
10/03/2025
শুধু তুমি যদি বুঝতে, রোজ রাতে জ্বর কেন আসে।
কেন সন্ধ্যা নামলেই মন খারাপ হয়, কেন একাকিত্ব আর মাইগ্রেনের যন্ত্রণা ঘাপটি মেরে বসে থাকে মস্তিষ্কে!
যদি জানতে, বিরহ ছাড়া প্রেম হয় না।
ভালোবাসার বিপরীতে লেখা থাকে অবহেলা, অপূর্ণতা আর না পাওয়ার আক্ষেপ! শুধু তুমি যদি একটুখানি বুঝতে আমায়। জীবনের রং সাদাকালো না হয়ে বরং লাল, নীল কিংবা হলুদ বর্ণ হতে পারতো।
যদি জানতে, ভালোবাসা গভীর হলেই মানুষ একাকিত্বে ভোগে! সম্পর্ক সময় চায়, অধিকার চায়, চায় নির্ভরযোগ্য কাঁধ। প্রচন্ড দুঃখ পেলে যে কাঁধে মাথা রেখে কান্না করা যায়। মানুষ দুঃখ পেলেই তো কাউকে ভালোবাসতে চায়।
যদি বুঝতে, মানুষ ভালোবাসে কেন।
কেন এত আকুলতা নিয়ে মানুষ অভিমানে নিশ্চুপ নীরবতায় হাঁপিয়ে উঠে! যদি নীরবতার ভাষা জানতে, তবে আফসোস নিয়ে এত দূরে থাকা হতো না।
কথা ফুরালেই জ্বর আসে!
রাতে ঘুম আসে না, বিরহ অনলে পুড়তে থাকে মন। সহস্র মানুষের ভীড়েও নিজেকে একা লাগে খুব! মনে হয়, সব আছে শুধু তুমি পাশে নেই!
ইস!!
শুধু তুমি যদি বুঝতে, পৃথিবীতে তুমি ছাড়া এ অসুখ সারবে না কিছুতেই। তুমি একটু আধটু বুঝতে পারলেই হতাশাকে বুড়ো আঙুল দেখিয়ে দিতাম। এইসব জ্বরের ঘোরে আবোলতাবোল না বকে শুধু তোমার বুকেই মিশে যেতাম। তুমি বুঝতে চাওনা বলেই পৃথিবীতে নীরবতার ভাষা এত কঠিন! জ্বর দেখার বাহানায় কপালে হাত রেখে তুমি ছুঁয়ে দেখো না বলেই মন খারাপ, বিষন্নতা অবলীলায় ছুঁয়ে দেয় মন।।