21/02/2022
যে যে রােগের চিকিৎসা করা হয় ঃ-
১। সিজার
২। ডি এন্ড সি
৩। জরায়ুর যেকোন অপারেশন
৪। প্রসুতি মায়ের যে কোন সমস্যা (গর্ভপাত, গর্ভাবস্থায় রক্ত যাওয়া,
প্রেসার ইত্যাদি)
- ৫। যে কোন গাইনী রোগের সমস্যা (অতিরিক্ত, ধাতুস্রাব, বন্ধ্যাত্ব,
পিআইডি ইত্যাদি, বাচ্চাদের যােনীপথে পর্দা Labial Adhesion)
৬। স্তনের যে কোন সমস্যা ।
সুষম খাবারের তালিকা ঃ-
* ভাত বা রুটি
* ডিম/কলিজা/মাথাসহ ছােট মাছ/মুরগির মাংস
দুধ বা দুধের তৈরী পুষ্টিকর খাবার
* যেকোনাে ধরনের ডাল যেমন ও মসুর, মুগ, মটর, মাষকলাই, অড়হর
* রঙ্গিন ফল এবং শাক-সবৃজি যেমন ও আম, কাঁঠাল, পাকা পেঁপে, কলা,
পেয়ারা, পালংশাক, কচু শাক, মিষ্টি কুমড়া, শিমের বিচি।
* আয়ােডিন যুক্ত লবণ ইত্যাদি।
"গর্ভবতী মাকে বেশি খাওয়ালে পেটের বাচ্চা বড় হয় আর প্রসবে কষ্ট হয়"
-এ ধারণাটি সঠিক নয়।