Mollah Dental Care

Mollah Dental Care Dental care

24/08/2022
Scaling
22/08/2022

Scaling

Extraction (Adult)  Done.
15/08/2022

Extraction (Adult) Done.

15/08/2022
ডায়াবেটিস রোগীদের দাঁতের সমস্যাঃডায়াবেটিস রোগীদের দাঁতের সমস্যা একটু বেশিই হয়। ডায়াবেটিস রোগীদের দন্ত রোগ বেশি হয় এর কার...
13/08/2022

ডায়াবেটিস রোগীদের দাঁতের সমস্যাঃ

ডায়াবেটিস রোগীদের দাঁতের সমস্যা একটু বেশিই হয়। ডায়াবেটিস রোগীদের দন্ত রোগ বেশি হয় এর কারণ হচ্ছে “Dry Mouth” বা মুখের ভেতর শুকনা থাকা। এই ড্রাই কন্ডিশনের জন্য মুখের ভেতর এসিড ফরমিং ব্যাকটেরিয়া গুলো কার্যকর হয় এবং দন্ত ক্ষয় সহ দাঁত ও মাড়ির(জিনজিভাইটিস,পেরিওডনটাইটিস) বিভিন্ন রোগের সৃষ্টি করে।

যারা পান খান এবং খুব জোরে অনেক সময় নিয়ে ব্রাশ করেন এবং তাদের যদি ডায়াবেটিস থাকে, তাহলে তাদের দাঁতের আবরন(এনামেল) দ্রুত ক্ষয় হতে থাকে। এ রকম অবস্তায় প্রথমে শির শির করে তারপর দাঁত ব্যাথা শুরু হয়।

আবার মুখের ভেতর শুকনো থাকার কারণে দুই দাঁতের মাঝখানে এবং মাড়িতে খাদ্যকণা জমাট বেঁধে তৈরি করে “ডেন্টাল প্লাক”(হলুদ-সাদা শক্ত আবরণ) যা শুধু ব্রাশের মাধ্যমে পরিস্কার হয়না। এই ডেন্টাল প্লাক(পরবর্তীতে ক্যালকুলাস) মাড়ি দিয়ে রক্ত পরা,মাড়ি উপরে বা নিচে নেমে যাওয়া, মুখে দুর্গন্ধ হওয়া প্রভৃতি রোগের জন্য দায়ী। এ অবস্থা চলতে থাকলে, দাঁতের মাড়ি দুর্বল হয়ে যাবে এবং ধীরে ধীরে দাঁত নড়া শুরু হবে।

ডায়াবেটিস যদি কন্ট্রোলের মধ্যে না থাকে, তাহলে দাঁতের যেকোনো চিকিৎসা করা কঠিন হয়ে দাড়ায় আবার কখনও হয়ে ওঠে অসম্ভব। যেমনঃ দাঁত ফেলা।
ডায়াবেটিস রোগীদের দাঁত ফেলার পূর্বে অবশ্যই রক্তে গ্লুকোজের পরিমাণ মেপে নেয়া উচিৎ।

১। প্রতিদিন দু’বেলা ব্রাশ করবেন। সকালে নাস্তার পূর্বে এবং রাতে ঘুমানোর আগে। খুব জোড়ে ব্রাশ করা যাবে না।
২। দুই মিনিটের অধিক ব্রাশ করা যাবেনা।
৩। নরম ব্রাশ ব্যাবহার করতে হবে।
৪। ব্রাশ করার পর মাউথ ওয়াস ব্যাবহার করা ভালো।
৫। খাবার পর ভালো করে কুলি করতে হবে।

ডেন্টাল ফ্লস

৬। কুলি করার পর ডেন্টাল ফ্লস বা ইন্টার ডেন্টাল ব্রাশ ব্যাবহার করে দুই দাঁতের মাঝখানের খাদ্য কণা বের করে আনতে হবে।
৭। মিষ্টি জাতীয় খাবার ডায়াবেটিস ও দাঁতের জন্য ক্ষতিকর, তাই ঐ জাতীয় খাবার পরিহার করতে হবে।
৮। দাঁতের মাড়ি দুই আঙ্গুল দিয়ে ম্যাসাজ করুন, এতে মাড়িতে রক্ত প্রবাহ বৃদ্ধি পায়।
৯। অবশ্যই রক্তে গ্লুকোজের পরিমাণ সীমার মধ্যে রাখতে হবে, যা শুধু দাঁত নয় শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরী।

ডেন্টিস্ট আরাফাত হোসেন।

08/08/2022

Teeth Scaling- দাঁতের স্কেলিং সম্পর্কে প্রচলিত ৬ টি ভুল ধারণা

দাঁত নিয়ে মানুষের চিন্তার শেষ নাই। আর এই দাঁত নিয়ে মানুষের চিন্তা আর বেড়ে যায় ঠিকমতো দাঁত পরিষ্কার না করলে বা ঠিক সময় স্কেলিং না করলে। বিশেষ করে দাঁতের স্কেলিং করা নিয়ে অনেকেই সঠিক নিয়ম জানেন না কিংবা বিষয়টি হেলায় ফেলায় দেখেন এবং প্রচলিত অনেক গুজব আমলে নিয়ে দাঁতের স্কেলিং করা থেকে বিরত থাকেন। একটা সময় এই পরিণাম ভোগ করতে হয়। ব্রাশ করার পরেও অবশিষ্ট খাদ্য কনা / ডেন্টাল প্লাক জমতে থাকে। সময়ের সাথে ডেন্টাল প্লাক ডেন্টাল ক্যালকুলাস বা পাথরে এ রূপান্তর হয়।এই পাথর দাঁতের গোড়া থেকে সরানোর জন্য দরকার ডেন্টাল স্কেলিং।

স্কেলিং কি?
দাঁত ও মাড়ির মাঝে অনেক খাবার আটকে থাকে। নিয়মিত ব্রাশ করলে সেটা চলেও যায়। কিন্তু যদি এই সামান্য খাবারের অংশ লেগে থাকা অবস্থায় ব্রাশ না করা হয়, তাহলে সেটা কিছুটা শক্ত হয়ে যায়। একে বলে প্লাক। এই কিছুটা শক্ত হয়ে যাওয়া প্লাকের কিছু অংশ পরে ব্রাশের সঙ্গে উঠতে চায় না। আর প্রত্যেকবার এ রকম একটু একটু প্লাক জমে শক্ত হয়ে তৈরি হয় ক্যালকুলাস বা পাথর। ক্যালকুলাসকে পরিষ্কার করার প্রসেসের নামই হলো স্কেলিং। এটি সাধারণত আল্ট্রাসনিক মেশিনে করা হয়।

দাঁতের স্কেলিং নিয়ে প্রচলিত ৬ টি ভুল ধারণা
১/ বছরে একবার বা দুবার স্কেলিং করতে হয়: এটি ভুল ধারণা। স্কেলিং একমাত্র ডেন্টিস্ট পরামর্শ মোতাবেক করতে হবে। অনেক ভালো ওরাল হাইজিন মেনটেইন করেন এমন ব্যক্তির সাধারণত অনেক বছর পর স্কেলিং করা লাগে। আর যিনি ওরাল হাইজিনের প্রতি উদাসীন, তার স্কেলিংয়ের প্রয়োজন হবে বেশি। সহজ কথায়, ডেন্টিস্ট যদি প্রয়োজন মনে করেন তবেই স্কেলিংয়ের জন্য বলেন। নিয়মিত ইন্টারভেলে স্কেলিং করানোর প্রয়োজন নেই।
২/ স্কেলিং করলে দাঁত ফাঁকা হয়ে যায়: এটিও ভুল ধারণা। আসলে যখন ক্যালকুলাস সরে যায়, তখন ক্যালকুলাসের দরুন দাঁত থেকে আলাদা হয়ে যাওয়া মাড়ি আবার স্বাভাবিক জাগায় আসতে কয়েক দিন সময় লাগে। এ সময় ওই জায়গাগুলো জিহ্বায় ফাঁকা ফাঁকা মনে হয় এবং ঠান্ডা পানিতে দাঁত শিরশির করে। কয়েক দিন পরই যখন মাড়ি স্বাভাবিক জায়গায় চলে আসে, তখন এই দাঁত ফাঁকা হয়ে যাওয়ার অনুভূতি ঠিক হয়ে যায়।
৩/ স্কেলিং করলে দাঁতের ক্ষতি হয়: স্কেলার মেশিনের মূল মেকানিজম হলো আল্ট্রাসনিক ভাইব্রেশন এবং স্কেলিং করার কিছু স্পেসিফিক নিয়ম আছে। এসব নিয়ম না মেনে স্কেলিং করলে দাঁতের ক্ষতি হতে পারে।
৪/ স্কেলিংয়ে ব্যথা পাওয়া যায়: এটা আরেকটি ভুল ধারণা। স্কেলারের ভাইব্রেশনের জন্য স্কেলিংয়ের সময় শিরশির অনুভূতি হয়। তবে হ্যাঁ, ক্যালকুলাসের পরিমাণ যদি খুব বেশি হয় তবে স্কেলিংয়ের সময় বেশি শিরশির করতে পারে। তাই সময়মতো স্কেলিং করানো উচিত। সমস্যা দেখা দিলেই বা অন্তত বছরে একবার ডেন্টিস্টের কাছে চেকআপ করানো উচিত।
৫/ স্কেলিং করার কারণে দাঁত পাতলা হয়ে যায়: আসলে স্কেলিং করার পর পাথর যখন অপসারিত হয় তখন সব রোগীই মুখে সজীবতা অনুভব করেন আবার পাথর থাকার কারণে মুখে যে ভারি ভারি ভাব থাকত তা চলে গিয়ে রোগী হালকা অনুভব করতে থাকেন। এই অনুভূতিকেই অনেক রোগী বলে থাকেন তাঁর দাঁত পাতলা হয়ে গেছে।
৬/ স্কেলিং করার ফলে দাঁতের এনামেলের ক্ষতি হয়: স্কেলিং এর সময় দাঁতের উপরের থাকা দাগ, দাঁতের মাঝে জমে থাকা পাথর গুলো বিশেষ আলট্রাসাউন্ড যন্ত্রের মাধ্যমে পরিষ্কার করা হয়।সুতরাং এনামেলের ক্ষতির কোন প্রশ্নই আসে না।

দাঁতের সুস্বাস্থ্য নিশ্চিত করতে চাইলে স্কেলিং এর কোন বিকল্প নেই। এবং দাঁতের স্কেলিং করাতে হলে অবশ্যই একজন দক্ষ ডেন্টিস্টের শরণাপন্ন হতে হবে। দাঁতে কোন অসুবিধা বোধ করলে অবহেলা না করে দ্রুত একজন বিশেষজ্ঞ ডেন্টিস্ট এর পরামর্শ নিন।

মোল্লা ডেন্টাল কেয়ার।
আবাদের হাট বাজার।
শেয়ালডাংগা রোডের শেষ মাথায়
আবাদের হাট,সাতক্ষীরা।
মোবাইল- ০১৬১৩২৯১২১৩,০১৯৭৩২০৬৬৪১

With Al- Amin Vie Khulna
05/08/2022

With Al- Amin Vie Khulna

Address

Abderhat Kodomtola Rod Satkhira
Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mollah Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category