TAKE CARE LAB

TAKE CARE LAB Hear We Find out Human Biological Problem. We Tested Pathology, Ultra sonogram, Digital X-Ray, ECG ETC
(6)

31/03/2018

হঠাৎ জিহ্বা পুড়ে গেলে কি করবেন? জেনে নিন

খাবার খেতে গিয়ে জিহ্বা পুড়েনি এমন লোককে পাওয়া মুশকিল। আর যাদের এখনও জিহ্বা পুড়েনি, ভবিষ্যতে যে পুড়বে না সেটা বলা আরো মুশকিল। তাই হঠ্যাৎ জিহ্বা পুড়ে গেলে কি করা প্রয়োজন তা তাৎক্ষণিকভাবে মাথায় আসে না।


জিহ্বার যন্ত্রণা কমানোর ঘরোয়া টিপস

* পুড়ে যাওয়া জিহ্বা জ্বালাপোড়া কমাতে বরফের টুকরো লাগানো যেতে পারে। এ ছাড়া মুখের মধ্যে ঠাণ্ডা পানি দিয়ে কয়েকবার কুলিকুচি করা যেতে পারে। এতে জ্বালাপোড়া কমবে। আপনি মুখে আরাম বোধ করবেন।

* মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহরোধী উপাদান, যা জ্বালাপোড়া ভাব ও প্রদাহ কমানোর পাশাপাশি এটি পরবর্তী সময়ে মুখে ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিহত করবে।

*পুড়ে যাওয়া জিহ্বার জ্বালাপোড়া কমাতে মধু বেশ উপকারী।এ সময় ঠাণ্ডা জিনিস খাবেন। এটি দ্রুত শীতলতা প্রদান করে।

* ঠাণ্ডা পানি মুখে দিয়ে কুলি

* জিহ্বার জ্বালাপোড়া কমাতে ঠাণ্ডা পানি মুখে নিয়ে কুলি করুন। এটি কয়েকবার করতে হবে। দেখবেন আরাম পাবেন।

*এই উদ্ভিতটি ব্যথা কমাবে এবং জিহ্বার ভেতরে একটি ঠাণ্ডা ঠাণ্ডা ভাব আনবে। অ্যালোভেরা জেল মুখের মধ্যে ২৫ মিনিট রেখে দিতে হবে। দিনে কয়েকবার এটি করা যেতে পারে।

এসব করেও যদি জ্বালাপোড়া না কমে তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

27/01/2018

অ‌নেক প্র‌তিক্ষার পর অব‌শে‌ষে টেক‌ কেয়ার ল্যা‌বের নতুন অ‌তিথী ডি‌জিটাল এক্সরে মে‌শিন অাজ ঢাকা থে‌কে ল্য‌বের উ‌দ্দে‌শ্যে রওনা ক‌রে‌ছে।

অাপনা‌দের‌কে সেবা প্রদা‌নে অামা‌দের নতুন এই পদ‌ক্ষে‌পে অাপনা‌দের দোয়া ও অা‌র্শিবাদ একান্তভা‌বে কামনা কর‌ছি।

সবাই সুস্থ থাক‌বেন এই কামনা সবসময় থাক‌বে এবং ধন্যবাদ অামা‌দের সা‌থে থাকার জন্য ।

ধন্যবাদা‌ন্তে
‌টেক‌ কেয়ার ল্যাব

29/11/2017
Zee 24 Ghanta

Zee 24 Ghanta

ক্যানসার প্রতিরোধে 'দাদাগিরি' ফলালেন বাঙালি বিজ্ঞানীরা।

21/11/2017

সাম্প্রতিক বিশ্ব4
মানব মস্তক প্রতিস্থাপন: কতটা সফল? কতটা সম্ভব?
Published Tue 21st November 2017

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল জীবন্ত মানুষের মাথা প্রতিস্থাপনের কথা। এবার সে পথে আরও এক ধাপ এগিয়ে গেল মানব সম্প্রদায়। ইতালির নিউরোসার্জন প্রফেসর সার্জিও ক্যানাভারো দু’বছর আগে ঘোষণা দিয়েছিলেন যে, তিনি মানব মস্তক প্রতিস্থাপন করবেন। গত ১৬ নভেম্বর একটি মৃতদেহে মাথা প্রতিস্থাপনের মাধ্যমে নিজের যুগান্তকারী এই দাবিকে সফলতার দিকে অনেকখানি এগিয়ে নেন তিনি।

প্রফেসর সার্জিও ক্যানাভারো ; twitter.com

গত শুক্রবার অস্ট্রিয়ার ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে প্রফেসর ক্যানাভারো জানান যে, তিনি চীনে একটি মৃতদেহে মস্তক প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করেছেন। তিনি আরও উল্লেখ করেন, মেরুদন্ড, স্নায়ুগুচ্ছ ও ধমনীসমূহ সংযুক্তকরণে তার উদ্ভাবিত প্রযুক্তি সফল হয়েছে। তুরিন অ্যাডভান্সড নিউরোমড্যুলেশন গ্রুপের ডিরেক্টর প্রফেসর সার্জিও ক্যানাভারো ২০১৫ সালে ঘোষণা দিয়েছিলেন, তিনি একটি প্যারালাইজড মানুষের মাথা একটি ডোনার মৃতদেহে সংযুক্ত করতে চান। তারই প্রস্তুতি হিসেবে গত ১৬ নভেম্বর, চীনে ১৮ ঘন্টার দীর্ঘ একটি অপারেশনের মাধ্যমে একটি মৃতদেহে মাথা স্থাপনে সফল হন তিনি। অপারেশন শেষে তার ওয়েব পেজে তিনি লিখেন– “YES, WE DID IT! Congratulations to my great friend Prof. Xiaoping Ren, the team of Harbin Medical University and the great People’s Republic of China.”

ক্যানাভারোর মতে, এবার জীবন্ত মানব মস্তক প্রতিস্থাপন সময়ের ব্যাপার মাত্র।

এবার হবে জীবন্ত মানুষের মাথা প্রতিস্থাপন;

এর আগে, ২০১৬ সালের জানুয়ারিতে ক্যানাভারো একটি বানরের দেহে সফলভাবে মাথা প্রতিস্থাপন করেন, যা ২০ ঘন্টা পর্যন্ত বেঁচেছিল। তিনি একটি জীবন্ত ইঁদুরের দেহে অপর একটি ইঁদুরের মাথা লাগিয়ে দুই মাথাওয়ালা ইঁদুর তৈরি করতেও সক্ষম হন। এছাড়া একটি কুকুরের স্পাইনাল কলাম কাটার পর এর ৯০% সংযুক্ত করতে পারারও দাবি করেছিলেন ক্যানাভারো। সাম্প্রতিক সফল অপারেশনের পরে তিনি দ্বিগুণ আত্মবিশ্বাসের সাথে বলেছেন যে, ধড় থেকে মাথা অবধি মেরুদন্ড, স্নায়ুগুচ্ছ, ধমনী, শিরা এবং ত্বক পুনঃসংযুক্ত করা সম্ভব। ক্যানাভারোর সাফল্যের পরবর্তী ধাপ একজন জীবন্ত মানুষের মাথা প্রতিস্থাপন করা। এর জন্যে একজন ভলান্টিয়ারও তিনি পেয়ে গেছেন। ৩০ বছর বয়সী রাশিয়ান কম্পিউটার সায়েন্টিস্ট ভ্যালেরি স্পিরিদোনোভ এই জটিল অস্ত্রোপচার নিজের উপর করানোর জন্য সম্মত হয়েছেন। ভ্যালেরি বিরল ওয়ের্ডনিগ-হফম্যান নামক এক রোগে ভুগছেন। এই রোগের কারণে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে মাংসপেশীতে সিগন্যাল প্রেরণকারী মোটর নিউরনগুলো নষ্ট হয়ে যেতে থাকে। ধীরে ধীরে তা মাসল অ্যাট্রফিতে গড়ায় এবং খাদ্য গলাধঃকরণ ও শ্বসনে সমস্যা শুরু হয়। অর্থাৎ বেঁচে থাকার সকল রসদ এক এক করে বন্ধ হয়ে যায়। বর্তমানে এ রোগের কোনো চিকিৎসা নেই। এমন ভয়াবহ জীবন অতিবাহিত করার চেয়ে ভ্যালেরি তাই জীবন নিয়ে একটি বড়সড় ঝুঁকি নেয়ারই মনস্থ করেছেন।

ভ্যালেরি স্পিরিদোনোভ;

হ্যাঁ, ঝুঁকি তো অবশ্যই। অনেকেই প্রশ্ন তুলেছেন ক্যানাভারোর সফলতার উপর। এমন বক্তব্যও এসেছে যে, সাম্প্রতিক মস্তক প্রতিস্থাপনকে আদৌ সফল বলা যায় কিনা। কারণ, এই প্রতিস্থাপনটি ঘটেছে একটি মৃতদেহে। এর আগে যে বানরটির মাথা প্রতিস্থাপন করা হয়েছিল, সেটি কখনোই জ্ঞান ফিরে পায়নি এবং এটি মাত্র ২০ ঘন্টা পর্যন্তই বেঁচেছিল। এর স্পাইনাল কর্ডগুলোও সংযুক্ত করার কোনো পদক্ষেপ তখন নেয়া হয়নি। অর্থাৎ, এটি বাঁচলেও প্যারালাইজড হয়ে থাকতো। এছাড়া একটি মাথা থাকা অবস্থাতে ইঁদুরের দেহে আরেকটি মাথা লাগানোকে সাফল্য বলতেও নারাজ অনেকে। তার উপর, সে ইঁদুরটিও ৩৬ ঘন্টার বেশি বাঁচেনি। ডিন ব্রুনেট দ্য গার্ডিয়ানে একটি ফিচারে লিখেছেন,

“হয়তো তার প্রক্রিয়া স্নায়ুগুচ্ছ ও রক্তের ধমনীগুলোর বৃহৎ পরিসরে সংযুক্তকরণ দেখিয়েছে, কিন্তু তাতে কী?… আপনি দু’টো আলাদা আলাদা গাড়ির ভগ্নাংশ ওয়েল্ড করে জোড়া লাগিয়ে একে ‘সাফল্য’ বলতে পারেন, কিন্তু যে মুহূর্তে আপনি চাবি ঘুরাবেন, পুরো জিনিসটার বিস্ফোরণ ঘটবে।”

এ লেখায় তিনি আরও বলেন, “প্রত্যেকের মস্তিষ্ক তার শরীরের সাথে সঙ্গতি রেখেই গড়ে ওঠে। আপনি যদি একজন বিল্ডারের দেহে একজন মিউজিশিয়ানের মাথা লাগিয়ে দেন, এটা অনেকটা প্লে-স্টেশনে এক্সবক্স গেম খেলার মতো ব্যাপার হবে, তার চেয়ে বেশি সীমাহীন ট্রমার কারণও হতে পারে।

আমরা জানি না কী হতে যাচ্ছে। ভ্যালেরির মাথা নতুন দেহ গ্রহণ করবে কিনা, নতুন দেহের সাথে তার স্পাইনাল কর্ড সুসঙ্গগতভাবে জুড়ে যাবে কিনা, যে সুস্থ- স্বাভাবিক জীবনের আশায় ভ্যালেরি স্বেচ্ছায় এই এক্সপেরিমেন্ট এর অংশ হতে যাচ্ছেন, তা সফল হবে কিনা, আমরা জানি না। ভ্যালেরি বলেছেন,

“আমি যখন বুঝলাম যে আমি সত্যিকার অর্থে বড় ও গুরুত্বপূর্ণ কোনোকিছুর অংশ হতে যাচ্ছি, আমার মনে কোনো সন্দেহের অবকাশ রইল না এবং আমি এদিকেই কাজ শুরু করলাম।”

এ এক নিবিড় সাধনামূলক কর্মযজ্ঞ;

আগামী ডিসেম্বরে হতে যাচ্ছে একজন জীবন্ত মানুষের মস্তক প্রতিস্থাপন। দুনিয়াজোড়া অনেক মেডিক্যাল প্রফেশনাল একে অদ্ভুত ও অসম্ভব আখ্যা দিয়ে এর ঘোর বিরোধিতা করছেন। কিন্তু ভ্যালেরির মতো কিছু মানুষ ভাবছেন, একটা ঝুঁকি নিয়েই দেখা হোক। এই অস্ত্রোপচারে সার্জিও ক্যানাভারোর সাথে থাকবেন চীনের হারবিন মেডিক্যাল ইউনিভার্সিটির নিউরোসার্জন শাওপিং রেন। শাওপিং রেন এর আগে ১,০০০ ইঁদুরের মাথা প্রতিস্থাপনের পরীক্ষা করেছেন। ইঁদুরগুলো শ্বাস নিতে, পান করতে, এমনকি দেখতেও পেতো, যদিও কোনোটিই কয়েক মিনিটের বেশি বাঁচেনি। এই দক্ষ দুই সার্জন এবার জুটি বেঁধে প্রস্তুতি নিচ্ছেন যুগান্তকারী এক ঐতিহাসিক দিনের। ১৪ মিলিয়ন ইউরো ব্যায়ে হতে যাওয়া এই অস্ত্রোপচারটি হবে ৩৬ ঘন্টার সুদীর্ঘ এক প্রক্রিয়া। ১৫০ জনেরও বেশি ডাক্তার ও নার্স এই অংশ নেবেন এই প্রক্রিয়ায়। প্রক্রিয়া সম্পর্কে ক্যানাভারো জানান, দাতা দেহ ও গ্রাহক মাথার স্পাইনাল কর্ড ডায়মন্ড ব্লেড দিয়ে কাটা হবে। তার আগে গ্রাহক মাথার মস্তিষ্ক তীব্র হাইপোথার্মিয়ায় (অতি নিম্ন তাপ) শীতল করে রাখা হবে। স্পাইনাল কর্ড কাটার পরে হবে প্রতিস্থাপন। পরের ধাপটিই সবচেয়ে কঠিন ও সূক্ষ্ম। এ ধাপে অতি সাবধানতায় কর্তিত স্পাইনাল কর্ডগুলো জোড়া লাগানো হবে। এজন্যে ব্যবহৃত হবে পলিইথিলিন গ্লাইকল নামক একটি যৌগ। এ যৌগটি চর্বি জাতীয় কোষপ্রাচীর জোড়া লাগাতে সাহায্য করবে। যদি ঠিকঠাক সবকিছু সম্পন্ন হয়, যদি ভ্যালেরির মাথা নতুন দেহ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তবে চিকিৎসায় এ হবে এক নতুন বিপ্লব।

স্নায়ুর সাথে স্নায়ু জোড়া লাগানো সহজ কাজ নয়;

ক্যানাভারোর ভাষায় এটি হলো অমরত্বের সম্ভাবনা। তিনি বলেন,

“দীর্ঘকালব্যাপী প্রকৃতি তার নিয়ম-কানুন আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আমরা জন্ম নিই, বেড়ে উঠি, বৃদ্ধ হই ও মারা যাই। মিলিয়ন বছর ধরে মানুষ বিবর্তিত হয়েছে, আর এ ধারায় প্রায় ১১০ বিলিয়ন মানুষ মারা গেছে। এটি হলো এক বৃহৎ পরিসরের গণহত্যা। আমরা এমন এক যুগে প্রবেশ করেছি, যেখানে আমরা আমাদের নিয়তি আমাদের হাতেই নেবো।”

মস্তক প্রতিস্থাপন সম্ভবপর হলে মানুষ পারবে ইচ্ছেমতো দেহ পরিবর্তন করতে, পারবে জীর্ণ-জ্বরাগ্রস্ত দেহ বদলে নতুন দেহ নিতে।

সামনে বিশাল সম্ভাবনা ;

ক্যানাভারো কি সফল হবেন? ভ্যালেরি কি ফিরে পাবেন স্বাভাবিক জীবন। ৩৬ ঘন্টার সুদীর্ঘ প্রাণঘাতী অস্ত্রোপচারের শেষে তিনি কি দেখবেন নতুন আলো? প্রশ্ন অনেক। আশা আরও বেশি। পেছনে ছড়ানো-ছিটানো টুকরো টুকরো সাফল্য, টুকরো টুকরো ব্যর্থতা। এক যুগান্তকারী বিপ্লব কি আমাদের দোরগোড়ায়? নাকি সাফল্য আরও অনেক দূর? সব প্রশ্নের উত্তর মিলবে ডিসেম্বরে। ততদিন ভরসা রাখি, বিশ্বাস রাখি চিকিৎসা‌বিজ্ঞা‌নে।

18/11/2017

একটি উপকারী পোষ্ট......

বিশেষজ্ঞরা বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেয়া যায়, তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে কিভাবে স্ট্রোক চেনা যায়, এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে নেয়া যায়। স্ট্রোককে চিনুন...........

সহজ তিনটি ধাপঃ- S T ও R... পড়ুন এবং জানুন!.............
মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ সনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর যখন ভয়ানক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয়জনটিই হয়তো বুঝতে পারছে না, কি অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে। সহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার
উপায়,..........
সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুনঃ..........
S – Smile. রোগীকে হাসতে বলুন।
T – Talk. রোগীকে আপনার সাথে সাথে একটি বাক্য বলতে বলুন। উদাহরণঃ আজকের দিনটা অনেক সুন্দর।
R – Raise hands. রোগীকে একসাথে দুইহাত উপরে তুলতে বলুন। এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয়, তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান। এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন। (রোগী বলতে স্ট্রোকের শিকার সন্দেহ করা ব্যক্তি বোঝানো হয়েছে)..........
সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে,.........
রোগীকে বলুন তার জিহবা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে,
অথবা যদি তা বেঁকে যেকোনো একদিকে চলে যায়, সেটাও স্ট্রোকের লক্ষণ। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান। যদি আমরা সবাই-ই এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি, তবে আমরা একজনের হলেও জীবন বাঁচাতে পারবো।.........
সুতরাং, আপনি শিখলেন- আপনার বন্ধু ও প্রিয়জনদেরও শেখান..!!

17/11/2017

● দৈনিক ১টি অাপেল খান।
কোন ডাক্তার লাগবে না!

● দৈনিক ৫টি বাদাম খান।
কোন ক্যান্সারের অাশঙ্কা থাকবে না!

● দৈনিক ১ টি লেবু খান।
কোন ফ্যাট হবে না!

● দৈনিক ১ গ্লাস দুধ খান।
কোনও হাড়ের সমস্যা হবে না!

● দৈনিক ১২ গ্লাস জল খান।
কোন ত্বকের সমস্যা থাকবে না!

● দৈনিক ৪ টি খেজুর খান
কোন দুর্বলতা থাকবে না!

● দৈনিক ৩ বার প্রার্থনা, যোগ-ব্যায়াম করুন, কোন টেনশন, উত্তেজনা থাকবে না ।

● দৈনিক ৮ ঘন্টা ঘুমান।
খুশি মনে সতেজ অার অানন্দে থাকুন!

(ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানান)

আপনাদের সাথে থাকাই আমাদের কাজ। ........ধন্যবাদ

17/11/2017
25°45'47.6"N 89°14'03.5"E

25°45'47.6"N 89°14'03.5"E

Find local businesses, view maps and get driving directions in Google Maps.

15/11/2017

রংপুরের ডাক্তারদের নাম ,বিভাগ , চেম্বার, ডাক্তারের মোবাইল

১। ডা:লাইক আহমেদ খান
ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ
ক্রিসেন্ট ডায়াগনোস্টিক সেন্টার
01819660272
=====================================
২। ডা: বিকাশ মজুমদার
শিশুরোগ
‌ ক্রিসেন্ট ডায়াগনসিস সেন্টার,
‌ টেলিফোন-052165707
=====================================
৩। ডা: এম.হাবিবুর রহমান
বাত,ব্যাথা,প্যারালাইসিস বিশেষজ্ঞ
এ্যানেক্স এ্যাপোলো ডায়াগনোস্টিক সেন্টার
01712946544
01922588061
=====================================
৪। ডা:মো:জাকির হোসেন
মেডিসিন বিশেষজ্ঞ
পপুলার ডায়াগনোস্টিক সেন্টার
052163600
=====================================
৫। ডাঃ সৈয়দ মো:আবু তালেব
জেনারেল ও ল্যাপারোস্ফপিক সার্জন
সিটি ল্যাব
01819120289
=====================================
৬। ডা: আ.ও .ম সুজা-উদ-দৌলা
শিশুরোগ বিশেষজ্ঞ
এ্যানেক্স ডায়াগনোস্টিক সেন্টার
01716437719
01712946544
=====================================
৭। ডা:জোতির্ময় রায়
মনোরোগ বিশেষজ্ঞ
ধাপ সায়েনটিফিক ল্যাব
01716488486
01712087803
=====================================
৮। ডা: এ.কে মো:গোলাম রউফ
অর্থোপেডিক্স ওট্রমাটোলজি বিশেষজ্ঞ
এ্যানেক্স এ্যাপোলো ডায়াগনোস্টিক সেন্টার
01724673878
=====================================
৯। ডা: শফিকুল ইসলাম শফিক
অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিশেষজ্ঞ
গুড হেলথ হাসপাতাল
01737938346
=====================================
১০। ডা: ফেরদৌস আরা হ্যাপি
প্রসূতি ও গাইনী বিশেষজ্ঞ ও সার্জন
এ্যানেক্স এ্যাপোলো ডায়াগনোস্টিক সেন্টার
01746046699
01712946544
=====================================
১১। ডা: নওয়াজেস ফরিদ
হৃদরোগ বিশেষজ্ঞ
প্রাইম ডায়াগনোস্টিক সেন্টার সংলগ্ন
01710918812
=====================================
১২। ডা: মো:মশিইর রহমান
বাত,ব্যাথা,প্যারালাইসিস বিশেষজ্ঞ
মরিয়ম এলাহী ভবন
01712870214
=====================================
১৩। ডা:লুৎফর রহমান
কুষ্ঠ চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ
সিটি ল্যাব
#বৃহঃবার বন্ধ
01711988650
01718865574
=====================================
১৪। ডা: জাহান আফরোজ লাকি
ক্যান্সার বিশেষজ্ঞ
অনকো প্যাথলজী
052164184
=====================================
১৫। ডা:রফিকুর ইসলাম
মানসিক স্নায়ু ড্রাগএ্যডিকমন,মানসিক যৌনরোগ বিশেষজ্ঞ
বিজয় হোটেলের বিপরীতে
01819663789
=====================================

১৬। ডা: রবীন্দ্রনাথ বর্মন
মেডিসিন বিশেষজ্ঞ ও হৃদরোগ
পপুলার ডায়াগনোস্টিক সেন্টার
01718549255
01711486327
=====================================
১৭। ডা: মো: আ. হাই
নাক,কান,গলা বিশেষজ্ঞ ও সার্জন
এ্যানেক্স ডায়াগনোস্টিক সেন্টার
01715387496
=====================================
১৮। ডা: মো:আহসানুর হাবিব
নাক,কান,গলা বিশেষজ্ঞ ও সার্জন
পপুলার ডায়াগনোস্টিক সেন্টার
052163600
#বৃহ:বার,শুক্রবার বন্ধ
=====================================
১৯। ডা:মু মাহবুব হোসেন
লিভার গ্যাস্ট্রোএন্টারোলজ মেডিসিন
পপুলার ডায়াগনোস্টিক সেন্টার
01711338586
#শুক্রবার বন্ধ
=====================================
২০। ডা:জিম্মা হোসেন
পপুলার ডায়াগনোস্টিক সেন্টার
01718625523
=====================================
২১। শিকুল ইসলাম সোহাগ
ফিজিওথেরাপি বিশেষজ্ঞ
আর,ডি,আর ,এস
01741696024
=====================================
২২। ডা:সোনিয়া রোকসানা দোলন
ফিজিওথেরাপি বিশেষজ্ঞ
আর,ডি,আর ,এস
01917362336
=====================================
২৩। ডা:এম.এ বাসেত
জেনারেল ও ল্যাপারোস্পপিক সার্জন
সেবা প্যাথলজিক্যাল সেন্টার
01710987478
01195427622
=====================================
২৪ ডা: রাজ কুমার রায়
ব্রেইনস্পাইন নার্ভরোগ মেডিসিন বিশেষজ্ঞ
পপুলার ডায়াগনোস্টিক সেন্টার
01758040411
=====================================
২৫। ডা:মু মনির চ জামান
ফিজিয়াট্রিস্ট এন্ড রিউমাটোলজিস্ট
পপুলার ডায়াগনোস্টিক সেন্টার
052163600
#বৃহ:বার,শুক্রবার_বন্ধ
=====================================
২৬। ডা: শহীদুল ইসলাম সুগম
ইউরোলজি বিশেষজ্ঞ
এ্যানেক্স ডায়াগনোস্টিক সেন্টার
01716324279
01712946544
=====================================
২৭। ডা:মো:লুৎফর রহমান
01714712503
=====================================
২৮। ডা:কিসমত আরা মালা
গাইনী কনসালটেন্টস
পপুলার ডায়াগনোস্টিক সেন্টার
01819122844
=====================================
২৯ ডা:মোবাশ্বের আলম সুজা
কিডনিরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ
পপুলার ডায়াগনোস্টিক সেন্টার
017545470978
=====================================
৩০। ডা:আশফাকুর রহমান রোমেল
বাত,ব্যাথা ও ট্রামাসার্জন
ইসলামী ব্যাংক হাসপাতাল
01557028955
01197221554
=====================================
৩১। ডা:মু আনিসুর রহমান
নাক,কান,গলা বিশেষজ্ঞ ও সার্জন
ইসলামী ব্যাংক হাসপাতাল
01711154886
=====================================

৩২। ডা:মো:রাশিদুল মাওলা
চক্ষু বিশেষজ্ঞ
হারাগাছ ক্লিনিক
01819120331
#শনিবার_বন্ধ
=====================================
৩৩। ডা:কর্ণেল আজিজুর রহমান
বিশেষজ্ঞ ও সিনিয়র ফিজিশিয়ান
ইসলামী ব্যাংক হাসপাতাল
01744778458
=====================================
৩৪। ডা:মো:মিনহাজুল ইসলাম
যক্ষা,হাপানী ও বক্ষব্যাব্ধী বিশেষজ্ঞ
ইসলামী ব্যাংক হাসপাতাল
01718837264
01197221554
#বুধবার_বন্ধ
=====================================
৩৫। ডা: ফেরদৌসী সুলতানা
গাইনী বিশেষজ্ঞ
ইসলামী ব্যাংক হাসপাতাল
01716980065
=====================================
৩৬। ডা: ইসলাম সবুজ
নবজাতক শিশুরোগ বিশেষজ্ঞ
ইসলামী ব্যাংক হাসপাতাল
01718877511
=====================================
৩৭। ডা:মো:আ: রহিম
কনসালটেন্ট
এ্যাপোলো ডায়াগনোস্টিক সেন্টার
01712555502
=====================================
৩৮। ডা:শাহ মো: সারওয়ার জাহান
মেডিসিন বিশেষজ্ঞ
এ্যাপোলো ডায়াগনোস্টিক সেন্টার
01712787838
01199370241
=====================================
৩৯। ডা:এম.এ হাকিম
শিশুরোগ বিশেষজ্ঞ
এ্যাপোলো ডায়াগনোস্টিক সেন্টার
01712130564
01199370241
=====================================
৪০। ডা:তোফায়েল হোসেন ভূঞাঁ
বিশেষজ্ঞ ও সার্জন
এ্যাপোলো ডায়াগনোস্টিক সেন্টার
01733008088
=====================================
৪১। ডা:শা্.র.ম ছাইফুল আজিজ
যক্ষা,হাপানী ও বক্ষব্যাব্ধী বিশেষজ্ঞ
এ্যাপোলো ডায়াগনোস্টিক সেন্টার
01733008087
=====================================
৪২। ডা:আরিফুল ইসলাম সোহেল
বাত,ব্যাথা প্যারালাইসিস বিশেষজ্ঞ
এ্যাপোলো ডায়াগনোস্টিক সেন্টার
01733008087
=====================================
৪৩। ডা:মো:আ:মুকি
কিডনি রোগ বিশেষজ্ঞ
এ্যাপোলো ডায়াগনোস্টিক সেন্টার
01819403830
=====================================
৪৪। ডা:রফিকুল ইসলাম
মানসিক স্নায়ুড্রাগ যৌনরোগ বিশেষজ্ঞ
বিজয় হোটেলের পাশে
01819663789
=====================================
৪৫। ডা: এ.কে এম হানিফ চৌধুরী
হৃদরোগ বিশেষজ্ঞ
এ্যানেক্স ডায়াগনোস্টিক সেন্টার
=====================================

আপনাদের জানার মধ্যে আরো কেউ বা বাদ গেছে এমন কোন ডাক্তার থাকলে কমেন্ট করুন,আপডেট করে দেওয়া হবে

25/10/2017
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আগে ভাবুন, রয়েছে কঠিন শাস্তি!

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আগে ভাবুন, রয়েছে কঠিন শাস্তি!

ফেসবুকে নিজের প্রোফাইল বা পেজে নিজের মতো যা ইচ্ছা তা লিখবেন কিংবা নিজের স্ট্যাটাস যা খুশি তা লিখতেই পারেন। মত প্রকাশে আপনার স্বাধীনতা তো আছেই। এতে আবার ভাবাভাবির কী আছে?...

11/06/2017
৪২ ঘন্টার মধ্যে মারা যাবে ক্যান্সারের কোষ, ইতিমধ্যে ৪৮ হাজার রোগীর চিকিৎসা করেছে,জেনে নিন কি স

৪২ ঘন্টার মধ্যে মারা যাবে ক্যান্সারের কোষ, ইতিমধ্যে ৪৮ হাজার রোগীর চিকিৎসা করেছে,জেনে নিন কি স

প্রতিদিন আমাদের জিবনে ঘটে যায় হাজারও ঘটনা, কখনও সেটা প্রকাশিত হয় আবার কখনও সেটা অপ্রকাশিত রয়ে যায়।

24/05/2017

অনুগ্রহ পূর্বক সক‌লের দৃ‌ষ্টি অাকর্ষণ কর‌ছি

🌞 সূর্য সরাসরি বিষুবরেখার উপর অবস্থান করার ফলে আগামী ৭ দিন এশিয়ার বেশীরভাগ জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পাবে।

🕛-🕒 দুপুর ১২টা থেকে ৩ টা পর্যন্ত বাসায় অথবা অফিসে থাকার চেষ্টা করুন।এই সময় তাপমাত্রা ৩৫ - ৪০ ডিগ্রী পর্যন্ত উঠানামা করবে।

😓😵 এর ফলে ডি-হাইড্রেশন ও সান স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল। একারণে নিজে সহ পরিবারের সবাইকে পরিমান মতো পানি পান করান।

️⃣💦 প্রত্যেকে দৈনিক কমপক্ষে ৩ লিটার করে পানি পান করুন। ব্লাড প্রেসার চেক করুন যতবার সম্ভব। অনেকের হিট স্ট্রোক ও হতে পারে।যতবার সম্ভব ঠান্ডা গোসল দিন।

🍏🍅 ফল ও শাকসবজি বেশি করে খান এবং খাবার ম্যানু থেকে মাংস বাদ দিন । হিট ওয়েভ কোন ছেলেখেলা নয়। আপনি অব্যাবহৃত মোমবাতি বাড়ির বাইরে রেখে এসে যদি দেখেন সেটা তাপে গলে যাচ্ছে, তাহলে বুঝবেন বিপজ্জনক অবস্থা। লিভিংরুমে পানিপূর্ন বালতি রাখুন সবসময়।

🙄 নিজের ঠোট ও চোখের মনি স্বাভাবিক আছে কিনা চেক করুন। ধন্যবাদ।

17/03/2017

নাক ডাকার সমস্যা চিরতরে দূর করুন – দেখুন কি ভাবে

নাক ডাকার সমস্যা যে বেশ বিরক্তিকর ও বিব্রতকর, তা নতুন করে বলে দিতে হয় না।যিনি নাক ডাকেন তিনি না বুঝলেও পাশে থাকা মানুষটির ঘুম হারাম হয়ে যায়।তাই নাক ডাকা সমস্যাকে অবহেলা না করে ঘরোয়া ভাবে খুব সহজে এবং বেশ সুস্বাদু উপায়ে এই সমস্যার সমাধান করুন।

১) গাজর-আপেলের জুস: শুনতে সাধারণ মনে হলেও এই জুসের রয়েছে শ্বাসনালী কিছুটা চওড়া ও শ্বাসনালীর মিউকাস দ্রুত নিঃসরণের ক্ষমতা, যা নাক ডাকা থেকে মুক্তি দিতে বেশ কার্যকর।
প্রস্তুতপ্রণালি:
১। ২ টি আপেল ছোটো ছোটো খণ্ডে কেটে নিন এবং ব্লেন্ডারে ব্লেন্ড করুন।
২। এবার ২ টি গাজর কেটে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন।
৩। এরপর একটি লেবুর ১/৪ অংশ কেটে রস চিপে এতে দিয়ে দিন এবং ১ চা চামচ আদা কুচি দিয়ে ব্লেন্ড করে নিন।
৪। কিছুটা পানি দিয়ে বেশ ভালো করে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিন। এই পানীয়টি প্রতিদিন পান করুন। নাক ডাকার সমস্যা দূরে পালাবে।
২) হলুদের চা: হলুদ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটিও বেশ কার্যকর নাক ডাকা সমস্যার সমাধানে।
প্রস্তুতপ্রণালি: –
১। ২ কাপ পরিমাণ পানি চুলায় বসিয়ে জ্বাল দিতে থাকুন।
২। এতে ১ চা চামচ পরিমাণ কাঁচা হলুদ বাটা দিয়ে দিন (গুঁড়ো হলেও চলবে)। এবার আবার জ্বাল দিতে থাকুন।
৩। যখন পানি ফুটে ১ কাপ পরিমাণে চলে আসবে তখন তা নামিয়ে ছেঁকে ফেলুন।
৪। এবার ১/২ চা চামচ মধু ও ২/৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করুন।
৫। প্রতিদিন ঘুমাতে যাওয়ার ৩০ মিনিট আগে পান করে নেবেন। দেখবেন নাক ডাকার সমস্যা দুর হয়ে যাবে।

16/03/2017

Hello and welcome to TAKE CARE LAB

At the beginning of this article you need to know that physical pain is directly linked to your emotional state. Life can get hard sometimes and you may find yourself on an emotional rollercoaster. At these moments you may think that there is no way out. These thoughts and emotions can lead to decline in your physical health.

Another thing you need to know is that the western medicine denies this link between the body and the emotions and the spirit. However, the most important thing you need to know is that if you start paying more attention to the signs your body sends, and experience the links between the physical and emotional, you will be able to holistically understand, detect, and treat your issues easily.
That is why here in this article we will show you 9 types of pain that are tightly linked to many different emotional states. Namely the following signs indicate that you are experiencing some emotional difficulties or are under stress:

1. Headaches
Many stressful situations can cause headaches. That is why you need to take some time and relax. This way you will ease the everyday stress.

2. Neck pain
If you feel pain in your neck, then this means that you have trouble forgiving others or yourself. If you’re feeling neck pain, you should definitely consider doing some things for the people you love.

3. Shoulder pain
If you are having pain in your shoulders then that means that you are carrying heavy emotional burden. At this point you should know that that is where the saying “shouldering a problem” comes from. What you need to do is focus in on some proactive problem solving and distributing some of that burden to other people in your life.

4. Upper back pain
Pain in your upper back means that you do not have enough emotional support. These persons usually feel unloved and unwanted. In case you are single, you definitely need to go out on a date or two.

5. Lower back pain
Pain in your lower back can indicate that you are too worried about money. This means that it is time to consider a financial planner or ask for that overdue raise.

6. Elbow pain
Elbow pain indicate your resistance to make a change in your life. Your life will be stiff, if your arms are stiff. What you need to do is make compromises and shake things up a little bit.

7. Hand pain
Pain in your hands means that you may not be reaching out to others in the way you should be. What you need to do is make some new friends, have lunch with a co-worker, and make a new connection.

8. Hip pain
Pain in your hips means that you are too scared of moving. Namely painful hips indicate that you are resistant to moving on and changing. That is why you need to be cautious when making decisions.

9. Knee pain
Pain in this body part means that your ego is a little too big and that you are thinking of yourself a little too highly. What you need to do is humble yourself. Namely, you need to spend some time volunteering and do not forget, everybody is mortal, even

Address

Jail Road Dhap
Rangpur
5400

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

01796018989

Alerts

Be the first to know and let us send you an email when TAKE CARE LAB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to TAKE CARE LAB:

Share


Other Optometrists in Rangpur

Show All