Dr.Sayen Uddin Biswas

Dr.Sayen Uddin Biswas I believe in "Infertility is not a curse, proper treatment can be cured"

নারীদের মাসিক চক্র সাধারণত ২৮-৩৫ দিনের হয়ে থাকে এবং এটি চারটি ধাপে বিভক্ত। প্রতিটি ধাপের নির্দিষ্ট কার্যপ্রক্রিয়া রয়েছে,...
16/03/2025

নারীদের মাসিক চক্র সাধারণত ২৮-৩৫ দিনের হয়ে থাকে এবং এটি চারটি ধাপে বিভক্ত। প্রতিটি ধাপের নির্দিষ্ট কার্যপ্রক্রিয়া রয়েছে, যা গর্ভধারণের সক্ষমতার ওপর প্রভাব ফেলে।

১. মেনস্ট্রুয়াল ফেজ (Menstrual phase) – ৩-৭ দিন
এটি মাসিক চক্রের প্রথম ধাপ, যেখানে জরায়ুর ভেতরের আস্তরণ (এন্ডোমেট্রিয়াম) ক্ষয়প্রাপ্ত হয়ে রক্তের মাধ্যমে বেরিয়ে আসে। এই ধাপে কিছু নারী পেটব্যথা, মাথাব্যথা ও ক্লান্তি অনুভব করতে পারেন।

২. ফলিকুলার ফেজ (Follicular phase) – ১১-২৭ দিন
এই ধাপে ডিম্বাশয়ে এক বা একাধিক ডিম্বাণু (Egg) পরিপক্ক হতে শুরু করে। এ সময় শরীরে এস্ট্রোজেন হরমোনের পরিমাণ বাড়ে, যা জরায়ুর আস্তরণকে আবার গঠন করতে সাহায্য করে, যাতে গর্ভধারণ সম্ভব হয়।

৩. ওভুলেশন ফেজ (Ovulation phase) – ২৪ ঘণ্টা
এই ধাপে ডিম্বাশয় থেকে পরিপক্ক ডিম্বাণু নির্গত হয় এবং এটি ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করে। সাধারণত মাসিক চক্রের ১৪-১৬তম দিনে এটি ঘটে এবং এই সময় গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

৪. লুটিয়াল ফেজ (Luteal phase) – ১১-১৭ দিন
ডিম্বাণু নিষিক্ত হলে এটি জরায়ুর আস্তরণে সংযুক্ত হয় এবং গর্ভধারণ শুরু হয়। যদি নিষেকDrsayen
, তবে প্রোজেস্টেরন হরমোনের স্তর কমতে থাকে এবং কিছুদিন পর মাসিক শুরু হয়, যা আবার নতুন চক্রের সূচনা করে।

প্রত্যেক নারীর মাসিক চক্র আলাদা হতে পারে, তবে এই ধাপগুলো সব নারীর ক্ষেত্রেই প্রযোজ্য। নিয়মিত চক্র বজায় রাখতে স্বাস্থ্যকর জীবনযাপন, পর্যাপ্ত পুষ্টি ও মানসিক চাপ কমানো গুরুত্বপূর্ণ। যদি মাসিক চক্রে অনিয়ম দেখা দেয় বা দীর্ঘদিন গর্ভধারণে সমস্যা হয়, তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

'sHealth #বাংলা_স্বাস্থ্য #মাসিক_চক্র #নারীর_স্বাস্থ্য #গর্ভধারণ

07/05/2024
বন্ধ্যাত্ব কোন অভিশাপ নয়! সঠিক চিকিৎসায় ভালো হয়!
04/05/2024

বন্ধ্যাত্ব কোন অভিশাপ নয়!
সঠিক চিকিৎসায় ভালো হয়!

28/04/2024

বন্ধ্যাত্ব (Infertility) এটি নিয়মিত, অরক্ষিত সহবাসের এক বছর পরে গর্ভধারণ করতে অক্ষমতাকে বোঝায়। পুরুষ এবং মহিলা উভয়েই বন্ধ্যাত্ব হতে পারে এবং এটি বিভিন্ন কারণে হতে পারে।

24/04/2024

হযরত মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো "হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন, এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না"।

হযরত মুসা (আ.) সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন।

দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেলো।

হযরত মুসা (আ.) অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন-

আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়াইয়া দিলা।

আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো-

- এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে, যে চল্লিশ বছর যাবত আমার নাফরমানী, আমার বিরোধীতা করছে, একটি দিনের জন্যও আমার বাধ্য হয়নি। তাঁর কারনেই বৃষ্টি আসা বন্ধ আছে।

হযরত মুসা (আ.) জমায়েতের দিকে তাকিয়ে, সেই অচেনা, অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন।

সেই লোকটি ভাবলো, এখন যদি বের হয়ে যাই, তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো। আর যদি থাকি, তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে।

নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো "আল্লাহ, চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না। ক্ষমা চাচ্ছি"।

একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হলো।

হযরত মুসা (আ.) আবারো অবাক হয়ে জিজ্জাসা করলেন-
আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিয়ে দিলা যে?

আল্লাহ জবাব দিলেন-
- যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিলো, তাঁর কারনেই বৃষ্টি শুরু হলো। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি।

চল্লিশ বছরের পাপ, দশ সেকেন্ডে ক্ষমা...

হযরত মুসা (আ.) জিজ্জাসা করলেন-
- লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না।

আল্লাহ বললেন-
- যখন পাপে ডুবে ছিলো, তখনই জানাই নাই, এখন তওবা করেছে, এখন জানাবো? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার।

অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন, প্রতিমুহূর্তে কারো না কারো নামে বদনাম / গীবত করতেই থাকি।

আল্লাহ আমাদের সকলের ছোট-বড় সকল পাপ মাফ করে দিন!
আমিন।
সংগৃহিত

22/04/2024

কখনও না পড়ে যাওয়ার মধ্যে বীরত্ব নেই,পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যেই সত্যিকার বীরত্ব লুকিয়ে আছে 🌺

21/04/2024

টমেটোর মধ্যে প্রচুর লাইকোপেন থাকে যা পুরুষের বন্ধ্যাত্ব দূর করতে সাহায্য করে!

21/04/2024

অনেকেই তীব্র গরমে ঘেমে স্যালাইন খাচ্ছেন। এই ভুল করবেন না। স্যালাইন সাধারণ কোন পানীয় না। সুতরাং বেশি ঘামলেই স্যালাইন খাওয়া যাবে না।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দিন। বাকি মাসগুলোও রমাদানের রঙে রাঙিয়ে দ...
10/04/2024

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

ঈদ মোবারক।

আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দিন। বাকি মাসগুলোও রমাদানের রঙে রাঙিয়ে দিন।

Address

Gomastapur Upazila Health Complex
Rohanpur

Telephone

+8801831199920

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Sayen Uddin Biswas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Sayen Uddin Biswas:

Share