Ma Specialised Physiotherapy Centre- Savar

Ma Specialised Physiotherapy Centre- Savar বাত-ব্যথা,জয়েন্ট ও মাংস পেশির ব্যথা, স্পোর্টস ইন্জুরি ও প্যারালাইসিসের ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্র।

20/07/2025
মোঃ রিয়াজ হোসেনঅনেক মিশুক এবং হাসি খুশি মানুষ ছিলেন। স্পাইনাল কর্ড ইনজুরিতে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে, ঢাকায় নিউরো সায়েন...
21/10/2024

মোঃ রিয়াজ হোসেন
অনেক মিশুক এবং হাসি খুশি মানুষ ছিলেন।
স্পাইনাল কর্ড ইনজুরিতে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে, ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আল্লাহ তা'আলা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন সম্পদ দান করেন। আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমাহ।যাকে হিকমাহ দান করা...
24/09/2024

আল্লাহ তা'আলা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন সম্পদ দান করেন। আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমাহ।

যাকে হিকমাহ দান করা হয় তার ভিতরে থাকে সাকিনা। আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত, প্রশান্ত, ধীর, স্থির।

টেবিল ভর্তি খাবার অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন, পেট ভরে খেতে পারছেন না। কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে, হিকমাহ দেয়া হয়নি যে কারণে আপনার ভিতর সাকিনা নেই।

আপনাকে হিকমাহ দেয়া হয়েছে যে জন্যে আলু ভর্তা আর ডাল দিয়েও পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠে বলে উঠবেন আলহামদুলিল্লাহ।

উচ্চশিক্ষিতা সুন্দরী স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন, কারণ আপনাকে হিকমা দেয়া হয়নি।

টয়োটা এলিয়নে চড়েও আপনি সুখী নন, আপনার কেন পাজেরো নাই? এর কারণ আপনার মাঝে হিকমাহ নাই, সাকিনা উঠে গেছে। আপনি আপনার অবস্থানে সুখী নন।

আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা। যাকে আল্লাহ তা'আলা হিকমা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে, শান্তিতে থাকে। এর অর্থ নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা।

রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক।
■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

■■ রিযিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।

■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।

■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না।

■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

■■ রিযিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

■■ কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন।

■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।"
-----(সুরা হুদ : আয়াত ৬)

■■ আল্লাহ তা'আলা অন্যত্র বলেনঃ
-------"যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিযিক দেবেন, যা সে ধারণাও করতে পারবে না।"
-----(সুরা ত্বালাক : আয়াত ২-৩)

■▪মহান আল্লাহ্‌ তা'আলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিযিক এর ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিযিক থেকে হিফাযত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন, এবং হিফাযত করুন(আমীন)।

(সংগৃহীত)

কালের কন্ঠ পত্রিকা কে ধন্যবাদ আমাদের গবেষণার ফলাফল প্রতিবেদন আকারে প্রকাশ করার জন্য (জুন ১৫, ২০২৪)। জনস্বাস্থ্য বিষয়ক এই...
16/06/2024

কালের কন্ঠ পত্রিকা কে ধন্যবাদ আমাদের গবেষণার ফলাফল প্রতিবেদন আকারে প্রকাশ করার জন্য (জুন ১৫, ২০২৪)।

জনস্বাস্থ্য বিষয়ক এই গবেষণাটি আরও পত্রিকার নজর কাড়বে আশাকরি।

পত্রিকা প্রতিবেদন: https://ekalerkantho.com/home/page/2024-06-15/16

গবেষণা লিংক: https://doi.org/10.1016/j.pmedr.2024.102788

আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা।
08/06/2024

আসসালামু আলাইকুম।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা।


03/06/2024

Ankle joint plastere for couboid fracture.



আমার মুরব্বি রোগী রিশাদের জন্মদিন 🥰❤️
26/05/2024

আমার মুরব্বি রোগী রিশাদের জন্মদিন 🥰❤️

প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এই প্রথম আমরাই দিচ্ছি স্বল্পমূল্যে ফিজিওথেরাপি সেবা। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমা...
13/04/2024

প্রযুক্তির সাথে তাল মিলিয়ে
এই প্রথম আমরাই দিচ্ছি স্বল্পমূল্যে ফিজিওথেরাপি সেবা। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

আমরাই আপনার স্বজন বা রোগীর অতি যত্ন সহকারে ফিজিওথেরাপি সেবা প্রদান করে থাকি। আমাদের রয়েছে অভিজ্ঞ ও দক্ষ ডিপ্লোমা ও বিএসসি ফিজিওথেরাপিষ্ট।

📞 01634-382959

👉 আমাদের উদ্দেশ্য আপনার অসুস্থ্য বাবা-মা কিংবা ভাই-বোনকে ম্যানুয়াল থেরাপি ও ইলেক্ট্রথেরাপি চিকিৎসার সমন্বয়ে রোগীকে সুস্থ্য করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।

👉 আমাদের সেবা সমূহঃ

1. কোমরের ব্যথা /
2. পিঠে ব্যথা / Dorsal or
3. হাঁটুতে ব্যথা / Knee Pain
4. পায়ের গোড়ালি ব্যথা / Foot or
5. পা মচকে যাওয়া /
6. ঘাড়ে ব্যথা /
7. মাংসপেশির ব্যথা /
8. কাঁধে ব্যথা /
9. প্যারালাইসিস /
10. মুখ বেকে যাওয়া /
11. ডায়াবেটিসের কারনে মাংসপেশির ব্যথা / for Diabetes
12. নার্ভের ব্যথা /
13. লিগামেন্ট ব্যথা /
14. ফ্রোজেন সোলডার ব্যথা / Pain
15. হাত-পা অবশ বা ঝিম ঝিম / or
16. টেনিস এলবো /
17. স্পোর্টস ইনজুরি /
18. অস্টিওআর্থাইটিস /
19. অস্টিওপরোসিস /
20. এনকাইলজিং স্পন্ডালাইটিস /

👉 প্রতিদিন আমরা অভিজ্ঞ ফিজিওথেরাপিষ্ট দ্বারা যেকোন বাত-ব্যথা এবং প্যারালাইসিস রোগীদের সঠিক রোগ নির্নয় করে ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে থাকি।

তাই যদি আপনার রোগীর জন্য ফিজিওথেরাপি প্রয়োজন হয়, তাহলে আমরা আছি সব সময় আপনার পাশে।

অফিসের ঠিকানাঃ
Ma Specialized Physiotherapy Center -MSPC
মা স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টার
৮৬/১৩, সিআরপি রোড, সাভার, ঢাকা
মোবাঃ 01634-382959

♦বিশেষ দ্রষ্টব্য- গার্মেন্টস কর্মী, অসহায়, গরীব ও মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের জন্য থেরাপি চার্জ বিশেষ ছাড় দেওয়া হয়। দূরের রোগীদের জন্য থাকা-খাওয়ার সুব্যবস্থা আছে।


#ফিজিওথেরাপিহোমসার্ভিস #ফিজিওথেরাপিহোমসার্ভিসঢাকা
#ফিজিওথেরাপিডাক্তার


Address

Savar

Telephone

+8801314924286

Website

https://youtube.com/@maspecialisedphysiotherapy, https://msphysiotherapycen.w

Alerts

Be the first to know and let us send you an email when Ma Specialised Physiotherapy Centre- Savar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ma Specialised Physiotherapy Centre- Savar:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram