26/11/2024
" Bladder Health awarness Month" - November 2024 উপলক্ষে রংপুর মেডিকেল কলেজ গ্যালারিতে একটি সাইন্টিফিক সেমিনার Team Urology Rangpur এর উদ্দ্যগে আয়োজন করা হয়!এতে সভাপতিত্ব করেন প্রফেসর ডা: শহীদুল ইসলাম সুগম স্যার, প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: শরীফুল ইসলাম, বিশেষ অতিথি উপধাক্ষ্য প্রফেসর ডা: আনোয়ার হোসেন!
এতে প্রেজেন্টেশন করেন ডা: মাহমুদ হাসান ( সহকারী অধ্যাপক-ইউরোলজি), ডা: মেজবাহুল মোকাররাবীন ( আবাসিক সার্জন -ইউরোলজি)
প্রেজেন্টেশন শেষে একটি র্যালীর মাধ্যমে অনুষ্ঠান টি সমাপ্ত ঘোষণা করা হয়..
সঞ্চালনা করেন ডা: মাহমুদ - উল - আলম মন্ডল ( সহকারী অধ্যাপক- ইউরোলজি)