Dr. Sabbir Hasan Rabbi

Dr. Sabbir Hasan Rabbi চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জানতে ও জানাতে চাই।
(1)

06/06/2025

এক্সি*ডেন্টের ফলে মাথার অনেকটা অংশ উঠে যায় এবং বাম কান প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে আমার কাছে এসেছিল।
যত্ন সহকারে সে*লাই করে দিলাম।
যদিও কান টা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
আল্লাহ ভরসা।

ক্লাশে একজন স্যার বলেছিলেন, সার্জনদের নাকি রক্তের নেশা থাকতে হয়!জেনারেল সার্জারিঅপারেশন থিয়েটার,রংপুর মেডিকেল কলেজ ও হাস...
04/06/2025

ক্লাশে একজন স্যার বলেছিলেন,
সার্জনদের নাকি রক্তের নেশা থাকতে হয়!

জেনারেল সার্জারি
অপারেশন থিয়েটার,
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল।

অপারেশন শেষে উত্তরবঙ্গের সেরা নিউরোসার্জন ডা. রাজকুমার স্যারের সাথে...
04/06/2025

অপারেশন শেষে উত্তরবঙ্গের সেরা নিউরোসার্জন ডা. রাজকুমার স্যারের সাথে...

কান ও মাথা ফা*টায় নিয়ে এসেছিলো,সে*লাই করে দিলাম।নিউরোসার্জারী ডিপার্টমেন্ট রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল।
04/06/2025

কান ও মাথা ফা*টায় নিয়ে এসেছিলো,সে*লাই করে দিলাম।

নিউরোসার্জারী ডিপার্টমেন্ট
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল।

Name of the surgery:Modified radical mastectomy(MRM)
02/06/2025

Name of the surgery:
Modified radical mastectomy(MRM)

After successful Total Nail Avulsion (TNA) surgery!  .Rabbi
01/06/2025

After successful Total Nail Avulsion (TNA) surgery!

.Rabbi

Surgery is an art!& i am a beginner.
31/05/2025

Surgery is an art!
& i am a beginner.

বলুনতো আমার হাতে কি এইটা?বি.দ্র: ওটি ড্রেস(গাউন) খোলার পর ছবিটি ক্লিক করা হয়েছে।
29/05/2025

বলুনতো আমার হাতে কি এইটা?

বি.দ্র: ওটি ড্রেস(গাউন) খোলার পর ছবিটি ক্লিক করা হয়েছে।

মারা*মারি করে আসছে,সে*লাই করে দিলাম।
28/05/2025

মারা*মারি করে আসছে,সে*লাই করে দিলাম।

27/05/2025

বয়স্ক ভদ্র মহিলা।
বাথরুমে পড়ে গিয়ে মাথা ফা*টায় ফেলছে...

যত্ন সহকারে সে*লাই করে দিলাম।

ছবি'র মানুষটির বয়স কত হবে?স্বভাবতই উত্তর আসবে- ১০ কিংবা ১২ বছর।কিন্ত না।উনার নাম রুহুল আমিন। সার্জারির গত এডমিশনে মা ও ভ...
23/05/2025

ছবি'র মানুষটির বয়স কত হবে?
স্বভাবতই উত্তর আসবে- ১০ কিংবা ১২ বছর।
কিন্ত না।

উনার নাম রুহুল আমিন। সার্জারির গত এডমিশনে
মা ও ভাইসহ হাসপাতালে আসেন আমার ওয়ার্ডে।
তখন আমি এডমিশন ডেস্কে ছিলাম।
সব কাগজপত্র দেখে ও হিস্ট্রি নিয়ে জানতে পারি উনি জন্মগত ক্রনিক কিডনি ডিজিজ সহ রিকেটস (Congenital CKD with ?Rickets) রোগে ভুগছেন।
এখন হাসপাতালে এসেছেন কপালে একটি বিষফোঁড়া নিয়ে। ইনফেকশন হয়ে গেছে, ব্যথায় কাতরাচ্ছেন।দেখে মায়া হলো,সাথে সাথেই সিনিয়র স্যারকে জানালাম,এবং ওটিতে নিয়ে বিষফোঁড়াটি অপারেশন করে ভিতরে থাকা ময়লা বের করে দেওয়া হলো।
পোস্ট অপেরাটিভে সেদিন রাত থেকে সকালে ওয়ার্ডে এসে ভালোই ছিলেন।কিন্ত পরের দিন রাতে একদমই ঘুমাচ্ছিলো না, সাথে আবোল তাবোল বলা শুরু করেন।
আমি গিয়ে দেখে চিকিৎসা দেই এবং মোটামুটি সুস্থ হন।

যেহেতু উনি কিডনি রোগে ভুগছেন তাই তার ডায়ালাইসিস করা প্রয়োজন। তাই আমরা উনাকে সার্জারি থেকে নেফ্রোলজি বিভাগে(কিডনি রোগ বিভাগ) ট্রান্সফার করে দেই,কিন্ত ওখানে কোন সীট ফাকা না থাকায় মেডিসিনে ট্রান্সফার করে দেই।

তন্মার্ধ্যে মেডিসিন বিভাগ আমার এলাকার একজন রোগী ভর্তি হন,তাকে দেখতে আমি মেডিসিন বিভাগে যাই।আমাকে দেখেই রুহুল আমিন স্যার স্যার বলে চিৎকার করা শুরু করে,স্বভাবতই আমি গিয়ে রুহুল আমিনকে বলি- (ছোট মানুষ তাই স্নেহ করে "তুই" বলে সম্বোধন করেছি)
আমি: কি খবর রুহুল আমিন, কেমন আছো এখন?
রুহুল আমিন: হাসতে হাসতে বলে স্যার এখন ভালো আছি।
আমি: ডায়ালাইসিস কি হয়েছে?
রুহুল আমিন: জি স্যার ১ বার করেছি।
আমি মেডিসিনের স্যারদের ওর ব্যাপারে জানিয়ে এসেছি,যাতে একটু ভালো সেবা পান। এবং গত কয়েকদিনে যতবারই মেডিসিন ওয়ার্ডে গিয়েছে ওর খোঁজ খবর নিয়েছি।
আজও একটু আগেই দেখে আসলাম।
এখন রুহুল আমিন হাতে ফিস্টুলা করার প্রস্তুতি নিচ্ছেন,যাতে নিয়মিত ডায়ালাইসিস চালিয়ে যেতে পারে।
ভালো থাকুক রুহুল আমিন'রা!.........
ও হ্যা,ওর বয়সইতো বলা হলোনা,ওর বয়স ১৯ বছর!
রোগজনিত জটিলতার কারণে ওকে দেখতে বাচ্চাদের মতো।

বি.দ্র: রুহুল আমিনের পারমিশন নিয়েই ছবিটি ক্লিক করা হয়েছে।
লেখা: ২৩ মে,২০২৫

মাশাআল্লাহ...হাসাপাতালে প্রিয়জনের সুস্থতায় আল্লাহর দরবারে সিজদারত একজন মা!
21/05/2025

মাশাআল্লাহ...
হাসাপাতালে প্রিয়জনের সুস্থতায় আল্লাহর দরবারে সিজদারত একজন মা!

Address

Rangpur Medical College And Hospital
Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sabbir Hasan Rabbi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram