কর্মী
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ--শ্বাপদসংকুল
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি--ইতিহাসবেত্তা
তা সহজে অতিক্রম করা যায় না--দূরতিক্রম্য
কোথাও উঁচু কোথাও নিচু--বন্ধুর
অক্ষির সমীপে--সমক্ষ
কর দান করে যে করা যে--করদ
যে নারীর স্বামী ও পুত্র নেই--অবীরা
একবার ফল দিয়ে যে গাছ মারা যায়--ঔষধি
যে মেয়ের বিয়ে হয়নি--অনূঢ়া
যিনি বক্তৃতা দানে পটু--বাগ্মী
যার দুই হাত সমান ভাবে চলে
--সব্যসাচী
সাপের খোলস--নির্মোক
যা জল দেয়--জলদ
জয়ের জন্য যে উৎসব--জয়ন্তী
যে ভূমিতে ফসল জন্মায় না--ঊষর
যা কষ্টে লাভ করা যায়--দুর্লভ
জানার ইচ্ছা--জিজ্ঞাসা
যা বলা হয়নি--অনুক্ত
হনন করার ইচ্ছা--জিঘাংসা
যে শুনেই মনে রাখতে পারে--শ্রুতিধর
যার কোন উপায় নেই--নিরুপায়
ইন্দ্রকে জয় করেছে যে--ইন্দ্রজিৎ
যা পূর্বে ছিল এখন নেই--ভূতপূর্ব
কষ্টে লাভ হয় যা--দুর্লভ
মন না মতি--অস্থির মানব মন
মৃতের মতো অবস্থা--মুমূর্ষ
বাগধারা
উড়নচণ্ডী--অমিতব্যয়ী
কংস মামা--নির্মম আত্মীয়
অক্কা পাওয়া-মরে যাওয়া
ব্যাঙের সর্দি-অসম্ভব ঘটনা
বর্ণচোরা-কপটচারী
ভূষণ্ডির কাক-দীর্ঘায়ু ব্যক্তি
চাঁদেরহাট--প্রিয়জন সমাগম
তাসের ঘর-ক্ষণস্থায়ী
হাত ভারি--কৃপণ
আমার বিষ-অর্থের কুপ্রভাব
উজানের কৈ--সহজলভ্য
উত্তম-মধ্যম--প্রহার
অষ্টরম্ভা--ফাঁকি
রাবণের চিতা--চিরশান্তি
রামগরুড়ের ছানা--গোমড়ামুখো লক
নেই আকড়া--একগুঁয়ে
ঢাকের কাঠি--মোসাহেব
আমড়া কাঠের ঢেঁকি-অপদার্থ
আটকপালে--হতভাগ্য
আমবস্যার চাঁদ-দুর্লভ বস্তু
জলে কুমির ডাঙায় বাঘ🐅 -- উভয়দিকে বিপদ
শাখের করাত-দুদিকেই বিপদ
শকুনি মামা--কুচক্রী লোক
অরণ্যে রোদন--বৃথা চেষ্টা
অর্ধচন্দ্র গলা--ধাক্কা দেয়া
আমড়াগাছি করা--তোষামোদি করা
গাছপাথর--হিসাব-নিকাশ
গৌড়চন্দ্রিকা--ভূমিকা
কেতাদুরস্ত--পরিপাটি
গড্ডালিকা প্রবাহ--অন্ধ অনুকরণ
গোঁফ খেজুরে--নিতান্ত অলস
ধর্মের ষাঁড়--অকর্মণ্য
গুড়ে বালি--আশায় নৈরাশ্য
নিরানব্বইয়ের ধাক্কা--সঞ্চয়ের প্রবৃত্তি
তোষামোদকারী অপদার্থ
কেতাদুরস্ত--পরিপাটি
আতে ঘা--মনে কষ্ট
চক্ষুদান করা--চুরি করা
কাঁঠালের আমসত্ত্ব--অসম্ভব ব্যাপার
চোখের বালি --শত্রু
ঠোঁটকাটা--স্পষ্টভাষী
চিনির বলদ নিষ্ফল পরিশ্রম
শুদ্ধবানান:
পিপীলিকা,পুরস্কার,পরিষ্কার,দুরবস্থা,শ্রদ্ধাঞ্জলি,সমীচীন, বিভীষিকা,নিরীক্ষণ
স্বায়ত্তশাসন,বাল্মীকি, বুদ্ধিজীবী,ইতঃপূর্বে নিশীথিনী,তিতিক্ষা,গীতাঞ্জলি,মুমূর্ষু,মুহুমুর্হু
আকাঙ্ক্ষা,গীতাঞ্জলি,আদ্যাক্ষর,মনীষী।
পঙক্তি ও উদ্ধৃতি:
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই--চন্ডীদাস
ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা
--দ্বিজেন্দ্রলাল রায়
হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন--মাইকেল মধুসূদন দত্ত
সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভাল হয়ে চলি--মদনমোহন তর্কালঙ্কার
মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা অতুল প্রসাদ সেন
উপাধি
কিশোর কবি--সুকান্ত ভট্টাচার্য
আলাওল-মহাকবি
বিহারীলাল চক্রবর্তী--ভোরের পাখি
মুকুন্দরাম দাস--চারণ কবি
ঈশ্বরচন্দ্র গুপ্ত--যুগ সন্ধিক্ষণের কবি
হেমচন্দ্র--বাংলার মিল্টন
মুকুন্দরাম চক্রবর্তী-কবিকঙ্কন
সত্যেন্দ্রনাথ দত্ত--ছন্দের যাদুকর
ভাষা আন্দোলন ভিত্তিক রচনা
আরেক ফাল্গুন--জহির রায়হান
কবর--মুনীর চৌধুরী
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক
পায়ের আওয়াজ পাওয়া যায়--সৈয়দ শামসুল হক
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
চিলেকোঠার সেপাই--আখতারুজ্জামান ইলিয়াস
রাইফেল রোটি আওরাত--আনোয়ার পাশা নিষিদ্ধ লোবান--সৈয়দ শামসুল হক
জাহান্নাম হইতে বিদায়--শওকত
ওসমান
হাঙ্গর নদী গ্রেনেড--সেলিনা হোসেন
এ গোল্ডেন এজ--তাহমিনা আনাম।
আগুনের পরশমণি--হুমায়ূন আহমেদ
জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক জহির রায়হান।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরী।
খুব গুরুত্বপূর্ণ কিছু যা আসতে পারে--
Hand out--জ্ঞাপনপত্র
Wishdom--প্রজ্ঞা
excise duty--আবগারি শুল্ক
customer goods--ভোগ্যপণ্য
Custom--প্রথা
Ordance--অধ্যাদেশ
Lexicography--অভিধানত্ত্ব
দিবারাত্রির কাব্য একটি--উপন্যাস
সার্থক বাক্যের গুণ তিনটি--আকাঙ্ক্ষা,যোগ্যতা,আসত্তি
রোহিণী চরিত্র--কৃষ্ণকান্তের উইল
অপু দুর্গা--পথের পাঁচালি
নীলদর্পণ নাটকের বিষয়বস্তু--নীলকরদের অত্যাচার
বীরবল প্রমথ চৌধুরীর ছদ্মনাম
ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম
রণসংগীতের রচয়িতা--কাজী নজরুল
সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক--মার্শম্যান
ক্রিয়াপদের মূল অংশকে বলে--ধাতু
রচিত গ্রন্থ:
কারাগারের রোজনামচা,অসমাপ্ত আত্মজীবনী--বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত--মুহাম্মদ শহীদুল্লাহ
ভাষা প্রকাশ বাঙ্গালা--সুনীতিকুমার চট্টোপাধ্যায়
শাহনামা--ফেরদৌসী
গাজী মিয়ার বস্তানী--মীর মশাররফ হোসেন
আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি--আবু জাফর ওবায়দুল্লাহ
সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা ফররুখ আহমদ
সঞ্চিতা--কাজী নজরুল
সঞ্চয়িতা--রবীন্দ্রনাথ
কায়কোবাদের মহাশ্মশান--পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে।
ঊনসত্তরের গণঅভ্যুত্থানে রচিত উপন্যাস--চিলেকোঠার সেপাই।
আশা রাখছি, উল্লিখিত বাংলা সাজেশনটি থেকে অনেকগুলো প্রশ্ন হুবহু কমন পাবেন।
মন-মেজাজের Equanimity থাকলে ইংরেজি আর গণিত নিয়েও এমন একটা চূড়ান্ত সাজেশন
দেবার চেষ্টা করব।
এবার কন টিকেটের জন্য আমাকে কী বকশিশ দেবেন।আর এত এত পরিশ্রম করলাম,সে জন্য আমার বকশিশ কী হওয়া উচিত।

15/04/2022

👉👉মুক্তিযুদ্ধ অংশ থেকে ১০ থেকে ৪০ তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছেঃ-

✅1. প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
✅2. প্রশ্ন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় কবে?
উত্তর: ২০০১ সালের ২৩ অক্টোবর|
✅3. প্রশ্ন: মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’ এর পরিচালক কে?
উত্তর: জহির রায়হান
✅4. প্রশ্ন:মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
উত্তর: যশোর।
✅ 5. প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
উত্তর: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
✅6. প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
উত্তর: ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
✅ 7. প্রশ্ন: মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য জিয়াউর রহমান কোন উপাধি লাভ করেন ?
উত্তর: বীরউত্তম।
✅8. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
উত্তর: ১৮ এপ্রিল কলকতায়।
✅9. প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?
উত্তর: ১১ টি।
✅ 10. প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শহীদুল ইসলামের বয়স কত ছিল?
উত্তর: ১২ বছর।
✅ 11. প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য শহীদুল ইসলামকে কি খেতাব দেয়া হয়?
উত্তর: বীর প্রতীক।
✅ 12. প্রশ্ন: বাংলাদেশে সর্ব কনিষ্ঠ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা কে?
উ: শহীদুল ইসলাম চৌধুরী।
✅13. প্রশ্ন: শহীদুল ইসলাম কত নং সেক্টরে যুদ্ধ করেন?
উত্তর: ১১ নং সেক্টরে (ময়মনসিংহ ও টাঙ্গাইল)।
✅১৪. প্রশ্ন: মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ এর রচয়িতা
উত্তর: অ্যালেন গিনসবার্গ
✅ ১৫. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান ‘শহীদ সাগর’ অবস্থিত কোথায়?
উত্তর: নাটোরে
✅১৬. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
উত্তর: মেহেরপুর জেলার মুজিবনগরে।
✅ ১৭. প্রশ্ন: মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
উত্তর: বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
✅১৮. প্রশ্ন: কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
উত্তর: তাজউদ্দিন আহম্মেদ।
✅১৯. প্রশ্ন: মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
উত্তর: এম, মনসুর আলী।
✅২০. প্রশ্ন: মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে?
উত্তর: তাজউদ্দিন আহম্মেদ।
এই রকম গুরুত্বপূর্ণ বিষয় পেতে এখনি যোগ দিন।

15/04/2022

#উপজাতি:

1. উপজাতির সংখ্যা—৫০
2. উপজাতীয় প্রতিষ্ঠান আছে-- ৩টি
3. মুসলমান উপজাতি- পাঙন ও লাউয়া
4. মাতৃতান্ত্রিক উপজাতি- গারো, খাসিয়া ও সাঁওতাল
5. পিতৃতান্ত্রিক উপজাতি- মারমা ও হাজং

6. উপজাতিদের জন্য সরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠান- ৩টি
7. উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি- বিরিশিরি, নেত্রকোণা (প্রথম প্রতিষ্ঠিত; ১৯৭৭ সালে)
8. ট্রাইবাল কালচারাল ইন্সটিটিউট- রাঙামাটি
9. ট্রাইবাল কালচার একাডেমি- দিনাজপুর
10. পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের বর্ষবরণকে
সামগ্রিকভাবে বলা হয়- বৈসাবি

11. ত্রিপুরাদের কাছে বর্ষবরণ--বৈসু
12. মারমাদের কাছে বর্ষবরণ--সাংগ্রাইং
13. চাকমাদের কাছে বর্ষবরণ—বিঝু নামে পরিচিত ।
14. একমাত্র খেতাবপ্রাপ্ত আদিবাসী/উপজাতি মুক্তিযোদ্ধা- ইউ কে চিং (বীর বিক্রম)
15. ইউ কে চিং ছিলেন—মারমা উপজাতি ।

16. শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা- মানবেন্দ্র নারায়ণ লারমা
17. শান্তিবাহিনীর বর্তমান চেয়ারম্যান- জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারাম (সন্তু লারমা)
18. জনসংখ্যায় সবচেয়ে বেশি – চাকমা ।
19. ‘চাকমা’ শব্দের অর্থ—মানুষ ।
20. চাকমা --চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান (চট্টগ্রামের খাবার)

21. চাকমা বিদ্রোহের নায়ক- জুম্মা খান (কার্পাস বিদ্রোহ) (১৭৭৬-৮৭)
22. চাকমাদের কাছে বর্ষবরণ—বিঝু নামে পরিচিত ।
23. জনসংখ্যায় দ্বিতীয়- সাঁওতাল
24. সাঁওতাল বাস করে--রাজশাহী, রংপুর, বগুড়া ও দিনাজপুর
25. সাঁওতাল বিদ্রোহের নায়ক- ২ ভাই কানু আর সিদু (১৮৫৫-৫৬)

26. সবচেয়ে বেশি উপজাতি বাস করে--পার্বত্য চট্টগ্রামে ।
27. পার্বত্য চট্টগ্রামে উপজাতি বাস করে- ১১টি
28. পার্বত্য চট্টগ্রামের প্রাচীনতম অধিবাসী- মুরং বা ম্রো
29. রাখাইনরা এসেছে- মায়ানমার থেকে
30. ত্রিপুরা বা টিপরা বাস করে--খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি (খাবার)

31. লুসাই--খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি (খাবার)
32. মগ--খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও পটুয়াখালী (মগরা খাবার পটু)
33. মারমা--বান্দরবান, কক্সবাজার ও পটুয়াখালী (মারমা বান্দর কক্স পটু)
34. রাখাইন -- কক্সবাজার ও পটুয়াখালী (রাখাইন কক্স পটু)
35. রাখাইনরা বেশি বাস করে--পটুয়াখালীতে ।

36. খুমী--বান্দরবানের লামা, রুমা ও থানচি থানায়
37. পাংখো—বান্দরবান
38. মুরং/ম্রো—বান্দরবান
39. বনজোগী--বান্দরবানের গহীন অরণ্যে
40. চক--বান্দরবানের লামা থানায়

41. তঞ্চংগা—রাঙামাটি
42. কুকি—রাঙামাটি
43. খ্যাং--রাঙামাটির কাপ্তাই ও রাজস্থালী
44. মণিপুরীরা বাস করে- সিলেটে
45. মণিপুরী নৃত্য- সিলেটের

46. গারো জাতির লোকদের প্রধান ধমীর্য় ও সামাজিক উৎসব—ওয়ানগালা ।
47. গারো--ময়মনসিংহ, নেত্রকোনা , শেরপুর ও টাঙ্গাইল (মনেশেটা)
48. হাজং--ময়মনসিংহ ও নেত্রকোনা , শেরপুর ও টাঙ্গাইল (মনেশেটা)
49. হদি--নেত্রকোনা জেলার শ্রীবর্দি ও বারহাট্টায়
50. হাদুই--নেত্রকোনা জেলার শ্রীবর্দি ও বিরিশিরি

51. রাজবংশী—রংপুর
52. ওঁরাও--বগুড়া ও রংপুর
53. মণিপুরী --সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ।
54. খাসিয়া--সিলেটের জৈয়ন্তিকা পাহাড়ে ।
55. পাত্র –সিলেট (মণিপুরী খুঁজে সিলেটর খাসিয়া পাত্র)
56. বাওয়ালী—সুন্দরবন
57. মৌয়ালী --সুন্দরবন

07/04/2022

১০-৪০তম বিসিএস এ আসা ২৪ টি বানান: 👇
____________________________
০১। শুদ্ধ বানান কোনটি – মুমূর্ষু। [১০ম, ২১তম]
০২। কোনটি শুদ্ধ – সৌজন্য। [১১তম]
০৩। কোন বানানটি শুদ্ধ – পাষাণ। [১২তম]
০৪। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন বানান দুটি শুদ্ধ – হাতি/ হাতী। [১৩তম]
০৫। কোন বানানটি শুদ্ধ – বিভীষিকা। [১৪তম] ০৬। শুদ্ধ বানান নির্দেশ কর – মুহুর্মুহু। [১৫তম]
০৭। কোন বানানটি শুদ্ধ – সমীচীন। [১৮তম]
০৮। কোন বানানটি শুদ্ধ – শুশ্রূষা। [২০তম]
০৯। নিত্য মূর্ধন্য-ষ কোন বানানে বর্তমান – আষাঢ়। [২০তম, ২৪তম]
১০। কোন বানানটি শুদ্ধ – শুচিস্মিতা (৪টি অপশন ভুল ছিল)। [২১তম]
১১। শুদ্ধ বানানের শুদ্ধগুচ্ছ সনাক্ত করুন – স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক। [২৩তম]
১২। কোনটি শুদ্ধ বানান – দ্বন্দ্ব। [২৫তম]
১৩। কোন বানানটি শুদ্ধ – নিশীথিনী। [৩১তম, ৩৩তম]
১৪। কোন বানানটি শুদ্ধ – আকাঙ্ক্ষা। [৩১তম]
১৫। কোন বানানটি শুদ্ধ নয় – উর্ধ্ব (শুদ্ধ – ঊর্ধ্ব)। [৩৩তম]
১৬। কোন বানানটি শুদ্ধ – পিপীলিকা। [৩৩তম]
১৭। কোনটি শুদ্ধ বানান – শ্বশুর। [৩৫তম]
১৮। কোন বানানটি শুদ্ধ – প্রতিযোগিতা। [৩৫তম]
১৯। নিচের কোন বানানটি শুদ্ধ – মনীষী। [৩৫তম]
২০। নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে ‘ণ’ -এর ব্যবহার হয়েছে – প্রবণ। [৩৬তম]
২১। নিচের কোন বানানগুচ্ছের সবগুলোই বানান অশুদ্ধ – নিক্কন, সূচগ্ৰ, অনুর্ধ্ব (শুদ্ধ- নিক্বন, সূচ্যগ্ৰ, অনুর্ধ)। [৩৭তম]
২২। কোনটি শুদ্ধ বানান – শুদ্ধ উত্তর নেই (স্বায়ত্তশাসন)। [৩৮তম]
২৩। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে – ত্রিভুজ। [৩৮তম]
২৪। কোনটি শুদ্ধ বানান – প্রোজ্জ্বল। [৪০তম]

22/03/2022

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা ৭৮টি Correct spelling

1. Achievement (2018,2013,2012,2010)
2. Accelerate (2018,12, 14)
3. Assessment(2010,14)
4. Adulteration (2018,09,13)
5. Acquiescence (2013)
6. Acclamation (2013)
7. Accessible (2005,10,11,13)
8. Agreeable (2012)
9. Agriculture (2012)
10. Ascertain (2012)
11) Accession (2011)
12) Acquaintance (2010)
13) Assignment (2010)
14) Alleviation (2010)
15) Absorb (2010)
16) Accommodation (2007)
17) Bouquet (2006,09,10,15)
18) Bureaucrat (2012,13,15)
19) Brochure (2012)
20) Believable. (2010)
21) Barrier (2010)
22) Belligerent (2009)
23) Committee (2010,15)
24) Catastrophe (09,13,14)
25) Conqueror (09,1314)
26) Collaboration (06,10,11,12 13)
27) Connoisseur (09,13)
28). Commission (08,11,12,13)
29) Contiguous (08,12)
30) Commemorate (2012)
31) Commentary (06, 07,11)
32). Conscientious (2010)
33) Ceiling (2010)
34). Constellation (08,10)
35). Chrysanthemum (2009)
36) Conspicuous (2008)
37) Conquer (2002)
38) Counsil (1990)
39) Diarrhoea (2001,2018)
40) Dysentery (06,08,10,11,14)
41) Exaggerate (2014)
42) Embarrassment (2012,13)
43) Exhilaration ( 2008,10,13)
44) Encyclopedia/ Encyclopaedia (2009,11,13)
45) Efflorescence (2008,13)
46) Explanation (2012)
47) Elementary (2010)
48) Exemplary (2009,10)
49) Education (1997)
50) Foreigner (2009,10)
51) Grievance (2008,09,10,12,13)
52) Forfeit (2008,09)
53) Guillotine (2013)
54) Grammatic (2011)
55) Humorous (2018,2013,2012)
56) Heterogeneous (06,09,13)
57) Incandescent.( 2009,13)
58) Indispensable (2011)
59) Jewellery (2010,12,13)
60) Kaleidoscope (2009,13)
61) Lieutenant (06)
62)Misspell (2013)
63) Missionary (09,13)
64) Moustache/mustache ( 2009,13)
65)Psychology (09,11,12)
66) Magnanimous (2010)
67) Occasion (08,09,10,11)
68) Possession (10,12)
69) passenger (2010)
70) professional (2010)
71) personnel ( 2007)
72) Sovereignty (2016)
73) Supersede -(2015)
74) Secretariat (2014)
75) Surveillance (09,13)
76) Sabotage (2013)
77) Satellite (09,10)
78)Sedentary (2012)

17/03/2022

01. (a+b)²= a²+2ab+b²
02. (a+b)²= (a-b)²+4ab
03. (a-b)²= a²-2ab+b²
04. (a-b)²= (a+b)²-4ab
05. a² + b²= (a+b)²-2ab.
06. a² + b²= (a-b)²+2ab.
07. a²-b²= (a +b)(a -b)
08. 2(a²+b²)= (a+b)²+(a-b)²
09. 4ab = (a+b)²-(a-b)²
10. ab = {(a+b)/2}²-{(a-b)/2}²
11. (a+b+c)² = a²+b²+c²+2(ab+bc+ca)
12. (a+b)³ = a³+3a²b+3ab²+b³
13. (a+b)³ = a³+b³+3ab(a+b)
14. (a-b)³= a³-3a²b+3ab²-b³
15. (a-b)³= a³-b³-3ab(a-b)
16. a³+b³= (a+b) (a²-ab+b²)
17. a³+b³= (a+b)³-3ab(a+b)
18. a³-b³ = (a-b) (a²+ab+b²)
19. a³-b³ = (a-b)³+3ab(a-b)
20. (a² + b² + c²) = (a + b + c)² – 2(ab + bc + ca)
21. 2(ab + bc + ca) = (a + b + c)² – (a² + b² + c²)
22. (a + b + c)³ = a³ + b³ + c³ + 3 (a + b) (b + c) (c + a)
23. a³ + b³ + c³ – 3abc =(a+b+c)(a² + b²+ c²–ab–bc– ca)
24. a3 + b3 + c3 – 3abc =½ (a+b+c) { (a–b)²+(b–c)²+(c–a)²}
25. (x + a) (x + b) = x² + (a + b) x + ab
26. (x + a) (x – b) = x² + (a – b) x – ab
27. (x – a) (x + b) = x² + (b – a) x – ab
28. (x – a) (x – b) = x² – (a + b) x + ab
29. (x+p) (x+q) (x+r) = x³ + (p+q+r) x² + (pq+qr+rp) x +pqr
30. bc (b-c) + ca (c- a) + ab (a - b) = - (b - c) (c- a) (a - b)
31. a² (b- c) + b² (c- a) + c² (a - b) = -(b-c) (c-a) (a - b)
32. a (b² - c²) + b (c² - a²) + c (a² - b²) = (b - c) (c- a) (a - b)
33. a³ (b - c) + b³ (c-a) +c³ (a -b) =- (b-c) (c-a) (a - b)(a + b + c)
34. b²-c² (b²-c²) + c²a²(c²-a²)+a²b²(a²-b²)=-(b-c) (c-a) (a-b) (b+c) (c+a) (a+b)
35.. (ab + bc+ca) (a+b+c) - abc = (a + b)(b + c) (c+a)
36. (b + c)(c + a)(a + b) + abc = (a + b +c) (ab + bc + ca)

★ আয়তক্ষেত্র:
38. 1.আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
39. 2.আয়তক্ষেত্রের পরিসীমা = 2 (দৈর্ঘ্য+প্রস্থ)একক
40. 3.আয়তক্ষেত্রের কর্ণ = √(দৈর্ঘ্য²+প্রস্থ²)একক
41. 4.আয়তক্ষেত্রের দৈর্ঘ্য= ক্ষেত্রফল÷প্রস্ত একক
42. 5.আয়তক্ষেত্রের প্রস্ত= ক্ষেত্রফল÷দৈর্ঘ্য একক

★ বর্গক্ষেত্র:
44. 1.বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (যে কোন একটি বাহুর দৈর্ঘ্য)² বর্গ একক
45. 2.বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × এক বাহুর দৈর্ঘ্য একক
46. 3.বর্গক্ষেত্রের কর্ণ=√2 × এক বাহুর দৈর্ঘ্য একক
47. 4.বর্গক্ষেত্রের বাহু=√ক্ষেত্রফল বা পরিসীমা÷4 একক

★ ত্রিভূজ:
49. 1.সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = √¾×(বাহু)²
50. 2.সমবাহু ত্রিভূজের উচ্চতা = √3/2×(বাহু)
51. 3.বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √s(s-a) (s-b) (s-c)
52. এখানে a, b, c ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, s=অর্ধপরিসীমা

★পরিসীমা:
2s=(a+b+c)
54. 4সাধারণ ত্রিভূজের ক্ষেত্রফল = ½
55. (ভূমি×উচ্চতা) বর্গ একক
56. 5.সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল = ½(a×b)
57. এখানে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় a এবং b.
58. 6.সমদ্বিবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = 2√4b²-a²/4 এখানে, a= ভূমি; b= অপর বাহু।
59. 7.ত্রিভুজের উচ্চতা = 2(ক্ষেত্রফল/ভূমি)
60. 8.সমকোণী ত্রিভুজের অতিভুজ =√ লম্ব²+ভূমি²
61. 9.লম্ব =√অতিভূজ²-ভূমি²
62. 10.ভূমি = √অতিভূজ²-লম্ব²
63. 11.সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা = √b² - a²/4
64. এখানে a= ভূমি; b= সমান দুই বাহুর দৈর্ঘ্য।
65. 12.ত্রিভুজের পরিসীমা=তিন বাহুর সমষ্টি

★ রম্বস:
67. 1.রম্বসের ক্ষেত্রফল = ½× (কর্ণদুইটির গুণফল)
68. 2.রম্বসের পরিসীমা = 4× এক বাহুর দৈর্ঘ্য

★ সামান্তরিক:
70. 1.সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা =
71. 2.সামান্তরিকের পরিসীমা = 2×(সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি)

★ ট্রাপিজিয়াম:
73. 1. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল =½×(সমান্তরাল বাহু দুইটির যােগফল)×উচ্চতা

★ ঘনক:
75. 1.ঘনকের ঘনফল = (যেকোন বাহু)³ ঘন একক
76. 2.ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 6× বাহু² বর্গ একক
77. 3.ঘনকের কর্ণ = √3×বাহু একক

★ আয়তঘনক:
79. 1.আয়তঘনকের ঘনফল = (দৈৰ্ঘা×প্রস্ত×উচ্চতা) ঘন একক
80. 2.আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 2(ab + bc + ca) বর্গ একক
81. [ যেখানে a = দৈর্ঘ্য b = প্রস্ত c = উচ্চতা ]
82. 3.আয়তঘনকের কর্ণ = √a²+b²+c² একক
83. 4. চারি দেওয়ালের ক্ষেত্রফল = 2(দৈর্ঘ্য + প্রস্থ)×উচ্চতা

★ বৃত্ত:
85. 1.বৃত্তের ক্ষেত্রফল = πr²=22/7r² {এখানে π=ধ্রুবক 22/7, বৃত্তের ব্যাসার্ধ= r}
86. 2. বৃত্তের পরিধি = 2πr
87. 3. গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 4πr² বর্গ একক
88. 4. গোলকের আয়তন = 4πr³÷3 ঘন একক
89. 5. h উচ্চতায় তলচ্চেদে উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ = √r²-h² একক
90. 6.বৃত্তচাপের দৈর্ঘ্য s=πrθ/180° ,
91. এখানে θ =কোণ

★ সমবৃত্তভূমিক সিলিন্ডার/বেলন:
93. সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h আর হেলানো তলের উচ্চতা l হলে,
94. 1.সিলিন্ডারের আয়তন = πr²h
95. 2.সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল (সিএসএ) = 2πrh।
96. 3.সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল (টিএসএ) = 2πr (h + r)

★ সমবৃত্তভূমিক কোণক:
98. সমবৃত্তভূমিক ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h আর হেলানো তলের উচ্চতা l হলে,
99. 1.কোণকের বক্রতলের ক্ষেত্রফল= πrl বর্গ একক
100. 2.কোণকের সমতলের ক্ষেত্রফল= πr(r+l) বর্গ একক
101. 3.কোণকের আয়তন= ⅓πr²h ঘন একক

102. বহুভুজের কর্ণের সংখ্যা= n(n-3)/2
103. বহুভুজের কোণগুলির সমষ্টি=(2n-4)সমকোণ
104. এখানে n=বাহুর সংখ্যা
105.চতুর্ভুজের পরিসীমা=চার বাহুর সমষ্টি

★ ত্রিকোণমিতির সূত্রাবলী:
107. 1. sinθ=लম্ব/অতিভূজ
108. 2. cosθ=ভূমি/অতিভূজ
109. 3. taneθ=लম্ব/ভূমি
110. 4. cotθ=ভূমি/লম্ব
111. 5. secθ=অতিভূজ/ভূমি
112. 6. cosecθ=অতিভূজ/লম্ব
113. 7. sinθ=1/cosecθ, cosecθ=1/sinθ
114. 8. cosθ=1/secθ, secθ=1/cosθ
115. 9. tanθ=1/cotθ, cotθ=1/tanθ
116. 10. sin²θ + cos²θ= 1
117. 11. sin²θ = 1 - cos²θ
118. 12. cos²θ = 1- sin²θ
119. 13. sec²θ - tan²θ = 1
120. 14. sec²θ = 1+ tan²θ
121. 15. tan²θ = sec²θ - 1
122. 16, cosec²θ - cot²θ = 1
123. 17. cosec²θ = cot²θ + 1
124. 18. cot²θ = cosec²θ - 1

★ বিয়ােগের সূত্রাবলি:
126. 1. বিয়ােজন-বিয়োজ্য =বিয়োগফল।
127. 2.বিয়ােজন=বিয়ােগফ + বিয়ােজ্য
128. 3.বিয়ােজ্য=বিয়ােজন-বিয়ােগফল

★ গুণের সূত্রাবলি:
130. 1.গুণফল =গুণ্য × গুণক
131. 2.গুণক = গুণফল ÷ গুণ্য
132. 3.গুণ্য= গুণফল ÷ গুণক

★ ভাগের সূত্রাবলি:
134. নিঃশেষে বিভাজ্য না হলে।
135. 1.ভাজ্য= ভাজক × ভাগফল + ভাগশেষ।
136. 2.ভাজ্য= (ভাজ্য— ভাগশেষ) ÷ ভাগফল।
137. 3.ভাগফল = (ভাজ্য — ভাগশেষ)÷ ভাজক।
138. *নিঃশেষে বিভাজ্য হলে।
139. 4.ভাজক= ভাজ্য÷ ভাগফল।
140. 5.ভাগফল = ভাজ্য ÷ ভাজক।
141. 6.ভাজ্য = ভাজক × ভাগফল।

★ ভগ্নাংশের ল.সা.গু ও গ.সা.গু সূত্রাবলী:
143. 1.ভগ্নাংশের গ.সা.গু = লবগুলাের গ.সা.গু / হরগুলাের ল.সা.গু
144. 2.ভগ্নাংশের ল.সা.গু =লবগুলাের ল.সা.গু /হরগুলার গ.সা.গু
145. 3.ভগ্নাংশদ্বয়ের গুণফল = ভগ্নাংশদ্বয়ের ল.সা.গু × ভগ্নাংশদ্বয়ের গ.সা.গু.

★ গড় নির্ণয়:
147. 1.গড় = রাশি সমষ্টি /রাশি সংখ্যা
148. 2.রাশির সমষ্টি = গড় ×রাশির সংখ্যা
149. 3.রাশির সংখ্যা = রাশির সমষ্টি ÷ গড়
150. 4.আয়ের গড় = মােট আয়ের পরিমাণ / মােট লােকের সংখ্যা
151. 5.সংখ্যার গড় = সংখ্যাগুলাের যােগফল /সংখ্যার পরিমান বা সংখ্যা
152. 6.ক্রমিক ধারার গড় =শেষ পদ +১ম পদ /2

★ সুদকষার পরিমান নির্নয়ের সূত্রাবলী:
154. 1. সুদ = (সুদের হার×আসল×সময়) ÷১০০
155. 2. সময় = (100× সুদ)÷ (আসল×সুদের হার)
156. 3. সুদের হার = (100×সুদ)÷(আসল×সময়)
157. 4. আসল = (100×সুদ)÷(সময়×সুদের হার)
158. 5. আসল = {100×(সুদ-মূল)}÷(100+সুদের হার×সময় )
159. 6. সুদাসল = আসল + সুদ
160. 7. সুদাসল = আসল ×(1+ সুদের হার)× সময় |[চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে]।

★ লাভ-ক্ষতির এবং ক্রয়-বিক্রয়ের সূত্রাবলী:
162. 1. লাভ = বিক্রয়মূল্য-ক্রয়মূল্য
163. 2.ক্ষতি = ক্রয়মূল্য-বিক্রয়মূল্য
164. 3.ক্রয়মূল্য = বিক্রয়মূল্য-লাভ
165. অথবা
166. ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি
167. 4.বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ
168. অথবা
169. বিক্রয়মূল্য = ক্রয়মূল্য-ক্ষতি

★ 1-100পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার উপায়:
শর্টকাট :- 44 -22 -322-321
★1থেকে100পর্যন্ত মৌলিক সংখ্যা=25টি
★1থেকে10পর্যন্ত মৌলিক সংখ্যা=4টি 2,3,5,7
★11থেকে20পর্যন্ত মৌলিক সংখ্যা=4টি 11,13,17,19
★21থেকে30পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 23,29
★31থেকে40পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 31,37
★41থেকে50পর্যন্ত মৌলিক সংখ্যা=3টি 41,43,47
★51থেকে 60পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 53,59
★61থেকে70পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 61,67
★71থেকে80 পর্যন্ত মৌলিক সংখ্যা=3টি 71,73,79
★81থেকে 90পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 83,89
★91থেকে100পর্যন্ত মৌলিক সংখ্যা=1টি 97

★ 1-100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25 টি:
2,3,5,7,11,13,17,19,23,29,31,37,41,43,47,53,59,61,67,71,73,79,83,89,97
★ 1-100পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল=1060।

★ কোন কিছুর গতিবেগ= অতিক্রান্ত দূরত্ব/সময়
2.অতিক্রান্ত দূরত্ব = গতিবেগ×সময়
3.সময়= মোট দূরত্ব/বেগ
4.স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ = নৌকার প্রকৃত গতিবেগ + স্রোতের গতিবেগ।
5.স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ = নৌকার প্রকৃত গতিবেগ - স্রোতের গতিবেগ

★ সরল সুদ:
যদি আসল=P, সময়=T, সুদের হার=R, সুদ-আসল=A হয়, তাহলে
1.সুদের পরিমাণ= PRT/100
2.আসল= 100×সুদ-আসল(A)/100+TR

★ নৌকার গতি স্রোতের অনুকূলে ঘন্টায় 10 কি.মি. এবং স্রোতের প্রতিকূলে 2 কি.মি.। স্রোতের বেগ কত?
★টেকনিক-
স্রোতের বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ - স্রোতের প্রতিকূলে নৌকার বেগ) /2
= (10 - 2)/2=
= 4 কি.মি.
★ একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কি.মি.এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 4 কি.মি.
যায়। নৌকার বেগ কত?
★ টেকনিক-
নৌকার বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ+স্রোতের প্রতিকূলে নৌকার বেগ)/2
= (8 + 4)/2
=6 কি.মি.

★ নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 কি.মি. ও 5 কি.মি.। নদীপথে 45 কি.মি. পথ একবার গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে?
টেকনিক-
★মােট সময় = [(মােট দূরত্ব/ অনুকূলে বেগ) + (মােট দূরত্ব/প্রতিকূলে বেগ)]
উত্তর:স্রোতের অনুকূলে নৌকারবেগ = (10+5) = 15 কি.মি.
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (10-5) = 5কি.মি.
[(45/15) +(45/5)]
= 3+9
=12 ঘন্টা

★সমান্তর ধারার ক্রমিক সংখ্যার যোগফল-
(যখন সংখ্যাটি1 থেকে শুরু)1+2+3+4+......+n হলে এরূপ ধারার সমষ্টি= [n(n+1)/2]
n=শেষ সংখ্যা বা পদ সংখ্যা s=যোগফল
★ প্রশ্নঃ 1+2+3+....+100 =?
📷 সমাধানঃ[n(n+1)/2]
= [100(100+1)/2]
= 5050
📷★সমান্তর ধারার বর্গ যোগ পদ্ধতির ক্ষেত্রে,-
প্রথম n পদের বর্গের সমষ্টি
S= [n(n+1)2n+1)/6]
(যখন 1² + 2²+ 3² + 4²........ +n²)
📷প্রশ্নঃ(1² + 3²+ 5² + ....... +31²) সমান কত?
📷সমাধানঃ S=[n(n+1)2n+1)/6]
= [31(31+1)2×31+1)/6]
=31
📷★সমান্তর ধারার ঘনযোগ পদ্ধতির ক্ষেত্রে-
প্রথম n পদের ঘনের সমষ্টি S= [n(n+1)/2]2
(যখন 1³+2³+3³+.............+n³)
📷প্রশ্নঃ1³+2³+3³+4³+…………+10³=?
📷সমাধানঃ [n(n+1)/2]2
= [10(10+1)/2]2
= 3025
📷★পদ সংখ্যা ও পদ সংখ্যার সমষ্টি নির্নয়ের ক্ষেত্রেঃ
পদ সংখ্যা N= [(শেষ পদ – প্রথম পদ)/প্রতি পদে বৃদ্ধি] +1
📷প্রশ্নঃ5+10+15+…………+50=?
📷সমাধানঃ পদসংখ্যা = [(শেষ পদ – প্রথমপদ)/প্রতি পদে বৃদ্ধি]+1
= [(50 – 5)/5] + 1
=10
সুতরাং পদ সংখ্যার সমষ্টি
= [(5 + 50)/2] ×10
= 275
📷★ n তম পদ=a + (n-1)d
এখানে, n =পদসংখ্যা, a = 1ম পদ, d= সাধারণ অন্তর
📷প্রশ্নঃ 5+8+11+14+.......ধারাটির কোন পদ 302?
📷 সমাধানঃ ধরি, n তম পদ =302
বা, a + (n-1)d=302
বা, 5+(n-1)3 =302
বা, 3n=300
বা, n=100
📷★6)সমান্তর ধারার ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল-S=M² এখানে,M=মধ্যেমা=(1ম সংখ্যা+শেষ সংখ্যা)/2
📷প্রশ্নঃ1+3+5+.......+19=কত?
📷 সমাধানঃ S=M²
={(1+19)/2}²
=(20/2)²
=100
Sh Sakil
📷📷1. জোড় সংখ্যা + জোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 2 + 6 = 8.
📷2. জোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা।
যেমনঃ 6 + 7 = 13.
📷3. বিজোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
জোড় সংখ্যা।
যেমনঃ 3 + 5 = 8.
📷4. জোড় সংখ্যা × জোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 6 × 8 = 48.
📷5.জোড় সংখ্যা × বিজোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 6 × 7 = 42
📷6.বিজোড় সংখ্যা × বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা।
যেমনঃ 3 × 9 = 27

📝.. যারা হিসাব জানেন না।

1 ফুট = 12 ইঞ্চি
1 গজ = 3 ফুট
1 মাইল = ১৭৬০ গজ
1 মাইল ≈ 1.61 কিলোমিটার
1 ইঞ্চি = 2.54 সেন্টিমিটার
1 ফুট = 0.3048 মিটার
1 মিটার = 1,000 মিলিমিটার
1 মিটার = 100 সেন্টিমিটার
1 কিলোমিটার = 1,000 মিটার
1 কিলোমিটার ≈ 0.62 মাইল
📝ক্ষেত্রঃ
1 বর্গ ফুট = 144 বর্গ ইঞ্চি
1 বর্গ গজ = 9 বর্গ ফুট
1 একর = 43560 বর্গ ফুট
📝 আয়তনঃ
1 লিটার ≈ 0.264 গ্যালন
1 ঘন ফুট = 1.728 ঘন ইঞ্চি
1 ঘন গজ = 27 ঘন ফুট
📝 ওজনঃ
1 আউন্স ≈ 28.350 গ্রাম
1 cvDÛ= 16 আউন্স
1 cvDÛ ≈ 453.592 গ্রাম
1 এক গ্রামের এর্কসহস্রাংশ = 0.001গ্রাম
1 কিলোগ্রাম = 1,000 গ্রাম
1 কিলোগ্রাম ≈ 2.2 পাউন্ড
1 টন = 2,200 পাউন্ড

📝যারা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন হিসাব জানেন না।

১ মিলিয়ন=১০ লক্ষ
১০ মিলিয়ন=১ কোটি
১০০ মিলিয়ন=১০ কোটি
১,০০০ মিলিয়ন=১০০ কোটি
আবার,
১,০০০ মিলিয়ন= ১ বিলিয়ন
১ বিলিয়ন=১০০ কোটি
১০ বিলিয়ন=১,০০০ কোটি
১০০ বিলিয়ন=১০,০০০ কোটি
১,০০০ বিলিয়ন=১ লক্ষ কোটি
আবার,
১,০০০ বিলিয়ন=১ ট্রিলিয়ন
১ ট্রিলিয়ন=১ লক্ষ কোটি
১০ ট্রিলিয়ন=১০ লক্ষ কোটি
১০০ ট্রিলিয়ন=১০০ লক্ষ কোটি
১,০০০ ট্রিলিয়ন=১,০০০ লক্ষ কোটি।

১ কুড়ি = ২০টি
১ রিম = ২০ দিস্তা = ৫০০ তা
১ ভরি = ১৬ আনা ;
১ আনা = ৬ রতি
১ গজ = ৩ ফুট = ২ হাত
১ কেজি = ১০০০ গ্রাম
১ কুইন্টাল = ১০০ কেজি
১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০ কেজি ১ লিটার
= ১০০০ সিসি
১ মণ = ৪০ সের
১ বিঘা = ২০ কাঠা( ৩৩ শতাংশ) ;
১ কাঠা = ৭২০ বর্গফুট (৮০ বর্গ গজ) 1 মিলিয়ন = 10 লক্ষ
1 মাইল = 1.61 কি.মি ;
1 কি.মি. = 0..62
1 ইঞ্চি = 2.54 সে..মি ;
1 মিটার = 39.37 ইঞ্চি
1 কে.জি = 2.20 পাউন্ড ;
1 সের = 0.93 কিলোগ্রাম
1 মে. টন = 1000 কিলোগ্রাম ;
1 পাউন্ড = 16 আউন্স
1 গজ= 3 ফুট ;
1 একর = 100 শতক
1 বর্গ কি.মি.= 247 একর

প্রশ্নঃ ১ কিমি সমান কত মাইল ?
উত্তরঃ ০.৬২ মাইল।
প্রশ্নঃ ১ নেটিক্যাল মাইলে কত মিটার ?
উত্তরঃ ১৮৫৩.২৮ মিটার।
প্রশ্নঃ সমুদ্রের পানির গভীরতা মাপার
একক ?
উত্তরঃ ফ্যাদম।
প্রশ্নঃ ১.৫ ইঞ্চি ১ ফুটের কত অংশ?
উত্তরঃ ১/৮ অংশ।
১মাইল =১৭৬০ গজ।]
প্রশ্নঃ এক বর্গ কিলোমিটার কত একর?
উত্তরঃ ২৪৭ একর।
প্রশ্নঃ একটি জমির পরিমান ৫ কাঠা হলে,
তা কত বর্গফুট হবে?
উত্তরঃ ৩৬০০ বর্গফুট।
প্রশ্নঃ এক বর্গ ইঞ্চিতে কত বর্গ
সেন্টিমিটার?
উত্তরঃ ৬.৪৫ সেন্টিমিটার।
প্রশ্নঃ ১ ঘন মিটার = কত লিটার?
উত্তরঃ ১০০০ লিটার।
প্রশ্নঃ এক গ্যালনে কয় লিটার?
উত্তরঃ ৪.৫৫ লিটার।
প্রশ্নঃ ১ সের সমান কত কেজি?
উত্তরঃ ০.৯৩ কেজি।
প্রশ্নঃ ১ মণে কত কেজি?
উত্তরঃ ৩৭.৩২ কেজি।
প্রশ্নঃ ১ টনে কত কেজি?
উত্তরঃ ১০০০ কেজি।
প্রশ্নঃ ১ কেজিতে কত পাউন্ড??
উত্তরঃ ২.২০৪ পাউন্ড।
প্রশ্নঃ ১ কুইন্টালে কত কেজি?
উত্তরঃ ১০০কেজি।
British & U.S British U.S
1 gallons = 4.5434 litres = 4.404
litres
2 gallons = 1 peck = 9.8070 litres
= 8.810 litres

★ ক্যারেট কি?
উত্তরঃ মূল্যবান পাথর ও ধাতুসামগ্রী
পরিমাপের একক ক্যারেট ।
1 ক্যারেট = 2 গ্রাম

★ বেল কি?
উত্তরঃ পাট বা তুলা পরিমাপের সময় ‘বেল’
একক হিসাবে ব্যবহৃত হয় ।
1 বেল = 3.5 মণ (প্রায়) ।

★ সূক্ষ্ণকোণ: এক সমকোণ (৯০º) অপেক্ষা ছোট
কোণকে সূক্ষ্ণকোণ বলে।
০৩. স্থুলকোণ : ৯০º অপেক্ষা বড় কিন্তু!

Address

Nilphamari College Station
Rangpur
5300

Telephone

+8801557835306

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিরদিন তোমাদের ভুলবো না posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to চিরদিন তোমাদের ভুলবো না:

Videos

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram