Dr. Mohammad Ibrahim

Dr. Mohammad Ibrahim ডা. মুহাম্মদ ইব্রাহিম
এমবিবিএস
এফসিপিএস -০২ (শিশু)
পিজিটি (মেডিসিন)
মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ

সেবা নিতে যোগাযোগ করুনশনিবার থেকে বুধবার সকাল ১০ টা থেকে ১ টা...
03/09/2025

সেবা নিতে যোগাযোগ করুন
শনিবার থেকে বুধবার
সকাল ১০ টা থেকে ১ টা...

১/আমার শিশু গতকাল হাম রুবেলা/ অন্য কোন টিকা পেয়েছে, আজ ক্যাম্পেইনে কি টাইফয়েড টিকা নিতে পারবে? উত্তর: হ্যা পারবে২/আমার...
02/09/2025

১/আমার শিশু গতকাল হাম রুবেলা/ অন্য কোন টিকা পেয়েছে, আজ ক্যাম্পেইনে কি টাইফয়েড টিকা নিতে পারবে?
উত্তর: হ্যা পারবে

২/আমার শিশু আজ হাম রুবেলা / অন্য কোন টিকা পেয়েছে, আজই আবার ক্যাম্পেইনে কি টাইফয়েড টিকা নিতে পারবে?
উত্তর: হ্যা পারবে

৩/আমার শিশু আজ ক্যাম্পেইনে টাইফয়েড টিকা পেয়েছে, আজই কিম্বা আগামীকাল কি হাম রুবেলা বা অন্য কোন টিকা নিতে পারবে?
উত্তর: হ্যা পারবে

মনে রাখবেন টাইফয়েড টিকা খুবই নিরাপদ। অন্য কোন টিকার সাথে এই টিকার কোন প্রতিক্রিয়া নেই।

সেবা নিতে যোগাযোগ করুন....
27/08/2025

সেবা নিতে যোগাযোগ করুন....

সেবা পেতে যোগাযোগ করুন....
14/08/2025

সেবা পেতে যোগাযোগ করুন....

14/06/2025
10/05/2025

চলছে তীব্র তাপপ্রবাহ ,এই অবস্হায় ডিহাইড্রেশন বা শরীরে পানিশূন্যতা হওয়ার সম্ভাবনা বেশি।।তাই কিছুক্ষণ পরপর পানি পান করুন।।

02/05/2025
20/03/2025

আগামীকাল থেকে নিয়মিত চেম্বার করবো ইনশাআল্লাহ।।সকাল ১১-১২.৩০ শেভরন
দুপুর ৩-৫.৩০ টা নিরাময় মেডিসিন কর্ণার,ভোরবাজার

মেটা নিউমোভাইরাস যা জানা জরুরী :🤏ফুসফুসের সংক্রমণকারী ভাইরাস।🤏অনেক পুরনো ভাইরাস। ২০০১ সালে প্রথম সনাক্ত হয় নেদারল্যান্ড ...
07/01/2025

মেটা নিউমোভাইরাস

যা জানা জরুরী :

🤏ফুসফুসের সংক্রমণকারী ভাইরাস।

🤏অনেক পুরনো ভাইরাস। ২০০১ সালে প্রথম সনাক্ত হয় নেদারল্যান্ড এ।

🤏সাধারণত শীতকালে দেখা দেয় তবে ডিসেম্বর হতে এপ্রিলের মধ্যেও সংক্রমণ এর তথ্য রয়েছে।

🤏এক হতে পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের এই ভাইরাসের সংক্রমণ বেশি হয়।

🤏শিশুদের জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদির অন্যতম কারন এই ভাইরাস।

🤏গবেষণায় দেখা যায় প্রায় শিশুর শরীরেই এই ভাইরাসের বিরুদ্ধে এন্টিবডি রয়েছে।এন্ডিবডি থাকলেও বারবার ইনফেকশন হয়।

🤏এই ভাইরাসের দুইটি জেনো টাইপ ও সাব গ্রুপ রয়েছে।

🤏হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যেও এই ভাইরাস পাওয়া যায় (১০-১৫%)।

🤏 রক্তরোগ ও ক্যান্সার রয়েছে এমন রোগীদের ঝুঁকি বেশি।ডায়াবেটিস ও এইডস হলেও জটিলতা বাড়ে।

🤏ইয়ং, কর্মঠ ও বয়স্কদের মধ্যেও ছড়াতে পারে হাচি কাশির মাধ্যমে।যেমন টা শীতকালের অন্য ভাইরাস দ্বারা হয়ে থাকে।

🤏 শিশুদের শ্বাসযন্ত্রের প্রদাহ ( ব্রংকিওলাইটিস) ও নিউমোনিয়ার জন্য দায়ী এই ভাইরাস।

🤏বয়স্কদের বারবার কাশি হওয়ার বা ভাইরাস সংক্রমণ হয় মেটানিউমোভাইরাসের কারনে।বছরে কয়েকবার আক্রান্ত হয় কেউ কেউ।

🤏 যেসব শিশুদের হার্টের দুর্বলতা বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাদের জটিলতা হয় বেশি।অপরিনত বাচ্চাদের ক্ষেত্রে সংক্রমণ হয় বেশি মাত্রায়।

🔦কি কি লক্ষ্মণ দেখা দেয় :

জ্বর,সর্দি, কাশি, নাক বন্ধ হওয়া, শ্বাসকষ্ট, দুর্বলতা, মাথাব্যথা, অরুচি ইত্যাদি।

এখন করনীয় :

▪️লক্ষ্মণ দেখা দিলে আলাদা হয়ে থাকা

▪️নাক মুখ ঢেকে মাস্ক পরা।

▪️বিজ্ঞানভিত্তিক উপায়ে হাত ধোয়া ও চর্চা করা।

▪️ব্যক্তিগত জিনিসপত্র শেয়ার না করা।

▪️শ্বাসকষ্ট বা বেশি খারাপ লাগলে আস্থাভাজন চিকিৎসক এর পরামর্শ নেওয়া।

আতংকিত না হয়ে সচেতন হউন।স্বাস্থ্যবিধি মেনে চলুন।
লক্ষ্মণ ভিত্তিক চিকিৎসাই মূল চিকিৎসা অদ্যাবধি।
©

Address

Satkania

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mohammad Ibrahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category