Sapahar Upazila Health Complex, Naogaon.

Sapahar Upazila Health Complex, Naogaon. It is a primary medical service centre in bd. Like it & stay connected to get any health update.

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে এনসিডি কর্ণারের কার্যক্রম শক্তিশালীকরণে নওগাঁর সাপাহার উপজেলায় প্রশিক্ষণ কর্মশালা অন...
18/11/2025

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে এনসিডি কর্ণারের কার্যক্রম শক্তিশালীকরণে
নওগাঁর সাপাহার উপজেলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ জেলার সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে এনসিডি কর্নারের কার্যক্রম তুলে ধরা ও সকল প্রাপ্তবয়সীদের কমিউনিটি ক্লিনিক থেকে রক্তচাপ পরিমাপ, উচ্চ রক্তচাপের রোগীদের বিনামূল্যে এনসিডি কর্নার থেকে ঔষধ সরবরাহ সহ কম্যুনিটি পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিএইচসিপি ও কম্যুনিটি গ্রুপের প্রতিনিধিদের নিয়ে আজ শনিবার (১৭ নভেম্বর) সকাল ৯.৩০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নন-কম্যুনিকেবল ডিজিজ কন্ট্রোল-এনসিডিসি প্রোগ্রাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: আরিফুজ্জামান। প্রাশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন ও সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: প্রিতম সাহা।

বক্তারা বলেন, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারনে সারা দেশে মৃত্যুর মিছিল ক্রমেই লম্বা হচ্ছে। বাংলাদেশে শতকরা ৭০ ভাগ মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ। এর মধ্যে হৃদরোগ, স্ট্রোকসহ সিভিডি জনিত মৃত্যু হার শতকরা ৩৪ ভাগ। শতকরা ১৯ ভাগ অকাল মৃত্যুর জন্য দায়ী এ সমস্ত অসংক্রামক রোগ। এই পরিস্থিতি উন্নয়নের জন্য সরকার উপজেলা হাসপাতালে এনসিডি কর্ণার চালু করেছে। সেখান থেকে সিমপল এপসের মাধ্যমে ডিজিটাল রেজিষ্ট্রেশনকৃত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হচ্ছে। আগামীতে প্রাপ্তবয়সী সকল এলাকাবাসীকে কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সনাক্ত করে এনসিডি কর্নার থেকে সেবা প্রদানের তথ্য তুলে ধরেন।

কর্মশালায়, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনের সরকারের এই কার্যক্রমকে সাধারন মানুষের কাছে পৌছে দিতে স্থানীয় সরকার প্রতিনিধি, গনমাধ্যম কর্মী, মসজিদের ইমামসহ অন্যান্য ধর্মীয় নেতা ও স্কুল কলেজের শিক্ষকদের ভূমিকার উপর জোড় দেয়া হয়। প্রশিক্ষণে উপজেলার ১৭ টি কমিউনিটি ক্লিনিকের সকল সিএইচসিপি ও কমিউনিটি গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। #

এনসিডি কর্ণারের মান উন্নয়নের জন্য কোয়ালিটি ইমপ্রুভমেন্ট এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাপাহার, ...
13/11/2025

এনসিডি কর্ণারের মান উন্নয়নের জন্য কোয়ালিটি ইমপ্রুভমেন্ট এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাপাহার, নওগাঁ।
তারিখ : ১২ নভেম্বর ২০২৫ ইং

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার থেকে নিয়মিতভাবে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং ঔষধ থাকা সাপেক্ষে রোগীদের নিয়মিতভাবে ওষুধ সরবরাহ করা হচ্ছে। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমটি শুরু হয় ২০২১ সালে। কার্যক্রমটি আরও গতিশীল করতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের একটি টিম ধারাবাহিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সহায়তা করে যাচ্ছে।
উক্ত স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের ডিজিটাল সিস্টেমে নিবন্ধিত হতে হবে, যার জন্য জাতীয় পরিচয়পত্র (NID) এবং মোবাইল নম্বর সঙ্গে আনা বাধ্যতামূলক।
রোগীদের প্রতি মাসে নির্ধারিত সময়ে ফলো-আপে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, যাতে রোগীদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এবং হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ জীবননাশী জটিলতা প্রতিরোধ করা সম্ভব হয়।
নিয়মিত ওষুধ গ্রহনের পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খেতে হবে, লবণ কম খেতে হবে, ব্যায়াম করতে হবে ও নিয়মিত হাঁটতে হবে এবং ধূমপান থেকে বিরত থাকতে হবে — এগুলো রোগীদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রনে সাহায্য করবে।

21/09/2025
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন এর উদ্বোধনী অনুষ্ঠান।
15/03/2025

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন এর উদ্বোধনী অনুষ্ঠান।

Scabies (বাংলায় খোশ/পাচড়া) বর্তমানে বাংলাদেশে একটি ভয়াবহ সংক্রামক ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়েছে। এটি Sarcoptes scabiei নামক ...
12/02/2025

Scabies (বাংলায় খোশ/পাচড়া) বর্তমানে বাংলাদেশে একটি ভয়াবহ সংক্রামক ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়েছে।

এটি Sarcoptes scabiei নামক ক্ষুদ্র পরজীবি দ্বারা সৃষ্ট, যা শরীরের তীব্র চুলকানি, জ্বালাপোড়া, অস্বস্তি, এবং রাতে ঘুমের ব্যাঘাত ঘটায়।
রোগটি খুব দ্রুত একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে, এমনকি আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকেও সংক্রমিত হয়।

Scabies-এর ভয়াবহতা:

এটি অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে এবং অনেক পরিবার এই রোগের চিকিৎসা পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করতে পারে না।

যদিও চিকিৎসার খরচ কম, তবে পদ্ধতিটি অনেকের জন্য জটিল।

আপনার করণীয়:
✅ ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন।
✅ আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত পোশাক, বিছানার চাদর ইত্যাদি আলাদা রাখুন।
✅ চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত ব্যবস্থা নিন।
✅ আশেপাশের মানুষদের সচেতন করুন।

Scabies প্রতিরোধে আমরা সবাই একসাথে সচেতন হই এবং অন্যদের সহযোগিতা করি।🤝

সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত প্রতিদিন ভায়া টেস্ট বিনা মুল্যে করা হয়।ভায়া পরীক্ষা জরায়ু মুখের ক্যান্সার ন...
12/02/2025

সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত প্রতিদিন ভায়া টেস্ট বিনা মুল্যে করা হয়।
ভায়া পরীক্ষা জরায়ু মুখের ক্যান্সার নির্ণয়ের একটি সাধারণ পদ্ধতি।
আশার কথা হলো নিয়মিত পরীক্ষা এবং সঠিক সময়ে জরায়ুমুখের ক্যান্সার নির্ণয় করা গেলে, এটিকে সম্পূর্ণ নিরাময় করা যায়।
জরায়ু মুখের ক্যান্সারে সাধারণত বিবাহিত নারীরা আক্রান্ত হয়। এছাড়া আমাদের দেশের আবহাওয়া,
কম বয়সে বিয়ে
এবং সব দিকে বিবেচনায় ৩০ বছরের পর থেকে জরায়ুমুকে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়।
দারিদ্র্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভাব,
সঠিক সময়ে রোগ নির্ণয় অভাব
এবং অসচেতনতাই এই ক্যান্সারে মৃত্যুর হার বেশি।
আমাদের নারীরা তাদের ধর্মীয় ও সামাজিক সংকোচের কারণে স্তন বা জরায়ুর কোনও সমস্যা দেখলে, তা বলতে চান না। দেরিতে তারা যখন রোগ নিয়ে আসেন, তখন আর কোনও উপায় থাকে না।একজন নারীর স্তন বা জরায়ু নিয়ে লজ্জার কিছু নেই । একজন নারী তার জরায়ুতে সন্তান ধারণ করেন। তিনি সন্তান জন্ম দেওয়ার পর প্রথম তার সন্তানকে বুকের দুধ দেন এবং পুষ্টি দেন। তাহলে, তা অবশ্যই গর্বের ও অত্যন্ত সম্মানজনক । তাই
নারীর কোনও সমস্যা দেখা দিলে— অবশ্যই তাকে প্রাথমিক অবস্থায় চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

বছরে একবার করে ভায়া টেস্ট করানো উচিত।

*** ভায়া টেস্ট করার সময় অবশ্যই নিজের আইডি কার্ড৷ আনবেন * **
* **বয়স ৩০ এর অধিক হতে হবে ***
* **সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিঃবিভাগে
৪ নং রুমে নিয়মিত ভায়া টেস্ট করা হয় * **
নিজের পরিবারের মা মেয়ে বোন সহ সকলের যত্ন নিন।
সামান্য কিছু সচেতনতা আমাদের মা দের কস্ট লাঘব করবে, তাদের সু স্বাস্হ্য নিশ্চিত করবে।
ভালো থাকুন,
সুস্থ থাকুন।।।

ডা: মো: তারেক হোসেন
আবাসিক মেডিকেল অফিসার,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাপাহার, নওগাঁ

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ১২০  জন প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়।। কার্ড বিতরন কালে উপস্থিত ছিলেন...
05/02/2025

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে
১২০ জন প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়।।
কার্ড বিতরন কালে
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাপাহার এর
আবাসিক মেডিকেল অফিসার
ডা: মো: তারেক হোসেন।

উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার
জনাব মো: দেলোয়ার হোসেন

এখন এটা নীরব মহামারী তে রুপান্তর হয়েছে।।।
26/01/2025

এখন এটা নীরব মহামারী তে রুপান্তর হয়েছে।।।

সাপাহার হাসপাতালের কিছু অসহায় প্রাণের জীবন সংগ্রামের গল্প শোনায় আপনাদের।ঘটনা ১…সাপাহারের প্রত্যন্ত গ্রামের এক সরল কৃষক...
25/01/2025

সাপাহার হাসপাতালের কিছু অসহায় প্রাণের জীবন সংগ্রামের গল্প শোনায় আপনাদের।

ঘটনা ১…
সাপাহারের প্রত্যন্ত গ্রামের এক সরল কৃষক।প্যানক্রিয়াটাইটিস রোগ নিয়ে বছর ছয়েক আগে রাজশাহীতে গিয়েছিলো অসহায় অশিক্ষিত এক কৃষক।অপারেশন করে সব ভালোই চলছিলো।সম্পত্তি তিন ছেলের নামে ভাগাভাগি করেছে বছর তিনেক আগে।

জীর্ণ শরীর।কোমড়ের একটু উপরে বুকের দিকে আড়াআড়ি একটা লম্বা ক্ষত চিহ্ন।বয়স ষাটের ধারে।বন্ড সই দিয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে।এর আগে কয়েকবার বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানো হয়েছে।ছেলেদের ও অভাবের সংসার।তাই হাসপাতাল ছাড়া অন্য কোথাও চিকিৎসা করানোর সুযোগ নেই।

ফাইন্ডিংস;প্যানক্রিয়াস ক্যান্সার।প্রায় শেষ স্টেজ।তীব্র যন্ত্রণায় বাড়িতে থাকতে পারেনা।অগত্যা হাসপাতাল শেষ আশ্রয়স্থল।হাসপাতাল থেকে জানানো হয়নি তার রোগের কথা।ছয় বছর আগে তার অজান্তেই তার বাম কিডনিটা বের করে নিয়েছে রাজশাহীর সেই ক্লিনিক।সেইটা কয়েকমাস আগে নজিপুরে চিকিৎসা করতে গিয়ে বুঝতে পেরেছে।সরল অসহায় চোখ দুটোতে তীব্র আত্মবিশ্বাস যেন অন্যের অপরাধের শাস্তি স্রষ্টা তাকে দেবেননা।

ঘটনা ২….
বাড়ি সাপাহার উপজেলার অন্য একটি ইউনিয়ন।রোগী প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছে হাসপাতালে।সঙ্গী স্ত্রী।
সারারাতের তীব্র শ্বাসকষ্টে যে তাদের ঘুম হয়নি সেইটা তাদের ক্লান্ত চোখগুলোতে বুঝা যাচ্ছে। নয়টা ছেলের কারোরই বাবা-মাকে নিয়ে বিশেষ চিন্তা নেই।

গ্রামের সবুজ মাঠ,প্রাণ জুড়ানো বাতাস তাকে বঞ্চিত করছে অনবরত। মাঝে মাঝেই তার ফুসফুসে পানি জমে।
জমানো টাকা দিয়ে চিকিৎসা করিয়েছে।টাকা ফুরিয়েছে তবে চিকিৎসার প্রয়োজন ফুরায়নি।অগত্যা সরকারি হাসপাতালে বন্ড সই দিয়ে একটা বেডে পড়ে আছে।

রোগীর ব্লাড ক্যান্সার।অনেক আগেই ডাক্তার বলেছে কেমোথেরাপি দিতে।খরচের অঙ্কটা মুখস্ত।তবে নিষ্ঠুর বাস্তব পৃথিবীতে এখনো একটিও কেমোথেরাপি দিতে পারেনি।বাস্তবতা মেনে নিয়েছে।হাসপাতালের নির্দিষ্ট ওষুধে তার চিকিৎসা চলে।ডাক্তার তার ফুসফুসের জল বের করে দিচ্ছে।একটু স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারাটাই তার একমাত্র চাওয়া।

ঘটনা ৩….
মাঘ মাসের রাত।শীতের তীব্রতায় যখন নগরী প্রায় শুন্য,তখনও মার্কেটের গলিতে এক এক মা তার অসহায় শিশুকে নিয়ে বসে আছে।বাড়ি সাপাহার উপজেলার আরো একটি ইউনিয়নে।স্বামী বাচ্চার দায়িত্ব নেবে না।মেয়ের পরিবারও চায়না এই বাচ্চার দায়িত্ব নিতে।নিউমোনিয়া।হাসপাতালের সীমাবদ্ধতা থাকায় বাচ্চাটাকে ভর্তি করানো যায়নি।কিছু মানবিক প্রাণের হস্তক্ষেপে হাসপাতালে বেড মিললো।তবে সার্বক্ষণিক মনিটরিং ও অক্সিজেন সাপ্লাইয়ের মতো ক্যাপাসিটি নেই
এই হাসপাতালে।দু একজনের ব্যক্তিগত প্রচেষ্টায় রোগীকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব অনেক আশ্বাস দিলেও আসলে এড়িয়েছে বিভিন্ন অজুহাতে।আই সি ইউ এর খরচসহ চিকিৎসা ব্যয় দৈনিক প্রায় ২৫০০-৩০০০টাকা।কিছু স্থানীয় যুবকদের সাথে নিয়ে বাজারের দোকানে দোকানে সাহায্যের বাক্স নিয়ে ঘুরেছেন দিনের পর দিন।রাজশাহীতে নিয়োজিত কিছু প্রাণ রয়েছে,যারা সাপাহারের মানুষদের জন্য ঈশ্বরের দূতের মতো কাজ করে।সকলের সম্মিলিত প্রচেষ্টা বাঁচাতে পারেনি শিশুটিকে।শিশুটিকে দাফন করিয়ে তার মাকে যুব উন্নয়নের ট্রেনিং এর ব্যবস্থা করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিছু মানুষ।

ঘটনা ৪…
এক মধ্য বয়সী এতিম মহিলা।বাড়ি সাপাহারের কোন এক অজপাড়াগাঁয়ে।জীবনে সুস্থ থাকতে তার ১০/১৫ টাকার দেনার দায় টানতে হয়।শরীরে মাঝে মাঝেই হিমগ্লোবিন ৪/৫ এ নেমে আসে।হাসপাতালে এসে ভর্তি হয়।৩/৪ ব্যাগ রক্ত লাগে।স্থানীয় কিছু মানুষ তাকে রক্তের ব্যবস্থা করে দেয়।তাদের (ব্লাড ডোনার)আসা,যাওয়া,জুস,খাওয়া সব খরচ মহিলাকেই দিতে হয়।একটু সুস্হ হলে কাজ কর্ম করে ধার পরিশোধ করে।আবার ধার করে চলে পরবর্তী চিকিৎসা ব্যয়।

এই এই হিমগ্লোবিন কমে যাওয়ার কারণ বের করতে যে খরচ প্রয়োজন তার সেই সামর্থ্য নেই।বছর দুয়েক ধরে চেষ্টা করছে চিকিৎসার খরচ বের করার।তবে স্রষ্টার অদ্ভুত পরিকল্পনায় ১০/১৫ হাজার টাকার চক্করে সে আটকা পড়েছে।

৫০ বেডের একটা হাসপাতালে ৬০/৭০ জন রোগী থাকে নিয়মিত।রোগীর লোকজন সহ সেই সংখ্যা প্রায় ১০০।অল্প কয়টা ডাক্তার।তারা কেমন করে এটাকে মেইনটেইন করছেন এইটা নিয়ে জানার চেষ্টা কি আমারা করছি?প্রায় অর্ধেক খরচে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে সেইটা কি প্রচার করছি?
কি মনে করেন?প্রতিদিন ইন্ডোর-আউটডোর মিলিয়ে কত ঔষুধ বিতরণ করা হয় সেইটা না জেনেই ঔষধ নাই কেন নিয়ে হট্টগোল করলেই রোগীদের উপকার হবে?দুপুরের খাবার মেনুতে কি রাখছে সেইটা দেখলেই আপনারা প্রপার মনিটরিং করছেন?

পরিবার,শুভাকাঙ্খী,নেতা,জনপ্রতনিধি,সবাই যখন হাল ছেড়েছে,তখনো কিছু মানুষ তাদের যন্ত্রণা কমাতে চেষ্টা করে যাচ্ছে অবিরাম।তাদের অনেকের ইকোনোমিক্যাল ও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং।তবুও সব ছাপিয়ে শুধু মানুষের পরিচয়ে তারা প্রায় এক দশক ধরে অসহায় মানুষদের জন্য কাজ করছে।তাদের প্রতি কৃতজ্ঞতা।এই মানুষগুলোই আমাদের গর্ব।

আমরা যারা দেশ বদল,সুষ্ঠ নির্বাচন,অবকাঠামোর পরিবর্তন, আইন শৃংখলা সর্বোপরি দেশের উন্নতি নিয়ে চিন্তা করছি,আমাদের পরিকল্পনায় আসলে কি কি বিষয় বস্তু আছে?মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের বাদ দিয়ে হতদরিদ্রদের পাশে একটু সহযোগিতার হাত বাড়ালেও অনেক বদলাতো দেশ।অনেক বদলাতাম আমরা।এই যত মানুষ দেশের জন্য নিজেকে উৎসর্গের ভাষণ দেই তারা এই অসহায় মানুষগুলোর জন্য কি করতে চাই?২/১ জনের ব্যক্তিগত প্রচেষ্টায় যদি ২/১ টা রোগী ও পরিবার উপকৃত পারে তবে আপনারা এত বড় সংগঠন কেন এইসব মানুষদের জন্য কিচ্ছু করতে পারছেন না ?

আমরা এখনো পড়ে আছি,ভাগাভাগি,মিটিং,মিছিল,ব্যানার,কম্বল বিতরণের ছবি প্রচারে।নিজের ব্যক্তিগত স্বার্থে রাজনৈতিক আশ্রয় খুঁজতে।শেয়াল-হায়নারা দলবদ্ধভাবেই থাকে।দেশটাকে ভাগাড় বানিয়ে যারা পালিয়েছে;আমরা সেই ভাগাড়ের পরবর্তী কাক নয় কী?
লিখা কৃতজ্ঞতায় Tamal Nath

Address

Sapahar
6560

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sapahar Upazila Health Complex, Naogaon. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sapahar Upazila Health Complex, Naogaon.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category