MindCare Consultancy

MindCare Consultancy It’s platform for all people to get psychological information mental health counseling service and Psychotherapy all in one.

27/08/2025

গ্রুপ থেরাপি, পরিচালনা করছেন
নূর মোহাম্মাদ
কনসালট্যান্ট সাইকোলজিস্ট
সমাজকল্যাণ মন্ত্রণালয়

🎓  #মাইলস্টোন_স্কুল_এন্ড_কলেজের প্রিয় ছাত্রছাত্রী, পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের ভালোবাসা ও সহানুভূতি।রাত গভীর হলে, কার...
23/07/2025

🎓 #মাইলস্টোন_স্কুল_এন্ড_কলেজের প্রিয় ছাত্রছাত্রী, পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের ভালোবাসা ও সহানুভূতি।
রাত গভীর হলে, কারো চোখে ঘুম নামে না।
একটা ভিডিও, একটা ছবি, একটা চিৎকার—
বারবার ফিরে আসে… একা একা বুকটা ভারী হয়ে ওঠে।"

🎒 প্রিয় মাইলস্টোনিয়ান…
তোমার প্রাণবন্ত হাসির আড়ালে লুকিয়ে আছে অজানা ভয়?
📱 হয়তো হঠাৎ কোনো সোশাল মিডিয়া ভিডিও দেখে তোমার হৃদপিণ্ড ধক ধক করে ওঠে…
তুমি বোঝাও না কাউকে, শুধু চুপ করে থাকো।
তবে জেনে রাখো— তুমি একা নও।

👨‍👩‍👧‍👦 প্রিয় পরিবার…
আপনার সন্তান হয়তো এখনো ঠিকঠাক খাচ্ছে-না
স্কুলে যাচ্ছে-না —কিম্বা প্রিয় সন্তানটি আর নেই😪

👫 বন্ধু…
হয়তো পাশের সিটে বসে থাকা মানুষটা দিনশেষে কান্না করে।
তার প্রিয় বন্ধুটি আর নেই, যে শুনবে, বুঝবে।

💔 কেউ সোশাল মিডিয়ায় ভয়াবহ ছবি দেখে ট্রমায় ভুগছে,
কেউ নিজে ছুটে গিয়েছিল বাঁচাতে,
আর কেউ হারিয়ে ফেলেছে প্রিয়জন—নিজের চোখের সামনে।

এই সব যন্ত্রণার নাম আছে—
🔹 Secondary Trauma
🔹 Acute Stress
🔹 Post-Traumatic Flashback

এগুলো কল্পনা নয়, এগুলো বাস্তব মানসিক আঘাত।

তাই মাইলস্টোন পরিবারের সদস্যদের জন্য
চালু করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে মানসিক সহায়তা ও কাউন্সেলিং সার্ভিস।

📍 উপযুক্ত কারা?
– যারা এসব ঘটনা প্রত্যক্ষ করেছেন
– ভিডিও দেখে মেন্টালি ট্রিগার হয়েছেন
– ফ্ল্যাশব্যাক, দুঃস্বপ্ন, ঘুমহীনতা, আতঙ্ক বা বিষণ্নতায় ভুগছেন
– প্রিয়জন হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত

🛡️ সম্পূর্ণ গোপনীয়তা নিশ্চিত
👂 সহানুভূতিশীলভাবে কথা শোনা হবে

সম্পূর্ণ ফ্রি মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং ও সাপোর্ট সার্ভিস

নূর মোহাম্মাদ
কনসালট্যান্ট সাইকোলজিস্ট
সমাজকল্যাণ মন্ত্রণালয়

18/07/2025
26/06/2025
💛  #একটিঅতিরিক্তক্রোমোজোমকিন্তুএকপৃথিবীভালোবাসা...— ডাউন সিন্ড্রোম নিয়ে কিছু না বলা কথা👶 আপনি জানেন কি?প্রতিটি মানুষ জন্...
01/06/2025

💛 #একটিঅতিরিক্তক্রোমোজোমকিন্তুএকপৃথিবীভালোবাসা...
— ডাউন সিন্ড্রোম নিয়ে কিছু না বলা কথা

👶 আপনি জানেন কি?
প্রতিটি মানুষ জন্মায় ৪৬টি ক্রোমোজোম নিয়ে।
কিন্তু ডাউন সিন্ড্রোমে আক্রান্ত শিশুর থাকে ৪৭টি।
মাত্র একটি অতিরিক্ত ক্রোমোজোম — তাতেই বদলে যায় তার পৃথিবীটা, আর বদলে দেয় আমাদের দেখার চোখ।

🔬 ডাউন সিন্ড্রোম কী?

ডাউন সিন্ড্রোম হলো একটি জেনেটিক পরিস্থিতি, যা ২১ নম্বর ক্রোমোজোমের অতিরিক্ত অনুলিপির কারণে হয়। এটি কোনো "রোগ" নয়, এটি একটি জন্মগত বৈচিত্র্য।

🌟 যাদের নিয়ে ভুলভাবে ভাবা হয়,

তারাই আমাদের শেখায় সহানুভূতি, নিরবিচারে ভালোবাসা, এবং মানবতার আসল রূপ।
তারা হয়তো ধীরগতির, হয়তো ভিন্নভাবে শেখে — কিন্তু ভালোবাসতে জানে নিখুঁতভাবে।
তাদের হাসি বিশ্বের সবচেয়ে খাঁটি হাসিগুলোর একটি।

❗ সমাজ কী করে?

❌ করুণা করে
❌ দূরে সরে যায়
❌ “বিশেষ চাহিদাসম্পন্ন” বলে আলাদা করে রাখে

কিন্তু আমরা কি একবারও তাদের চোখে চোখ রেখে জিজ্ঞেস করেছি —
“তুমি কেমন আছো?”
তারা চায় না সহানুভূতি — চায় সমান মর্যাদা, ভালোবাসা, গ্রহণযোগ্যতা।

📌 আপনার করণীয় কী?

✅ গুজব নয়, বিজ্ঞানভিত্তিক তথ্য জানুন
✅ পরিবারগুলোকে একা ফেলে দেবেন না
✅ শিশুটির সামর্থ্য দেখুন, সীমাবদ্ধতা নয়
✅ স্কুল, পার্ক, সমাজে সবার সঙ্গে মিশতে দিন
✅ “আলাদা” নয়, “অনন্য” হিসেবে দেখুন

❤️ মনে রাখুন:

> "তারা ধীর হতে পারে, কিন্তু থেমে থাকে না।
তারা আলাদা হতে পারে, কিন্তু ভালোবাসতে জানে নিখুঁতভাবে।"

📢 আসুন, ডাউন সিন্ড্রোম নিয়ে ভয় নয়, ভালোবাসা ছড়াই।
একটি গ্রহণযোগ্য সমাজ গড়ি, যেখানে প্রতিটি ভিন্নতা হবে শ্রদ্ধেয়।


#অতিরিক্তনয়অমূল্য


#মানবতা_শুরু_হয়_বোঝাপড়া_থেকে

ডিপ্রেশন টেস্ট করুণ?গত দুই সপ্তাহে, আপনি নিচের যেকোনো সমস্যায় কতবার বিরক্ত বা কষ্ট অনুভব করেছেন?     #এনডিডি
30/05/2025

ডিপ্রেশন টেস্ট করুণ?
গত দুই সপ্তাহে, আপনি নিচের যেকোনো সমস্যায় কতবার বিরক্ত বা কষ্ট অনুভব করেছেন?

#এনডিডি

একজন অসহায় মায়ের প্রশ্ন...আপনিও কি এমন কিছু ভাবেন?. কি হতে পারে প্রশ্নের উত্তর? আপনার মতামত দিন..   #এনডিডি  #সহানুভূতি ...
28/05/2025

একজন অসহায় মায়ের প্রশ্ন...
আপনিও কি এমন কিছু ভাবেন?.
কি হতে পারে প্রশ্নের উত্তর? আপনার মতামত দিন..
#এনডিডি #সহানুভূতি #অটিজম #আপনারভূমিকাআপনারগর্ব

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when MindCare Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram