
10/12/2024
প্রেগ্ন্যাসির টেস্ট কিটের ব্যবহার:
সময়:গাভীকে বীজ দেয়ার ২১ দিন পর থেকে।
নিয়ম:১➤লেজের নিচ থেকে রক্ত নিয়ে ২ ঘন্টা রেখে দিবেন।
রক্ত থেকে সেরাম(রক্তের পানি)আলাদা হবে।
সেই সেরাম কিটের ভিতরের ড্রপে ২ ফোটা নিয়ে কিটে দিবেন
১ দাগ নেগেটিভ ২ দাগ পজিটিভ।
নিয়ম:২➤ গোরুর সকালের ইউরিন বীজ দেয়ার ১৮-২১ দিনের মধ্যে কিটে ২-৩ ফোটা দিবেন ১ দাগ নেগেটিভ ২ দাগ পজিটিভ।
একুরেসি:৯০%+
যোগাযোগ: প্রাণী চিকিৎসক লাবু সরকার
০১৭০৪০৪৫৯১১(ইমু,হোয়াটসঅ্যাপ)