Modern Homoeo Pharmacy. Santaher

Modern Homoeo Pharmacy. Santaher Homoeopathic medicine

12/04/2024
01/08/2023

ক্যান্সার ও থ্যালাসেমিয়া রোগীদের ফ্রি চিকিৎসা-সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান।

আগামী ২০-০৭-২০২৩ ইং তারিখ হইতে প্রথম , দ্বিতীয় , তৃতীয় ও চতুর্থ বর্ষের ২০২২শিক্ষাবর্ষের ফরম পূরণ শুরু।
15/07/2023

আগামী ২০-০৭-২০২৩ ইং তারিখ হইতে প্রথম , দ্বিতীয় , তৃতীয় ও চতুর্থ বর্ষের ২০২২শিক্ষাবর্ষের ফরম পূরণ শুরু।

12/07/2023

ইনগুইনাল হার্নিয়া: ইনগুইনাল হার্নিয়া হল হার্নিয়ার সবচেয়ে সাধারণ ধরন। তারা সমস্ত হার্নিয়াগুলির প্রায় 70 শতাংশ তৈরি করে। এই হার্নিয়াগুলি ঘটে যখন অন্ত্রগুলি দুর্বল স্পট দিয়ে ধাক্কা দেয় বা নীচের পেটের প্রাচীরে ছিঁড়ে যায়, প্রায়শই ইনগুইনাল খালে।কুঁচকিতে ইনগুইনাল খাল পাওয়া যায়। পুরুষদের ক্ষেত্রে এটি সেই জায়গা যেখানে শুক্রাণু কর্ড পেট থেকে অণ্ডকোষে যায়। এই কর্ডটি অণ্ডকোষ ধরে রাখে। মহিলাদের মধ্যে ইনগুইনাল ক্যানেলে একটি লিগামেন্ট থাকে যা জরায়ুকে ধরে রাখতে সাহায্য করে।
এই ধরনের হার্নিয়া মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি দেখা যায়। এর কারণ হল একজন পুরুষের অণ্ডকোষ শ্বাস-প্রশ্বাসের কিছুক্ষণ পরেই ইনগুইনাল খালে নেমে আসে এবং খালটি তাদের পিছনে প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় বলে মনে করা হয়। কখনও কখনও খালের ডোজ সঠিকভাবে বন্ধ হয় না এবং হার্নিয়াস প্রবণ একটি দুর্বল এলাকা ছেড়ে যায়।

28/04/2023

এনাল ফিশার কেন হয়:
মূলত কোষ্ঠকাঠিন্য অথবা মলত্যাগের সময় জোর করে কোঁত দেওয়ার কারণে মলদ্বার ফেটে যায়। এ ছাড়া শক্ত মল বের হওয়ার সময় মলদ্বার ফেটে যায় বলে মনে করা হয়। যারা আঁশযুক্ত খাবার খান তাদের এ সমস্যাটি কম হয় বলে মনে করা হয়। আঁশযুক্ত খাবারের মধ্যে রয়েছে শাকসবজি, কাঁচা ফলমূল, আলুর ছোলা, ইসবগুলের ভুসি ইত্যাদি।

Address

Santahar
5891

Website

Alerts

Be the first to know and let us send you an email when Modern Homoeo Pharmacy. Santaher posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share