KUDDO.KoiKhali

KUDDO.KoiKhali জি এম নাজমুল হক
প্রতিষ্ঠাতা,পরিচালক
কৈখালী ইউঃপ্রতিবন্ধী উন্নয়ন সংস্থা(KUDDO ইয়ুথ টিম )

প্রতিবন্ধী ভাতা প্রত্যাশীদের দৃষ্টি আকর্ষণ:- আগামী ২৫ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত সকল বৈধ প্রতিবন্ধী ব্যক্তিগণ অনলাইনে 'প্...
13/03/2025

প্রতিবন্ধী ভাতা প্রত্যাশীদের দৃষ্টি আকর্ষণ:-

আগামী ২৫ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত সকল বৈধ প্রতিবন্ধী ব্যক্তিগণ অনলাইনে 'প্রতিবন্ধী ভাতা'র জন্য আবেদন করতে পারবেন

আবেদন করার লিংক:
mis.bhata.gov.bd/onlineApplication

যা দরকার হবে:
১. প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচয়পত্র 'সুবর্ণ নাগরিক' কার্ড
২. এন আই ডি /জন্ম নিবন্ধন
৩. নিজস্ব/ পরিবারের মা বাবার সচল বিকাশ নাম্বার

এই স্মারকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কর্মরত প্রতিষ্ঠান এবং প্রতিবন্ধী ব্...
19/02/2025

এই স্মারকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কর্মরত প্রতিষ্ঠান এবং প্রতিবন্ধী ব্যক্তির মাতা-পিতা/অভিভাবকের তথ্য সংগ্রহ করার জন্য গুগল ফরমের মাধ্যমে তথ্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর ৩ ধারায় উল্লিখিত ১২ ধরণের প্রতিবন্ধিতার প্রকারভেদ অনুযায়ী কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য এই তথ্য প্রয়োজন। সংশ্লিষ্ট সকলকে আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে গুগল ফরমে তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তির মাতা-পিতা/অভিভাবকের তথ্যাদি পূরণের লিংক:
https://forms.gle/jdbQLC1hFr5wF50Q9

প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কর্মরত প্রতিষ্ঠানের তথ্যাদি পূরণের লিংক:
https://forms.gle/p6aqwxzY8aYUS3nG6

15/02/2025
শ্যামনগরে বেড়েছে সরিষার চাষ, বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকের মুখে আনন্দের হাসিএস এম জাকির হোসেন শ্যামনগর থেকে \ সাতক্ষীর...
07/02/2025

শ্যামনগরে বেড়েছে সরিষার চাষ, বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকের মুখে আনন্দের হাসি

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে \ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বেড়েছে সরিষার চাষ, বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকের মুখে দেখা যাচ্ছে আনন্দের হাসি। মৌমাছি মৌমাছি, কোথা যাও নাচি নাচি… কবিতার এই পঙক্তির মতো মাঠে মাঠে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছির দল। দিগন্তজোড়া মাঠে হলুদের সমারোহ। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। সরিষার হলুদ ফুলে শীতের সোনারাঙা রোদের ঝিকিমিকি মৌমাছিকে হাতছানি দেয়। মৌমাছিরা মধু সংগ্রহে ছুটে যায়। অন্যদিকে হলুদ—সবুজের মিতালি মাখা সরিষা ক্ষেত, কৃষকের চোখে—মুখে নতুন স্বপ্নের রং ছড়িয়ে দেয়। সারা দেশের ন্যায় দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল শ্যামনগর উপজেলা জুড়ে এ বছর সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে রাঙা হাসি। এবছর শ্যামনগর উপজেলায় সরিষার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে এবং ফলন বেশ ভাল হয়েছে। দেশের বাজারে ভোজ্যতেলের বাজার ঊর্ধ্বমুখী। সয়াবিন তেলের মূল্য নিয়ে চলছে তেলেসমাতি। এ জন্য কৃষক এবার সরিষা আবাদের দিকে ঝুঁকছে। উপজেলা ব্যাপী টরি ৭, বারি ১৪, বীনা ৯ সহ বিভিন্ন সরিষা আবাদ অনেক বেশি হয়েছে ফলনও ভাল হয়েছে। দেশে ভোজ্যতেলের মোট চাহিদার সিংহভাগই আমদানিনির্ভর। আমদানিতে এগিয়ে সয়াবিন ও পাম অয়েল। এতে বছরে অনেক টাকা ব্যয় হচ্ছে সরকারের। তবে সরিষার উৎপাদন বাড়িয়ে এ ব্যয় অনেক কমিয়ে আনা সম্ভব। দেশে উৎপাদিত তেলের মধ্যে সরিষা শীর্ষে। এছাড়া সয়াবিন, সূর্যমুখীসহ দু’—একটি অপ্রচলিত তেলবীজের চাষ হয় সামান্য। দেশের ভোজ্যতেলের প্রায় ৬০ ভাগ আসে সরিষার তেল থেকে এবং এটিই আমাদের ভোজ্যতেলের প্রধান ফসল। বিভিন্ন জাতের সরিষা বীজে ৩৮ থেকে ৪৪ শতাংশ তেল থাকে আর বাকিটা খৈল। এই খৈলে থাকে ২৫ শতাংশ থেকে ৪০ শতাংশ আমিষ। এই খৈল গৃহপালিত পশুর জন্য পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। আমাদের দেশে প্রতি হেক্টরে সরিষার ফলন হয় ৬০০ থেকে ৭২৫ কেজি। আমন ও বোরো চাষের মাঝের সময়ে বড় অংশ জমি পতিত থাকে। এ পতিত জমি ব্যবহার করে দেশে তেলবীজের উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানো যাবে। বেশ কিছু তেলজাতীয় ফসলের সঙ্গে সরিষার আবাদ ব্যাপকভাবে বাড়ানোর প্রচেষ্টা শুরু হয়েছে। আর তাতে সুফলও মিলতে শুরু করেছে। এ বছর সারাদেশের ন্যায় শ্যামনগর উপজেলায়ও ব্যাপকভাবে বেড়েছে সরিষার চাষাবাদ। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক

মাননীয় সমাজ কল্যান উপদেষ্টা জনাবা শারমীন এস মুরশিদ ম্যাডামের সাথে সাক্ষাৎ করি কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান ও শিক্ষক সম...
24/01/2025

মাননীয় সমাজ কল্যান উপদেষ্টা জনাবা শারমীন এস মুরশিদ ম্যাডামের সাথে সাক্ষাৎ করি কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান ও শিক্ষক সমিতির আহবায়ক আরিফুর রহমান অপু ভাই আমি খালেদা ফেরদৌসি শিল্পী ও ছাইফুল ভাই আলোচনায় আমরা সন্তুষ্টি প্রকাশ করছি।

Address

শিবচন্দ্রপুর
Satkhira

Telephone

+8801748264941

Website

Alerts

Be the first to know and let us send you an email when KUDDO.KoiKhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to KUDDO.KoiKhali:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram