Dashkathi/দুরমুজখালি,নূরনগর,শ্যামনগর-সাতক্ষীরা

  • Home
  • Bangladesh
  • Satkhira
  • Dashkathi/দুরমুজখালি,নূরনগর,শ্যামনগর-সাতক্ষীরা

Dashkathi/দুরমুজখালি,নূরনগর,শ্যামনগর-সাতক্ষীরা Important place of Nurnagar-Shyamnagar-Satkhira

25/07/2025

মোহাম্মদপুর থানা পুলিশের সাথে এক ঘণ্টা

আজ রাত ১১টার দিকে মোহাম্মদপুরে আমার সাথে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা আমার একটি মোবাইল ফোন এবং কিছু টাকাপয়সাসহ মানিব্যাগ নিয়ে যায়। আমাকে চাপাতি দিয়ে কিছু আঘাত করে। সৌভাগ্যবশত আঘাত গুরুতর নয়। আমার সঙ্গে আমার স্ত্রী ছিলেন। একটু দূরে থাকায় তিনি নিরাপদ ছিলেন।

ঘটনাস্থল থেকে মোহাম্মদপুর থানার দূরত্ব ৩ মিনিট। আমি এবং আমার স্ত্রী ঘটনার ৫মিনিটের মধ্যে থানায় যাই। সোজা ডিউটি অফিসারের রুমে গিয়ে বলি, ৫ মিনিট আগে তিন রাস্তার মোড়ে আমার সাথে একটি ছিনতাই হয়েছে। তারা আমাকে বললেন, একটু অপেক্ষা করেন। দেখছি।

ডিউটি অফিসারের নাম এসআই জসিম। তার পাশে সাদাপোশাকে একজন পুলিশ সদস্য কাগজে অন্য একজনের অভিযোগ লিখছেন। সাদাপোশাকের ওই পুলিশ সদস্য আমার দিকে আঙুল তাক করে উগ্রভাবে বলেন: আপনার শার্টের বোতাম লাগান। আমি তখনই খেয়াল করলাম, ছিনতাইকারীদের আঘাতের সময় আমার একটি বোতাম খুলে গিয়েছিল। আমি ওই অফিসারের কথায় আহত হলেও কোনো ঝামেলায় না গিয়ে সরি বলে বোতামটি লাগিয়ে নিলাম। এরপর তিনি আমাকে আমার সবগুলো বোতাম লাগাতে বললেন। আমার তখন শুধু টাই-বাটন, অর্থাৎ একদম গলার সঙ্গে থাকা বোতামটি খোলা ছিল, যেটা সাধারণত আমরা কখনো লাগাই না। আমি বললাম, প্লিজ আমার অভিযোগটি নিন।

তারা বললেন, অভিযোগ লেখার লোক নেই। আমি তাদের বললাম, আমি নিজেই লিখে দিচ্ছি। আমাকে একটি কাগজ দিন। তারা কযেক মিনিট পর আমাকে একটি সাদা কাগজ দিলেন। আমি একটি কলম দিতে অনুরোধ করলাম। অফিসার বললেন, আমাদের এক্সট্রা কলম নেই। অথচ সেখানে অনেকগুলো কলম পড়ে ছিল।

যাহোক আমার স্ত্রী নিজের ব্যাগ খুঁজে আমাকে একটি কলম দিলেন। আমি সেটা দিয়ে আমার অভিযোগ লিখলাম। ডিউটি অফিসার আমার অভিযোগের কোনো কপি দিলেন না। শুধু আমাকে একটি ফোন নাম্বার দিয়ে বললেন, এটা এএসআই আনারুলের নাম্বার। উনি এখন নবোদয় হাউজিংয়ে ব্যস্ত আছেন। আপনি ফোনে উনার সাথে কথা বলেন।

আমি তখন তাকে বিনীতভাবে বললাম, আমার মনে হয় এখন ঘটনাস্থলে গেলে ওদের পাওয়া যাবে। দয়া করে এমন কাউকে বলুন, যিনি আমাদের সঙ্গে এখন সেখানে যেতে পারবেন।

এসআই জসিম আমার কথায় প্রচণ্ড বিরক্ত হয়ে বললেন, এটা সম্ভব নয়। ওই এলাকায় ইনি ছাড়া আর কেউ যেতে পারবে না। এটা তার এলাকা। আপনি এখান থেকে এখন চলে যান। ওখানে গিয়ে ছিনতাইকারীদের পাবেন না।

আমি বললাম, আমার ধারণা ওরা ওখানে এখনো আছে। তবে এসআই জসিম বললেন, আপনার কমন সেন্স নাই? ছিনতাইকারী আপনার-আমার জন্য বসে থাকবে নাকি? আমি তবু তাকে অনুরোধ করলাম, কাছেই যেহেতু, যেন একবার বিষয়টি বিবেচনা করা হয়।

আমি সেখান থেকে বের হয়ে ওসি সাহেবের রুমে যাই। ওসি ইফতেখার হাসান সাদাপোশোকে ছিলেন। আমি তাকে ছিনতাইয়ের ঘটনাটি বললাম। তিনি বললেন, আমি ওসি হয়েও এই কমদামি ফোন ব্যবহার করি, আপনি এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই!

আমি তার কথায় কোনো উত্তর দিলাম না। আমি তাকে অনুরোধ করলাম, যেন এখনই আমার ছিনতাইয়ের বিষয়ে কোনো পদক্ষেপ নেন। তিনি পুর্বোক্ত এএসআই আনারুলের সাথে যোগাযোগ করে আমাকে তার জন্য বাসস্ট্যান্ড মোড়ে অপেক্ষা করতে বলেন।

আমি বাসস্ট্যান্ডসহ মোট তিনটি পয়েন্ট ঘুরে এএসআই আনারুলের সাথে দেখা করি। তার সঙ্গে আরো সাত-আটজন পুলিশ সদস্য ছিল। আনারুল সাহেব আমার কথা শুনে বলেন, চলেন আমরা ঘটনাস্থলে যাই। আমি তার সঙ্গে গাড়িতে করে ঘটনাস্থলে যাই। এর মধ্যে প্রায় ৪০ মিনিট পার হয়ে গেছে। তবে ঘটনাস্থলে যাওয়ার পর আমি ওই ছিনতাইকারীদের সেখানেই বসে থাকতে দেখি। আমি দূর থেকে তাদের দেখিয়ে দিলেও এএসআই আনারুল সেখানে না গিয়ে একটু দূরে অন্য একটি জায়গায় গিয়ে কিছু লোকের সাথে কথোপকথন করেন। মিনিট দুয়েক পরে তিনি ফিরে আসলে আমি এএসআই আনারুলকে আবার ওই সন্ত্রাসীদের দেখিয়ে দেই। তবে আনারুল সেখানে না গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন। এ সময় সন্ত্রাসীরাও পুলিশসহ আমাকে দেখে আস্তে আস্তে ঘটনাস্থল থেকে সরে যেতে থাকে। আমি অবাক হয়ে এএসআই আনারুলের দিকে তাকিয়ে থাকি!

ওরা চলে যাওয়ার পর এএসআই আনারুল আমাকে বলেন, এখন তো ওদের পাওয়া যাবে না। আমরা গভীর রাতে এসে এখানে অভিযান চালাবো। আপনারা এখন বাসায় চলে যান।

২৪ জুলাই ‘২৫।
আহমদ ওয়াদুদ

02/07/2025

নারীদের নির্যাতনের মাত্রা ছিল আরও নিষ্ঠুর। এক নারী ভুক্তভোগী জানান, তাকে ওড়না ছাড়া জানালার দিকে মুখ করে ঝুলিয়ে রাখা হয়েছিল, যেন পুরুষ প্রহরীরা তার শরীর উপভোগ করতে পারে। পিরিয়ড চলাকালে প্রয়োজনীয় প্যাড চাওয়ার সময় হাসাহাসি করা হয়। এটি ছিল নারী সত্তার ওপর নগ্ন ও সামাজিক আঘাত।

প্রায় সকল ভুক্তভোগীই লাঠিপেটা, পিঠ থেঁতলে দেওয়া, পা বেঁধে ঝুলিয়ে রাখা, হাত-পা বেঁধে উল্টো ঝুলিয়ে পায়ের তালুতে আঘাত—এসব নিয়মিত শাস্তির শিকার হয়েছেন। শুধু হাত-পা নয়, যৌনাঙ্গেও বৈদ্যুতিক শক দেওয়া হতো । কেউ বলেছেন, প্যান্ট খুলে ক্লিপ লাগিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হতো, যা তাদের অজ্ঞান হওয়ার পর্যায়ে নিয়ে যেত।

মুখে পানি ঢেলে শ্বাসরোধ করে শ্বাসকষ্ট তৈরি করা হতো, যা "ওয়াটারবোর্ডিং" নামে পরিচিত। এতে ভুক্তভোগীরা মনে করতেন তারা ডুবে যাচ্ছেন। র‍্যাব ও ডিজিএফআই ব্যবহৃত ঘূর্ণায়মান চেয়ার দ্রুত ঘোরানোর মাধ্যমে শারীরিক যন্ত্রণার এক নতুন মাত্রা সৃষ্টি করেছিল। এতে অনেকেই প্রস্রাব বা পায়খানা করে ফেলতেন, কেউ কেউ জ্ঞান হারাতেন।

পুরুষদের যৌনাঙ্গ চেপে ধরা, বৈদ্যুতিক শক দেওয়া, প্রস্রাব করাতে বাধ্য করে শক দেওয়া—এসব ছিল গোপন কিন্তু বহুল প্রচলিত নির্যাতনের অংশ। এক ভুক্তভোগী বলেছিলেন, “আমি পাঁচ ফুট উপরে উঠছি মনে হয়েছিল, এমন শক লাগছিল। আমার দুই পায়ের চামড়া ছিঁড়ে গিয়েছিল, কিন্তু সেটা টেরই পাইনি, কারণ ব্যথার কেন্দ্র ছিল অন্য স্থানে।”

সুত্র~আমার দেশ

04/06/2025
17/05/2025
29/04/2025

ছাগলের খামার শুরুটা করবেন যেভাবে।

সভ্যতার শুরু থেকে পশু পালন ছিল মানুষের প্রধান পেশা। যুগে যুগে এই পেশার ধরণ বদলেছে। সারা পৃথিবীতে পশুর খামার ব্যবসা একটি অন্যতম উৎপাদনশীল এবং লাভজনক ব্যবসা।

ভৌগলিক অবস্থানের কারনে বাংলাদেশ পশুর খামার ব্যবসায় উন্নত দেশের তুলনায় অনেক পিছিয়ে। তবে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং বিনিয়োগ সম্ভব হলে আমাদের দেশেও পশুর খামার লাভজনক করা সম্ভব। সত্য বলতে আমাদের দেশে শিক্ষিত কৃষি উদ্যোক্তা খুঁজে পাওয়া যায় না।

আমার কাছে মনে হয় সরকার, সমাজ এবং পরিবার থেকে এই পেশার আধুনিকীকরণের কোন উৎসাহ নেই। বিষয়টা যেন বিধির অমোঘ বিধান, পেশাটি শুধুমাত্র গ্রামের শীর্ণ, দরিদ্র বা আধা শিক্ষিত বেকার তরুণদের জন্য। অবিলম্বে এই ধারণার পরিবর্তন প্রয়োজন।

ভবিষ্যৎ পৃথিবীর অর্থনীতিতে কৃষি উদ্যোক্তা সামনের সারিতে থাকবে তা হলফ করে বলার প্রয়োজন নেই। বাংলাদেশ কৃষির জন্য অনেক সম্ভাবনাময় একটি দেশ।

প্রথমেই মাথায় রাখতে হবে পশুর খামার ব্যবসায় একটি সময় সাপেক্ষ ব্যাপার। প্রথমে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রাণীসম্পদ তৈরি করতে হবে তারপর সেই সম্পদ থেকে প্রকৃত উৎপাদন শুরু করতে হবে।

সাধারণত ২-৩ বছর একাগ্রতার সাথে ধৈর্য নিয়ে পরিশ্রম করলে ভাল স্টার্ট-আপ করা যায়। জমি চাষ করা থেকে শুরু করে সোনালী ধান ঘরে তোলা পর্যন্ত যে পরিচর্যা ও সময় প্রয়োজন কৃষিক্ষেত্রে কাজের ধরন অনুযায়ী নির্দিষ্ট সময় এবং শ্রম দিতেই হবে। সুতরাং অসীম ধৈর্য ও সাহস নিয়ে খামার ব্যবসা শুরু করতে হবে। শুরু করার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তা নিচে পর্যায়ক্রমে বর্ণনা করা হল।

১ #পণ্য_নির্বাচন: আপনার খামার থেকে কি ধরণের পণ্য উৎপাদন করবেন তা নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনি ব্রীড, দুধ, মাংস, উৎপাদন করতে পারেন।

তাছাড়া বাই প্রোডাক্ট হিসাবে দুগ্ধজাত পণ্য বা মাংস প্রক্রিয়াজাতকরণ করতে পারেন। যেটাই করুণ আপনাকে একটি নির্দিষ্ট উৎপাদন যোগ্য পণ্য নির্ধারণ করতে হবে এবং সে অনুসারে আপনার খামারের পরিকল্পনা তৈরি করতে হবে।

২ #বাজার_নির্বাচন: আপনার উৎপাদিত পণ্যের ধরণ অনুযায়ী কোন স্তরের বাজারে বিপণন করবেন তা ঠিক করত হবে। দেশের সামগ্রিক বাজারে চাহিদা আছে অনেক তবে সে অনুপাতে উৎপাদন এবং যোগান দিতে গেলে অনেক বড় বিনিয়োগ নিয়ে নামতে হবে। আমি এখানে মোটামুটি ছোট বিনিয়োগ দিয়ে শুরুটা কিভাবে করা যায় সে বিষয়ে বলতে চাই।

নতুন উদ্যোক্তাদের জন্য লোকাল মার্কেট নির্বাচন করা বুদ্ধিমানের কাজ হবে। ব্যবসায় বড় হবার সাথে সাথে আপনার টার্গেট বাজার বড় হতে থাকবে।

৩ #পশুর_জাত_নির্বাচন: খামার শুরু করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল পশুর জাত নির্বাচন। মাথায় রাখতে হবে ভাল জাতের পশুর উপর আপনার খামারে উন্নতি নির্ভর করবে। সেক্ষেত্রে শতভাগ ব্লাড-লাইন সম্পন্ন পশু সংগ্রহ করা সব থেকে উত্তম। তবে এক্ষেত্রে বিনিয়োগ লাগবে অনেক।

খামার করার জন্য ভাল জাতের ৭০-৮০ শতাংশ ব্লাড-লাইন সম্পন্ন পশু সংগ্রহ করলেই চলবে। খামারের অন্যান্য ব্যবস্থাপনা ঠিক থাকলে খামার মুনাফা দেখবে আশা করা যায়।

৪ #জমি_নির্বাচন_ও_অবকাঠামো পরিকল্পনা: খামারের জন্য নিজস্ব জমি হলে সবথেকে উত্তম।

তাছাড়া আপনি জমি লিজ বা কট
(যে এলাকায় যে চুক্তিতে জমি ব্যবহারের সুযোগ রয়েছে) নিয়ে খামার শুরু করতে পারেন।

খামারের অবকাঠামো এবং ঘাসের জমির জন্য খামারের ধরণ এর উপর নির্ভর করে কি পরিমান জমি প্রয়োজন। যদিও ঘাসের বিকল্প খাদ্য উৎপাদনের ব্যবস্থা করতে পারলে ঘাসের জমি কিছুটা কম হলেও সমস্যা নাই।

নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।
জমি নির্বাচনের পর খামারের অবকাঠামোর একটা খসড়া পরিকল্পনা করতে হবে।

কোন ধরনের উপকরণ দিয়ে কম খরচে আধুনিক অবকাঠামো তৈরি সম্ভব সে বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে। দেশীয় উপকরণ ব্যবহার একটি উত্তম পন্থা হতে পারে।

খামারের জন্য নির্বাচিত জমি অবশ্যই লোকালয় থেকে দূরে হতে হবে এবং অবশ্যই সংযোগ সড়ক, পানি, বিদ্যুতের সুব্যবস্থা থাকতে হবে। নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।

৫ #পরিকল্পনা_প্রণয়ন: এ পর্যায় এসে পরিকল্পনা প্রণয়নের কাজে হাত দিতে হবে। তার আগে কোন পশু দিয়ে (গরু, ছাগল, ভেড়া বা) খামার শুরু করতে হবে তা নির্ধারণ করে সেই পশু সম্পর্কে পড়াশোনা শুরু করতে হবে।

সেই পশুর সাধারণ বৈশিষ্ট্য, প্রজনন কাল, উৎপাদন ক্ষমতা, স্বাস্থ্য, খাদ্য গ্রহণ, আচার-আচরণ সম্পর্কে বিস্তর ধারনা নিতে হবে। সে কারণে নিজে নিজের প্রশিক্ষক হওয়া যথেষ্ট। কোন ট্রেনিং করার দরকার নেই।

ইন্টারনেটের সুবাদে এই সমস্ত তথ্য এখন হাতের নাগালে। সময় নিয়ে মনোযোগের সাথে পড়াশোনা করে এবং খামার ব্যবসা সংক্রান্ত অন্যান্য তথ্যাদি সংগ্রহ করে দুই বছরের একটি রোডম্যাপ তৈরি করতে হবে। পরবর্তীতে সেই রোডম্যাপ ধরে এগোতে হবে।

খামারের পরিকল্পনাটি হাতে আসার পর খামারের কাজ শুরু করে দিতে হবে ধাপে ধাপে। সবার আগে বিনিয়োগের বিষয়টি পরিষ্কার হওয়াটা জরুরী।

#পশুর_চিকিৎসা:- চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে এখনো সে ভাবে হয়ে উঠেনি নিকটস্থ ভেটেরিনারি চিকিৎসক এর সাথে যোগাযোগ রাখতে হবে তাদের সাথে বিভিন্ন রোগ এর বিষয় নিয়ে আলোচনা করতে হবে প্রাথমিক কিছু চিকিৎসা ব্যবস্থা শিখতে হবে প্রয়োজনীয় কিছু ঔষধ এর ব্যবস্থা করতে পারলে বেশি ভালো হয়। একটি গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করব।

আপনি যদি খামার শুরু করতে চান তবে সবার প্রথমে আপনার নিজের সাথে বোঝাপড়া করতে হবে যে আপনি কি শখের খামারী হতে চান নাকি সত্যিকারের খামার উদ্যোক্তা। যদি আপনি প্রকৃত খামারী হতে চান তবে উপরের লেখাটি আপনার জন্য।

www,somewhereinblog,net

শুরুতে ছাগলের কমার্শিয়াল ফার্মিংয়ের চেয়ে কমিউনিটি ফার্মিং বেটার এন্ড সাস্টেনেবল ⤵️

বাংলাদেশের বেশিরভাগ ফেসবুক পেজে ফেসবুক গ্রুপে দেখি কমার্শিয়াল গোট ফার্মিং প্রোমোট করে আমার ধারনা এটা আত্মঘাতী কাজ। তাছাড়া অনেক ফার্মার ও এই কাজটাই করে যারা বিভিন্ন স্টেজে ২/৩ টা মৌসুম শেষ না করেই ১০০ ছাগলের হিসাব দেয়।

এটা করে মধ্যোসত্ব ব্যাবসায়ের বিস্তার হলেও ফার্মিংয়ের ১২ টা বেজে যাচ্ছে আর মানুষের মনোবল আর ইচ্ছা শক্তি নিঃশেষ করে দেয় আমি মনে করি কমার্শিয়াল ফার্মিংয়ের চেয়ে কমিউনিটি ফার্মিং বেটার এন্ড সাস্টেনেবল।

আর এটার পুরো ব্যাখ্যা দিতে পারছি না
তবে সর্বোচ্চ ৮/১০ টার বেশি ছাগল হওয়া উচিত না শুরুতে। যেমন বাসিন্দা (যাদের লং টাইম সার্ভিসে রাখার চিন্তা) রানিং মা ছাগল ২ টা ১ বছরের খাসি ২ টা বা ১ টা (কোরবানির বাজারের জন্য) বেটার মা তৈরীর জন্য ১ টা মেরিটের ছাগী যেটাকে পরের বাসিন্দাকে রিপ্লেস করার জন্য রাখা হবে
বাদ বাকি বাচ্চা যা হবে ৬/৭ মাসের মধ্যে সেল করে দেওয়া হবে।

কমিউনিটি বাজার থাকবে এভাবে করলেই বাচ্চার পরিচর্যা নিশ্চিত করা যাবে + বাচ্চার মৃত্যু হার কমবে সময়ের সাথে সাথে ছাগল বৃদ্ধি পাবে এটা আমার মতামত।

Sardar Mahmudul Hasan Durjoy.

ছাগল পালনে জরুরি পরিকল্পিত বিনিয়োগ
ছাগল ক্রয় করতে হলে অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী ক্রয় করতে হবে। পুঁজি যদি ২ লক্ষ টাকা হয়ে থাকে তাহলে আপনি প্রথম ইনভেস্ট করুন ৮০ হাজার টাকা ৮ মাস পর ইনভেস্ট করুন ৬০ হাজার পরবর্তী এক বছর পর ইনভেস্ট করুন ৬০ হাজার টাকা এই ভাবে দের বছর ধরে ইনভেস্ট করুন সর্ব মোট আপনার মুলধন। কখনোই মুলধনের পুরাটা বিনিয়োগ করা উচিৎ না।

ধরুন আপনার ফার্মে শুরুতে ভালো প্রডাকশনের ছাগল ১০ টা দিয়ে শুরু করতে চান, তাহলে ভালো মানের ১০ টা ছাগল কোথাই পাবেন...? হাট বাজার বা গ্রাম থেকে যে ছাগল গুলা নিবেন তার প্রডাকশন ফলাফল দেখতেও আপনাকে কমপক্ষে ৮/১০ মাস দেরি করতে হবে।

মনের মত ফার্মিং উপযোগী ছাগল আপনি নিজেই তৈরি করুন জাত উন্নয়নের মাধ্যমে। দুই বছর পর নিজের খামার থেকে বাছাই করুন আপনার জন্যে সেরা ছাগল গুলা বাকি গুলা বিক্রি করে দিন এবং সেই টাকা দিয়ে আধুনিক সেড নির্মাণ করুন।

দুই বছর এর নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে নির্মাণ করুন আধুনিক সেড, ইচ্ছা দিয়ে শুরু করুন সর্বোচ্চ ভালোবাসা দিয়ে লালন পালন করুন আল্লাহ তায়ালা অবশ্যই আপনাকে উত্তম রিজিকের পথ বের করে দিবে ইনশাআল্লাহ।

এটা সম্পুর্ন্য আমার মতামত ছাগলের খামার করার আগে বন্ধ হবার কারণ গুলো জানতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ছাগলের খামার করা সহজ কিন্তু টিকিয়ে রাখা অনেক কঠিন। এই সেক্টরে যতক্ষণ আপনি শিখবেন ততক্ষণ আপনি টিকবেন।

Shahin Goatfarm We Love Goat Farming.

14/07/2023

কালেক্টেড পোস্ট
পরিবর্তন আসিতেছে। আমার দুই পরিচিত তাদের গরুর দুইটি চামড়াই না বিক্রয় করে নিজেরা রেখে দিছে। আলহামদুলিল্লাহ একজন অলরেডি পরিষ্কার করে নিয়েছে। আর একজন ফ্রিজে রেখে দিছে এককেজি দুইকেজি পরিষ্কার করবে আর খাবে। ইনশাআল্লাহ সামনের বছর আরো অনেকেই আগ্রহী হবে। ২০-৩০ কেজি প্রোটিন মাত্র ৫০০-৭০০ টাকা।

পাচশো-সাতশো টাকায় গরুর চামড়া বিক্রি হচ্ছে, এই চামড়াগুলি পাচ বছর আগে ছিল চার পাচ হাজার টাকা।

বাঙ্গালী চামড়া-লেজ প্রসেসিং করার প্যারা নেবে না, আবার দুইশো গ্রাম কোলাজেন তিন হাজার টাকায় কেনার সময় ভাববে ইয়াল্লা এত্ত দাম!!

আবার ন্যাচারাল সাপ্লিমেন্ট হিসাবে চামড়া-লেজ খাইতে বললেও খাবে না। বট খাবে সয়াবিন তেল দিয়ে রান্না করে 😅😅😅

এইসব হিপোক্রেসি ছাড়তে না পারলে হবে ভাইয়া??

চামড়া খাওয়ার চেষ্টা করেন, স্পেশালি যাদের বাসায় প্রসেস করার মত জনবল আছে তারা।

কোলাজেনের বাজারদর বাংলাদেশে কেজি সাত হাজার থেকে সতেরো হাজার টাকার মধ্যে। চামড়ায় প্রায় ৩২-৪০% কোলাজেন, লেজে আরো বেশি। আশা করি বুঝতে পারতেসেন কেন খাওয়ার কথা বলতেসি!

Health benefits of collagen supplements
1. May improve skin health
2. May relieve joint pain
3. May prevent bone loss
4. May boost muscle mass
5. May promote heart health
6. Other health benefits

Collagen supplements may have other health benefits, but these haven’t been studied extensively.

Hair and nails. Taking collagen may increase the strength of your nails by preventing brittleness. Additionally, it may help your hair and nails grow longer (19Trusted Source).

Gut health. Although no scientific evidence supports this claim, some health practitioners assert that collagen supplements can treat leaky gut syndrome, also called intestinal permeability.

Brain health. No studies have examined the role of collagen supplements in brain health, but some people claim that they improve mood and reduce anxiety symptoms.

Weight loss. Proponents believe that collagen supplements may promote weight loss and faster metabolism. However, no studies support these claims.
©️ কালেক্টেড পোস্ট

23/06/2023
23/06/2023
16/06/2023

আজ (১৬ জুন) রাত ৯ টায় ডয়েচে ভ্যালে-তে 'খালেদ মুহিউদ্দীন জানতে চায়' অনুষ্ঠানে সরাসরি যুক্ত হবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত নায়েবে আমীর Dr. Syeed Abdullah Muhammad Taher

> প্রচারিত হবে নিম্নোক্ত লিংকে- https://www.youtube.com/DWKhaledMuhiuddinJanteChay

(এ সংক্রান্ত একটি পোল ছাড়া হয়েছে নিম্নোক্ত লিংকে। সেখানে আপনার মতামত জানাতে পারেন এখনই--)

https://www.youtube.com//community

Address

Poranpur To Nurnagar Road
Satkhira
9450

Telephone

01768156456

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dashkathi/দুরমুজখালি,নূরনগর,শ্যামনগর-সাতক্ষীরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dashkathi/দুরমুজখালি,নূরনগর,শ্যামনগর-সাতক্ষীরা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram