Upazila Health Complex, Fulchari, Gaibandha

Upazila Health Complex, Fulchari, Gaibandha Upazila Health Complex (UHC), Fulchari, Gaibandha is situated on the bank of the river Jamuna under Rangpur division of Bangladesh.

Upazila Health Complex (UHC), Fulchari, Gaibandha is situated on the bank of the river Jamuna under the Rangpur division of Bangladesh.

22/11/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় সহকর্মীবৃন্দ,

আলহামদুলিল্লাহ! অত্যন্ত আনন্দ ও গভীর কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন–২০২৫ গাইবান্ধা জেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে। এই অনন্য সাফল্য আমাদের মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারী, তাদের সহায়তাকারী এফডাব্লিউএ, স্বেচ্ছাসেবীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পরিশ্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

দিনব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালনা, গভীর রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন রিপোর্টিং, প্রয়োজনে সিএইচসিপিদের আন্তঃউপজেলা সহায়তা—সবকিছু মিলিয়ে আপনাদের অক্লান্ত পরিশ্রমই গাইবান্ধা জেলাকে রংপুর বিভাগে প্রথম এবং সারাদেশে দ্বিতীয় স্থান অর্জনে সহায়তা করেছে। এটি নিঃসন্দেহে গাইবান্ধা জেলার জন্য গর্বের এক অসাধারণ অর্জন। এ সাফল্যের জন্য গাইবান্ধার সকল জনগণকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন, কারণ তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া অধিকাংশ শিশুকে টিকাদানের আওতায় আনা সম্ভব হতো না।

শেষ মুহূর্তের সমন্বিত প্রচেষ্টা, সহযোগিতা ও আন্তরিকতার জন্য আমি ব্যক্তিগতভাবে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জেলা ও উপজেলা পর্যায়ের সকল সম্মানিত কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকবৃন্দ, পৌরসভা সংশ্লিষ্ট টিকাদান কর্মীবৃন্দ, রোভার স্কাউট ও স্বেচ্ছাসেবীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ডব্লিউএইচও, ইউনিসেফ এবং অন্যান্য সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ—অনেকের নাম পৃথকভাবে উল্লেখ করা সম্ভব নয়, কিন্তু আপনাদের প্রত্যেকের প্রতি গাইবান্ধা জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও অভিনন্দন।

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিশেষ করে সদ্য পদোন্নতির কারণে বদলি হওয়া গাইবান্ধা জেলার জেলা প্রশাসক মহোদয়, সম্মানিত ডিডিএলজি মহোদয়, ডিডিএফপি মহোদয়, ইউএনও মহোদয়বৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ ও শিক্ষক সমাজ—আপনাদের নেতৃত্ব, উৎসাহ ও প্রত্যক্ষ সম্পৃক্ততা আমাদের এ অর্জনকে অধিকতর সুসংহত করেছে। আপনাদের অবদানে আমি সত্যিই অভিভূত।

পরিচালক (প্রশাসন) মহোদয়, বিভাগীয় পরিচালক মহোদয়সহ উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ গাইবান্ধা জেলার সার্বিক উন্নয়নে যে মূল্যবান পরামর্শ, দিকনির্দেশনা ও সাহচর্য প্রদান করেছেন তা বিশেষভাবে উল্লেখযোগ্য। আমার প্রিয় UHFPO গণসহ সকল সহকর্মী অসাধারণ নিষ্ঠা, আন্তরিকতা ও দলগত মনোভাব নিয়ে কাজ করেছেন—যার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

ইনশাআল্লাহ, আমরা দেশের মানুষের কল্যাণে এভাবেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।

গাইবান্ধা জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে,
সিভিল সার্জন, গাইবান্ধা

আলহামদুল্লিলাহ।ফুলছড়ি বাসীর জন্য আনন্দের খবর।তীব্র জনবল ঘাটতির মাঝেও আজ হতে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান...
19/11/2025

আলহামদুল্লিলাহ।ফুলছড়ি বাসীর জন্য আনন্দের খবর।তীব্র জনবল ঘাটতির মাঝেও আজ হতে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন অপারেশন চালু হলো।ধন্যবাদ সুযোগ্য সিভিল সার্জন স্যার কে শত প্রতিকুলতা স্বত্ত্বেও গাইনী কনসালটেন্ট ও অবেদনবিদ পদায়ন করে দেবার জন্য।এখন হতে প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার সাঘাটা গাইনী কনসালটেন্ট ডা.রিসাত ম্যাডাম ফুলছড়ি বাসীকে সেবা প্রদান করবেন।অশেষ কৃতজ্ঞতা ডা.রিসাত ম্যাডাম ও ডা.জীবন কৃষ্ণ স্যারের প্রতি। ওনারা অনেক কষ্ট করে দুই জায়গায় সেবা প্রদান করছেন।নিশ্চয়ই স্রষ্টা উত্তম প্রতিদান দিবেন স্যার ও ম্যাডাম কে।সার্বিক দিক নির্দেশনায় UHFPO স্যার।বিশেষ কৃতজ্ঞতা ওটি ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স,উপ-সহকারী মেডিকেল অফিসার জনাব রুহুল আমিন মিন্টু সাহেবের প্রতি।

18/11/2025

আলহামদুল্লিলাহ।আল্লাহর অশেষ রহমতে টাইফয়েড টীকা দান কর্মসূচি সকলের সহযোগিতায় সফল ভাবে শেষ হলো।ফুলছড়ি স্বাস্থ্য বিভাগ শতভাগ রেজিষ্ট্রেশন এবং টীকা প্রদানে ৯৯.৮৭% সফলতা অর্জন করেছে।এ অর্জনের ভাগীদার সকল অংশীজন।বিশেষ কৃতজ্ঞতা মাঠ পর্যায়ের সকল স্বাস্থ্য সহকারী,FWA,AHI,HI,FPI,MT (EPI) এবং সহযোগিতা পূর্ন CHCP গন কে তাদের অক্লান্ত পরিশ্রমে এত বড় কাজ সফল হয়েছে।আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা উপজেলা প্রসাশন এবং মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা বিভাগ কে তাদের সহযোগিতার জন্য।পর্দার আড়ালে থাকা পরিসংখ্যান বিদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। সার্বিক দিক নির্দেশনার জন্য মান্যবর সিভিল সার্জন সার্জন স্যার,UHFPO স্যার,SIMO(WHO) মহোদয় কে অশেষ ধন্যবাদ।

বাংলাদেশে অসংক্রামক রোগে মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস।উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের চিকিৎসার জন্য ফুলছড়ি উপজে...
30/10/2025

বাংলাদেশে অসংক্রামক রোগে মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস।উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের চিকিৎসার জন্য ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসুন ভোটার আইডি কার্ড ও মোবাইল নং সহ।পরামর্শ ও ঔষুধ ফ্রি(৫ ধরনের ঔষুধ)।সেবা নিন,সুস্থ থাকুন।NCD কর্নারে আসি,উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখি।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ১২ই অক্টোবর ২০২৫ খ্রিঃ বিভিন্ন প্রতিষ্ঠানের টিকাদান কার্যক্রমের খন্ড চিত্র। উপজেলা স্বাস্থ্য ...
12/10/2025

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
১২ই অক্টোবর ২০২৫ খ্রিঃ বিভিন্ন প্রতিষ্ঠানের টিকাদান কার্যক্রমের খন্ড চিত্র। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলছড়ি, গাইবান্ধা।
সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, আরএমও, এসআইএমও (ডাব্লুএইচও), মেডিকেল অফিসার (সিভিল সার্জন অফিস), অফিসার ইনচার্জ ফুলছড়ি থানা প্রতিনিধি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রতিনিধি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতিনিধি, প্রধান শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এইচআই (ইনচার্জ), সহকারী শিক্ষক বৃন্দ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, স্বেচ্ছাসেবীগণ সহ সুপারভাইজার গণ উপস্থিত ছিলেন।

16/01/2025
26/10/2024

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত/শহীদ এবং আহতদের সঠিক তালিকা প্রণয়নের জন্য অত্র ফুলছড়ি উপজেলার কেউ নিহত/শহীদ বা আহত হয়েছেন এমন কোন সঠিক তথ্য থাকলে অনুগ্রহপূর্বক তা জানানোর জন্য বিনীত অনুরোধ করছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ফুলছড়ি, গাইবান্ধা।

14/10/2024
ফুলছড়ি উপজেলার ফুলছড়ি চরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মেডিকেল টিম ।
06/07/2024

ফুলছড়ি উপজেলার ফুলছড়ি চরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মেডিকেল টিম ।

Address

Fulchari, Gaibandha
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Upazila Health Complex, Fulchari, Gaibandha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Upazila Health Complex, Fulchari, Gaibandha:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram