Anwara Memorial Hospital & Diagnostic Center, Satkhira

Anwara Memorial Hospital & Diagnostic Center, Satkhira Anwara Memorial Clinic & Diagnostic Centre is one of the leading referral clinics in Satkhira.

আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল
আপনার স্বাস্থ্যের নির্ভরযোগ্য সহযাত্রী।
বিশ্বস্ত চিকিৎসা, সঠিক নির্ণয়, ও আন্তরিক সেবা – সবকিছু এক ছাদের নিচে।
সেবা নয়, দায়িত্ব – আপনার সুস্বাস্থ্যের অঙ্গীকার। We are dedicated to providing exceptional services and advanced facilities to support your overall wellbeing. Led by the renowned physicians and skilled healthcare workers, our team is available 24 hours.

🏥 সাইনাস থেকে থাইরয়েড—সব চিকিৎসা এখন এক ছাদের নিচে!আপনার নাক-কান-গলার সমস্যার নির্ভরযোগ্য সমাধান –আনোয়ারা মেমোরিয়াল হ...
24/01/2026

🏥 সাইনাস থেকে থাইরয়েড—সব চিকিৎসা এখন এক ছাদের নিচে!
আপনার নাক-কান-গলার সমস্যার নির্ভরযোগ্য সমাধান –
আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
👨‍⚕️ নাক, কান, গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন
ডাঃ মোঃ সেলিম রেজা
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমএস (ইএনটি), পিজি হাসপাতাল, ঢাকা
সহযোগী অধ্যাপক, নাক-কান-গলা বিভাগ
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল
BMDC Reg No: A-73267
🔹 যে সকল রোগের চিকিৎসা করা হয়ঃ
✅ নাক বন্ধ, সাইনাস সমস্যা
✅ কান দিয়ে পুঁজ পড়া, কম শোনা বা না শোনা
✅ টনসিল, কণ্ঠস্বরের অসুবিধা
✅ মাথা ও ঘাড়ের টিউমার, হেড-নেক সার্জারির জটিল রোগ
✅ শিশু ও বয়স্কদের সকল প্রকার নাক-কান-গলার সমস্যা
✅ থাইরয়েড ও গলগণ্ড রোগ
🕒 রোগী দেখার সময়ঃ
প্রতিদিন দুপুর ২টা – রাত ৮টা পর্যন্ত
📍 ঠিকানাঃ
আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
সদর হাসপাতালের পূর্ব পাশে, পলাশপোল, সাতক্ষীরা
📞 সিরিয়ালের জন্য যোগাযোগ করুনঃ 01712-023400
#নাককানগলারচিকিৎসা
#সাইনাসচিকিৎসা
#টনসিলঅপারেশন
#থাইরয়েডচিকিৎসা
#সাতক্ষীরা
#সাতক্ষীরাডাক্তার
#আনোয়ারা_মেমোরিয়াল_হাসপাতাল
#ডাঃ_সেলিম_রেজা








ফ্যাটি লিভারকে অবহেলা করছেন? বিপদ কিন্তু ধীরে আসেলিভারে যখন অতিরিক্ত চর্বি জমতে থাকে, তখন সেটাকে আমরা সাধারণভাবে **ফ্যাট...
24/01/2026

ফ্যাটি লিভারকে অবহেলা করছেন? বিপদ কিন্তু ধীরে আসে
লিভারে যখন অতিরিক্ত চর্বি জমতে থাকে, তখন সেটাকে আমরা সাধারণভাবে **ফ্যাটি লিভার** বলি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয়
Metabolic Dysfunction–Associated Steatotic Liver Disease (MASLD)**।
ফ্যাটি লিভার কি ভবিষ্যতে লিভার ক্যানসারের ঝুঁকি বাড়ায়?
কী বলছেন বিশেষজ্ঞরা?
কলকাতার একটি বেসরকারি হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ **ডা. সন্দীপ গঙ্গোপাধ্যায়** জানান,
লিভারে দীর্ঘদিন অতিরিক্ত ফ্যাট জমে থাকলে সেখান থেকে ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে।
বর্তমানে অনেক মানুষেরই বিভিন্ন পরীক্ষায় ফ্যাটি লিভার ধরা পড়ছে। এর পেছনে প্রধান কারণ হলো
🔹 অতিরিক্ত জাঙ্ক ফুড
🔹 অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস
🔹 কম শারীরিক পরিশ্রম
কারা বেশি ঝুঁকিতে?
✔️ ডায়াবেটিস আছে
✔️ উচ্চ কোলেস্টেরল রয়েছে
✔️ উচ্চ রক্তচাপের সমস্যা আছে
✔️ নিয়মিত রেড মিট, চিজ ও চর্বিযুক্ত খাবার খান
তাদের ক্ষেত্রে ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি অনেক বেশি।
অবহেলা করলে কী হতে পারে?
ফ্যাটি লিভারকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করা মোটেও নিরাপদ নয়। দীর্ঘদিন চিকিৎসা না হলে এটি ধীরে ধীরে রূপ নিতে পারে—
➡️ **নন-অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস (NASH)**
➡️ **লিভার সিরোসিস**
➡️ **লিভার ক্যানসার**
পরিসংখ্যান অনুযায়ী, ফ্যাটি লিভারে আক্রান্ত প্রতি **১০০ জনের মধ্যে প্রায় ১৫ জনের লিভার সিরোসিস** হওয়ার ঝুঁকি থাকে।
আর যাদের সিরোসিস হয়, তাদের ক্ষেত্রে **২০–৩০ শতাংশ পর্যন্ত লিভার ক্যানসারের ঝুঁকি** তৈরি হতে পারে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো—
এই ঝুঁকি শুধু মদ্যপানকারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়।
মদ না খেলেও, হেপাটাইটিস না থাকলেও **ফ্যাটি লিভার থেকেই সিরোসিস ও ক্যানসার হতে পারে**।
কী করণীয়?
ফ্যাটি লিভার কোনো ছোট সমস্যা নয়।
👉 সময়মতো রোগ নির্ণয়
👉 খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ
👉 নিয়মিত ব্যায়াম
👉 এবং চিকিৎসকের পরামর্শ
এই চারটি বিষয়ই পারে বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করতে।
আজ সচেতন হলে, ভবিষ্যৎ ঝুঁকি এড়ানো সম্ভব।
🏥 চিকিৎসার জন্য যোগাযোগ করুন
আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল
📍 সদর হাসপাতালের পূর্ব পাশে, পলাশপোল, সাতক্ষীরা
📞 01712-023400

স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতার সমন্বয়নিরাপদ ও আধুনিক সার্জারির জন্য অভিজ্ঞ সার্জনের উপর ভরসা করুন👨‍⚕️ ডাঃ ম...
19/01/2026

স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতার সমন্বয়
নিরাপদ ও আধুনিক সার্জারির জন্য অভিজ্ঞ সার্জনের উপর ভরসা করুন
👨‍⚕️ ডাঃ মোঃ কবিরুল ইসলাম (কবির)
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (সার্জারী)
জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল
🔹 তিনি যেসব সার্জারি করেন:
✔️ এপেন্ডিক্স অপারেশন
✔️ পিত্তথলি (Gallbladder) অপারেশন
✔️ হার্নিয়া অপারেশন
✔️ পাইলস, ফিসার ও ফিস্টুলা অপারেশন
✔️ স্তনের গাঁট বা টিউমার অপারেশন
✔️ হাইড্রোসিল ও ভ্যারিকোসিল সার্জারি
✔️ ছোট ও বড় সব ধরনের সাধারণ সার্জারি
✔️ আধুনিক ল্যাপারোস্কপিক সার্জারি
(কম কাটা-ছেঁড়া, কম ব্যথা, দ্রুত সুস্থতা)
🔹 কেন তাঁর কাছে চিকিৎসা নেবেন:
🔸 আধুনিক ও নিরাপদ অপারেশন পদ্ধতি
🔸 সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ সার্জন
🔸 রোগীর জন্য মানবিক ও আন্তরিক সেবা
🔸 কম সময়ের মধ্যে দ্রুত সুস্থ হওয়ার সুবিধা
📞 অ্যাপয়েন্টমেন্ট:
📞 01712-023400
📍 আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল
সদর হাসপাতালের পূর্ব পাশে, পলাশপোল, সাতক্ষীরা
বিশ্বাসের সাথে সার্জারি করুন, নিরাপদ হাতে সুস্থ থাকুন।
#আনোয়ারা_মেমোরিয়াল_হাসপাতাল
#বিশেষজ্ঞ_সার্জন
#ল্যাপারোস্কপিক_সার্জারি
#নিরাপদ_অপারেশন
#সাতক্ষীরা_চিকিৎসা
#এপেন্ডিক্স_অপারেশন
#হার্নিয়া_চিকিৎসা
#পাইলস_ফিসার_ফিস্টুলা
#পিত্তথলি_অপারেশন
#বিশ্বাসের_চিকিৎসা
#মানবিক_সেবা
#আধুনিক_চিকিৎসা
#সার্জারি_বিশেষজ্ঞ
#স্বাস্থ্য_সচেতনতা
#ডাক্তার_কবিরুল_ইসলাম

“হৃদরোগ থেকে লিভার – সব জটিল মেডিসিন রোগের সমাধান এখন সাতক্ষীরায়!”ডাঃ গোলাম সরোয়ার এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),এফসিপিএ...
15/01/2026

“হৃদরোগ থেকে লিভার – সব জটিল মেডিসিন রোগের সমাধান এখন সাতক্ষীরায়!”
ডাঃ গোলাম সরোয়ার
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),এফসিপিএস (মেডিসিন)
এমডি (থিসিস) ইন্টারনাল মেডিসিন,
গ্যাষ্ট্রোএন্টারোলজী নিউরোমেডিসিন, লিভার, বাত-ব্যথা, বক্ষব্যধি,
হৃদরোগ ও ডায়াবেটিস মেডিসিন বিশেষজ্ঞ
পিজি হাসপাতাল, ঢাকা
🩺 বিশেষজ্ঞতা :
* গ্যাষ্ট্রোএন্টারোলজী (পেট ও হজমজনিত সমস্যা)
* লিভারের রোগ
* নিউরোমেডিসিন (স্নায়ুরোগ, মাথাব্যথা)
* বাত-ব্যথা ও জয়েন্টের সমস্যা
* বক্ষব্যধি ও শ্বাসকষ্ট
* হৃদরোগ ও উচ্চ রক্তচাপ
* ডায়াবেটিস ও এন্ডোক্রাইন রোগ
✅ যেসব সমস্যায় তাঁর পরামর্শ নিন
✔ দীর্ঘস্থায়ী গ্যাষ্ট্রিক, এসিডিটি, পেট ব্যথা
✔ লিভারের রোগ ও জন্ডিস
✔ মাথা ঘোরা, স্ট্রোক পরবর্তী সমস্যা
✔ বাত, জয়েন্ট ও কোমর ব্যথা
✔ হাঁপানি, শ্বাসকষ্ট
✔ হার্টের ব্লক, উচ্চ রক্তচাপ
✔ ডায়াবেটিস নিয়ন্ত্রণ
📍 চেম্বার ঠিকানা:
আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
সদর হাসপাতালের পূর্ব পাশে, পলাশপোল, সাতক্ষীরা
📞অ্যাপয়েন্টমেন্ট ও যোগাযোগ: 01712-023400
👉 আজই বুক করুন – সঠিক চিকিৎসা শুরু হোক বিশেষজ্ঞ ডাক্তারের হাত ধরেই।

✨ Year Meeting 2025 | একসাথে এগিয়ে যাওয়ার গল্প ✨**ইয়ার মিটিংয়ে অনেক কথা উঠেছে।প্রশ্ন এসেছে, মতভেদ হয়েছে, স্বপ্নের কথাও ব...
10/01/2026

✨ Year Meeting 2025 | একসাথে এগিয়ে যাওয়ার গল্প ✨**
ইয়ার মিটিংয়ে অনেক কথা উঠেছে।
প্রশ্ন এসেছে, মতভেদ হয়েছে, স্বপ্নের কথাও বলা হয়েছে।
কিন্তু সব কিছুর ভেতরে একটা বিষয়ই সবচেয়ে শক্ত ছিল
আমরা সবাই একসাথে এগিয়ে যেতে চাই।
আমরা ঠিক করেছি,
শুধু কাজ নয়, দায়িত্ববোধ নিয়ে কাজ করব।
শুধু সময় পার করা নয়, নিজের সেরাটা দেব।
কারণ আমরা জানি,
একজন মানুষ ভালো করলে একটি বিভাগ শক্ত হয়,
আর একটি বিভাগ শক্ত হলে পুরো প্রতিষ্ঠান এগিয়ে যায়।
এই ভাবনা থেকেই
**Best Employee of the Year 2025**
এবং
**Best Department of the Year 2025**
প্রাইজ মানির ঘোষণা।এটা শুধু পুরস্কার নয়।
এটা সম্মান, স্বীকৃতি আর পরিশ্রমের মূল্য।
চলুন, আজ থেকেই আমরা সবাই
নিজের জায়গা থেকে সেরাটা দিই।
ইন শা আল্লাহ,
2026 হবে আমাদের সবচেয়ে সফল বছর। 💚
আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল**

🎂 শুভ জন্মদিন, তুষার ভাই 🎉আজ আমাদের ল্যাব ইনচার্জ তুষার ভাই–এর জন্মদিন।কোনো বড় আয়োজন নয়, কোনো আনুষ্ঠানিকতা নয় —ব্যস্ততার...
10/01/2026

🎂 শুভ জন্মদিন, তুষার ভাই 🎉
আজ আমাদের ল্যাব ইনচার্জ তুষার ভাই–এর জন্মদিন।
কোনো বড় আয়োজন নয়, কোনো আনুষ্ঠানিকতা নয় —
ব্যস্ততার মাঝেও এমন কিছু মুহূর্ত থাকে,
যেগুলো মনে করিয়ে দেয়— আমরা শুধু সহকর্মী নই,
একসাথে কাজ করা একটা পরিবার।
আজ কাজের ভিড়ের মাঝেই একটু থামা,
একটু হাসি, একটু কেক—
ছোট পরিসরে হলেও হৃদয়ভরা একটা মুহূর্ত।

ল্যাবের প্রতিদিনের ব্যস্ততা, চাপ আর দায়িত্বের ভেতর
আপনার নিরব পরিশ্রম, ধৈর্য আর দায়বদ্ধতা
আমাদের সবার কাজকে সহজ করে দেয়—
যা অনেক সময় বলা হয় না, কিন্তু অনুভব করি প্রতিদিন।
আজকের এই ছোট্ট উদযাপন আসলে কেকের জন্য নয়,
মানুষটার জন্য।
একসাথে কাজ করতে করতে যে সম্পর্কটা গড়ে উঠেছে,
সেটার জন্য।
🤍 দোয়া করি—
আপনার জীবন থাকুক সুস্থতায় ভরা,
কাজের স্বীকৃতি মিলুক সম্মানের সাথে,
আর এমন ছোট ছোট আনন্দ
ব্যস্ত দিনের ক্লান্তি ভুলিয়ে দিক বারবার।
শুভ জন্মদিন, তুষার ভাই।
আমাদের সবার পক্ষ থেকে ভালোবাসা ও শুভকামনা। 🎉

অভিজ্ঞ ও বিশ্বস্ত সেবায়স্ত্রীরোগ, নারীর স্বাস্থ্য, প্রসূতি চিকিৎসা ও বন্ধ্যাত্বের আধুনিক সমাধানডা. রীতা রাণী পালMBBS (ঢা...
07/01/2026

অভিজ্ঞ ও বিশ্বস্ত সেবায়
স্ত্রীরোগ, নারীর স্বাস্থ্য, প্রসূতি চিকিৎসা ও বন্ধ্যাত্বের আধুনিক সমাধান
ডা. রীতা রাণী পাল
MBBS (ঢাকা), BCS (Health)
MCPS (Gynecology & Obs)
DGO (BSMMU)
FCPS (Gynecology & Obs)
সহকারী রেজিস্ট্রার
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা
স্ত্রীরোগ, নারীর স্বাস্থ্য, গর্ভকালীন যত্ন, নিরাপদ প্রসব এবং বন্ধ্যাত্ব চিকিৎসায় তিনি একজন অভিজ্ঞ চিকিৎসক ও সার্জন।
নারীর জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপে—কিশোরী বয়স থেকে মাতৃত্ব পর্যন্ত—নিরাপদ, বৈজ্ঞানিক ও মানবিক সেবা প্রদানই তাঁর চিকিৎসার মূল দর্শন।
🔹 যেসব সমস্যার চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়
• মাসিকজনিত সমস্যা ও হরমোনজনিত অসংগতি
• গর্ভকালীন চেকআপ ও প্রসূতি চিকিৎসা
• স্বাভাবিক ও জটিল প্রসব ব্যবস্থাপনা
• বন্ধ্যাত্ব ও সন্তান ধারণে সমস্যা
• নারীর বিভিন্ন গাইনি অপারেশন ও সার্জারি
• মেনোপজ ও পরবর্তী স্বাস্থ্য সমস্যা
রোগীর কথা মনোযোগ দিয়ে শোনা, সঠিক রোগ নির্ণয় এবং প্রয়োজন অনুযায়ী আধুনিক চিকিৎসা—এই তিনটি বিষয়েই তিনি সর্বোচ্চ গুরুত্ব দেন।
নারীর সুস্থতা মানেই একটি সুস্থ পরিবার—
এই বিশ্বাস থেকেই তাঁর প্রতিটি চিকিৎসা সিদ্ধান্ত।
📍 আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল
সদর হাসপাতালের পূর্ব পাশে, পলাশপোল, সাতক্ষীরা
📞 01712-023400

আপনার নিরাপত্তা আমাদের দায়িত্বআপনার চারপাশ কি সত্যিই জীবাণুমুক্ত?ফিউমিগেশনই দেয় সেই নিশ্চয়তা।আনোয়ারা মেমোরিয়াল হাসপাতা...
05/01/2026

আপনার নিরাপত্তা আমাদের দায়িত্ব
আপনার চারপাশ কি সত্যিই জীবাণুমুক্ত?
ফিউমিগেশনই দেয় সেই নিশ্চয়তা।
আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল নিয়মিত
ফিউমিগেশন ও ডিপ ক্লিনিং নিশ্চিত করে—
যাতে TB, Leprosy সহ ক্ষতিকারক ব্যাকটেরিয়ার ঝুঁকি কার্যকরভাবে নিয়ন্ত্রণে থাকে।
✔ বাতাস, দেয়াল ও যন্ত্রপাতি সম্পূর্ণ জীবাণুমুক্ত
✔ Wall & Instrument Swab Test দ্বারা নিশ্চিতকরণ
✔ রোগী, স্বজন ও স্টাফ—সবার জন্য নিরাপদ পরিবেশ
আমরা শুধু পরিষ্কার করি না,
আমরা প্রমাণসহ নিরাপত্তা নিশ্চিত করি।
যেখানে সেবা, সেখানে নিরাপত্তা—
আর নিরাপত্তার শুরু এখানেই।
📍 আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল
সদর হাসপাতালের পূর্ব পাশে, পলাশপোল, সাতক্ষীরা
📞 01712-023400
#আনোয়ারা_মেমোরিয়াল_হাসপাতাল
#ফিউমিগেশন
#জীবাণুমুক্ত_হাসপাতাল
#নিরাপদ_হাসপাতাল
#রোগী_নিরাপত্তা
#স্বাস্থ্যসম্মত_পরিবেশ
#ডিপ_ক্লিনিং
#সংক্রমণ_নিয়ন্ত্রণ







রক্তচাপ নিয়ন্ত্রণে আসছে না? সমস্যাটা হয়তো হরমোনে হরমোনজনিত উচ্চরক্তচাপ: ওষুধে না কমলে কারণ অন্যখানেউচ্চরক্তচাপ মানেই শুধ...
05/01/2026

রক্তচাপ নিয়ন্ত্রণে আসছে না? সমস্যাটা হয়তো হরমোনে
হরমোনজনিত উচ্চরক্তচাপ: ওষুধে না কমলে কারণ অন্যখানে
উচ্চরক্তচাপ মানেই শুধু লবণ, স্ট্রেস বা বয়স নয়। অনেক সময় শরীরের হরমোনের গোলমালই হয়ে দাঁড়ায় আসল কারণ। একে বলা হয় **এন্ডোক্রাইন হাইপারটেনশন**।
কখন সন্দেহ করবেন?
• অল্প বয়সে হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে
• ৩–৪ ধরনের ওষুধেও নিয়ন্ত্রণে না এলে
• রক্তে পটাশিয়াম কম থাকলে
• মাথাব্যথা, ঘাম, হৃদকম্পন একসাথে হলে
মূল কারণ হতে পারে
অ্যাড্রিনাল, থাইরয়েড বা পিটুইটারি গ্রন্থির হরমোনজনিত সমস্যা।
ভালো খবর কী?
সঠিক পরীক্ষা আর কারণভিত্তিক চিকিৎসা করলে এই ধরনের উচ্চরক্তচাপ অনেক সময় **সম্পূর্ণ নিরাময়যোগ্য**।
তাই শুধু ওষুধ বাড়ানো নয়,
কারণ খুঁজুন।
সময়মতো এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিন।
👉 হরমোন ঠিক থাকলে, রক্তচাপও থাকবে নিয়ন্ত্রণে।
চিকিৎসার জন্য যোগাযোগ করুন
আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল
সদর হাসপাতালের পূর্ব পাশে, পলাশপোল, সাতক্ষীরা
01712-023400

সাতক্ষীরা সদর হাসপাতালে মেডিসিন বিভাগে যোগদান করায় সম্মানিত ডা. গোলাম সওরোয়ার স্যার–কে আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল–এর...
01/01/2026

সাতক্ষীরা সদর হাসপাতালে মেডিসিন বিভাগে যোগদান করায় সম্মানিত ডা. গোলাম সওরোয়ার স্যার–কে আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল–এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার দক্ষতা, অভিজ্ঞতা ও মানবিক চিকিৎসাসেবার মাধ্যমে সাতক্ষীরার মানুষ আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা লাভ করবে। আপনার নতুন কর্মজীবন হোক সাফল্য, সম্মান ও কল্যাণে ভরপুর।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। 🌸

নতুন বছর মানেই নতুন আশা, নতুন শুরু।নতুন বছরে আমরা শুরু করছি নতুন কিছু—আরও যত্ন, আরও দায়িত্ব আর আরও মানবিক সেবার অঙ্গীকার...
31/12/2025

নতুন বছর মানেই নতুন আশা, নতুন শুরু।
নতুন বছরে আমরা শুরু করছি নতুন কিছু—আরও যত্ন, আরও দায়িত্ব আর আরও মানবিক সেবার অঙ্গীকার নিয়ে।
২০২৬ সালে আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল নতুনভাবে সাজানো সেবা, উন্নত চিকিৎসা সুবিধা এবং স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা নিয়ে থাকবে আপনার সুস্থতার পাশে।
✨ নতুন বছর হোক সুস্থতার
✨ নতুন দিন হোক আশার
✨ নতুন শুরু হোক বিশ্বাসের
Happy New Year-2026
সুস্থ থাকুন, নিরাপদ থাকুন—আমরা আছি আপনার সঙ্গে।

অভিনন্দন ও শুভেচ্ছাডা:মোঃ শরিফুল ইসলাম স্যারঅধ্যাপক পদে পদোন্নতি লাভ করায় জানাই আন্তরিক অভিনন্দন।আপনার দীর্ঘদিনের নিষ্ঠা...
31/12/2025

অভিনন্দন ও শুভেচ্ছা
ডা:মোঃ শরিফুল ইসলাম স্যার
অধ্যাপক পদে পদোন্নতি লাভ করায় জানাই আন্তরিক অভিনন্দন।
আপনার দীর্ঘদিনের নিষ্ঠা, অধ্যবসায়, জ্ঞানচর্চা ও শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতারই স্বীকৃতি এই অর্জন। চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় আপনার অবদান আমাদের জন্য গর্বের এবং অনুপ্রেরণার।
এই নতুন দায়িত্বে আপনার পথচলা হোক আরও সফল ও সম্মানজনক—এই কামনাই করি।
অভিনন্দন স্যার।
শুভকামনায়
আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল

Address

Khulna Road, Polashpole, Khulna Division
Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when Anwara Memorial Hospital & Diagnostic Center, Satkhira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Anwara Memorial Hospital & Diagnostic Center, Satkhira:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category