10/05/2025
অর্গানিক তেল বানাতে প্রয়োজন:
পেঁয়াজ
রসুন
দুর্বা ঘাস
ত্রিফলা(বহেড়া আমলকি হরতকি)
তেজপাতা
ক্যাস্টর অয়েল
আমন্ড অয়েল
ভিটামিন ই ক্যাপসুল
রক্ত জবা ফুল
রক্ত জবা ফুলের পাতা
এলোভেরা
কাঠবাদাম
কাজুবাদাম
অলিভ অয়েল
নারকেল তেল
মেহেদি পাতা
কালোজিরা
মেথি
থানকুনি পাতা
প্রথমে সবগুলো পাতা ভালো করে ধুয়ে নিতে হবে তারপর একটি ভালো কড়াইয়ে ৫০০ এম এল নারকেল তেল দিয়ে সবগুলো উপকরণ দিয়ে দিব এবার চুলায় বসিয়ে চুলার আচ মিডিয়াম করে সবগুলো উপকরণ ভালো করে জাল করে নিব যতক্ষণ না সবগুলো উপকরণ উপরের দিকে ভেসে আসছে সবশেষে তেল ভালো করে ছেকে নিয়ে একটা ভালো কাচের পাত্রে সংরক্ষণ করতে হবে তেল ঠান্ডা হওয়ার পর এর সাথে ভিটামিন ই,আমন্ড অয়েল তেল মিক্স করে নিব এভাবে দুই বছর পর্যন্ত এই অর্গানিক তেল সংরক্ষণ করা যাবে।