
05/04/2025
#ঘরোয়াটিপস
🧠 দুশ্চিন্তা কমানোর ৩টি সহজ উপায়
🌿 জীবন মানেই চ্যালেঞ্জ, কিন্তু দুশ্চিন্তা সবকিছু নষ্ট করে দেয়। চলুন জেনে নেই সহজ ৩টি উপায় যা আপনার মনকে শান্ত রাখবে।
✅ ১. গভীরভাবে শ্বাস নিন (Deep Breathing)
👉 দিনে মাত্র ৫ মিনিট ধীরে ধীরে শ্বাস নিন এবং ছাড়ুন। এতে মাথা ঠান্ডা হয় ও মন শান্ত থাকে।
✅ ২. প্রতিদিন ১৫ মিনিট হাঁটুন
👉 প্রকৃতির মাঝে হাঁটলে শরীর-মন দুটোই হালকা লাগে। সকাল বা সন্ধ্যায় একটু হাঁটুন, একা কিংবা কারো সাথে।
✅ ৩. নিজের পছন্দের কিছু করুন
👉 গান শুনুন, বই পড়ুন, প্রিয়জনের সাথে সময় কাটান—যা ভালো লাগে তাই করুন। এটা মানসিক চাপ কমায়।
🔔 মনে রাখবেন, আপনি একা নন। ছোট ছোট অভ্যাসই দুশ্চিন্তা থেকে মুক্তির চাবিকাঠি হতে পারে। নিজেকে ভালোবাসুন 💚