Dr. Sabbir Hasan Rabbi

Dr. Sabbir Hasan Rabbi জন-সাধারণ'কে কোয়ালিটি হেলথ্ সার্ভিস প্রোভাইড করতে চাই।
(1)

৭ মাসের বাচ্চা। স্ক্যাবিসের জন্য কতগুলো ঔষধ ব্যবহার করেছে! তবুও ভালো হয়নি। অথচ স্ক্যাবিসের চিকিৎসা কিন্তু এতোটাও জটিল না...
09/12/2025

৭ মাসের বাচ্চা। স্ক্যাবিসের জন্য কতগুলো ঔষধ ব্যবহার করেছে! তবুও ভালো হয়নি। অথচ স্ক্যাবিসের চিকিৎসা কিন্তু এতোটাও জটিল না।

ঠিকঠাক নিয়ম মেনে চললে আর বাড়ির সবাই মিলে চিকিৎসা নিলে স্ক্যাবিস ঠিক হয়ে যায়।
ছবি: ডা. কোরবান স্যার।

04/12/2025

আলহামদুলিল্লাহ
রোগীর রিভিউ...

03/12/2025

আলহামদুলিল্লাহ...

review from patient.

এই রোগে আক্রান্ত হয়ে থাকলে ভয় নয়,পরিপূর্ণ চিকিৎসায় পরিত্রাণ পাওয়া সম্ভব।
02/12/2025

এই রোগে আক্রান্ত হয়ে থাকলে ভয় নয়,
পরিপূর্ণ চিকিৎসায় পরিত্রাণ পাওয়া সম্ভব।

মি.রাকিব[ছদ্মনাম] দীর্ঘ দিন থেকে দাদ রোগে আক্রান্ত হয়ে বাজারের তথাকথিত সব ধরনের  স্টেরয়েড যুক্ত  ক্রিম/অয়েন্টমেন্ট ব্যবহ...
02/12/2025

মি.রাকিব[ছদ্মনাম]
দীর্ঘ দিন থেকে দাদ রোগে আক্রান্ত হয়ে বাজারের তথাকথিত সব ধরনের স্টেরয়েড যুক্ত ক্রিম/অয়েন্টমেন্ট ব্যবহার করেন।কিন্ত তাতে ভালো না হয়ে উল্টো বেড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে(Flare up হয়ে Tinea incognito হয়ে যায়)।
অত:পর আমার সাথে যোগাযোগ করেন।
আমি প্রথমেই তাকে তার রোগ সম্পর্কে সব বুঝিয়ে বলি এবং চিকিৎসা দেই।
সাথে অবশ্যই আমার দেওয়া চিকিৎসার সম্পূর্ণ ডোজ কমপ্লিট করতে বলি।

দাদ রোগে স্টেরয়েড কে না বলি,সুস্থ জীবন গড়ি।
পেশেন্ট রিভিউ দেখুন কমেন্টে...

ডা. সাব্বির হাসান রাব্বি
এমবিবিএস(রংপুর মেডিকেল কলেজ)
বিএমডিসি রেজি: নম্বর: A-142868

21/11/2025
20/11/2025

বাংলাদেশের প্রতিটি উপজেলায় এই কার্যক্রম চালু আছে। প্রতিবন্ধি কার্ড ও মাসিক ভাতা দেয়া হয়

সরকার স্বীকৃত ২১ ধরনের প্রতিবন্ধিতা (Bangladesh Official List)

১) দৃষ্টি প্রতিবন্ধিতা
২) শ্রবণ প্রতিবন্ধিতা
৩) বাক প্রতিবন্ধিতা
৪) শারীরিক মোটর প্রতিবন্ধিতা
৫) বুদ্ধিপ্রতিবন্ধিতা
৬) অটিজম
৭) সেরিব্রাল পালসি
৮) ডাউন সিনড্রোম
৯) মানসিক রোগজনিত প্রতিবন্ধিতা
১০) অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিজঅর্ডার (ADHD)
১১) মাল্টিপল ডিসএবিলিটি
১২) অ্যাসিড দগ্ধতার কারণে প্রতিবন্ধিতা
১৩) জন্মগত ত্রুটিজনিত প্রতিবন্ধিতা
১৪) ব্রেইন ইনজুরি–জনিত প্রতিবন্ধিতা
১৫) স্পাইনাল কর্ড ইনজুরি–জনিত প্রতিবন্ধিতা
১৬) থ্যালাসেমিয়া
১৭) লেপ্রসির কারণে প্রতিবন্ধিতা
১৮) স্ট্রোক–জনিত প্রতিবন্ধিতা
১৯) হিমোফিলিয়া
২০) নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার
২১) অন্যান্য দীর্ঘস্থায়ী রোগজনিত প্রতিবন্ধিতা

রংপুর মেডিকেলের বিভাগীয় কার্যক্রম :
20/11/2025

রংপুর মেডিকেলের বিভাগীয় কার্যক্রম :

কেন ক্যালসিয়াম ট্যাবলেট কন্টিনিউ খাওয়া উচিত??প্রতিদিন ক্যালসিয়াম requirement 1000 মিগ্রা, পোস্ট মেনোপজাল ও পুরুষদের বয়স ...
17/11/2025

কেন ক্যালসিয়াম ট্যাবলেট কন্টিনিউ খাওয়া উচিত??
প্রতিদিন ক্যালসিয়াম requirement 1000 মিগ্রা, পোস্ট মেনোপজাল ও পুরুষদের বয়স 70 এর বেশি হলে 1200 মিগ্রা। আমাদের প্রতিদিনের খাবার থেকে এসে এই ছবির তথ্য অনুযায়ী 258 মিগ্রা, তবে আমার কাছে মনে হয় আরো বেশি হবে 400 মিগ্রা এর মতো। এখন কেউ যদি 500 মিগ্রা এর ট্যাবলেট খায় তবুও দৈনিক requirment এচিভ হয় না।

তাই অবশ্যই প্রতিদিন দুধ খাওয়া উচিত এবং সাথে একটি ক্যালসিয়াম ট্যাবলেট।

লেখা:
ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল
মেডিসিন বিশেষজ্ঞ
রংপুর স্পেশালাইজড হাসপাতাল।

ঘটনাটি ঘটেছে চীনের ইয়ানচুন এলাকায়। আলট্রাসনোগ্রাম করাতে গিয়ে দেখা যায়, দুই সন্তান গর্ভেই মা*র*পি*ট শুরু করে দিয়েছেন। ল...
11/11/2025

ঘটনাটি ঘটেছে চীনের ইয়ানচুন এলাকায়। আলট্রাসনোগ্রাম করাতে গিয়ে দেখা যায়, দুই সন্তান গর্ভেই মা*র*পি*ট শুরু করে দিয়েছেন। লা*থি, হা*তা*হা*তি চলছে সমান তালে।

ঘটনাটি মোবাইলে রেকর্ড করে রাখেন ওই নারীর স্বামী। পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। এমন ঘটনা আগে কেউ দেখেনি। সবাইকে অবাক করেছে এই ঘটনা।

Source : The Daily Ittefaq

টাইমলাইনে রেখে দিন; আর দেখে নিন বয়স অনুযায়ী আপনার সন্তানের ওজন এবং উচ্চতা ঠিকঠাক আছে কিনা..ছবি:সংগৃহীত।
06/11/2025

টাইমলাইনে রেখে দিন; আর দেখে নিন বয়স অনুযায়ী আপনার সন্তানের ওজন এবং উচ্চতা ঠিকঠাক আছে কিনা..

ছবি:সংগৃহীত।

Address

Rangpur Medical College And Hospital
Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sabbir Hasan Rabbi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram