30/11/2025
এই সন্মানিত রোগী আমাদের কাছে এসেছিলেন গলার সামনে ফোলা নিয়ে। আমরা উনার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি গলার সামনের যে ফোলা সেটা থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার।
অত:পর অপারেশন করে সম্পূর্ণ থাইরয়েড গ্ল্যান্ড ফেলে দেয়া হয়েছে।
আলহামদুলিল্লাহ রোগী এখন সম্পূর্ণ সুস্থ আছেন।
অপারেশন পরবর্তী রোগীর গলার স্বর ভালো আছে
এবং রোগীর কোনো হাত অবশ অবশ লাগা বা ঝিন ঝিন করা জাতীয় কোনো সমস্যা নাই।