
05/11/2024
মানসিক ভারসাম্যহীন মহিলাটি হারিয়ে গিয়েছে!
নামঃ শাহানাজ বেগম
বয়সঃ ৩৮
গায়ের রঙঃ শ্যামলা
কাপড়ের রংঃ মাটি বাদামি
গ্রামঃ গাইবান্ধাপাড়া, আক্কেলপুর, থানা: তাজহাট , রংপুর।
মহিলাটি কিঞ্চিত মানসিক ভারসাম্যহীন (কথা কম বলে, নিজে নিজেই কথা বলে) । গত শুক্রবার (১ নভেম্বর ,২০২৪) মহিলাটি নিজ বাসস্থান থেকে বের হয়ে এর পরে এর ফিরে আসেনি। আমার মা স্কুল শিক্ষিকা হওয়ার সুবাদে আজ (৫ই নভেম্বর) মহিলাটির পরিবার আমার মায়ের নিকট দ্বারস্থ হয় তার সন্ধানের জন্য। তার পরিবারের সাথে কথা বলে যা জানা যায় , তারা অতি দরিদ্র একটি পরিবার এবং এ পর্যন্ত মাইকিং বা পুলিশের সাথে কোন যোগাযোগ করেনি। আগামীকাল তাদের সাথে যোগাযোগ করে মাইকিং এবং অন্যান্য ব্যাবস্থা নেয়া হবে ইনশা আল্লাহ।
তিনি এর আগেও একবার হারিয়ে যান , তখন নাগেশ্বরী তে তার সন্ধান পাওয়া যায়।
কোন সহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করবেন।
যোগাযোগঃ
ফোনঃ 01755384579 (তার পরিবার)
হোয়াটসএপঃ 01881796639