07/11/2025
🦠 টাইফয়েড জ্বর: বিপজ্জনক কারণ ও করণীয়
টাইফয়েড এক ধরনের সংক্রমণজনিত জ্বর, যা Salmonella Typhi ও Salmonella Paratyphi ব্যাকটেরিয়ার কারণে হয়। দূষিত পানি বা খাবারের মাধ্যমে এই জীবাণু শরীরে প্রবেশ করে এবং ধীরে ধীরে জ্বর, দুর্বলতা, মাথাব্যথা, ও পেটব্যথার মতো উপসর্গ দেখা দেয়।
⚠️ কেন টাইফয়েড জ্বর বিপজ্জনক
যদি সময়মতো চিকিৎসা না নেওয়া হয়, এই জ্বর থেকে হতে পারে—
* অন্ত্রে ঘা বা ছিদ্র (intestinal perforation)
* লিভারের প্রদাহ ও হেপাটাইটিস
* মস্তিষ্কে সংক্রমণ বা প্রদাহ
* কিডনি ও হৃদযন্ত্রের জটিলতা
অচিকিৎসিত অবস্থায় রোগীর **জীবন ঝুঁকির মধ্যেও পড়তে পারে।
💉 টাইফয়েড টিকা (Typhoid Vaccine)
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত ‘**টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV)**’ বর্তমানে সবচেয়ে কার্যকর ও নিরাপদ প্রতিরোধ ব্যবস্থা।
গবেষণায় দেখা গেছে, এই টিকা প্রথম বছরে ৮০% এর বেশি সুরক্ষা** দিতে সক্ষম।
বাংলাদেশে প্রথমবারের মতো ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে
এক ডোজ টিকা দেওয়া হচ্ছে।
✅ টিকার পর হালকা জ্বর বা ইনজেকশন স্থানে ব্যথা ছাড়া বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
✅ এটি শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ।
🩺 করণীয়
* সবসময় ফুটানো বা বিশুদ্ধ পানি পান করুন
* রাস্তার খাবার ও অপরিষ্কার পানি এড়িয়ে চলুন
* হাত ভালোভাবে ধুয়ে খাবার খান
* জ্বর বা পেটব্যথা দীর্ঘস্থায়ী হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন
🕊️ সচেতন থাকুন, নিরাপদ থাকুন। টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণ করুন।
📍আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল
📞 01712-023400
সদর হাসপাতালের পূর্ব পাশে, পলাশপোল, সাতক্ষীরা
#টাইফয়েড #স্বাস্থ্যসচেতনতা
#আনোয়ারা_মেমোরিয়াল_হাসপাতাল_এন্ড_ডায়াগনস্টিক_সেন্টার
#সাতক্ষীরা #ভ্যাকসিন
#স্বাস্থ্যপরামর্শ