22/11/2025
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় সহকর্মীবৃন্দ,
আলহামদুলিল্লাহ! অত্যন্ত আনন্দ ও গভীর কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন–২০২৫ গাইবান্ধা জেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে। এই অনন্য সাফল্য আমাদের মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারী, তাদের সহায়তাকারী এফডাব্লিউএ, স্বেচ্ছাসেবীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পরিশ্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
দিনব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালনা, গভীর রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন রিপোর্টিং, প্রয়োজনে সিএইচসিপিদের আন্তঃউপজেলা সহায়তা—সবকিছু মিলিয়ে আপনাদের অক্লান্ত পরিশ্রমই গাইবান্ধা জেলাকে রংপুর বিভাগে প্রথম এবং সারাদেশে দ্বিতীয় স্থান অর্জনে সহায়তা করেছে। এটি নিঃসন্দেহে গাইবান্ধা জেলার জন্য গর্বের এক অসাধারণ অর্জন। এ সাফল্যের জন্য গাইবান্ধার সকল জনগণকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন, কারণ তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া অধিকাংশ শিশুকে টিকাদানের আওতায় আনা সম্ভব হতো না।
শেষ মুহূর্তের সমন্বিত প্রচেষ্টা, সহযোগিতা ও আন্তরিকতার জন্য আমি ব্যক্তিগতভাবে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জেলা ও উপজেলা পর্যায়ের সকল সম্মানিত কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকবৃন্দ, পৌরসভা সংশ্লিষ্ট টিকাদান কর্মীবৃন্দ, রোভার স্কাউট ও স্বেচ্ছাসেবীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ডব্লিউএইচও, ইউনিসেফ এবং অন্যান্য সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ—অনেকের নাম পৃথকভাবে উল্লেখ করা সম্ভব নয়, কিন্তু আপনাদের প্রত্যেকের প্রতি গাইবান্ধা জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও অভিনন্দন।
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিশেষ করে সদ্য পদোন্নতির কারণে বদলি হওয়া গাইবান্ধা জেলার জেলা প্রশাসক মহোদয়, সম্মানিত ডিডিএলজি মহোদয়, ডিডিএফপি মহোদয়, ইউএনও মহোদয়বৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ ও শিক্ষক সমাজ—আপনাদের নেতৃত্ব, উৎসাহ ও প্রত্যক্ষ সম্পৃক্ততা আমাদের এ অর্জনকে অধিকতর সুসংহত করেছে। আপনাদের অবদানে আমি সত্যিই অভিভূত।
পরিচালক (প্রশাসন) মহোদয়, বিভাগীয় পরিচালক মহোদয়সহ উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ গাইবান্ধা জেলার সার্বিক উন্নয়নে যে মূল্যবান পরামর্শ, দিকনির্দেশনা ও সাহচর্য প্রদান করেছেন তা বিশেষভাবে উল্লেখযোগ্য। আমার প্রিয় UHFPO গণসহ সকল সহকর্মী অসাধারণ নিষ্ঠা, আন্তরিকতা ও দলগত মনোভাব নিয়ে কাজ করেছেন—যার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
ইনশাআল্লাহ, আমরা দেশের মানুষের কল্যাণে এভাবেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।
গাইবান্ধা জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে,
সিভিল সার্জন, গাইবান্ধা