Let's Talk Health with Dr.Shakil

Let's Talk Health with Dr.Shakil ডা.সৈয়দ আরিফ সাকিল
এম,বি,বি,এস
জেনারেল ফিজিশিয়ান

তানভির ৮ বছরের একটি ছেলে, বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন।  একটি মাদ্রাসায় পড়েন। সে হতে পারতেন একজন বিজ্ঞ আলেম, হতে পারতেন ...
24/08/2025

তানভির ৮ বছরের একটি ছেলে, বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন। একটি মাদ্রাসায় পড়েন। সে হতে পারতেন একজন বিজ্ঞ আলেম, হতে পারতেন মসজিদের ইমাম যার পিছনে নামায পড়তেন সহস্র মানুষ। তবে এগুলা কিছুই হয়তো হবে না, হয়ে ওঠেনি।

গত ২২ এপ্রিল তানভির জ্বরে আক্রান্ত হলে তার পিতা জনাব মোসলেম উদ্দিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে, হাসপাতাল গেটে থাকা আকিব ফার্মেসির আকিব তাকে তার ফার্মেসির ভালো চিকিৎসক কে (!) দেখানোর কথা বলে, আদতে যিনি ভুয়া চিকিৎসক!
যার ডা লিখবার অধিকার নাই, যোগ্য না। সে এই ছেলেকে অপচিকিৎসা করেন, ফলশ্রুতিতে এই ছেলের বর্তমানে প্রাণ সংশয়। ২ হাত ২ পা কেটে ফেলতে হয়েছে! নিউজ করলো চিকিৎসকের ভুলে এরকম হয়েছে নিউজ করলো আদতে যে এই অপচিকিৎসা দিয়েছে স্যাকমো শফিকুল, সে চিকিৎসকই না ( সে আইনত অন্যায়ভাবে ডা লিখে প্রতারনা করেছে, এবং এই বাচ্চার সারাজীবন নষ্ট করলো) । আর যেই আকিব ফার্মেসির আকিব তার প্রতিষ্ঠানে নিয়ে দেখালো তার প্রতিষ্ঠানে টেস্ট করালো, এরা মূলত দালাল। এখন এসব নিয়ে লিখি না৷ শুধু লিখছি আমার নিজের এলাকার আরেকজন তানভির যাতে অপচিকিৎসার শিকার না হয়, সাধারণ মানুষ জন যাতে জানতে পারে কে দালাল! কে চিকিৎসক!

আমরা যারা চিকিৎসক, আমি অনেক ক্ষুদ্র জ্ঞানের মানুষ, তবু একটা নাপা ( প্যারাসিটামল) কাউকে দেওয়ার আগেও কত ভাবি, কত কিছু জানতে হয়। অথচ পাড়া মহল্লায় আমরা অহরহ যা ইচ্ছা ওষুধ খাচ্ছি, কিনছি, আমরা একটু সচেতন হই। আমরা আগে জানি কে চিকিৎসক, কে প্রতারক!

আল্লাহ আমাদের ক্ষমা করুন।
Salman Hridoy

বাচ্চাটার হইছে Meningococcal septicemia কিন্তু এলাকার ফার্মেসীর দোকানদার দিছে ডেঙ্গুর চিকিৎসা। সেপ্টিসেমিয়ার জন্য বাচ্চা...
22/08/2025

বাচ্চাটার হইছে Meningococcal septicemia
কিন্তু এলাকার ফার্মেসীর দোকানদার দিছে ডেঙ্গুর চিকিৎসা।
সেপ্টিসেমিয়ার জন্য বাচ্চাটার হাত পায়ে গ্যাংগ্রিন হয়,যার জন্য হাত পা কেটে ফেলতে হয়েছে জীবন বাঁচাতে।

এটার দায় প্রথমত সেই ফার্মেসীওয়ালার যে ডাক্তার না হয়ে ডাক্তার সেজে চিকিৎসা দিছে।

দ্বিতীয় বাচ্চার বাবা মায়ের যারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে না গিয়ে গেছেন হাতুড়ে চিকিৎসা নিতে ফার্মেসীওয়ালার কাছে।

তৃতীয় দায় এই রাষ্ট্রের যেখানে রাষ্ট্র দেশব্যাপী ফার্মেসীওয়ালাদের,হাতুড়ে ডাক্তারদের অপচিকিৎসা বন্ধ করতে পারেনি,তাদের শাস্তি নিশ্চিত করতে পারেনি।

চতুর্থত মিডিয়ার,যারা দেশের মানুষকে হাতুড়ে ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা না নিতে সচেতন করতে পারেনি।

কিন্তু চ্যানেল ২৪ এর এই মূর্খ সাংবাদিক জিনিয়া কবির সূচনা নিউজ করেছেন চিকিৎসকের ভুলে চরম মূল্য দিচ্ছে শিশু তানভীর।

সেই সাংবাদিক জানেন না চিকিৎসক কাকে বলে,
যেই সাংবাদিক একজন ফার্মেসীওয়ালাকে দেশবাসীর সামনে চিকিৎসক হিসেবে পরিচয় করিয়ে দেয়,তিনি কি সাংবাদিক?

ভুল চিকিৎসা নিয়ে নিউজ করছে ভালো কথা।
কিন্তু ভুল চিকিৎসা দিছে একজন ফার্মেসীওয়ালা সেটা হেডলাইনে না লিখে লিখছে চিকিৎসকের ভুল চিকিৎসা।

দেশের চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে মিডিয়ার এসব আচরণ উদ্দেশ্য প্রনোদিত শয়তানি।

যেই মহিলা একজন ফার্মেসীওয়ালাকে চিকিৎসক বলে পরিচয় দিয়ে দেশের মানুষকে প্রকৃত চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে শয়তানি করলো,তার শাস্তি হওয়া উচিত।

এ কেমন সাংবাদিক ফার্মেসীর দোকানদারকে বলে চিকিৎসক?
চ্যানেল ২৪ এর লজ্জা হওয়া উচিত এমন মূর্খ মহিলাকে সাংবাদিকতা করতে দেওয়ার জন্য।

উপদেষ্টা আসিফ নজরুল ডাক্তারদের টেস্ট নিয়ে কথা বলে কিন্তু সারাদেশের হাতুড়ে ভুতুড়ে অপচিকিৎসা দেওয়া বাটপার গুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেনা।

কি এক বেশরম দেশে আমাদের জন্ম হলো,ভাবলে লজ্জা পাই।
©️
Ahmed Jobayer ভাই

Getting older,getting experienced....
21/08/2025

Getting older,getting experienced....

বাচ্চা বুকের দুধ পাচ্ছে না, কাঁদছে?—চিন্তার কিছু নেই মায়েরা এমন পরিস্থিতিতে দুশ্চিন্তা করেন—কৌটার দুধ দেবো? নাকি গরুর দু...
20/08/2025

বাচ্চা বুকের দুধ পাচ্ছে না, কাঁদছে?—চিন্তার কিছু নেই

মায়েরা এমন পরিস্থিতিতে দুশ্চিন্তা করেন—কৌটার দুধ দেবো? নাকি গরুর দুধ দেবো? শিশুর ক্ষতি হবে কিনা? চলুন দেখি কেন চিন্তার কারণ নেই, আর কেনই বা মায়ের দুধই সেরা!!!!

🔹 কেন দুশ্চিন্তার কিছু নেই?
1. জন্মের প্রথম ২–৩ দিনে অল্প দুধ বের হওয়াই স্বাভাবিক।
2. বাচ্চার পেট ছোট—কয়েক ফোঁটাও যথেষ্ট হয়।
3. শাল দুধ (Colostrum) অল্প হলেও পুষ্টিতে ভরপুর।

🔹 কেন কৌটার দুধ/গরুর দুধ দেওয়া ঠিক নয়?
1. এগুলো জীবাণু বহন করতে পারে—ডায়রিয়া, নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়।
2. গরুর দুধে প্রোটিন বেশি—বাচ্চার কিডনিতে চাপ ফেলে।
3. কৌটার দুধ ব্যয়বহুল, আসক্তি তৈরি করে—শিশু বুকের দুধ কম পায়।
4. মায়ের দুধের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা (antibody) এগুলোতে নেই।

🔹 কেন মায়ের দুধই সেরা?
1. মায়ের দুধ শিশুর বয়স অনুযায়ী নিজে থেকেই এডজাস্ট হয়ে যায়।
2. এতে বাচ্চার প্রয়োজনীয় সব রকম পুষ্টি উপাদান আছে।
3. মায়ের দুধে antibody থাকে যা বাচ্চাকে রোগ থেকে রক্ষা করে।
4. মায়ের সঙ্গে বাচ্চার বন্ধন দৃঢ় করে।
5. বুকের দুধ খাওয়া শিশুদের ভবিষ্যতে স্থূলতা, ডায়াবেটিস, অ্যাজমা কম হয়।

🔹বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে মায়েরও উপকার হয়?
1. জরায়ু দ্রুত স্বাভাবিক হয় – দুধ খাওয়ানোর সময় অক্সিটোসিন হরমোন বের হয়, এতে জরায়ু সংকুচিত হয়ে রক্তক্ষরণ কমে যায়।
2. ওজন দ্রুত কমে – দুধ উৎপাদনে বাড়তি ক্যালরি খরচ হয়, ফলে মায়ের ওজন স্বাভাবিক হতে সাহায্য করে।
3. ব্রেস্ট ও ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি কমায় – দীর্ঘদিন বুকের দুধ খাওয়ানো মাকে ভবিষ্যতে ক্যান্সার থেকে সুরক্ষা দেয়।
4. হাড় মজবুত করে – দুধ খাওয়ানো শেষে হাড়ের ক্যালসিয়াম ঘনত্ব বেড়ে অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়।
5. প্রসব-পরবর্তী মানসিক স্বাস্থ্যের উন্নতি – অক্সিটোসিন হরমোন মায়ের মধ্যে শান্তি আনে, প্রসবোত্তর বিষণ্নতা (Postpartum depression) কমাতে সাহায্য করে।
6. প্রাকৃতিক জন্মনিয়ন্ত্রণ (Lactational Amenorrhea) – প্রথম ৬ মাস এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং করলে অনেক সময় মাসিক বন্ধ থাকে, এতে গর্ভধারণের ঝুঁকি কমে।

#মনে_রাখবেন: প্রথম ৬ মাস শুধুই মায়ের দুধ—না পানি, না গরুর দুধ, না কৌটার দুধ।
🤱 বুকের দুধই বাচ্চার জন্য সবচেয়ে নিরাপদ, স্বাস্থ্যকর ও পূর্ণাঙ্গ খাদ্য।

ডা.সৈয়দ আরিফ সাকিল
এম,বি,বি,এস
জেনারেল ফিজিশিয়ান

#মায়ের_দুধই_সেরা

03/08/2025
যাই ঘটুক না কেন, পাইলটকে দোষ দিয়েন না। সে চেষ্টা করেছিল! সে জানত এটা একটা স্কুল, সে জানত আশেপাশে বাচ্চারা আছে। তাই সে বে...
21/07/2025

যাই ঘটুক না কেন, পাইলটকে দোষ দিয়েন না। সে চেষ্টা করেছিল! সে জানত এটা একটা স্কুল, সে জানত আশেপাশে বাচ্চারা আছে। তাই সে বের হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত সে জেটটিকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। সে সবকিছুই দিয়েছিল।

যদি কাউকে দোষারোপ করার দরকার হয়, তাহলে যারা এই রুট প্লান করেছিল তাদের দোষ দেন, যারা ভেবেছিল শহরের ব্যস্ততম স্থানগুলির উপর প্রশিক্ষণের জন্য যুদ্ধবিমান উড়ানো একটি বুদ্ধিমানের কাজ। চীন ২০১২ সালে এই F 7 জেটগুলি তৈরি বন্ধ করে দিয়েছে এবং মজার বিষয় হল বাংলাদেশ ছিল সর্বশেষ ক্রেতা!! চীন এবং বেশিরভাগ দেশ অনেক আগেই তাদের F 7 বিমানগুলি গ্রাউন্ডেড করেছে কিন্তু দুর্ভাগ্যবশত কয়েকটি Mig29 বিমানের পরে এগুলিই আমাদের প্রধান যুদ্ধবিমান!

সে একজন বীরের মতো ভূপাতিত হয়েছে। আমরা তোমাকে সালাম জানাই, ভাই। ❤️
আল্লাহ তোমাকে বেহেশতের শ্রেষ্ঠ স্থান দান করুন,নিহত সকল বাচ্চাদের আল্লাহ পাক বেহেশত দান করুন! আমিন

🎲🎲অনেক সময়   বা   এর জন্য মেমোরি লস হয়।আগের সব স্মৃতি ভুলে যায় কিন্তু খাওয়া দাওয়া,পড়তে পারা,জুতার ফিতা বাঁধা,নাচা গানা ...
24/06/2025

🎲🎲অনেক সময় বা এর জন্য মেমোরি লস হয়।আগের সব স্মৃতি ভুলে যায় কিন্তু খাওয়া দাওয়া,পড়তে পারা,জুতার ফিতা বাঁধা,নাচা গানা 💃🏽🕺🏽🎤🎼,এমনকি গাড়ি🚗 পর্যন্ত ঠিকই চালাতে পারে 😱😱😱।এখন মনে প্রশ্ন জাগতেই পারে - এসব কিভাবে মনে থাকে???🤔🤔
**ফলো করুন Let's Talk Health with Dr.Shakil **

🤹‍♀️ হয় সাধারণত ব্রেইনের যে area তে memory থাকে সেখানে কোনো brain damage হলে, যেমন damage . কিন্তু ভাষা শিক্ষা📚, জুতার ফিতা বাঁধা👞,কোনো যানবাহন চালানো🚴‍♀️ বা ইন্সট্রুমেন্টস বাজানো🎸🎻 এসব স্কিলফুল কাজের মেমোরি গুলো হচ্ছে .এগুলো hippocampus এ থাকে না, এগুলো এ strore হয়।তাই সব ভুললেও এসব ভুলে না।🧠🧠

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when Let's Talk Health with Dr.Shakil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category