উনুন

উনুন Health Information Service Platform

Meds Care মূলত সকলের জন্য স্বাস্থ্যসচেতনতা মূলক একটি তথ্যসেবা মূলক প্ল্যাটফর্ম।
বিভিন্ন রোগ সম্পর্কে ও স্বাস্থ্য সচেতনতায় দেশ-বিদেশের বরেণ্য ডাক্তারদের পরামর্শ ও গবেষনা সাধারণ মানুষের মাঝে তুলে ধরে সকলকে স্বাস্থ্যসচেতন করাই আমাদের মূল লক্ষ্য।

এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের বিশেষ সেবাসমূহ সম্পর্কে অবহিত করে ও যে কোন বিভ্রান্তি এড়িয়ে সঠিক তথ্যের মাধ্যমে সহজে রোগীকে উক্ত সেবা গ্রহণ নিশ্চিত করতে সহায়তা করাও আমাদের কাজ।

"তথ্য হোক উন্মুক্ত, স্বাস্থ্যসেবা হোক সুরক্ষিত"

❌ সাপে কামড়ালে যা করবেন না ❌১. সাপে কামড়ালে একটি ভুল ধারণার বশবর্তী হয়ে অনেকে প্রথমেই কামড়ের স্থানে শক্ত বাঁধন বা গিঁট দ...
30/06/2024

❌ সাপে কামড়ালে যা করবেন না ❌

১. সাপে কামড়ালে একটি ভুল ধারণার বশবর্তী হয়ে অনেকে প্রথমেই কামড়ের স্থানে শক্ত বাঁধন বা গিঁট দিয়ে ফেলেন। অনেকে শক্ত দড়ি দিয়ে বাঁধেন। এর পেছনে ধারণা হলো, বিষ এতে ছড়িয়ে পড়তে পারবে না। আসলে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং এ রকম শক্ত করে বেঁধে ফেলায় জায়গাটিতে রক্ত চলাচলে বাধার সৃষ্টি হয়। আর রক্ত চলাচলের অভাবে টিস্যুতে পচন শুরু হতে পারে।

২. আরেকটি ভুল অনেকে করেন, কামড়ানো স্থানে ব্লেড বা ছুরি দিয়ে কাটাকাটি করেন। তারপর সেখান থেকে চিপে চিপে রক্ত বের করার চেষ্টা করেন। বিষ বের করার জন্য এ রকমটি করেন বলে তাঁরা মনে করেন। এ রকম অস্বাস্থ্যকরভাবে কাটাকাটির কারণে ইনফেকশন হতে পারে। ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।

৩. অনেকের ধারণা, আক্রান্ত স্থানে মুখ লাগিয়ে চুষে বিষ বের করলে রোগী ভালো হয়ে যাবেন। এরও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সাপের বিষ একবার শরীরে ঢুকে গেলে, রক্ত বা লসিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি চুষে বের করা সম্ভব নয়। কোনো অবস্থায়ই আক্রান্ত স্থানে মুখ দেওয়া উচিত নয়। বরং যিনি মুখ দেবেন, তাঁর ক্ষতি হবে।

৪. গ্রামাঞ্চলে সাপে কামড়ালে প্রথমেই আক্রান্তকে সাপুড়ে বা ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। তাঁরা যেসব চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেন, তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এতে সঠিক চিকিৎসা নিতে দেরি হয়। ফলে মৃত্যুর ঝুঁকি বাড়ে। অনেক সময় দেখা যায়, তাঁরা ভেষজ ওষুধ, লালা, পাথর, উদ্ভিদের বীজ, গোবর ইত্যাদি আক্রান্ত স্থানে ব্যবহার করেন। কেউ কেউ বমি করানোর চেষ্টা করেন। এতে রোগীর অবস্থার কেবল অবনতি হয়।

- ডা. সাইফ হোসেন খান (মেডিসিন কনসালট্যান্ট, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা)

Meds Care মূলত সকলের জন্য স্বাস্থ্যসচেতনতা মূলক একটি তথ্যসেবা মূলক প্ল্যাটফর্ম।বিভিন্ন রোগ সম্পর্কে ও স্বাস্থ্য সচেতনতায়...
29/06/2024

Meds Care মূলত সকলের জন্য স্বাস্থ্যসচেতনতা মূলক একটি তথ্যসেবা মূলক প্ল্যাটফর্ম।

বিভিন্ন রোগ সম্পর্কে ও স্বাস্থ্য সচেতনতায় দেশ-বিদেশের বরেণ্য ডাক্তারদের পরামর্শ ও গবেষনা সাধারণ মানুষের মাঝে তুলে ধরে সকলকে স্বাস্থ্যসচেতন করাই আমাদের মূল লক্ষ্য।

এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের বিশেষ সেবাসমূহ সম্পর্কে অবহিত করে ও যে কোন বিভ্রান্তি এড়িয়ে সঠিক তথ্যের মাধ্যমে সহজে রোগীকে উক্ত সেবা গ্রহণ নিশ্চিত করতে সহায়তা করাও আমাদের কাজ।

"তথ্য হোক উন্মুক্ত, স্বাস্থ্যসেবা হোক সুরক্ষিত"

Address

Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when উনুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram