09/09/2025
চুলকানি দাদ একজিমা নির্মূলের ঘরোয়া পদ্ধতি হলো।,
1/হলুদ
2/নিম পাতা
3/ফিটকিরি
পরিমাণ মত
একসাথে বেলেন্ডার করে নারিকেল তেলের সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিন বার আক্রান্ত স্থানে লাগান, নিমিষেই ভাল হয়ে যাবে, ভালো হওয়ার পরেও এক সপ্তাহ ধরে লাগান ,ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে