07/06/2023
ফিজিওথেরাপি চিকিৎসার জনক পের হেনরিক লিং (১৭৭৬–১৮৩৯) যাকে 'ফাদার অব সুইডিশ জিমন্যাস্টিক'ও বলা হয়ে থাকে, ১৮১৩ সালে রয়্যাল সেন্ট্রাল ইনস্টিটিউট অব জিমন্যাস্টিক স্থাপন করেন, যেখানে সফট টিস্যু মোবিলাইজেশন, ম্যানিপুলেশন এবং এক্সারসাইজের মাধ্যমে চিকিৎসা শুরু করা হয়।