Blood Fighter For Humanity

Blood Fighter For Humanity Blood Fighter For Humanity

Blood Fighter For humanity এর পক্ষ থেকে  #এসএসসি পরিক্ষার্থী-২০২৫ দেওয়ানগঞ্জ উপজেলায় ছাত্র ভাইদের মধ্যে পরিক্ষা সামগ্রী ...
09/04/2025

Blood Fighter For humanity এর পক্ষ থেকে #এসএসসি পরিক্ষার্থী-২০২৫
দেওয়ানগঞ্জ উপজেলায় ছাত্র ভাইদের মধ্যে পরিক্ষা সামগ্রী উপহার দেয়া হয়।

উপহার উপকরণ হিসেবে যা যা ছিলো:
ফাইল
কলম
পেন্সিল
রাবার
স্কেল

বি:দ্র:সবাইকে না দিতে পেরে আমরা আন্তরিক ভাবে দুঃখীত, সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো।

16/03/2025

"ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি (Blood Fighter For Humanity - BFFH)" হলো একটি অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা ২০২০ সালের ২ জুলাই প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনটি মূলত বিনামূল্যে রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।

সংগঠনের প্রধান কার্যক্রমগুলির মধ্যে রয়েছে:

- **বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়**: জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় ক্যাম্প পরিচালনা করে এখন পর্যন্ত ২০,০০০+ মানুষকে রক্তের গ্রুপ জানানো হয়েছে।
- **রক্ত, প্লাটিলেট ও প্লাজমা সংগ্রহ**: ১৫,০০০+ রোগীর জন্য রক্ত জোগাড় করা হয়েছে।
- **সচেতনতা কার্যক্রম**: মানুষকে থ্যালাসেমিয়া ও সিজারের আগাম রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করা।
- **ত্রাণ সহায়তা**: প্রাকৃতিক দুর্যোগ, ঈদ সামগ্রী, হুইলচেয়ার বিতরণসহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদান।
- **রক্তদান সংস্কৃতি গড়ে তোলা**: মানুষকে উদ্বুদ্ধ করা যাতে তারা নিজেরাই রক্তদাতা সংগ্রহে সচেষ্ট হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা মো. শাকিল আহাম্মেদের দৃষ্টিভঙ্গি হলো প্রত্যন্ত এলাকায় রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিচালনা করা এবং মানুষকে সচেতন করা, যাতে ভবিষ্যতে সংগঠনের প্রয়োজন না হয়। মানুষ নিজ উদ্যোগেই রক্ত সংগ্রহ করতে পারে।

সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা:

- আরও বেশি মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানানো।
- সারা দেশে রক্তদাতা নেটওয়ার্ক শক্তিশালী করা।
- সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য আরও বেশি ক্যাম্পেইন চালানো।

সংক্ষেপে, BFFH জামালপুরের অন্যতম শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন, যা দেশজুড়ে রক্তদান ও মানবসেবায় অসাধারণ ভূমিকা রেখে চলেছে।

আসসালামু আলাইকুম, ঈদ মানে খুশি,, আসন্ন ঈদে, একে অন্যের সাথে খুশী ভাগাভাগি করতে,,, Blood Fighter For Humanity  এর  নিয়মিত...
06/03/2025

আসসালামু আলাইকুম,
ঈদ মানে খুশি,, আসন্ন ঈদে, একে অন্যের সাথে খুশী ভাগাভাগি করতে,,, Blood Fighter For Humanity এর নিয়মিত ঈদ উপহার ইভেন্ট করার প্রস্তুতি নিচ্ছে, সকলের দোয়া/সহোযোগিতা কামনা করি,,,
আমরা হাসবো ওদের সাথে ইনশাআল্লাহ,,

মুমূর্ষু রোগীর প্রাণের টানে থেমো থাকবনা রক্তদানে।   এর তরুণ ডোনার মোঃ রাব্বি  হোসেন অভিষেক A+ রক্তদান করলেন। শুভকামনা রই...
27/02/2025

মুমূর্ষু রোগীর প্রাণের টানে
থেমো থাকবনা রক্তদানে।
এর তরুণ ডোনার মোঃ রাব্বি হোসেন অভিষেক A+ রক্তদান করলেন।
শুভকামনা রইলো।

তোমরা জ্বরকে গালি দিও না কেননা জ্বর গুনাহ দুর করে ।।।।
27/02/2025

তোমরা জ্বরকে গালি দিও না
কেননা
জ্বর গুনাহ দুর করে ।।।।

05/10/2024

সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা 🥰🥀

আলহামদুলিল্লাহ ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি  এর আরও একটি অর্জন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই  হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি  এর স...
06/09/2024

আলহামদুলিল্লাহ
ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি এর আরও একটি অর্জন

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি এর সকল সদস্যদের যাদের অক্লান্ত পরিশ্রম ও বিভিন্ন ত্যাগের বিনিময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। সেই সাথে হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পনে " উপলক্ষে মানবতার সেবায় বিশেষ অবদান রাখায় Blood Fighter For Humanity কে আপনাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আহবান করার মাধ্যমে সন্মানিত করায় অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।❤️

01/09/2024

একটি সাহায্যের আবেদন 🙏" ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি " সংগঠনের তরুন স্বেচ্ছাসেবী Md Shakib Hasan এরবড় ভাই দুর্বৃত্তদের আঘ...
28/08/2024

একটি সাহায্যের আবেদন 🙏
" ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি " সংগঠনের তরুন স্বেচ্ছাসেবী Md Shakib Hasan এর
বড় ভাই দুর্বৃত্তদের আঘাতে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে
চিকিৎসাধীন রয়েছেন। গত ২দিন আগে তার অপারেশন হয়েছে।
তার পরিবার আর্থিকভাবে অসচ্ছল। এমতাবস্থায় আমাদের
সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি
অল্প করে হলেও সহযোগিতা করব।
আশা করছি আপনিও আমাদের সাথে সহযোগিতায় অংশগ্রহণ করবেন।❤️🙏

সাহায্য পাঠানোর মাধ্যম:
01608235663 ( AN Yousuf)
বিকাশ,নগদ,
ধন্যবাদ ❤️

অভিনন্দন ও শুভেচ্ছা  ❤️❤️❤️AN Yousuf  সংগঠনের মানবিক কাজ কে গতিশীল করার লক্ষ্যে"মো: এন ইউসুফ " কে সাধারণ সম্পাদক (ভারপ্র...
26/08/2024

অভিনন্দন ও শুভেচ্ছা ❤️❤️❤️
AN Yousuf
সংগঠনের মানবিক কাজ কে গতিশীল করার লক্ষ্যে
"মো: এন ইউসুফ " কে সাধারণ সম্পাদক
(ভারপ্রাপ্ত) হিসাবে দ্বায়িত্ব প্রদান করা হয়েছে ।
ধন্যবাদ সবাইকে 😍

Address

Sarishabari
2050

Telephone

+8801314836578

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blood Fighter For Humanity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share