Sadarpur Hijama Point সদরপুর হিজামা পয়েন্ট

Sadarpur Hijama Point সদরপুর হিজামা পয়েন্ট এখানে হিজামা কাপিং থেরাপি দ্বারা সকল প্রকার ব্যথার চিকিৎসা করা হয়।

14/05/2024

হিজামা একটি সুন্নাতি চিকিৎসা। এর মাধ্যমে উচ্চ রক্তচাপ, মাথাব্যথা(মাইগ্রেন), কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, চুল পড়া,ব্রণ, এলার্জিসহ বিভিন্ন রোগ থেকে নিরাময় লাভ করা যায়।
📖 রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়"-(সহীহ বুখারী)

👉বিস্তারিত জানতে বা আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে কল করুন
☎️ 01703708047
"অথবা"
👉আমাদের চেম্বারে সরাসরি চলে আসুন।
🌡আমাদের ঠিকানা: ডেন্টিস্ট ফিরোজ ডাক্তারের চেম্বারের উপরে, সদরপুর বাজার।

আলহামদুলিল্লাহ 🤲 আমরা আমাদের রোগীদের উপরে চিকিৎসা প্রয়োগের অভিজ্ঞতা থেকে বলতে পারি, কাপিং এর মাধ্যমে নিশ্চিতভাবে চুল পড়া...
22/04/2024

আলহামদুলিল্লাহ 🤲 আমরা আমাদের রোগীদের উপরে চিকিৎসা প্রয়োগের অভিজ্ঞতা থেকে বলতে পারি, কাপিং এর মাধ্যমে নিশ্চিতভাবে চুল পড়া বন্ধ হয়।
মাথায় কাপিং করলে চুল পরা সমস্যার সমাধানের পাশাপাশি আরো অনেক গুলো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান পাওয়া যায়। যেমনঃ-

✅ কাপিং থেরাপি মাথার চাপ বা টেনশন কমাতে সাহায্য করে।
✅ মানসিক শান্তি অনুভব করা যার ফলে ঘুম ভালো হয়।
✅ রক্তচাপ কমায়।
✅ খিটখিটে মেজাজ শান্ত হয়।
তাই আপনার যদি চুল পরা সমস্যা থেকে থাকে এবং আপনি এর সঠিক সমাধান পেতে চান তাহলে কাপিং থেরাপি আপনার জন্য।

👉বিস্তারিত জানতে বা আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে কল করুন
☎️ 01703708047
"অথবা"
👉আমাদের চেম্বারে সরাসরি চলে আসুন।
🌡আমাদের ঠিকানা: ডেন্টিস্ট ফিরোজ ডাক্তারের চেম্বারের উপরে, সদরপুর বাজার।

 #প্রতিদিন_আমাদের_শরীরে_বিভিন্ন_ভাবে_এই_টক্সিন_গুলো_উৎপন্ন_হয়_....বাহিরের ভাজাপুড়া, মাছে বা ফলে থাকা ফরমালিন,পানিতে থাকা...
07/02/2024

#প্রতিদিন_আমাদের_শরীরে_বিভিন্ন_ভাবে_এই_টক্সিন_গুলো_উৎপন্ন_হয়_....
বাহিরের ভাজাপুড়া, মাছে বা ফলে থাকা ফরমালিন,
পানিতে থাকা আয়রন বা আর্সেনিক,ধুমপানের অভ্যাস থাকলে,বায়ূ দুষণের কারনে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করছে সীসা,অ্যালুমিনিয়াম ইত্যাদি এর মত ক্ষতিকারক বস্তু সমুহ।মোটকথা প্রায় সকল মানব দেহেই টক্সিন বিদ্যমান,কারো পরিমানে কম অথবা বেশি।হিজামা/কাপিং এর মাধ্যমে আমরা নির্দিষ্ট পয়েন্ট থেকে ঐ টক্সিনগুলো বের করে ফেলি।যার ফলে আপনি হবেন সুস্থ,সবল এবং শক্তিশালী।এই জন্যই সুস্থ অবস্থায় প্রতি চার মাস অন্তর হিজামা/কাপিং করা উত্তম।

👉দূষিত রক্ত(Toxin) কি?
টক্সিন শরিরের নিরব ঘাতক। টক্সিন হল জৈব বিষ যা মানব দেহে প্রতি মুহূর্তে তৈরি হয়,আবার শরিরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থায় মল, মূত্র,ঘাম এবং নিঃশ্বাসের সাথে টক্সিন বের হয়ে যায়।যদি উৎপন্ন বর্জ্যের পরিমান নির্গত বর্জ্যের থেকে বেশি হয় তবে কিছু পরিমান এই দূষিত দেহে জমতে জমতে টক্সিনে পরিনত হয়।হজমে সমস্যা থাকলে,মলত্যাগে সমস্যা হলে,ঘাম না হলে,পরিমিত পানি পান না করলে শরিরে টক্সিন জমতে শুরু করে বা টক্সিন উৎপন্ন হওয়া সহজ হয়ে যায়।টক্সিন শরিরের কোষগুলোকে দূর্বল করে দেয়। যার ফলে আমরা অল্পতেই অসুস্থ হয়ে পড়ি।
----------------------
👉নাইট্রিক অক্সাই কি?
আমাদের শরীরের প্রতিটি কোষের কাজ এই আশ্চর্য অণু কণার উপর নির্ভর করে! ১৪০০ বছর আগে হিজামাকে সর্বোত্তম চিকিৎসা বলে দেয়া হয়েছে। অথচ আমরা তার খবর জানি না। এই এক নাইট্রিক অক্সাইড থেরাপি বর্তমান বিশ্বে বহুল জনপ্রিয়তা পেয়েছে। অথচ হিজামাতে নাইট্রিক অক্সাইড প্রাকৃতিক ভাবে তৈরি হয়। সাথে সাথে তৈরি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া।
👉হিজামা কি?
হিজামা একটি বিজ্ঞান সম্মত সুন্নতি চিকিৎসা,যা ইউনানী ও আয়ুর্বেদিক সিলেবাসের অন্তর্ভুক্ত।হিজামার মাধ্যমে কাপ ব্যবহার করে দূষিত রক্ত(toxin)বের করে ফেলি,ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় নার্ভগুলো একটিভ হয়,শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে শরির হয় সুস্থ,সবল এবং শক্তিশালী।বিভিন্ন সেলিব্রিটিরাও হিজামা/কাপিং নিয়ে থাকেন,যেমন শহীদ আফ্রিদি, ওমরগুল,ভিরাট কোহলী, নেইমার, মাইকেল ফেলপ্স, জাস্টিন ভেইবার, টাইগার শ্রফ
মাওলানা তারেক জামিল ইত্যাদি আরো অনেকেই❣

👉বিভিন্ন ব্যথার যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে যারা হাজারো চিকিৎসা করে কোন উপকারিতা পাচ্ছেন না,তাদের জন্য হিজামা/কাপিং খুব উপকারি।এটি একটি বিজ্ঞান সম্মত সুন্নতি চিকিৎসা ব্যবস্থা। নির্দিষ্ট একটি রোগের জন্য প্রতি মাসে ১টি করে মোট ৩টি হিজামা/কাপিং থেরাপিই যথেষ্ট ইনশাআল্লাহ।তবে কারো কারো ক্ষেত্রে প্রথম থেরাপিতেই সম্পূর্ণ সুস্থতা চলে আসে ইনশাআল্লাহ ❣
----------------
👉হিজামায় যে সকল রোগের চিকিৎসা করা হয়ঃ-

✅কোলেস্টেরল ✅এলার্জি
✅মাইগ্রেন। ✅মাথা ব্যথা
✅বাত ব্যথা ✅কোমর ব্যথা
✅পায়ে ব্যথা হাটু ব্যথা ✅ঘাড়ে ব্যথা
✅মাংস পেশির ব্যথা ✅দীর্ঘ মেয়াদি মাথা ব্যথা
✅মেরুদন্ড ব্যথা ✅গোড়ালি ব্যথা
✅স্পোর্টস ইঞ্জুরি ✅গেটে বাত
✅চুল পড়া সমস্যা ✅স্মরন শক্তির দূর্বলতা

✅রিউমাটয়েড আর্থ্রাইটিস ✅সায়েটিকা
✅ঘুমের সমস্যা ✅মানসিক সমস্যা
✅মানসিক সমস্যা ✅চর্মরোগ
✅প্যারালাইসি ✅মুখের ব্রণ
✅ইউরিক এসিড। ✅হরমোনাল সমস্যা
✅সাইনোসাইটিস। ✅কিডনি ডিটক্স
✅বডি ডিটক্স ইত্যাদি প্রায় সকল রোগের জন্য হিজামা করানো হয়।
👉✅তাছাড়া নিকোটিনের ক্ষতির প্রভাব থেকে বাচঁতে ধুমপায়ীদের জন্য হিজামা খুবই উপকারি।
--------------------------
❤ হাদিসঃ 📖
✅রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন,"নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়(বুখারী-৫২৯৪/সহিহ মুসলিম-২২০৫)
✅রাসুলুল্লাহ(সাঃ)বলেছেন,"আমি মিরাজের রাতে যাঁদের মাঝ দিয়ে গিয়েছি,তাদের সবাই আমাকে বলেছেন;হে মুহাম্মাদ আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করুন(সুনানে তিরমিযীঃ২০৫৩)

✅রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,"হিজামাকারী কতইনা উত্তম লোক,সে দুষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে(সুনানে তিরমিযীঃ২০৫২)

✅মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হল সর্বোত্তম(আল হাকিম-৭৪৭০)

✅যে আরবি চাঁদের মাসের ২৭তম,১৯তম এবং ২১তম দিনে হিজামা করাবে তা হবে সর্ব রোগের ঔষধ (আবু দাউদ-৩৮৬১)
#হিজামা_কাপিংথেরাপি করানো হয়
👍সিরিয়ালের জন্য যোগাযোগ করুনঃ
☎️ মোবাইলঃ 01703708047
𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩:01703708047
🏥ঠিকানাঃ-
চেম্বারঃ সদরপুর বাজার, সদরপুর

আমরা আমাদের রোগীদের উপরে চিকিৎসা প্রয়োগের অভিজ্ঞতা থেকে বলতে পারি, কাপিং এর মাধ্যমে নিশ্চিতভাবেই চুল পড়া বন্ধ হয়, আলহামদ...
23/01/2024

আমরা আমাদের রোগীদের উপরে চিকিৎসা প্রয়োগের অভিজ্ঞতা থেকে বলতে পারি, কাপিং এর মাধ্যমে নিশ্চিতভাবেই চুল পড়া বন্ধ হয়, আলহামদুলিল্লাহ। একই সাথে বেশ কিছু ইন্টারেস্টিং ফিডব্যাকও আমরা পেয়েছি। যেমন, চুল পড়ার কাপিং করার পরে ফোকাস রাখা সহজ হচ্ছে, ঘুম ভালো হচ্ছে, মেজাজ শান্ত হয়েছে ইত্যাদি।

আপনার যদি চুল পড়ার সমস্যা থাকে, কাপিং আপনার জন্যেই। আমাদের এপয়েন্টমেন্ট নিতে কল করুনঃ 01703708047

#

🌊হিজামা কী ? এবং কেন করাবেন?হিজামা অন্যতম একটি সুন্নাহ চিকিৎসা যা বিজ্ঞান সম্মত। যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক...
19/08/2023

🌊হিজামা কী ? এবং কেন করাবেন?

হিজামা অন্যতম একটি সুন্নাহ চিকিৎসা যা বিজ্ঞান সম্মত। যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যামান রয়েছে।

📌হিজামার পদ্ধতি:

এই চিকিৎসা ব্যবস্থা বহু প্রাচীণ। আগে বাঁশ কিংবা প্রাণীর শিং ব্যবহার করে এই চিকিৎসা করা হত। কিন্তু বর্তমানে শরীরের নির্দিষ্ট কিছু অংশ থেকে সাধারণত গ্লাস কিংবা প্লাস্টিক কাপ ব্যবহার করা হয়। হিজামাতে ছোট ছোট স্ক্র‍্যাচ দেয়া হয় যা রক্তনালীকে ইনজুরি করে ফলে ইনফ্ল্যামেটরি রেসপন্স এর কারনে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এই নাইট্রিক অক্সাইড হচ্ছে এক ধরনের গ্যাস যাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন মিরাকল মলিকিউল। নাইট্রিক অক্সাইড শরীরের সব কোষের ওপর ফাংশান করে। এটা রক্তনালীকে প্রসারিত করে, ব্রেইনে ও হার্টে পুষ্টি বেশি পৌছায়, রক্তচাপ কমায়, যার ফলে মানুষ প্রশান্তি অনুভব করে। এর রয়েছে হাজারো উপকারীতা।

📌কেন হিজামা করাবেন?
রোগীদের পাশাপাশি সুস্থ লোকেরাও হিজামা করাতে পারেন। এতে সুস্থতা নিশ্চিত হওয়ার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।

📌হিজামাতে যে সকল সমস্যায় উপকার হয়:
(১) উচ্চরক্তচাপ,
(২) ঘুমের ব্যাঘাত, স্মৃতিভ্রষ্টতা, মানসিক সমস্যা,
(৩) মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথা ব্যাথা, অস্থি সন্ধির ব্যাথা, পিঠে ব্যাথা, হাঁটু ব্যাথা, দীর্ঘমেয়াদী সাধারণ মাথা ব্যাথা, ঘাড়ে ব্যাথা, কোমর ব্যাথা, পায়ে ব্যাথা, মাংসপেশীর ব্যাথা, দীর্ঘমেয়াদী পেট ব্যথা, হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা।
(৪) সাইনুসাইটিস
(৫) ব্রণ
(৬) কোলেস্টেরল
(৭) হাঁপানি
(৮) গ্যাস্ট্রিক পেইন, গ্যাস্ট্রিক আলসার
(৯) বিষক্রিয়া
(১০) দীর্ঘমেয়াদী চর্মরোগ
(১১) ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
(১২) ফোঁড়া-পাঁচড়া
(১৩) চুল পড়া
(১৪) স্পোর্টস ইঞ্জুরি
(১৫) হরমোনাল সমস্যা
(১৬) ইরে/কটাইল ডিসফাংশন [ই.ডি],
(১৭) মাদকাসক্ত এবং আরও অনেক সমস্যার জন্য হিজামা কার্যকরী ইনশাআল্লাহ।

🌀হযরত আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদিস নম্বর: ৭৪৭০.

🌀হযরত আনাস (রাঃ)থেকে বর্ণিত,তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,"তোমরা যেসব জিনিস দিয়ে চিকিৎসা কর , সেগুলোর মধ্যে সবচেয়ে উত্তম হলো শিঙ্গা লাগানো এবং কুস্তুল বাহারি ( মিঠা কুড়)"।
সহি বুখারী ,হাদিস নাম্বার- 5696.

হিজামা নিয়ে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।

ডাক্তারের পরামর্শে হিজামা সেশন নিতে যোগাযোগ করুন সদরপুর হিজামা পয়েন্টে ।

💠
ঠিকানাঃ সদরপুর বাজার, সদরপুর,
এপয়েন্টমেন্টঃ01703708047

08/08/2023
”কা‌পিং থেরাপী” যাবতীয় ব‌্য-থা জ‌নিত রো‌গের শ্রেষ্ঠ সমাধ‌ান! হাঁটু ব‌্য-থার সমস‌্যায় পে-ইন কি-লার না খে‌য়ে কা‌পিং  থেরা...
08/08/2023

”কা‌পিং থেরাপী” যাবতীয় ব‌্য-থা জ‌নিত রো‌গের শ্রেষ্ঠ সমাধ‌ান!

হাঁটু ব‌্য-থার সমস‌্যায় পে-ইন কি-লার না খে‌য়ে কা‌পিং থেরাপি নিন।

কল করুন- 01703708047

”কা‌পিং থেরাপী” যাবতীয় ব‌্য-থা জ‌নিত রো‌গের শ্রেষ্ঠ সমাধ‌ান!👉 প্রায় ২ হাজার বছ‌রের পুরা‌নো প্রাচীন চি‌-কিৎসা কা‌পিং থে...
27/07/2023

”কা‌পিং থেরাপী” যাবতীয় ব‌্য-থা জ‌নিত রো‌গের শ্রেষ্ঠ সমাধ‌ান!

👉 প্রায় ২ হাজার বছ‌রের পুরা‌নো প্রাচীন চি‌-কিৎসা কা‌পিং থেরাপী।
✅ কা‌পিং থেরাপী রক্ত চলাচল স্বাভা‌বিক ক‌রে।
✅ রোগ প্রতি‌রোধ ক্ষমতা বৃ‌দ্ধি ক‌রে।
✅ মাসল‌কে রিলাক্স ক‌রে।
✅ ব‌্য-থা কমা‌তে চমৎকার কাজ ক‌রে।

কোমর, পিঠ, কাধ এবং হাঁটু ব‌্য-থার সমস‌্যায় পে-ইন কি-লার না খে‌য়ে কা‌পিং থেরাপি নিন।

অথবা কল করুন- 01703708047

Address

Sadrpur Bazar
Sadarpur
7820

Telephone

+8801703708047

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadarpur Hijama Point সদরপুর হিজামা পয়েন্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sadarpur Hijama Point সদরপুর হিজামা পয়েন্ট:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category