Asma Homoeo Navel,RANGPUR

Asma Homoeo Navel,RANGPUR Wholesaler,Retailer & Treatment Point.
#01842631819/01554631819

26/02/2025
17/02/2025

^^NEW ADDRESS ^^

ASMA HOMOEO NAVEL. (since- 2001)

DR.ASAD MONDAL D.H.M.S(B.H.E.M.C),DHAKA.
(Gov.Regi-32211)
WHOLE SALER,RETAILER & TREATMENT POINT.

HOTEL AL FARABI(REST HOUSE)GROUND FLOOR),MODERN MORE, RANGPUR. #01554631819/01842631819.

Alhamdulillah
23/08/2024

Alhamdulillah

আসন্ন হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল এর চেয়ারম্যান পদে ডাক্তার মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া স্যার কে, কেন আমরা গুরুত্ব...
21/08/2024

আসন্ন হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল এর চেয়ারম্যান পদে ডাক্তার মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া স্যার কে, কেন আমরা গুরুত্বপূর্ণ মনে করি এবং চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
১) তিনি বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসার সর্বোচ্চ ডিগ্রী বি.এইচ.এম.এস. (ঢাকা বিশ্ববিদ্যালয়)।
২) তিনি সহকারী অধ্যাপক (অবসর প্রাপ্ত)।
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মিরপুর ঢাকা।
৩) তিনি শিক্ষক হিসেবে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষে Homoeopathic Medical Law (Organon Of Medicine হোমিওপ্যাথিক চিকিৎসার মূল নীতি ( অর্গানন অফ মেডিসিন), দ্বিতীয় ও চতুর্থ বর্ষে Homoeopathic Materia Medica মেটেরিয়া মেডিকা পড়িয়েছেন এবং হোমিওপ্যাথিক দর্শন/ Department of Homoeopathic Philosophy. এর শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেছেন।
৪) তিনি সাবেক সভাপতি, হোমিওপ্যাথিক ডিগ্রী কোর্স বাস্তবায়ন পরিষদ।
৫) তিনি ১৯৮৪ থেকে ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি.এইচ.এম.এস. কোর্স বাস্তবায়নে তার অন্যতম অবদান রয়েছে।
৬) তিনি বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহীম ও তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুল মান্নান স্যার এর সহযোগিতায় মিরপুরে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হন।
৭) তিনি সহ-সভাপতি, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ, কেন্দ্রীয় কমিটি।
৮) উপদেষ্টা, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম (BOHF)। তিনি প্রতি সপ্তাহে সোমবার রাত দশটা হতে এগারো টা পর্যন্ত নিয়মিত হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়ে ফেসবুক লাইভে আলোচনা করে দেশে ও দেশের বাইরে বাংলা ভাষাভাষী হোমিওপ্যাথিক চিকিৎসক ও শিক্ষার্থীদের কাছ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন।
৯) তিনি বিগত ৪০ বছর যাবত অসুস্থ মানুষের হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন। জটিল ক্রনিক রোগের চিকিৎসায় তাহার সাফল্য ঈর্ষণীয়।
১০) তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য নিবেদিত প্রাণ।
ডাঃ মোঃ নজরুল ইসলাম ভুঁইয়া স্যারের নেতৃত্বে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল পরিচালিত হলে বাংলাদেশের হোমিওপ্যাথিক মেডিকেল সাইন্সের প্রভূত উন্নতি হবে বলে আমরা মনে করি ।
বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগের বিনীত অনুরোধ করছি।

গাইবান্ধার বি'খ্যা'ত পাঁচ পাই ডাক্তার ১৯/৭/২০২৪ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি...
10/08/2024

গাইবান্ধার বি'খ্যা'ত পাঁচ পাই ডাক্তার ১৯/৭/২০২৪ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করুন, আমিন।

দেশ স্বাধীনের পর, চিকিৎসা ব্যবস্থার লাজুক পরিস্থিতিতে দেশের জনগণ যখন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ,তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর...
13/07/2024

দেশ স্বাধীনের পর, চিকিৎসা ব্যবস্থার লাজুক পরিস্থিতিতে দেশের জনগণ যখন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ,তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর্ত মানবতার সেবায় হোমিওপ্যাথিকে স্বীকৃতি ও প্রতিষ্ঠিত করেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর ,হোমিওপ্যাথি দীর্ঘ ৫০ বছর অবহেলিত ছিল ।এর মাঝে অনেক ত্যাগী নেতারা যুগে যুগে আন্দোলন ও সংগ্রাম করেছেন এবং লাঞ্ছিত হয়েছেন।অনেক সংগঠনের আন্দোলন সংগ্রাম ছিল ,হোমিওপ্যাথির মান নির্ধারণ, DHMS কে ডিগ্রি মান প্রদান ,হোমিওপ্যাথির ন্যায্য হিস্যা প্রদান সহ বিভিন্ন দাবি ছিল। যা আমরা চেয়েছি ,তার চাইতেও বেশি পেয়েছি ,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সমর্থনে এবং সুকৌশলে গত ২০২৩ সালের সংসদের ,শেষ অধিবেশনের, শেষ কর্ম দিবসে ,যাহা আমাদের সকলেরই জানা এবং হোমিওপ্যাথির শিক্ষা ও চিকিৎসা আইনের উত্তম পরিকল্পনাকারী ডা. দিলীপ কুমার রায়ের সহযোগিতায়। আমরা দেখেছি ,আমাদের আন্দোলন সংগ্রামের খবর নিউজ কভারেজ হয় নাই ।আমাদের আন্দোলনে প্রতিবন্ধকতা ও হুমকি ছিল। কোন অদৃশ্য শক্তি বা কোন প্রেতাত্মা গোষ্ঠী, সব সময় হোমিওপ্যাথিকে কোণঠাসা করে রাখতে চাইতো। তারা শেষ পর্যন্ত আমাদের ডাক্তার লেখার ক্ষমতা পর্যন্ত হরণ করে ছিল। হ্যাঁ ইজ্জত সম্মানের মালিক সুমহান আল্লাহ। যা মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার একান্ত সহযোগিতায় আমরা ফিরে পেয়েছি। হোমিওপ্যাথিক সমাজ আজ গর্বের সহিত বলছে, আমরা এখন হোমিওপ্যাথির স্বর্ণযুগে অবস্থান করছি। অবশ্যই ডা. দিলীপ রায় সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা অস্বীকার করার সুযোগ নেই। যদি অস্বীকার করি তাহলে নিজের বিবেকের কাছে পরাজিত হয়ে যাব। অবশ্যই হোমিওপ্যাথি নিবেদিত ও ত্যাগী প্রাণদের হাতেই হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা আইনের প্রবিধি প্রতিষ্ঠিত হওয়া অবশ্যই প্রয়োজন। অন্যথায় কালো আঁধারে ডুবে যাবে হোমিওপ্যাথি শিক্ষা ও চিকিৎসা আইন। আমি সাদা কে সাদা এবং কালোকে কালো বলি। আমি কারো দালালি করতে আসিনি। তবে হ্যাঁ ,আমি হোমিওপ্যাথির স্বার্থে হোমিওপ্যাথির দালাল।
Dr-Asaduzzaman Mondal Asad

যে দোকানে থাকবে সেই দোকানই বয়কট
12/06/2024

যে দোকানে থাকবে সেই দোকানই বয়কট

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ,সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
20/02/2024

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ,সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

26/07/2023

What'sup & imo 01554631819

Address

MODERN MORE
Rangpur
ASMAHOMOEONAVEL

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 17:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801554631819

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asma Homoeo Navel,RANGPUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Asma Homoeo Navel,RANGPUR:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category