Anwara Memorial Hospital & Diagnostic Center, Satkhira

Anwara Memorial Hospital & Diagnostic Center, Satkhira Anwara Memorial Clinic & Diagnostic Centre is one of the leading referral clinics in Satkhira.

আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
আপনার স্বাস্থ্যের নির্ভরযোগ্য সহযাত্রী।
বিশ্বস্ত চিকিৎসা, সঠিক নির্ণয়, ও আন্তরিক সেবা – সবকিছু এক ছাদের নিচে।
সেবা নয়, দায়িত্ব – আপনার সুস্বাস্থ্যের অঙ্গীকার। We are dedicated to providing exceptional services and advanced facilities to support your overall wellbeing. Led by the renowned physicians and skilled healthcare workers, our team is available 24 hours.

🦠 টাইফয়েড জ্বর: বিপজ্জনক কারণ ও করণীয়টাইফয়েড এক ধরনের সংক্রমণজনিত জ্বর, যা Salmonella Typhi ও Salmonella Paratyphi ব্যাক...
07/11/2025

🦠 টাইফয়েড জ্বর: বিপজ্জনক কারণ ও করণীয়
টাইফয়েড এক ধরনের সংক্রমণজনিত জ্বর, যা Salmonella Typhi ও Salmonella Paratyphi ব্যাকটেরিয়ার কারণে হয়। দূষিত পানি বা খাবারের মাধ্যমে এই জীবাণু শরীরে প্রবেশ করে এবং ধীরে ধীরে জ্বর, দুর্বলতা, মাথাব্যথা, ও পেটব্যথার মতো উপসর্গ দেখা দেয়।
⚠️ কেন টাইফয়েড জ্বর বিপজ্জনক
যদি সময়মতো চিকিৎসা না নেওয়া হয়, এই জ্বর থেকে হতে পারে—
* অন্ত্রে ঘা বা ছিদ্র (intestinal perforation)
* লিভারের প্রদাহ ও হেপাটাইটিস
* মস্তিষ্কে সংক্রমণ বা প্রদাহ
* কিডনি ও হৃদযন্ত্রের জটিলতা
অচিকিৎসিত অবস্থায় রোগীর **জীবন ঝুঁকির মধ্যেও পড়তে পারে।
💉 টাইফয়েড টিকা (Typhoid Vaccine)
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত ‘**টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV)**’ বর্তমানে সবচেয়ে কার্যকর ও নিরাপদ প্রতিরোধ ব্যবস্থা।
গবেষণায় দেখা গেছে, এই টিকা প্রথম বছরে ৮০% এর বেশি সুরক্ষা** দিতে সক্ষম।
বাংলাদেশে প্রথমবারের মতো ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে
এক ডোজ টিকা দেওয়া হচ্ছে।
✅ টিকার পর হালকা জ্বর বা ইনজেকশন স্থানে ব্যথা ছাড়া বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
✅ এটি শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ।
🩺 করণীয়
* সবসময় ফুটানো বা বিশুদ্ধ পানি পান করুন
* রাস্তার খাবার ও অপরিষ্কার পানি এড়িয়ে চলুন
* হাত ভালোভাবে ধুয়ে খাবার খান
* জ্বর বা পেটব্যথা দীর্ঘস্থায়ী হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন
🕊️ সচেতন থাকুন, নিরাপদ থাকুন। টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণ করুন।
📍আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল
📞 01712-023400
সদর হাসপাতালের পূর্ব পাশে, পলাশপোল, সাতক্ষীরা
#টাইফয়েড #স্বাস্থ্যসচেতনতা
#আনোয়ারা_মেমোরিয়াল_হাসপাতাল_এন্ড_ডায়াগনস্টিক_সেন্টার
#সাতক্ষীরা #ভ্যাকসিন
#স্বাস্থ্যপরামর্শ

মুখের ভেতর ছত্রাকের সংক্রমণ: কারণ, লক্ষণ ও প্রতিরোধআমাদের মুখগহ্বরে স্বাভাবিকভাবে অসংখ্য অণুজীব বসবাস করে—যাদের কিছু উপক...
05/11/2025

মুখের ভেতর ছত্রাকের সংক্রমণ: কারণ, লক্ষণ ও প্রতিরোধ
আমাদের মুখগহ্বরে স্বাভাবিকভাবে অসংখ্য অণুজীব বসবাস করে—যাদের কিছু উপকারী, আবার কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ক্ষতিকর হয়ে ওঠে।
এর মধ্যে Candida albicans নামের একধরনের ছত্রাক মুখ ও খাদ্যনালিতে সাধারণত সুপ্ত অবস্থায় থাকে। কিন্তু মুখের ভেতরের ভারসাম্য নষ্ট হলে এই ছত্রাক দ্রুত বৃদ্ধি পেয়ে জিব, মাড়ি, তালু বা ঠোঁটে সাদা আস্তরণ, ব্যথা ও জ্বালাপোড়া তৈরি করে। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় **ওরাল ক্যান্ডিডিয়াসিস (Oral Candidiasis)।
🦠 সংক্রমণের কারণ
👉 যাঁদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাঁদের এই সংক্রমণের ঝুঁকি বেশি।
👉 এইচআইভি, ক্যানসার, কেমোথেরাপি বা রেডিওথেরাপি গ্রহণকারী রোগী, শিশু ও প্রবীণদের মধ্যে এটি বেশি দেখা যায়।
👉 দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবনে মুখের উপকারী ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়, ফলে ছত্রাক বৃদ্ধি পায়।
👉 ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে মুখের লালায় চিনির পরিমাণ বেড়ে ছত্রাক বৃদ্ধিকে উৎসাহিত করে।
👉 তামাক ও ধূমপান ছত্রাক সংক্রমণ দ্রুত বাড়ায়।
👉 ইনহেলার ব্যবহারকারী (অ্যাজমা বা ফুসফুস রোগী) সঠিকভাবে কুলকুচি না করলে সংক্রমণ হতে পারে।
👉 কৃত্রিম দাঁত সঠিকভাবে পরিষ্কার না করলে তাতেও ছত্রাক জন্ম নিতে পারে।
⚠️ সাধারণ লক্ষণ ও উপসর্গ
🔹 জিব, গাল, তালু বা ঠোঁটে সাদা দুধের মতো আস্তরণ বা দাগ
🔹 ঘষলে ওই অংশে লাল ক্ষত বা জ্বালাপোড়া
🔹 ঝাল বা মসলাযুক্ত খাবার খেলে পোড়া অনুভূতি
🔹 খাবার গিলতে কষ্ট বা স্বাদ না পাওয়া
🔹 মুখে শুষ্কতা ও রুচিহীনতা
🔹 ঠোঁটের কোণে ব্যথাযুক্ত ফাটল
🔹 কখনও কখনও জ্বরও থাকতে পারে
💊 চিকিৎসা ও প্রতিরোধ
🩺 চিকিৎসকের পরামর্শে সাধারণত **অ্যান্টিফাঙ্গাল ওষুধ দেওয়া হয়।
💊 অ্যান্টিবায়োটিক এই রোগে কাজ করে না।
🥗 ঝাল, তেল-চর্বিযুক্ত ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলা উচিত।
প্রতিরোধে করণীয়:
✅ নিয়মিত দাঁত ও জিব পরিষ্কার রাখুন
✅ কৃত্রিম দাঁত নিয়মিত পরিষ্কার করুন এবং রাতে খুলে রাখুন
✅ অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাবেন না
✅ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন
✅ ইনহেলার ব্যবহারের পর কুলকুচি করুন
✅ পর্যাপ্ত পানি পান করুন ও ভিটামিন সি–যুক্ত ফল খান
✅ ধূমপান, অ্যালকোহল ও অতিরিক্ত মাউথওয়াশ ব্যবহার থেকে বিরত থাকুন
🩺মুখের ছত্রাক সংক্রমণকে ছোট সমস্যা মনে করা ঠিক নয়।সময়মতো চিকিৎসা না নিলে এটি খাদ্যনালি ও গলার গভীর অংশেও ছড়িয়ে যেতে পারে।
📍 আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল
📞 01712-023400
📍 সদর হাসপাতালের পূর্ব পাশে, পলাশপোল, সাতক্ষীরা

🩺 চুলকানি: শুধু অ্যালার্জি নয়, হতে পারে ভয়ানক রোগের ইঙ্গিত!চুলকানি মানেই অ্যালার্জি বা চর্মরোগ—এমনটা ভাবা ভুল। অনেক সময় ...
04/11/2025

🩺 চুলকানি: শুধু অ্যালার্জি নয়, হতে পারে ভয়ানক রোগের ইঙ্গিত!
চুলকানি মানেই অ্যালার্জি বা চর্মরোগ—এমনটা ভাবা ভুল। অনেক সময় এই সাধারণ চুলকানিই শরীরের ভেতরে লুকিয়ে থাকা **গুরুতর রোগের আগাম সংকেত** হতে পারে।
চলুন জেনে নিই, কোন কোন মারাত্মক রোগের সঙ্গে চুলকানির সম্পর্ক রয়েছে 👇
🫀 লিভারের সমস্যা:
দীর্ঘদিনের লিভার ডিজিজে চুলকানি একটি সাধারণ উপসর্গ। বিশেষ করে **ফ্যাটি লিভার বা অ্যালকোহলিক লিভার ডিজিজে** এটি বেশি দেখা যায়। অনেক সময় এটি হাতের তালু থেকে শুরু হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে।
💢 দাদ বা ফাঙ্গাল ইনফেকশন:
চুলকানির সঙ্গে ব্যথা ও ঝিনঝিন ভাব থাকলে দাদ হতে পারে। সাধারণত মুখ, বগল বা শরীরের একপাশে ছোট ফোসকার মতো র‍্যাশ দেখা দেয়।
🎗️ ক্যানসার:
লিভার, পিত্তথলি, রক্ত বা ত্বকের কিছু ক্যানসারে দীর্ঘস্থায়ী চুলকানি দেখা দিতে পারে। তাই কারণহীন চুলকানি কখনোই অবহেলা করা উচিত নয়।
🍬 ডায়াবেটিস:
টাইপ-২ ডায়াবেটিস রোগীর প্রায় এক-তৃতীয়াংশই চুলকানিতে ভোগেন। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে ত্বক শুষ্ক হয়ে যায়, ফলে বিশেষ করে হাত-পা ও মাথার ত্বকে চুলকানি দেখা দেয়।
💧কিডনি সমস্যা:
দীর্ঘস্থায়ী কিডনি রোগে ত্বকে তীব্র চুলকানি হতে পারে, যা রোগীর ঘুম, মানসিক শান্তি ও জীবনযাত্রার মান কমিয়ে দেয়। বিশেষ করে যারা **ডায়ালাইসিসে আছেন**, তাদের মধ্যে এটি বেশি দেখা যায়।
🦋 থাইরয়েড সমস্যা:
থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমে বা বেড়ে গেলে ত্বক ও চুলের গঠন পরিবর্তিত হয়, ফলে ত্বক শুকিয়ে গিয়ে চুলকানি হয়।
🧬অটোইমিউন রোগ:
শরীরের প্রতিরোধ ব্যবস্থা নিজের টিস্যু আক্রমণ করলে যেসব রোগ হয়—যেমন সোরিয়াসিস, লুপাস, ডার্মাটাইটিস ইত্যাদি, সেগুলোর একটি সাধারণ উপসর্গ হলো দীর্ঘস্থায়ী চুলকানি।
🔍 সতর্ক সংকেত:
যদি চুলকানি কয়েক সপ্তাহের বেশি স্থায়ী হয়, ত্বকের রঙ পরিবর্তন বা ক্ষত সৃষ্টি হয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
💬 স্বাস্থ্যসচেতন থাকুন, ছোট উপসর্গও অবহেলা করবেন না।
📍 আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল
📞 01712-023400
📍 সদর হাসপাতালের পূর্ব পাশে, পলাশপোল, সাতক্ষীরা

চর্ম ও যৌন রোগ নিয়ে আর লজ্জা নয়, এখন সঠিক চিকিৎসা পাচ্ছেন আপনার শহরেই!আর লজ্জা নয়!ডাঃ তারেক মোঃ শাহজাহানএমবিবিএস, বিসিএ...
03/11/2025

চর্ম ও যৌন রোগ নিয়ে আর লজ্জা নয়, এখন সঠিক চিকিৎসা পাচ্ছেন আপনার শহরেই!
আর লজ্জা নয়!
ডাঃ তারেক মোঃ শাহজাহান
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (চর্ম ও যৌন)
ফেলোশীপ ইন ডার্মাটোলজি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
বিএমডিসি রেজিঃ নং এ-৫২৫৩২
✨ চর্ম, যৌন ও এলার্জি রোগ বিভাগ ✨
✅ কোন কোন সমস্যায় চিকিৎসা দেওয়া হয়
🔹 চর্মরোগ (Skin Diseases):
• একজিমা, সোরিয়াসিস, খোসপাঁচড়া
• ফোড়া, ব্রণ, চুল পড়া, মাথার ত্বকের সমস্যা
• দাদ, ফাঙ্গাল সংক্রমণ, ভাইরাসজনিত ত্বকের রোগ
🔹 যৌন ও সেক্স রোগ (Sexual & Reproductive Health):
• পুরুষ ও নারীর যৌন সমস্যা
• যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা
• যৌনবাহিত রোগ (STDs) যেমন সিফিলিস, গনোরিয়া, হার্পিস
🔹 এলার্জি (Allergy):
• চর্ম এলার্জি, চুলকানি, শরীরে ফুসকুড়ি
• খাবারজনিত বা ওষুধজনিত এলার্জি
• শ্বাসকষ্ট বা হাঁপানির সাথে সম্পর্কিত ত্বকের এলার্জি
🔹 কুষ্ঠরোগ (Leprosy):
• কুষ্ঠরোগের প্রাথমিক চিহ্ন ও চিকিৎসা
• স্নায়ু, ত্বক ও হাড়ের জটিলতা প্রতিরোধ
✅ কসমেটিক ডার্মাটোসার্জারি (Cosmetic Dermatosurgery)
এখন শুধু রোগ নিরাময় নয়, সুন্দর ও আত্মবিশ্বাসী হওয়ার জন্য কসমেটিক সার্ভিসও রয়েছে—
• ব্রণ/পিম্পল দাগের চিকিৎসা
• লেজার দিয়ে অবাঞ্ছিত লোম অপসারণ
• তিল, আঁচিল, দাগ অপসারণ
• কেমিক্যাল পিল, মাইক্রোডার্মাব্রেশন
• ত্বক ফর্সা ও টানটান করার চিকিৎসা
কেন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টের কাছে চিকিৎসা জরুরি?
চর্ম ও যৌন রোগ নিয়ে অনেকেই লজ্জা পান বা চিকিৎসা নিতে দেরি করেন। এতে জটিলতা বাড়ে। সঠিক সময়ে চিকিৎসা নিলে রোগ দ্রুত ভালো হয় এবং ভবিষ্যৎ ঝুঁকি কমে যায়।
👉 এখনই সিরিয়াল করুন
প্রতি-বৃহস্পতিবার
আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
সদর হাসপাতালের পূর্ব পাশে, পলাশপোল, সাতক্ষীরা
মোবাইল-01712-023400

















See less

🔹মাত্র ৭ দিনেই কমান ইউরিক অ্যাসিড — চিকিৎসকের পরামর্শে জানুন ১১টি কার্যকর উপায়🔹বর্তমান ব্যস্ত ও মানসিক চাপপূর্ণ জীবনে উ...
02/11/2025

🔹মাত্র ৭ দিনেই কমান ইউরিক অ্যাসিড — চিকিৎসকের পরামর্শে জানুন ১১টি কার্যকর উপায়🔹
বর্তমান ব্যস্ত ও মানসিক চাপপূর্ণ জীবনে উচ্চ ইউরিক অ্যাসিড একটি সাধারণ স্বাস্থ্যসমস্যা হয়ে উঠেছে। ধীরে ধীরে শরীরে জমে থাকা এই অ্যাসিড অবহেলা করলে গেঁটে বাত, কিডনি জটিলতা এমনকি দীর্ঘমেয়াদি মেটাবলিক সমস্যাও দেখা দিতে পারে।
তবে সুসংবাদ হলো — কিছু সহজ ও প্রাকৃতিক অভ্যাস মেনে চললে মাত্র এক সপ্তাহেই ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে আনা সম্ভব।
এই বিষয়ে পরামর্শ দিয়েছেন মেটাবলিক চিকিৎসক ও স্পোর্টস ফিজিও ডা. সুধাংশু রায়, যিনি উচ্চ ইউরিক অ্যাসিড কমাতে ৭ দিনের জন্য ১১টি প্রাকৃতিক উপায় উল্লেখ করেছেন।
🩺 ১. পুরিনযুক্ত খাবার এড়িয়ে চলুন
লাল মাংস, লিভার, সামুদ্রিক মাছ (শেলফিশ, অ্যাঙ্কোভি) ইত্যাদি পুরিনসমৃদ্ধ খাবার ইউরিক অ্যাসিডে রূপান্তরিত হয়। এগুলো কমিয়ে আনলে ইউরিক অ্যাসিড জমা প্রতিরোধ করা যায়। এর পরিবর্তে শাকসবজি, পূর্ণ শস্য ও কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার বেছে নিন।
💧 ২. পর্যাপ্ত পানি পান করুন (২-৩ লিটার প্রতিদিন)
কিডনি ইউরিক অ্যাসিড শরীর থেকে বের করে দেয়, তাই প্রতিদিন অন্তত ৮–১০ গ্লাস পানি পান করুন। চাইলে লেবু পানি বা নারকেল পানি খেলে ডিটক্স উপকার পাওয়া যায়।
🚫 ৩. অ্যালকোহল ও চিনিযুক্ত পানীয় সীমিত করুন
বিয়ার ও মদ ইউরিক অ্যাসিড বাড়ায়, আর কোমল পানীয়ে থাকা ফ্রুক্টোজও একইভাবে ক্ষতিকর। পরিবর্তে পানি, হারবাল চা বা চিনি ছাড়া পানীয় নিন।
🏃‍♂️ ৪. প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন
নিয়মিত হাঁটা বা সাইক্লিং রক্তসঞ্চালন বাড়িয়ে কিডনির কার্যক্ষমতা উন্নত করে, ফলে ইউরিক অ্যাসিড সহজে বের হয়।
🧪 ৫. কিডনির কার্যক্ষমতা পরীক্ষা করুন
সিরাম ক্রিয়েটিনিন ও eGFR টেস্টের মাধ্যমে কিডনি ঠিকভাবে কাজ করছে কি না জেনে নিন। কিডনি দুর্বল হলে ইউরিক অ্যাসিড জমে যায়।
🧘 ৬. মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন
চাপ বাড়লে কর্টিসল হরমোন ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায়। ধ্যান, যোগব্যায়াম বা গভীর শ্বাস নেওয়ার অভ্যাস রাখলে উপকার মেলে।
🍒 ৭. চেরি জুস বা ভিটামিন সি গ্রহণ করুন
চেরি জুসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমায়। কমলা, পেয়ারা বা ভিটামিন সি সাপ্লিমেন্ট ইউরিক অ্যাসিডের উৎপাদন কমাতে সাহায্য করে।
🍖 ৮. লাল মাংসের পরিমাণ কমান
গরু, খাসি, শূকরের মাংস পুরিনসমৃদ্ধ। এগুলো সীমিত করুন, আর বিকল্প হিসেবে ডিম, টফু বা মাছ খান।
⚖️ ৯. স্বাস্থ্যসম্মত ওজন বজায় রাখুন
অতিরিক্ত ওজন কিডনির কার্যক্ষমতা কমায় এবং ইউরিক অ্যাসিড জমে যায়। তাই ওজন নিয়ন্ত্রণে রাখুন।
🍽️ ১০. উপবাস বা ক্র্যাশ ডায়েট থেকে বিরত থাকুন**
অত্যধিক উপবাস শরীরে কিটোন বাড়ায়, যা ইউরিক অ্যাসিড নির্গমন বাধাগ্রস্ত করে। নিয়মিত ও সুষম খাবার খান।
🥛 ১১. কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খান
কম চর্বিযুক্ত দুধ, দই ও চিজ ইউরিক অ্যাসিডকে প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত দুগ্ধজাত খাবার গ্রহণে গেঁটে বাতের ঝুঁকি ৪৮% পর্যন্ত কমে।
💡স্মরণ রাখুন:
উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখা মানে শুধু গেঁটে বাত প্রতিরোধ নয়— এটি সার্বিক শরীরের ভারসাম্য ও সুস্থতা বজায় রাখে।
মাত্র ৭ দিনের সচেতন অভ্যাসে আপনি পেতে পারেন দীর্ঘমেয়াদি সুস্থ জীবন।
যে কোনো স্বাস্থ সংক্রন্ত প্রয়োজনে আমরা আছি আপনার পাশে –
📍 আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল
📍 সদর হাসপাতালের পূর্ব পাশে, পলাশপোল, সাতক্ষীরা
📞 01712-023400

31/10/2025

✨ “আরও স্পষ্ট, আরও নির্ভুল, আরও আধুনিক!”
🩺 এখন আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে অত্যাধুনিক SPY AIM 4K Endoscopic System 💡
🔬 উচ্চ মানের 4K রেজোলিউশন ও স্পাই টেকনোলজির মাধ্যমে
➡️ সার্জারি এখন আরও নিরাপদ, নির্ভুল ও সফল।
➡️ রোগ নির্ণয় আরও সহজ ও দ্রুত।
📞 যোগাযোগ: 01712-023400

🔬 যেসব লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দিতে পারেক্যানসার এমন একটি নীরব ঘাতক রোগ, যা প্রাথমিক অবস্থায় শনাক্ত করা না গেলে মারাত্ম...
31/10/2025

🔬 যেসব লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দিতে পারে
ক্যানসার এমন একটি নীরব ঘাতক রোগ, যা প্রাথমিক অবস্থায় শনাক্ত করা না গেলে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিছু সাধারণ শারীরিক পরিবর্তন দেখা যায়, যা ক্যানসারের প্রাথমিক ইঙ্গিত হতে পারে। তাই এসব লক্ষণ অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
চলুন জেনে নেই — শরীরে ক্যানসারের উপস্থিতি বোঝার কিছু সাধারণ লক্ষণ 👇
⚠️ ১. ওজন কমে যাওয়া ও অতিরিক্ত ক্লান্তি
ডায়েট, শরীরচর্চা বা কোনো কারণ ছাড়াই যদি ওজন হঠাৎ কমে যায়— এটি ক্যানসারের একটি সাধারণ উপসর্গ হতে পারে। একইসঙ্গে কাজ না করেও সারাক্ষণ ক্লান্তি অনুভব করা বা দুর্বল লাগা কোলন বা পেটের ক্যানসারের ইঙ্গিত দিতে পারে।
⚠️ ২. দীর্ঘস্থায়ী ব্যথা
হাড় বা মস্তিষ্কে টিউমার হলে দীর্ঘদিন ধরে এক জায়গায় ব্যথা থাকতে পারে। এমনকি কিছু রক্তের ক্যানসারে (যেমন লিম্ফোমা) কয়েক সপ্তাহ ধরে জ্বর বা হাড়ের ব্যথা স্থায়ী হতে পারে। তাই ৩ দিনের বেশি জ্বর বা ব্যথা উপেক্ষা করবেন না।
⚠️৩. দীর্ঘদিনের কাশি বা গলা বসে যাওয়া
দীর্ঘদিন কাশি থাকা বা গলার স্বর বদলে যাওয়া ফুসফুস, ভয়েস বক্স বা থাইরয়েড ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে।
⚠️ ৪. অস্বাভাবিক রক্তক্ষরণ
পায়খানা বা প্রস্রাবে রক্ত দেখা গেলে, এটি কোলন, মলদ্বার বা মূত্রথলির ক্যানসারের লক্ষণ হতে পারে।
এছাড়া লিউকেমিয়া বা রক্তের ক্যানসারে রক্তশূন্যতা ও দুর্বলতা দেখা দিতে পারে।
⚠️ ৫. ত্বকের পরিবর্তন
ত্বকে নতুন তিল, ফুসকুড়ি, কালচে বা বাদামি দাগ কিংবা পুরোনো তিলের রঙ ও আকারে পরিবর্তন— এসবই ত্বকের ক্যানসারের ইঙ্গিত হতে পারে।
দীর্ঘদিন মুখে ঘা বা ক্ষত না সারলে সেটি ওরাল ক্যানসারেরও লক্ষণ হতে পারে।
⚠️৬. পুরুষদের মধ্যে সাধারণ ক্যানসার
প্রোস্টেট, ফুসফুস ও কলোরেক্টাল ক্যানসার সবচেয়ে সাধারণ। প্রস্রাব করতে অসুবিধা বা মূত্রে রক্ত দেখা দিলে চিকিৎসকের পরামর্শ জরুরি।
⚠️ ৭. নারীদের মধ্যে সাধারণ ক্যানসার
স্তন, জরায়ু, ডিম্বাশয় ও কোলোরেক্টাল ক্যানসার বেশি দেখা যায়।
যোনি দিয়ে অস্বাভাবিক স্রাব বা রক্তপাত, পেটে ব্যথা বা ফোলাভাব, স্তনে পরিবর্তন বা ব্যথা— এগুলো অবহেলা না করে দ্রুত পরীক্ষা করানো উচিত।
🩺মনে রাখবেন:
প্রাথমিক অবস্থায় ক্যানসার শনাক্ত করা গেলে চিকিৎসায় সুস্থতা সম্ভব। নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনই ক্যানসার প্রতিরোধের মূল চাবিকাঠি।
📍আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল
📞 01712-023400
সদর হাসপাতালের পূর্ব পাশে, পলাশপোল, সাতক্ষীরা
**

🎉 আমাদের প্রিয় জয়ন্ত স্যারকে জন্মদিনের শুভেচ্ছা! 🎉আজকের এই বিশেষ দিনে আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল এর পক্ষ থেকে আমাদের...
30/10/2025

🎉 আমাদের প্রিয় জয়ন্ত স্যারকে জন্মদিনের শুভেচ্ছা! 🎉
আজকের এই বিশেষ দিনে আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল এর পক্ষ থেকে আমাদের সম্মানিত শিক্ষক, প্রিয় সহকর্মী ও পথপ্রদর্শক ডাঃ জয়ন্ত স্যারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 💐
আপনার আন্তরিকতা, জ্ঞান, নেতৃত্ব ও মানবিক আচরণ আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।
আপনার মতো একজন গুণী চিকিৎসক ও মহান মানুষকে পেয়ে আমরা সত্যিই গর্বিত। ❤️
আপনার জীবনের প্রতিটি দিন হোক সুস্থতা, সাফল্য ও সুখে ভরা।
শুভ জন্মদিন স্যার! 🎂🎈
আপনার জন্য রইলো অগণিত দোয়া ও শুভকামনা। 🙏

30/10/2025

🦷 দাঁতের যত্নে অবহেলা বাড়াচ্ছে মস্তিষ্ক ও হৃদরোগের ঝুঁকি 😱
দাঁত ও মাড়ির যত্ন শুধু হাসি সুন্দর রাখার জন্য নয়— এটি আপনার মস্তিষ্ক ও হৃদয়ের সুরক্ষার সঙ্গেও সরাসরি যুক্ত।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, দাঁতের রোগ বা মাড়ির প্রদাহ মস্তিষ্কের কোষ নষ্ট করে, এমনকি স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি ৮৬% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে!
🔹 গবেষণায় দেখা গেছে—
* দাঁতের সমস্যা থাকলে মস্তিষ্কের “হোয়াইট ম্যাটার”-এ ক্ষতি হয়, যা স্মৃতি ও চিন্তাশক্তি কমিয়ে দেয়।
* দাঁত ও মাড়ির সংক্রমণ রক্তনালিতে প্রদাহ সৃষ্টি করে, যা রক্ত জমাট বাঁধা ও স্ট্রোকের কারণ হতে পারে।
🪥 বিশেষজ্ঞদের পরামর্শঃ
প্রতিদিন নিয়মিত ব্রাশ ও ফ্লস করুন, বছরে অন্তত দুবার দন্তচিকিৎসকের পরামর্শ নিন।
এতে দাঁত যেমন ভালো থাকবে, তেমনি মস্তিষ্ক ও হৃদয়ও থাকবে নিরাপদ। ❤️
👉 মনে রাখুন, “দাঁতের যত্ন মানে শুধু মুখের নয়— পুরো শরীরের যত্ন।”
📍 আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল
📞 01712-023400
সদর হাসপাতালের পূর্ব পাশে, পলাশপোল, সাতক্ষীরা

ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন সমস্যায় ভুগছেন? সঠিক চিকিৎসায় আজই সুস্থতার পথে✨ সাতক্ষীরার প্রথম মহিলা এন্ডোক্রাইনোলজিস্ট...
29/10/2025

ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন সমস্যায় ভুগছেন? সঠিক চিকিৎসায় আজই সুস্থতার পথে
✨ সাতক্ষীরার প্রথম মহিলা এন্ডোক্রাইনোলজিস্ট – ডাঃ শারমিন নাহার
👉 ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগে বিশেষজ্ঞ চিকিৎসা, এখন আপনার কাছেই!
ডায়াবেটিস, মেডিসিন, থাইরয়েড ও হরমোন জনিত রোগ বিশেষজ্ঞ
ডাঃ শারমিন নাহার
এমবিবিএস, ডিইএম (বারডেম)
এ্যাডভান্সড ট্রেনিং ইন এন্ডোক্রাইনোলজী (ইউএসএ)
সহকারী অধ্যাপক (এন্ডোক্রাইনোলজী বিভাগ)
আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ, যশোর।
যেসব জটিল রোগের চিকিৎসা দেন:
ডায়াবেটিস (Diabetes Mellitus),
গর্ভাবস্থায় ডায়াবেটিস থাইরয়েড সমস্যা (থাইরয়েড টিউমার),
বৃদ্ধি কম বা বেশী হওয়া মোটা হওয়া (Obesity),
চর্বির সমস্যা (Dyslipidaemia)
মাসিকের বিভিন্ন সমস্যা (Menstrual Cycle Problems)
অল্প বয়সে ব্লাড প্রেসার হওয়া
বাচ্চাদের বৃদ্ধি কম হওয়া, হাড় ক্ষয় হওয়া
বন্ধ্যাত্ব (Infertility)মেয়েদের মুখে চুল হওয়া (Hirsutism)
পুরুষদের (Breast) স্তন বেড়ে যাওয়া (Gynaecomastia)
পুরুষদের Premature Ejeculation (কম সময়ে বীর্যপাত এবং Erecile Dysfunction
কম বয়সে (Breast enlargement) এবং পুরুষদের পুরুষাঙ্গ ও অন্ডকোষ বড় বা ছোট হওয়া প্রতি বৃহস্পতিবার
হরমোন রোগ সমূহঃ
হাইপোথাইরয়েড- লক্ষণ সমূহ
অতিরিক্ত ওজন, মাসিক অনিয়মিত, দুর্বল লাগা, চুল পড়ে যাওয়া, শীত বেশি লাগা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি।
হাইপার থাইরয়েড-
ওজন কমে যাওয়া, অনিয়মিত মাসিক, দূর্বলতা, গলা ফোলা, উঠতে গেলে ব্যাথা অনুভূত হওয়া ইত্যাদি।
গর্ভঅবস্থায় থাইরয়েড জনিত সমস্যা।
শরীরের ক্যালসিয়াম কমে যাওয়া-
মুখের চারপাশে বোধ কম হওয়া, হাত-পা বাকা হয়ে যাওয়া।
স্টেরয়েড জাতীয় ঔষধ সেবনের ফলে অনিতা ও জটিলতা
হঠাৎ শরীর ফুলে যাওয়া ।
হঠাৎ মুখে পানি আসা।
মেয়েদের মুখে লোম গজানো, অতিরিক্ত ব্রন হওয়া, ঘাড় কালো হয়ে যাওয়া ।
বয়ঃসন্ধি দেরিতে আসা -
ছেলেদের স্তন বৃদ্ধি (Gynaecomastia)
অবিবাহিত মেয়েদের বুক থেকে দুধ নিঃসৃত হওয়া (milk secretion)
হাড় ক্ষয় জনিত বা
অতিরিক্ত ওজন বৃদ্ধি ।
বাচ্চাদের বৃদ্ধি কম হওয়া
ডায়াবেটিস ও ডায়াবেটিস জনিত জটিলতাঃ-
হাত-পা অবাস লাগা সুচের মতো ব্যাথা অনুভূত হওয়া।
হঠাৎ পা ফুলে যাওয়া/ পানি আসা ।
প্রসাবের সাথে সাদা ফেনার মতো লক্ষণ দেখা।
শারিরীক সক্ষমতা কমে যাওয়া ।
খাবার ঠিকমত হজম না হওয়া।
গর্ভঅবস্থায় ডায়াবেটিস।
প্রতি শুক্রবার
আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল
সিরিয়ালের জন্য কল করুন - 01712-023400
আজই এপয়েন্টমেন্ট নিন, সুস্থ জীবনের পথে এক ধাপ এগিয়ে যান।
#ডায়াবেটিস #থাইরয়েড #হরমোন_সমস্যা #এন্ডোক্রাইনোলজি #ডাঃ_শারমিন_নাহার

#হরমোন_চিকিৎসা
#ডায়াবেটিস_চিকিৎসা #থাইরয়েড_চিকিৎসা

🌟 অর্থোপেডিক্স, ট্রমা, স্পাইন এবং আর্থ্রোপ্লাস্টি বিশেষজ্ঞ এখন সাতক্ষীরায়!🌟হাড় ভাঙা, বাত ব্যথা, মেরুদণ্ড (Spine) বা ঘাড...
29/10/2025

🌟 অর্থোপেডিক্স, ট্রমা, স্পাইন এবং আর্থ্রোপ্লাস্টি বিশেষজ্ঞ এখন সাতক্ষীরায়!🌟
হাড় ভাঙা, বাত ব্যথা, মেরুদণ্ড (Spine) বা ঘাড় ব্যথা, হাটু ও জয়েন্টের সমস্যা — এসব নিয়ে ভোগছেন?
এখন আপনার শহরেই পাবেন অভিজ্ঞ অর্থোপেডিক বিশেষজ্ঞের সেবা। 💙
👨‍⚕️ডাঃ মোঃ মেহেদী হাসান
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (অর্থোপেডিক সার্জারী-এফপি)
ডি-অর্থো (অর্থোপেডিক সার্জারী)
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), ঢাকা
🔹 অর্থোপেডিক্স
🔹 ট্রমা সার্জারি
🔹 স্পাইন ও মেরুদণ্ড সমস্যা
🔹 আর্থ্রোপ্লাস্টি (হাড়-জোড়া প্রতিস্থাপন)
🔹 ঘাড়, হাঁটু ও জয়েন্টের ব্যথা চিকিৎসা
সহকারী রেজিস্ট্রার, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল
🏥 চিকিৎসা পাওয়া যাবে:
📍 আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল
📍 সদর হাসপাতালের পূর্ব পাশে, পলাশপোল, সাতক্ষীরা
📞 01712-023400
💬 আপনার হাড়-জোড়া, স্পাইন বা জয়েন্টের সমস্যা নিয়ে আজই যোগাযোগ করুন।*\
🩺 সুস্থ জীবনে ফিরুন, অভিজ্ঞ অর্থোপেডিক সার্জনের হাতে নিরাপদ চিকিৎসায়।
#আনোয়ারা_মেমোরিয়াল_হাসপাতাল #সাতক্ষীরা

🤒 সর্দিজ্বর, ডেঙ্গু বা চিকুনগুনিয়ার সময় কি টাইফয়েডের টিকা দেওয়া যায়?অনেকেই জানতে চান — যদি সর্দিজ্বর, ডেঙ্গু বা চিকুনগুন...
28/10/2025

🤒 সর্দিজ্বর, ডেঙ্গু বা চিকুনগুনিয়ার সময় কি টাইফয়েডের টিকা দেওয়া যায়?
অনেকেই জানতে চান — যদি সর্দিজ্বর, ডেঙ্গু বা চিকুনগুনিয়ার মতো উপসর্গ থাকে, তখন কি টাইফয়েড টিকা দেওয়া যাবে?
👉 উত্তর হলো — না।
জ্বর বা কোনো সক্রিয় রোগ (Active Disease) চলাকালীন টাইফয়েড টিকা বা অন্য কোনো টিকা দেওয়া উচিত নয়।
কারণ, অসুস্থ অবস্থায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে। তখন টিকা দিলে শরীর অতিরিক্ত চাপের মধ্যে পড়ে এবং পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে — যেমন জ্বর, ব্যথা বা অস্বস্তি।
💉 টিকা নেওয়ার আগে সতর্কতা:
* যদি আগে থেকেই জ্বর বা সংক্রমণ থাকে, তবে টিকা না নেওয়াই ভালো।
* জ্বরের সময় টিকা দিলে মূল রোগ শনাক্তে দেরি হতে পারে, যা জটিলতা বাড়াতে পারে।
* সম্পূর্ণ সুস্থ হওয়ার পর চিকিৎসকের পরামর্শে টিকা নেওয়া নিরাপদ।
🍽️ টাইফয়েড প্রতিরোধে করণীয়:
* রাস্তার ধারে অস্বাস্থ্যকর খাবার একদম না খাওয়া।
* শুধুমাত্র বিশুদ্ধ ও ফুটানো পানি পান করা।
* হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা।
* অসুস্থ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া।
🦠 টাইফয়েড কীভাবে হয়?
টাইফয়েড জ্বর হয় সালমোনেলা টাইফি বা সালমোনেলা প্যারাটাইফি নামের ব্যাকটেরিয়ার সংক্রমণে।
এই জীবাণুগুলো দূষিত খাবার বা পানির মাধ্যমে শরীরে প্রবেশ করে।
টাইফয়েড জ্বরের জটিলতা ভয়াবহ হতে পারে —
যেমন 👉 অন্ত্রে ছিদ্র, হেপাটাইটিস, মস্তিষ্কে প্রদাহ, এমনকি জীবনহানিও ঘটতে পারে।
⚗️ টাইফয়েড টিকা সম্পর্কে জানা দরকার:
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত টাইফয়েড টিকাগুলো অনেক ধাপের পরীক্ষার পর ব্যবহারের জন্য অনুমতি পায়।
তবে কিছু মানুষের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, যেমন—
* টিকার স্থানে হালকা ব্যথা বা লালচে ভাব
* সামান্য জ্বর
👉 এসব ক্ষেত্রে একটি সাধারণ প্যারাসিটামল খেলে উপশম হয়।
💡 উপসংহার:
সর্দিজ্বর বা ডেঙ্গু থাকলে টিকা না নিয়ে আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন।
চিকিৎসকের পরামর্শ নিয়ে টাইফয়েড টিকা নিন এবং স্বাস্থ্যকর অভ্যাসে নিজে ও পরিবারকে নিরাপদ রাখুন।
📍আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল
📞 01712-023400
📍 সদর হাসপাতালের পূর্ব পাশে, পলাশপোল, সাতক্ষীরা
#আনোয়ারা_মেমোরিয়াল_হাসপাতাল #সাতক্ষীরা #টাইফয়েড #টাইফয়েড_টিকা #স্বাস্থ্যসচেতনতা #ডেঙ্গু #চিকুনগুনিয়া #সর্দিজ্বর #ভ্যাকসিন

Address

Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when Anwara Memorial Hospital & Diagnostic Center, Satkhira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Anwara Memorial Hospital & Diagnostic Center, Satkhira:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category