Green International Medical Assistant Training School. Rangpur

Green International Medical Assistant Training School. Rangpur Home : Medical School Medical Assistant

09/09/2023
09/09/2023
09/09/2023
15/04/2017

এতদ্বারা গ্রীণ-ইন্টারন্যাশনাল ম্যাটস-এর সকল বর্সের ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, অত্র প্রতিষ্ঠানে আগামী 17-04-2017 ইং তারিখে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সেই মোতাবেক অভিভাবকগণের নিকট পত্রও প্রেরণ করা হইয়াছে৤ কিন্তু অনিবার্য কারনবশতঃ উক্ত অভিভাবক সমাবেশ স্থগিত করা হইয়াছে৤
যে সকল ছাত্র-ছাত্রীর অভিভাবকগন পত্র পাইয়াছেন তাহাদের উক্ত অভিভাবক সমাবেশে উপস্থিত না হইবার জন্য অনুরোধ করা হইল এবং উক্ত অভিভাক সমাবেশের তারিখ পরবর্তীতে জানানো হইবে৤

বিঃ দ্রঃ- সকল বর্ষের ছাত্র-ছাত্রীদের নিকট অনুরোধ করা যাচ্ছে যে, তাহারা অন্যান্য ছাত্র-ছাত্রী এবং তাহাদের অভিভাবকগণকে বিষয়টি অবহিত করণের জন্য বলা হইল৤

স্বাঃ
(ডাঃ মোঃ শওকত আলী)
অধ্যক্ষ
গ্রীণ-ম্যাটস, রংপুর৤

09/04/2017

এতদ্বারা গ্রীন-ম্যাটস-এর সকল বর্ষের ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে,মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা শেষে আগামী ১১-৪-১৭ ইং তারিখ হইতে পূর্বের রুটিন অনুযায়ী সকল ক্লাশ সমুহ যথারীতি শুরু হইবে৤

25/03/2017

আগামী ২৯-০৩-১৭ ইংতারিখ হইতে সকল বর্ষের ১ম পর্ব অভ্যন্তরীন পরীক্ষা শুরু হইবে৤
পরীক্ষার কারনে সকল বর্ষের ক্লাশ সমুহ স্থগিত থাকিবে৤ পরীক্ষা চলাকালীন প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক ও এপ্রোন পরিধান করে পরীক্ষার হলে উপস্থিত হইতে হইবে৤ প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক ছাড়া কোন ছাত্র-ছাত্রীকে পরীক্ষায় অংশ গ্রহণ করিতে দেওয়া হইবে না৤

31/01/2017

গ্রীণ-ম্যাটস এখন নতুন ভবনে৤
এতদ্বারা সকল বর্ষের ছাত্র-ছাত্রীদের জানানো যাইতেছে যে, সকল বর্ষের ক্লাশ সমুহ অদ্য 01-02-17 ইং তারিখ হইতে নতুন ভবনে অর্থাৎ পিছনের নতুন ভবনে শুরু হইবে মর্মে নোটিশ জারি করা ছিল৤ কিন্তু নতুন ভবনের এখনো অনেক কিছু কাজ বাকী আছে৤ যেমন ল্যাট্রিন, প্রসাব খানা, পানি কোন কিছুই এখনো সম্পুর্ণ হয়নি৤ এমতাবস্থায় ক্লাশ কিভাবে চলবে সেটা প্রিন্সিপ্যাল ভাল জানে৤

28/01/2017

সকল বর্ষের ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামী ১ ফেব্রুয়ারি/১৭ ইং তারিখ হইতে সকল ক্লাশ সমুহ শুরু হইবে৤

07/01/2017
07/01/2017

গ্রীণ-ম্যাটস-এর ডিসেম্বর/১৬ চুড়ান্ত পরীক্ষা এবার বেশ কঠিন হচ্ছে বলে শুনতে পারলাম৤ অন্যান্য ম্যাটসের কি অবস্থা তা জানি না৤ আগামী ১০-০১-১৭ ইং তারিখ থেকে লিখিত পরীক্ষা শেষ৤ তারপর শুরু হবে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা৤
সেই মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কয়েকটি টিপ্স নিচে দেওয়া হল৤
* লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তরগুলি বার বার পড়া৤ কারণ একজন শিক্ষক উক্ত লিখিত পরীক্ষার প্রশ্নটি থেকেই প্রশ্ন করবেন৤
* সুন্দর পরিপাটি করে মাথা আচড়ানো এবং পরিস্কার এপ্রোন পরিধান করতে হবে৤
* পরীক্ষকের সামনে সুন্দর এবং মার্জিত ভাবে বসতে হবে৤
* যে বিষয়ে প্রশ্ন করা হবে, শুধুমাত্র সেই বিষয়ে উত্তর দেয়ার চেষ্টা করা৤
* সব কটি প্রশ্নের উত্তর দিতে না পারলেও চেষ্টা করা৤
* ৩য় বর্ষের ছাত্র-ছাত্রীদের বিশেষ করে গাইনী এন্ড অব্স এবং হেল্থ ম্যানেজমেন্ট বিষয়ে সন্তোষ জনক উত্তর দেয়া৤

06/01/2017

গ্রীণ-ম্যাটস কর্তৃপক্ষ নতুন ১ম বর্ষ সেশন 16-17 থেকে ছাত্রদের এ্যাশকালার সার্ট, নেভি ব্লু প্যান্ট, কালো শু ও সাদা মোজা এবং ছাত্রীদের এ্যাশকালার কামিজ, সাদা সালোয়ার, পাম্পশু, সাদা মোজা এবং সাদা ওড়না সহ এপ্রোন পরিধান করে ক্লাশে উপস্থিত হইতে হইবে৤ নতুন ১ম বর্ষ ১৬-০১-১৭ ইং তারিখ হইতে এবং ২য় ও ৩য় বর্ষের ছাত্র-ছাত্রীদের আগামী ২৬-০১-১৭ ইং তারিখ হইতে নির্ধারিত পোশাক পড়ে আসতে হবে৤

Address

Badargonj Road
Rangpur

Telephone

0521-54045

Alerts

Be the first to know and let us send you an email when Green International Medical Assistant Training School. Rangpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Green International Medical Assistant Training School. Rangpur:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram