11/10/2023
সুখবর সুখবর সুখবর
ডিভাইস কসমেটিক সুন্নতে খাৎনা
** ডিভাইস কসমেটিক খাৎনার সুবিধা সমূহ
*এই পদ্ধতিতে কোন রক্তপাত হয় না।
*তাই সেলাই লাগে না।
*ব্যান্ডেজ লাগবে না
*দ্রুত ঘা শুকাতে সক্ষম
*প্রতিদিন গোসল ও প্যান্ট পড়তে পারবে
*একদিনের শিশু থেকে শুরু করে যে কোন বয়সের জন্য
*গ্লান্ড প্লিজসহ পুরো পেনিস কে নিরাপত্তা রাখতে সক্ষম
বিনা অপারেশনে নাকের পলিপাস নির্মূল
***পলিপাসের লক্ষণ সমূহঃ
১/ নাকের মাংস বৃদ্ধি হওয়া
২/ নাক বন্ধ হয়ে যাওয়া ও শ্বাসকষ্ট হওয়া।
৩/ সময় -অসময়ে ঠান্ডা সর্দি ও হাঁচি লেগেই থাকা।
৪/অসহনীয় মাথা ব্যথা হওয়া ও মাথা টনটন করা।
৫/ চোখ ব্যথা হওয়া,চোখে ঝাপসা দেখা।
৬/নাক ডাকা, নাক চুলকানো ও কানে শোঁ শোঁ শব্দ শোনা।
৭/মাথার সামনের অংশে ভার হয়ে থাকা ও নাকে সঠিক ঘ্রাণ না পাওয়া।
হিজামা বা কাপিং থেরাপিঃ
যে সকল রোগের চিকিৎসা হয়ে থাকেঃ
১| মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদি মাথা ব্যথা।
২| রক্ত দুষণ।
৩| অস্থি সন্ধির ব্যথা / গেঁটে বাত।
৪| ব্যাক পেইন,
৫| ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা, পায়ে ব্যথা।
৬| মাংস পেশির ব্যথা।
৭| হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যথা।
৮ ত্বকের নিম্মস্থিত নিস্কাশন।
নিয়মিত রোগী দেখছেনঃ
ডাঃ মাহমুদুল হাসান
ডিএমএফ (ঢাকা)
বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ
জেনারেল প্র্যাকটিশনার
ইন্টার্নশিপ - ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, নারায়ণগঞ্জ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্যামনগর।
মেডিসিন, মা ও শিশু, নতুন পুরাতন বাত ব্যাথা, চর্ম ও যৌন রোগে প্রশিক্ষণ প্রাপ্ত
চেম্বারঃ
এমকে মেডিসিন সপ
বংশীপুর শাহী মসজিদ গেট, বংশীপুর, শ্যামনগর, সাতক্ষীরা।
মোবাইল নং- ০১৯৩৬-৬৩০৬০১
রোগী দেখার সময়ঃ
সকাল ৭ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত