25/10/2022
বাংলাদেশে সরকারী রেজিষ্ট্রেশন সার্টিফিকেট ও রেজিঃ নম্বর প্রাপ্ত চিকিৎসকদের সম্পর্কে জানুন!
--------------------------------------------
প্রারম্ভিকঃ
--------------
আপনার বা আপনজনের কারো অসুখ হলে বা অসুস্থ হলে- যেখানে সেখানে অনিবন্ধিত, হাতুড়ে, ভুয়া চিকিৎসক দেখাবেন না ও স্বাস্থ্য সমস্যায় পড়বেন না । চিকিৎসা পেশার সরকারী নিবন্ধন (রেজিষ্ট্রেশন সনদপত্র) প্রাপ্ত বিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন, নিরাপদে থাকুন ।
★ সরকারী নিবন্ধন সনদপত্র (Certificate of Registration) প্রাপ্ত আসল চিকিৎসক চেনার সহজ উপায় নিম্নরুপঃ
--------------------------------------------
১। অ্যালোপ্যাথি চিকিৎসকঃ
------------------------------------
এ্যালোপ্যাথি চিকিৎসক হলে "BMDC" (Bangladesh Medical and Dental Council) Dhaka, Bangladesh (Govt. Act. 2010). Government of Bangladesh এর চিকিৎসক নিবন্ধন সনদপত্র (Certificate of Registration) দেখাতে বলবেন, BMDC এর নিবন্ধন থাকলে, তিনি সঠিক আর না থাকলে তিনি ভুয়া চিকিৎসক। "BMDC" মানে "বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল।
ওয়েব সাইডঃ www.bmdc.org.bd--------------
২। হোমিওপ্যাথি চিকিৎসকঃ
--------------------------------------
তিনি হোমিওপ্যাথি চিকিৎসক হলে "BHB" (Bangladesh Homoeopathic Board) Dhaka, Bangladesh. (Govt. Act. 1983). Government of Bangladesh এর চিকিৎসক নিবন্ধন সনদপত্র ( Certificate of Registration) দেখাতে বলবেন, BHB এর নিবন্ধন থাকলে, তিনি সঠিক আর না থাকলে তিনি ভুয়া চিকিৎসক। "BHB" মানে "বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড"।
সরকারী ওয়েব সাইডঃ www.homoeopathicboardbd.org------------------------------------
৩। ইউনানী বা আয়ুর্বেদিক
চিকিৎসকঃ
--------------------------------------------
তিনি ইউনানী বা আয়ুর্বেদিক চিকিৎসক হলে "BBUASM" ( Bangladesh Board of Uniani and Ayurvedic System of Medicine), Dhaka, Bangladesh. (Govt. Bangladesh Homoeopathic Practitioner's Ordinance Act.1983). Government of Bangladesh এর চিকিৎসক নিবন্ধন দেখাতে বলবেন, যদি থাকে তাহলে তিনি সঠিক, না থাকলে তিনি ভুয়া চিকিৎসক। "BBUASM" মানে "বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন"।
সরকারী ওয়েবসাইটঃ
www.bbuasm.govt.bd-------------------------------------------------////
অথবাঃ "DGHS" (Directorate General of Health Services) Dhaka, Bangladesh (স্বাস্থ্য অধিদপ্তর) এর চিকিৎসক নিবন্ধন সনদপত্র (Certificate of Registration) দেখাতে বলবেন, যদি থাকে তাহলে তিনি সঠিক, না থাকলে তিনি ভুয়া চিকিৎসক। "DGHS" মানে "ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস"।
পরিশেষেঃ
---------------------__--------------------
ভুয়া ডিগ্রি ও ভুয়া সার্টিফিকেটধারী এবং হাতুড়ে ডাক্তারদের অপ-চিকিৎসায় তথা রোগী সঠিকভাবে আরোগ্য না হবার কারণে বাংলাদেশ সরকার অনুমোদিত কোর্সকৃত/পাসকৃত এবং চিকিৎসা পেশার সরকারী নিবন্ধন সনদ (রেজিষ্ট্রেশন সার্টিফিকেট) প্রাপ্ত সকল ডিগ্রিধারী চিকিৎসকদের সুনাম ক্ষুন্ন হচ্ছে।
বাংলাদেশ সরকারকে সরকার অনুমোদিত ও সরকারী রেজিষ্ট্রেশন সার্টিফিকেট প্রাপ্ত ডিগ্রিধারী ডাক্তারদের চিকিৎসা পেশার সুনাম ক্ষুন্নকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার।
The BM&DC Official Website and other back-office application systems is temporarily unavailable while we perform scheduled maintenance on our server and application systems. We apologize for any inconvenience this necessary maintenance might cause you. Thank you for your patience.