Cornea Care, Hikmah Eye Hospital

Cornea Care, Hikmah Eye Hospital Standard cornea care at Dhaka

Hikmah Eye Hospital
26/10/2024

Hikmah Eye Hospital

বন্যায় পানিবাহিত রোগ ও সচেতনতা:- কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মিরসরাইসহ দেশের বেশ কিছু জেলায় বন্যার কারণে পানি জমে জলাবদ্ধ...
24/08/2024

বন্যায় পানিবাহিত রোগ ও সচেতনতা:-
কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মিরসরাইসহ দেশের বেশ কিছু জেলায় বন্যার কারণে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ভয়াবহ অবস্থা ধারন করেছে। এ কারণে ডায়রিয়া, কলেরা, টাইফয়েডসহ নানা রোগ সৃষ্টি হচ্ছে।
একই সঙ্গে সব মানুষ রোগে আক্রান্ত হয় না। ব্যক্তির রোগ প্রতিরোধক্ষমতা কতটুকু, তার শরীরে কতগুলো জীবাণু প্রবেশ করল এবং সে কী ধরনের পরিবেশে থাকে, রোগ হওয়ার হার—এসবের ওপর নির্ভর করে।
এই বন্যার প্রাদুর্ভাবে বিভিন্ন রোগ যেমন দেখা দিচ্ছে বা দেখা যাবে তার মধ্যে চোখর রোগ অন্যতম।চোখের নানান সমস্যার মধ্যে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা দেয় কনজাঙ্কটিভাইটিসের। এটি প্রথমে এক চোখে হয়। পরে অন্য চোখকেও আক্রান্ত করে।
এ রোগ অত্যন্ত ছোঁয়াচে। আক্রান্ত ব্যক্তির কাছাকাছি যাঁরা থাকেন, তাঁরাও এতে আক্রান্ত হন। এ জন্য একটু সতর্ক হওয়া দরকার।
🔸 লক্ষণ:-
* চোখে লাল হয়ে যাওয়া।
* চোখে এবং চোখের পাতায় ময়লা বা কেতুর জমা।
* চোখে ব্যথা বা খচখচ করা।
* চোখ থেকে পানি পড়া।
* চোখের নিচের অংশ ফুলে যাওয়া।
* চোখ জ্বালা করা ও চুলকানি।
* আলোয় কষ্ট হওয়া।
🔸 চিকিৎসা:-
* চোখ ও এর চারপাশ পরিষ্কার রাখতে হবে।
* নখ বা হাত দিয়ে চোখ চুলকাবেন না।
* ময়লা জমলে টিস্যু পেপার বা পাতলা নরম কাপড় দিয়ে পরিষ্কার করে নিন।
* এসময়ে কাছে মক্সিফ্লক্সাছিন বা ক্লোরাম ফেনিকল আই ড্রপ কাছে রাখা যেতে পারে। তবে ব্যবহার এর পূর্বে অবশ্যই চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের পরামর্শ নিতে হবে।
🔸 প্রতিরোধ:-
* চোখ বা মুখ ধোয়ার সময় অবশ্যই পরিষ্কার পানি ব্যবহার করতে হবে।
* সব সময় হাত-পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার রাখার চেষ্টা করুন।
* রাস্তায় নোংরা পানির সংস্পর্শে এলে বাড়ি ফিরেই হাত–পা ধুয়ে ফেলবেন।
* চোখ ভেজা থাকলে টিস্যু পেপার দিয়ে মুছে নিন এবং টিস্যু পেপারটি অবশ্যই ময়লার ঝুড়িতে ফেলবেন। নইলে এ টিস্যু পেপার থেকে সংক্রমণ ঘটতে পারে।
* রোদ চশমা বা চশমার ব্যবহার ভালো। এতে চোখে ভুলবশত হাত লেগে যাওয়া এবং ধুলা ও ধোঁয়া থেকে বাঁচা যায়।
* নিজের ব্যবহার করা প্রসাধনসামগ্রী অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না।
* নিজেও অন্যের ব্যবহৃত তোয়ালে, রুমাল, বালিশ, চাদর, প্রসাধনী ব্যবহার করবেন না।
* চোখ ঘষে চুলকানো যাবে না।
🔸 সতর্কতা:-
* অন্যের কথা শুনে আইড্রপ ব্যবহার করা উচিত হবে না। এতে হিতে বিপরীত হতে পারে।
* চিকিৎসকের পরামর্শ নেবেন।
সকলের সুস্থতা কামনা করছি। আমরা সবাই এই ভয়াবহ দুর্যোগ একসাথে প্রতিহত করব। একে অপরকে সাহায্য করব।

Address

Sahar Khilgaon

Opening Hours

Monday 13:00 - 20:00
Tuesday 13:00 - 20:00
Wednesday 13:00 - 20:00
Thursday 13:00 - 20:00
Saturday 13:00 - 20:00
Sunday 13:00 - 20:00

Telephone

+8801701898299

Alerts

Be the first to know and let us send you an email when Cornea Care, Hikmah Eye Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Cornea Care, Hikmah Eye Hospital:

Share