Unique Hospital

Unique Hospital Aims At Quality Care

একটি বিশেষ মুহূর্ত!আমাদের সম্মানিত চিকিৎসক Dr Ayesa perveen Tripty  ম্যাডামের সঙ্গে একজন গর্বিত মা এসেছিলেন তাঁর ৭ বছর ব...
21/06/2025

একটি বিশেষ মুহূর্ত!
আমাদের সম্মানিত চিকিৎসক Dr Ayesa perveen Tripty ম্যাডামের সঙ্গে একজন গর্বিত মা এসেছিলেন তাঁর ৭ বছর বয়সী সন্তানকে নিয়ে — যিনি ১৪ বছরের দীর্ঘ অপেক্ষার পর ডা. তৃপ্তি ম্যাডামের চিকিৎসার মাধ্যমে আলোর মুখ দেখেছেন।

আলহামদুলিল্লাহ!
এই অসাধারণ সাফল্য আমাদের হাসপাতালের জন্যও একটি গর্বের বিষয়। আমরা এই শিশুটির জন্য দোয়া করি—আল্লাহ যেন তাকে একজন মহান, সদাচারী ও মানবিক গুণে গুণান্বিত মানুষ হিসেবে গড়ে তোলেন।

Unique Hospital-এর পক্ষ থেকে Dr Ayesa perveen Tripty ম্যাডামকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই, যিনি তার চিকিৎসা ও সহানুভূতির মাধ্যমে বহু পরিবারে আশার আলো জ্বালিয়ে চলেছেন।

🩺 Unique Hospital — আপনার নির্ভরতার প্রতীক

হার্ট ব্লকেজ, কী? কারণ? সমাধানঃ-হার্ট এর ওজন প্রায় 300 গ্রাম। ✅ হার্টের কাজঃপুরো শরীরে ব্লাড পাম্প করা। হার্ট ১ মিনিটে প...
22/05/2025

হার্ট ব্লকেজ, কী? কারণ? সমাধানঃ-
হার্ট এর ওজন প্রায় 300 গ্রাম।
✅ হার্টের কাজঃ
পুরো শরীরে ব্লাড পাম্প করা। হার্ট ১ মিনিটে প্রায় ৭২ বার পাম্প করে।
হার্ট, প্রতিদিন প্রায় ১ লক্ষ বার পাম্প করে থাকে।
হার্ট একবার পাম্প করলো মানে পুরো বডি তে ব্লাড পৌঁছে গেলো।
✅ হার্ট এর অসুখ কী :-
হার্ট এর অসুখ মানে আর্টারি তে চর্বি জমে যাওয়া, কোলেষ্টেরোল জমে যাওয়া, ফ্যাট জমে যাওয়া।
এমন পরিস্থিতি তৈরি হলে ধীরে ধীরে হার্ট এর ব্লাড সাপ্লাই ক্ষমতা কমে যায়।
এটাকেই বলা হয় হার্টের অসুখ।
বর্তমানে হার্টের অসুখ টি বিশ্বের সব চেয়ে বড় অসুখ।
যেদিন হার্টের ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে সেদিন হার্ট টাও বন্ধ হয়ে যাবে, মানে হার্ট এট্যাক হয়ে যাবে।
হার্ট এর আর্টারি গুলো 3-4 mm মোটা হয়।
✅ হার্ট এ ব্লকেজ হতে কত সময় লাগে?
বছরের পর বছর ধরে ধীরে ধীরে হার্ট ব্লকেজ তৈরী হয়।
মানুষ জন্মের পর পর ই ব্লকেজ তৈরী শুরু হয় না।
18-20 বছর বয়স থেকে এই ব্লকেজ তৈরী হতে শুরু করে।
70%, 80%, 90% ব্লকেজ তৈরী হতে কম করে 30-40 বছর সময় লাগে।
50% ব্লকেজ হয়ে গেলেও মানুষ কোনো কষ্ট অনুভব করে না।
কারণ ব্লাড সাপ্লাই এর জন্য আরও 50% বাকি থাকে।
✅ ব্লাড সাপ্লাই এর জন্য হার্ট এর প্রয়োজন 10%, 20%, 30% জায়গা।
10% প্রয়োজন যখন মানুষ বসে থাকে।
20% প্রয়োজন যখন হাঁটা চলা করে।
30% প্রয়োজন যখন মানুষ দৌড়ায়।
যেদিন মানুষের ব্লকেজ 70% এর বেশি হয়ে যায় সেদিন থেকে মানুষ হার্ট এর সমস্যা অনুভব করতে থাকে। সেদিন থেকে কষ্ট শুরু হয়ে যায়।
✅ যদি দৌড়ালে বুকে ব্যাথা অনুভব হয় তবে বুঝতে হবে ব্লকেজ 70% ক্রস করেছে।
যদি হাঁটতে গিয়ে ব্যাথা হয় তাহলে বুঝতে হবে ব্লকেজ 80%।
যদি সামান্য 10 ধাপ হাঁটলেই ব্যাথা হয় তবে বুঝতে হবে ব্লকেজ 90%।
✅ এখানে বোঝা গেলো হার্ট এর পেশেন্ট 70% ব্লকেজ না হওয়া পর্যন্ত কোনো সমস্যা সাধারণত বুঝতে পারে না।
✅ হাঁটতে গিয়ে ব্যাথা হলে এই পর্যায়কে বলা হয় "এনজাইনা।"
2%/year ব্লকেজ তৈরী হতে শুরু করে 20 বছর বয়সের পর থেকে।
*** লেখাটা পড়ে হার্ট এর অসুখ সম্পর্কে বুঝতে সময় লাগলো মাত্র কয়েক মিনিট, কিন্তু আপনি যদি কোন হাসপাতাল কিংবা ক্লিনিক যান তাহলে উনারা আপনাকে এতো বিস্তারিত বোঝাবে না, শুধু বলবে আপনার "করোনারী আর্টারি ডিজিজ "এ আক্রান্ত।
✅ আধুনিক উপায়ে ব্লকেজ পরীক্ষা, যেটা ও সঠিক নয়ঃ
আধুনিক যুগের ক্যার্ডিওলোজিস্ট রা ব্লকেজ এর পার্সেন্টেজ বোঝার জন্য তার ঢুকিয়ে এনজিওগ্রাফি করেন, যেটাতে রেজাল্ট আসে রাউন্ড ফিগার যেমন 70%, 80%, 90%।
আমাদের মতে যেটা সঠিক নয়। কারণ সঠিক হলে রাউন্ড ফিগার না হয়ে হতো 70.25%, 80.03%, 90.৮১%।
✅ হার্ট এট্যাক মানে কি?
70% ব্লকেজ এর পর ধীরে ধীরে ব্লকেজ বাড়তে থাকে। এই ব্লকেজ এর উপর একটা পর্দা থাকে এবং ব্লকেজ বাড়ার সাথে সাথে পর্দাটির উপরেও চাপ তৈরী হতে থাকে।
এই চাপ বাড়তে বাড়তে একদিন হঠাৎ পর্দাটা ছিঁড়ে যায়।
পর্দা ছিঁড়ার সাথে সাথে পর্দার নিচে থাকা কেমিক্যাল রক্তে গিয়ে মিশে যার ফলে রক্তের ঘনত্ব বেড়ে যায়।
রক্ত জমাট বেঁধে গেলে এটাকে বলা হয় "ক্লট"।
এটি আর্টারির রাস্তা পুরো পুরি ব্লক করে দেয়। ব্লক 100% হয়ে যায়, হার্ট এ রক্ত পৌঁছতে পারে না তখন এটাকেই বলা হয় "হার্ট অ্যাটাক"।
✅ হার্ট অ্যাটাক থেকে বাঁচার উপায়ঃ
ব্লকেজ 70%, 80%, 90% হয়ে গেলেও চেষ্টা করতে হবে ব্লকেজকে রুখে দেয়া।
ব্লকেজ না বাড়লে পর্দাটা ছিঁড়বে না, হার্ট অ্যাটাকও হবে না।
আরও ভালো হয় পর্দার নিচে জমে থাকা কিছু চর্বি যদি ধীরে ধীরে বের করে দেয়া যায়। সেজন্য নিয়মিত কমকরে হলেও ৪০ মিনিট হাঁটতে হবে। চর্বি জাতীয় খাদ্য বর্জন করতে হবে, ভাত, রুটি, মিষ্টি জাতীয় খাবার কমিয়ে দিতে হবে।
শরীরে ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে হবে।
✅ বুকে ব্যাথা অনুভব করলে ডাক্তারের পরামর্শ নিন।
সংকলিত....

✅ হার্নিয়া নিয়ে নয় আর দুশ্চিন্তা!ইউনিক হাসপাতালে আজ সন্ধ্যা ৭:৩০-এ সফলভাবে সম্পন্ন হয়েছে একটি শিশুর হার্নিয়া অপারেশ...
18/05/2025

✅ হার্নিয়া নিয়ে নয় আর দুশ্চিন্তা!
ইউনিক হাসপাতালে আজ সন্ধ্যা ৭:৩০-এ সফলভাবে সম্পন্ন হয়েছে একটি শিশুর হার্নিয়া অপারেশন। 💚

🔹 অপারেশন পরিচালনা করেন:
👉 ডা. ফরহাদুল হাসান, বিশেষজ্ঞ জেনারেল ও ল্যাপারোস্কোপি সার্জন
🔹 অ্যানেস্থেশিয়া তত্ত্বাবধানে ছিলেন:
👉 ডা. মজাহারুল ইসলাম শাম্মো
🔹 সহযোগিতায় ছিলেন:
👉 শিমা সাহা (OT Assistant)

🛡️ সর্বাধুনিক প্রযুক্তি এবং দক্ষ মেডিকেল টিম এর মাধ্যমে আমরা নিশ্চিত করছি সফল অপারেশন ও রোগীর দ্রুত সুস্থতা।

🎯 হার্নিয়া সহ যেকোনো সার্জিক্যাল সমস্যায় আর দুশ্চিন্তা নয় — এখনই যোগাযোগ করুন!

📞 01765-038403
📍 ইউনিক হাসপাতাল, হেমায়েতপুর, সাভার


🕔 আজ বিকাল ৫:৪৫ মিনিটে ইউনিক হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে একটি গলব্লাডার অপারেশন।এটি ইউনিক হাসপাতালের নির্ভরযোগ্য ও ম...
18/05/2025

🕔 আজ বিকাল ৫:৪৫ মিনিটে ইউনিক হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে একটি গলব্লাডার অপারেশন।
এটি ইউনিক হাসপাতালের নির্ভরযোগ্য ও মানসম্মত চিকিৎসাসেবার আরেকটি উদাহরণ।

🔬 অপারেশন টিমে ছিলেন:
👨‍⚕️ সার্জন: ডা. ফরহাদুল হাসান
💉 অ্যানেস্থেসিয়া: ডা. মজহারুল ইসলাম শাম্মো
🧑‍⚕️ OT সহকারী: শিমা সাহা, সুমাইয়া ইয়াসমিন সুমু, মো. মাসুদ

🛡️ সর্বাধুনিক প্রযুক্তি এবং দক্ষ মেডিকেল টিম এর মাধ্যমে আমরা নিশ্চিত করছি সফল অপারেশন ও রোগীর দ্রুত সুস্থতা।

✅ সফল অপারেশনের জন্য পুরো মেডিকেল টিমকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

🩺 ইউনিক হাসপাতাল — আপনার নির্ভরতার প্রতীক।

১ মে ২০২৫ - বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে ইউনিক হসপিটালে ফ্রি মেডিকেল ক্যাম্প!ফ্রি ডাক্তার পরামর্শটেস্টে ৩০% ছাড়!সবার জন্য উ...
24/04/2025

১ মে ২০২৫ - বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে ইউনিক হসপিটালে ফ্রি মেডিকেল ক্যাম্প!

ফ্রি ডাক্তার পরামর্শ
টেস্টে ৩০% ছাড়!

সবার জন্য উন্মুক্ত!

ইউনিক হাসপাতালের আরেকটি সাফল্য — পিত্তথলির পাথর (Gall stone) এর অপারেশন সফলভাবে সম্পন্ন!আজ আমাদের ইউনিক হাসপাতালে আধুনিক...
22/04/2025

ইউনিক হাসপাতালের আরেকটি সাফল্য — পিত্তথলির পাথর (Gall stone) এর অপারেশন সফলভাবে সম্পন্ন!

আজ আমাদের ইউনিক হাসপাতালে আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে ছিদ্র করে কাটা ছাড়া পিত্তথলির পাথর অপারেশন ( Laparoscopic Cholecystectomy) সফলভাবে সম্পন্ন হয়েছে।
অপারেশনটি পরিচালনা করেছেন আমাদের দক্ষ ও বিশেষজ্ঞ সার্জন ডা. অ. স. ম. ফরহাদুল হাসান (General & Laparoscopic Surgeon)।

অত্যাধুনিক অটোমেটিক অ্যানেস্থেসিয়া মেশিন ( Ventilator GA machine) এর মাধ্যমে অ্যানেস্থেশিয়ার দায়িত্বে ছিলেন অ্যানেস্থেসিয়োলজিস্ট বিশেষজ্ঞ ডা. মাজহারুল ইসলাম (সাম্য ) — যিনি দক্ষতার সাথে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেন।

কম খরচে, আধুনিক অপারবশন থিয়েটার , অভিজ্ঞ চিকিৎসক ও নিবেদিত টিম নিয়ে ইউনিক হাসপাতাল সবসময়ই প্রস্তুত আপনার পাশে থাকার জন্য।

বিশ্বাসে ভরসা, চিকিৎসায় অগ্রগতি — ইউনিক হাসপাতাল।

আজ ইউনিক হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে দুটি গুরুত্বপূর্ণ অপারেশন – একই সময়ে দুটি আলাদা অপারেশন থিয়েটারে।01. হাঁটুর ...
20/04/2025

আজ ইউনিক হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে দুটি গুরুত্বপূর্ণ অপারেশন – একই সময়ে দুটি আলাদা অপারেশন থিয়েটারে।

01. হাঁটুর জয়েন্টের প্যাটেলা হাড় ভাংগা ( patella fracture) ( অপারেশন - MTBW Surgery of Knee Joint)
পরিচালনা করেছেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. আশেক-ই-মাহমুদ চৌধুরী।

02. নাকের হাড় বাকা/ বৃদ্ধির অপারেশন ( Septoplasty Surgery)
সম্পন্ন করেছেন আমাদের অভিজ্ঞ নাক,কান,গলা ও নেক সার্জন ডা. মোঃ জহিরুল ইসলাম।

**অপারেশনগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. মোঃ মাজহারুল ইসলাম (সাম্য )।

এই সফল অপারেশনগুলো আমাদের চিকিৎসা সেবার মান এবং সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
রোগীরা সুস্থ আছেন এবং অভিজ্ঞ মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ইউনিক হাসপাতাল – আপনার বিশ্বাস, আমাদের দায়িত্ব।

🚨 We’re Hiring – [Receptionist, Marketing officer(Male & Female), Doctor attendance(Female), Cleaner(Female) ]💼Are you ...
17/04/2025

🚨 We’re Hiring – [Receptionist, Marketing officer(Male & Female), Doctor attendance(Female), Cleaner(Female) ]💼

Are you passionate about this Opportunity? We want YOU on our team!

📍 Location: [Unique Hospital]
🕒 Schedule: [Full-time/Shift]
💰 Pay: [Salary]
📱 Mobile: [ 01765038403 ]



Why You’ll Love Working With Us:
✅ Friendly and supportive team
✅ Opportunities for growth
✅ [Any perks: flexible hours, paid time off, bonuses, etc.]

👉 How to Apply:
Send your resume to [Email] or message us directly!
Applications open until [30-04-2025, if relevant].

Tag a friend who might be interested!

ইউনিক পরিবার থেকে সবাইকে জানাই ঈদ মোবারাক 🌙
30/03/2025

ইউনিক পরিবার থেকে সবাইকে জানাই ঈদ মোবারাক 🌙

Unique Hospital এ স্বল্প খরচে, কোনো প্রকার কাটা ছেড়া ব্যতীত আধুনিক মেশিনের সাহায্যে ব্যাথা মুক্ত মূত্রনালীর পাথর অপসরণ ...
26/03/2025

Unique Hospital এ স্বল্প খরচে, কোনো প্রকার কাটা ছেড়া ব্যতীত আধুনিক মেশিনের সাহায্যে ব্যাথা মুক্ত মূত্রনালীর পাথর অপসরণ করা হয় ।
.
.
.

Address

Savar

Alerts

Be the first to know and let us send you an email when Unique Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Unique Hospital:

Share