ম্যাকন ফার্মা-Model Pharmacy

ম্যাকন ফার্মা-Model Pharmacy আমাদের প্রডাক্ট ১০০% অথেনটিক এবং অরজিনাল। ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট নিয়ে উপকৃত হবেন

💯% কার্যকর। 💯% অরিজিনাল   উপকারিতাঃ ✅খাদ্য চাহিদা বাড়িয়ে দিবে। ✅স্থায়ীভাবে কার্যকর।  ✅ খাবারে রুচি বাড়াবে। ✅ ওজন বাড়বে প...
12/01/2025

💯% কার্যকর। 💯% অরিজিনাল

উপকারিতাঃ
✅খাদ্য চাহিদা বাড়িয়ে দিবে।
✅স্থায়ীভাবে কার্যকর।
✅ খাবারে রুচি বাড়াবে।
✅ ওজন বাড়বে প্রতি মাসে।
✅ শরীর দূর্বলতা কমাবে।
✅ কোনো রকম সাইড এফেক্ট ছাড়া।
✅হরমোন কে ব্যলেন্স করে কাজ করবে।
✅ছেলে এবং মেয়ে উভয় এর জন্য সেবনযোগ্য ।

এটি ১০০% ন্যাচরাল প্রোডাক্ট,প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি করা হয়েছে। এতে, কোনো রকম সাইড ইফেক্ট নেই।
প্রোডাক্ট

অর্ডার করতে কল করুন 📞 01677210017 whatsapp করুন।

30/09/2021
সুখবর!!!  সুখবর!!!  সুখবর!!!বর্তমান সময়ের অধিক আলোচিত 'যে কে  লাইফস্টাইল'এর জন্য ব্যবহারিত অর্গানিক এপল সিডার ভিনেগার,অর...
22/11/2020

সুখবর!!! সুখবর!!! সুখবর!!!
বর্তমান সময়ের অধিক আলোচিত 'যে কে লাইফস্টাইল'এর জন্য ব্যবহারিত অর্গানিক এপল সিডার ভিনেগার,অর্গানিক গ্রাস ফ্যাট ঘি, অর্গানিক খাটি সরিষার তেল ও ১০০% খাটি মধু পাওয়া যাবে।
ম্যাকন ফার্মাতে.......
ম্যাকন ফার্মা
কেরানীহকট শপিং সেন্টার।
কেরানীহাট -সাতকানিয়া
চট্টগ্রাম
০১৬৭৭২১০০১৭/০১৮১৫৯৭০৯৬৩

সেপটিক গগল্স ।
11/06/2020

সেপটিক গগল্স ।

KN 95 mask available.
11/06/2020

KN 95 mask available.

এই মহামারীতে নিজেদের নিরাপত্তার নিমিত্তে দৈনন্দিন জীবনে ব্যাবহার করতেই হবে এমন কিছু প্রডাক্ট সংগ্রহ করার চেস্টা করেছি।হ্...
10/06/2020

এই মহামারীতে নিজেদের নিরাপত্তার নিমিত্তে দৈনন্দিন জীবনে ব্যাবহার করতেই হবে এমন কিছু প্রডাক্ট সংগ্রহ করার চেস্টা করেছি।হ্যান্ড স্যানিটাইজার,Kn95 মাস্ক, সেপটিক গগল্স, হ্যান্ড গ্লাব্স,ফেইস সিল্ড, মেইডক্লিন এলকোহলের ফেড, ইত্যাদি।

বেশী পরিমানে সংগ্রহের জন্য ইনবক্স করুন ।
মোবাইল01888172517

ম্যাকন ফার্মায় পাওয়া যাবে

সুস্থ থাকার ১০ সূত্রঃ১. প্রতিদিন খুব সকালে ঘুম থেকে ওঠে দুই অথবা তিন কি.মি. হাঁটুন ।এরপর গোসল করে প্রার্থনা করুন ।এতে মন...
15/01/2020

সুস্থ থাকার ১০ সূত্রঃ
১. প্রতিদিন খুব সকালে ঘুম থেকে ওঠে দুই অথবা তিন কি.মি. হাঁটুন ।
এরপর গোসল করে প্রার্থনা করুন ।
এতে মনএবং প্রাণ সতেজ থাকবে ।
২. সব সময় সোজা হয়ে বসুন ।
৩. যখনই খাবার খাবেন তখন ভালো করে চিবিয়ে খাবার গ্রহণকরুন ।
এতে পাচন ক্রিয়া ঠিকথাকবে ।
মোটা হওয়ার প্রধানকারণহলো তৈলাক্ত এবং মিষ্টিজাতীয়খাবার খাওয়া ।
তাই এ ধরনেরখাবার খুব কম খান ।
৪. সম্ভব হলে সপ্তাহে একদিন উপোস করে শরীরে খাবারের সমতা বজায় রাখুন ।
৫. গাড়ি থাকলেও খুব বেশিগাড়ি চালাবেন না ।
বেশিরভাগ সময় হেঁটেই কাজসারুন ।
এতে করে পায়েরমাংসপেশীর ব্যায়াম হবে ।
আপনি দীর্ঘদিন সুস্থ থাকতেপারবেন ।
৬. বেশি পরিমাণে সবুজ শাক -সবজি আর ফলমূল খান ।
৭. নিজের সব কাজ নিজেকরারইচেষ্টা করুন ।
৮. ব্যস্ত থাকাটা শরীর ও মন—দুয়ের পক্ষে ভালো ।
তাইকাজে যতটা সম্ভব ব্যস্ত থাকুন ।
৯. আপনার রুচি ও ব্যক্তিত্বঅনুয়ায়ী পোশাক পরিধান করুন।
১০. শরীরের নিয়মিত যত্ন নিন ।

লাইক দিয়ে একটিভ থাকুন পেজ এ।
নইলে আমরা হারিয়ে যাব আপনার ওয়াল পেজ থেকে।
আপনার পোষ্ট টা কেমন লেগেছে কমেন্টে জানাবেন।
ধন্যবাদ

আমরা নিশ্চিত করি...... #নির্ভেজাল_ঔষধ #সঠিক_সংরক্ষন_নীতি #প্রয়োজনীয়া_তথ্য_সহকারে_ঔষধ_বিতরন #হোম_ডেলিভারী_সার্ভিস.....   ...
25/05/2018

আমরা নিশ্চিত করি......
#নির্ভেজাল_ঔষধ
#সঠিক_সংরক্ষন_নীতি
#প্রয়োজনীয়া_তথ্য_সহকারে_ঔষধ_বিতরন
#হোম_ডেলিভারী_সার্ভিস.....
কারণ.....
সমগ্র সাতকানিয়া-লোহাগাড়ায় আমরাই প্রথম সরকার অনুমদিত একমাত্র প্রথম মডেল ফার্মেসি( ম্যাকন ফার্মা)
যেখানে ঔষধ প্রসাশন অধিদপ্তরের নির্ধারিত সকল নিয়ম মেনেই শুরু করেছি এবং সরকারী লঘু সম্মিলিত মডেল ফার্মেসির মনোগ্রাম ব্যবহার করার অনুমোদন পেয়েছি.... আলহামদুলিল্লাহ........
নিশ্চই আপনার জীবন রক্ষাকারী একমাত্র ঔষধীয় উপাদানটি অবশ্যই অবশ্যই নিকটবর্তী মডেল ফার্মেসি কিংবা মডেল মেডিসিন সপ থেকে সংগ্রহ করুন-সুস্থ্য থাকুন এবং আপনার আপনজনদের স্বাস্থ্য সুরক্ষায় নিজের সচেতন মনের সঠিক ব্যবহার করুন..........

ঔষধের কাজ রোগ নিরাময় করা। কিন্তু তার বিপরিত  হতে পারে যদি যথাযথভাবে ঔষধ সংরক্ষণ করা না হয়। পত্রিকান্তরে প্রকাশিত একটি প্...
10/05/2018

ঔষধের কাজ রোগ নিরাময় করা। কিন্তু তার বিপরিত হতে পারে যদি যথাযথভাবে ঔষধ সংরক্ষণ করা না হয়। পত্রিকান্তরে প্রকাশিত একটি প্রতিবেদন হতে জানা যায়, সারা দেশে যাচ্ছেতাইভাবে চলছে ঔষধের ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে উঠিছে যে, দেশের ১০ শতাংশেরও কম ঔষধের দোকানে সঠিকভাবে তাপমাত্রা ব্যবস্থাপনা কার্যকর রয়েছে। অর্থাত্ ৯০ শতাংশই চলছে বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়া। ঔষধ বিশেষজ্ঞরা জানাচ্ছেন , বেশিরভাগ ঔষধের কার্যকারিতার সাথে তাপমাত্রার সম্পর্ক রয়েছে । যদি সঠিক তাপমাত্রায় এইসব ঔষধ সংরক্ষণ করা না হয় তবে ওই ঔষধের উপরের মোড়ক, স্ট্রিপ কিংবা বোতল যতই চকচকে থাকুক না কেন কিংবা মেয়াদ যত দিনই থাকুক না কেন— ঔষধের প্রকৃত গুণাগুণ নষ্ট হয়ে যাওয়া স্বাভাবিক। বলার অপেক্ষা রাখে না, অধিক তাপমাত্রায় নষ্ট হয়ে যাওয়া ঔষধ সেবনে রোগীর কোনো উপকারই হয় না। বরং অনেক ক্ষেত্রে নষ্ট ঔষধের কারণে পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হতে হয়।
পরিস্থিতি মোকাবিলায় ঔষধ প্রশাসন অধিদপ্তরও চেষ্টা চালাচ্ছে বটে। চালু করতেছে মডেল ফার্মেসি ব্যবস্থা। কিন্তু এই প্রক্রিয়াও আগাচ্ছে ধীরগতিতে। ঔষধ সংরক্ষণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুনির্দিষ্ট নীতিমালা রয়য়েছে । অ্যান্টিবায়োটিক ঔষধ সংরক্ষণের সর্বোচ্চ তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস হতে হয়। ভ্যাকসিন, ইনসুলিন ও হরমোনজাতীয় ঔষধ সংরক্ষণে প্রয়োজন হয় আরো কম তাপমাত্রা। কিন্তু দেশের অধিকাংশ ফার্মেসিই এইক্ষেত্রে উপযুক্ত নয়। ওই নীতিমালায় ঔষধ সংরক্ষণ কক্ষের আর্দ্রতা ৬০ শতাংশের নিচে রাখার কথা বলা হয়েছে। সংরক্ষণ কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের আবশ্যকতার কথাও উল্লেখ করা হয়েছে । তাপমাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে কিনা, তার জন্য কক্ষের একাধিক স্থানে থার্মোমিটার রাখার কথাও বলা হয়েছে । সর্বোপরি কক্ষের আয়তনভেদে রাখতে হইবে এক বা একাধিক রেফ্রিজারেটর ও ফ্রিজার। ইহা হতে উত্পা তাপ বাহির করিবার জন্য ব্যবস্থা করিতে হইবে একাধিক এগজস্ট ফ্যানের। কিন্তু বাস্তবতা হইল, দেশের বড় শহরগুলির অনেক ফার্মেসিরও ঔষধ সংরক্ষণে উপযুক্ত ব্যবস্থা নাই।
ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্র জানিয়েছে , ইতিপূর্বে অধিদপ্তর হতে চিঠি দিয়া সারা দেশে ঔষধের তাপমাত্রা সঠিকভাবে অনুসরণ করিবার নির্দেশ দেওয়া হয়েছিল ।ঔষধ প্রশাসন অধিদপ্তর ইহা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিচ্ছে , তাতে আমরা আশাবাদী।

সর্বোচ্চ সেবার নিশ্চয়তা , সটিক মান নিয়ন্ত্রন, নির্ভেজাল ঔষধের গ্যারান্টি, ন্যায্য মূল্যে ঔষধ সর্বরাহ ও সটিক তাপমাত্রায় ঔ...
07/05/2018

সর্বোচ্চ সেবার নিশ্চয়তা , সটিক মান নিয়ন্ত্রন, নির্ভেজাল ঔষধের গ্যারান্টি, ন্যায্য মূল্যে ঔষধ সর্বরাহ ও সটিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষন করা হয়।
আপনাদের সেবাই নিয়োযিত ম্যাকন ফার্মা মডেল ফার্মেসি ।

=====   িশ্ব_ম্যালেরিয়া_দিবস।======ম্যালেরিয়ার প্রধান লক্ষণ কাঁপুনি দিয়ে তীব্র জ্বর। এছাড়া মাথা ব্যথা, বমি এমনকি ডাইরিয়া...
25/04/2018

===== িশ্ব_ম্যালেরিয়া_দিবস।======

ম্যালেরিয়ার প্রধান লক্ষণ কাঁপুনি দিয়ে তীব্র জ্বর। এছাড়া মাথা ব্যথা, বমি এমনকি ডাইরিয়াও হতে পারে। বিশ্বে প্রতি বছর হাজার হাজার মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।
কিন্তু আশার কথা হচ্ছে, এটি সম্পূর্ণ প্রতিকার এবং প্রতিরোধযোগ্য।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, পৃথিবী ম্যালেরিয়ামুক্ত করার ব্যাপারে তারা আত্মবিশ্বাসী। ম্যালেরিয়া প্রতিরোধে বিশ্বব্যাপী সমন্বিত কার্যকর পদক্ষেপ নেয়ার কারণে গত এক দশকে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ড. মার্গারেট চ্যান।
স্ত্রী এনোফিলিস মশার মাধ্যমে ম্যালেরিয়া জীবাণু ছড়ায়। ম্যালেরিয়া আক্রান্ত কোন লোককে যখন মশা কামড়ায় তখন তখন মশার দেহে ম্যালেরিয়ার জীবাণু প্রবেশ করে। পরে ঐ মশা যখন অন্য কাউকে কামড়ায় তখন তার দেহেও ম্যালেরিয়া ছড়ায়। রোগীর দেহের রক্ত পরীক্ষার মাধ্যমে ম্যালেরিয়া সনাক্ত করা যায়।
২০১৪ সালে ৯৭টি দেশে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে, আর আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে ৩.৩ বিলিয়ন মানুষ। বিশ্বব্যাপী ম্যালেরিয়া সংক্রমণে মৃত্যুর ৯০ শতাংশই হয়েছে আফ্রিকায়। কিন্তু আশার কথা হচ্ছে ম্যালেরিয়ায় মৃত্যু হার ৫৪ শতাংশ হ্রাস পেয়েছে সেখানে। গত এক যুগে আক্রান্তের সংখ্যা তিন চতুর্থাংশে নেমে এসেছে।
২০১৩ সালে আজারবাইজান ও শ্রীলঙ্কা ম্যালেরিয়া সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। এছাড়াও আর্জেন্টিনা, আর্মেনিয়া, মিশর, ইরাক, কিরগিজিস্তান, মরক্কো ও ওমান ম্যালেরিয়া সংক্রমণের হার শূন্যে নামিয়ে আনতে সক্ষম হয়েছে।
বলা হয়ে থাকে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভাল। কিছু সতর্কতা অবলম্বন করে সহজেই ম্যালেরিয়া প্রতিরোধ করা যায়। যেমন:
 মশারী ব্যবহার করা এবং ঘরের দেয়ালে কীটনাশক ঔষধ ছিটানো।
 বাড়ির আশেপাশে কোন ঝোপ জঙ্গল থাকলে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
 ম্যালেরিয়া প্রবণ এলাকায় বেড়াতে যাওয়ার দুই-তিন মাস আগে ডাক্তারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন হলে ঔষধ খেতে হবে।
 সেখান থেকে ফেরার চার সপ্তার পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিষেধক ঔষধ সেবন করতে হবে।
কিছু ঔষধ গ্রহণ করে ম্যালেরিয়ার চিকিৎসা করা যায়। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে ঔষধ গ্রহণ করতে হবে। মুখে বা শিরাপথে ঔষধ গ্রহণ, যেমন-ক্লোরোকুইন, কুইনিন সালফেট, হাইড্রোক্সি ক্লোরোকুইন, মেফ্লোকুইন, সালফাডক্সিন এবং পাইরিমেথামাইন এর যে কোন একটি অথবা কয়েকটি ঔষধ সেবন করে ম্যালেরিয়ার চিকিৎসা করা হয়ে থাকে।

শুভ সকাল......     ঔষধ কেবল একটি পণ্য নয়।     এটি একটি জীবন রক্ষাকারী অত্যাবস্যকীয় উপাদান। সুতরাং ঔষধের  ক্রয়, সংরক্ষন এ...
10/04/2018

শুভ সকাল......
ঔষধ কেবল একটি পণ্য নয়।
এটি একটি জীবন রক্ষাকারী অত্যাবস্যকীয় উপাদান।
সুতরাং ঔষধের ক্রয়, সংরক্ষন এবং ব্যবহার সম্পর্কে সর্বোচ্চ সচেতনতা এবং সতর্কতা অবল্মবন করুন, নিজে সুস্থ্য থাকুন এবং পরিজনদের সাস্থ্য রক্ষার্থে ঔষধের যৌক্তিক,নিরাপদ ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে ঔষধ ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সচেতন মনের প্রয়োগ করুন..........

Address

Satkania
4000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801815970963

Website

Alerts

Be the first to know and let us send you an email when ম্যাকন ফার্মা-Model Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram