একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রংপুর সিটি ম্যাটস্ এন্ড আইএইচটি, রংপুর এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।
#আইএইচটি_রংপুর #রংপুর
16/12/2024
রংপুর সিটি ম্যাটস এন্ড আইএইচটি, রংপুর এর মহান বিজয় দিবস ২০২৪ ইং উদযাপন ও পুষ্প মাল্য অর্পণ।
15/12/2024
সনামধন্য বিশেষজ্ঞ ডাক্টার এর কাজের সহযোগিতা করার জন্য "মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং কোর্স (ম্যাটস্)" পাস করা ছাত্র প্রয়োজন। আগ্রহী প্রার্থীকে আগামী ২৫/১২/২০২৪ এর মধ্যে জীবন বৃত্তান্ত সহ মাননীয় পরিচালক মহোদয়ের সাথে দেখা করার জন্য বলা যাচ্ছে।
04/12/2024
জানুয়ারী- ২০২২ইং পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের মূল সনদ প্রেরণ প্রসঙ্গে
04/12/2024
MATS Certificate or DMF Certificate জুন- ২০২১ইং পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের মূল সনদ প্রেরণ প্রসঙ্গে
25/11/2024
বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ
ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ১বর্ষ (নতুন) পরীক্ষা জানুয়ারি- ২০২৪ইং
সময়: ৩০ মিনিট
প্রশ্নপত্র ও উত্তরপত্র সংক্রান্ত নিয়মাবলী
১. OMR সিটের সকল স্থানে কালো বল পেন ব্যবহার করতে হবে।
২. রোল নং, রেজিষ্ট্রেশন নং, পরীক্ষার্থীর শিক্ষাবর্ষ, কেন্দ্র কোড ও বিষয় কোড নির্দিষ্ট স্থানে ইংরেজিতে লিখে তারপর সংশ্লিষ্ট বৃত্তগুলো তদনুযায়ী যথাযথভাবে ভরাট করতে হবে। কোন প্রকার ঘষামাজা বা কাটাকাটি করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
৩. বৃত্তগুলো নিচে প্রদর্শিত পদ্ধতিতে এমনভাবে ভারাট করতে হবে যেন ভিতরের লেখাটি দেখা না যায়।
যেমন- সঠিক পদ্ধতি:
ভুল পদ্ধতি:
৪. উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে পরীক্ষার্থীর নাম ও স্বাক্ষর প্রবেশপত্র অনুযায়ী স্পষ্টভাবে লিখতে হবে, অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
৫. প্রশ্নপত্রের সাথে দেয়া OMR সিটে প্রতিটি প্রশ্নের জন্য ৫টি (a. b. c. d ও ৩) উত্তরের জন্য বৃত্ত রয়েছে, যাহা সত্যের জন্য'। এবং মিথ্যার জন্য F. বৃত্তগুলো পরিচ্ছন্নভাবে উপরে প্রদর্শিত নিয়ম মেনে সম্পূর্ন ভরাট করতে হবে।
৬. উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তসমূহ ভরাট করা এবং নির্দেশিত স্থানে যথাযথ তথ্য প্রদান করতে হবে। এতদ্ব্যতিত অন্য কোন কিছু লিখা সম্পূর্ণ নিষিদ্ধ এবং লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
৭. OMR সিট কোন ভাবেই ভাঁজ করা যাবে না।
৮. খসড়ার জন্য প্রশ্নপত্র ব্যবহার করা যাবে। কোন পৃথক কাগজ ব্যবহার করা যাবে না।
৯. OMR সিটে হল পরিদর্শকের স্বাক্ষর করাতে হবে।
১০. পরীক্ষা শেষে হল পরিদর্শকগন পূরণকৃত OMR সিট পরীক্ষার্থীদের কাছ থেকে গ্রহণ করবেন এবং আলাদাভাবে নির্দিষ্ট খামে ভরবেন।
উত্তরপত্র মূল্যায়ন নীতিমালা
১১. MCQ পরীক্ষার প্রতিটি সঠিক বৃত্ত ভরাট এর জন্য ০.২ নম্বর প্রদান করা হবে, তবে ভুল বৃত্ত ভরাটের জন্য কোন নম্বর কর্তন করা হবে না।
পরীক্ষার হলের শৃংখলা সংক্রান্ত সাধারণ নিয়মাবলী
১২. পরীক্ষার্থীকে হল পরিদর্শকের নির্দেশ ও সিদ্ধান্ত মেনে চলতে হবে।
১৩. MCQ পরীক্ষায় উপস্থিত না থাকলে SAQ পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে না।
১৪. পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে অথবা অন্যের সাহায্য নিতে অথবা অন্যকে সাহায্য করতে দেখা গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
১৫. পরীক্ষার হলে মোবাইল ফোন, কোন ধরনের ডিজিটাল ডিভাইস, ক্যালকুলেটর, এ্যাপ্রোন, হাতঘড়ি বা পকেটঘড়ি নিয়ে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরপরও পরীক্ষার হলে কারো কাছে উল্লিখিত নিষিদ্ধ কোন কিছু পাওয়া গেলে অথবা কাউকে এ ধরনের কোন ডিভাইস ব্যবহার করতে দেখা গেলে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
১৬. পরীক্ষার ১০ মিনিট পূর্বে OMR সিট পরীক্ষার্থীর মাঝে বিতরণ করতে হবে।
১৭. কোন পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন সমযে দুই কান ঢেকে রাখতে পারবেন না। হল পরিদর্শকগণ উত্তরপত্রে স্বাক্ষর দানের সময়ে সনাক্তকরণের জন্য প্রয়োজনে পরীক্ষার্থীর মুখমন্ডল খোলার নির্দেশনা দিতে পারবেন।
16/11/2024
বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের
ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি জানুয়ারী অর্থাৎ IHT ২০২৪ইং সালের ফাইনাল পরিক্ষার সংশোধনীয় রুটিন।
Be the first to know and let us send you an email when Rangpur City MATS & IHT, Rangpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Practice
Send a message to Rangpur City MATS & IHT, Rangpur:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ও রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদে অধিভুক্ত বিএমডিসি কর্তৃক রেজিষ্ট্রেশনভুক্ত এবং স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালি, ঢাকা হতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণশীপ করার জন্য অনুমতি প্রাপ্ত ।
B.M.D.C. রেজিষ্টেশন প্রাপ্ত উত্তরবঙ্গের সেরা ম্যাটস্, ১৬ জন বিশেষজ্ঞ ডা. দ্বারা পরিচালিত, রংপুর সিটি ম্যাটস্ এন্ড আইএইচটি, রংপুর । এই প্রতিষ্টানটি ২০১০ সালে স্থাপিত হয়ে বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান হিসাবে কয়েকবার Award সহ মেডিকেল শিক্ষার মান উন্নায়নে নিরালস কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক প্রদত্ত কোর্স কারিকুলাম অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালিত।
অভিজ্ঞ শিক্ষক ও চিকিৎসক মন্ডলী দ্বারা পরিচালিত রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক প্রণীত সিলেবাস অনুযায়ী নিয়মিত পাঠদান।
মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাসের বিশেষ সুবিধা।
সফলভাবে কোর্স সমাপ্ত করে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) এবং টেকনোলজিষ্ট পদে সরকারি বা বেসরকারী নিয়োগ প্রাপ্তির সুযোগ।
কোর্স শেষে BMDC স্বীকৃত সার্টিফিকেট প্রদান।
কোর্স শেষে রংপুর তথা সারা বাংলাদেশে B.Sc, M.Sc, M.Phi করার সুযোগ।
বিদেশে উচ্চ শিক্ষা ও চাকুরীর সুযোগ।
বিতর্ক প্রতিযোগিতা, খেলাধূলা, শিক্ষা সফর, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
হত দরিদ্র, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ে ভর্তি সুবিধা।