Chikitsa Foundation Bangladesh

Chikitsa Foundation Bangladesh চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ, মানুষ ও মানবতার জন্য।স্বাস্থ্য,চিকিৎসা ও প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ে বিভিন্ন তথ্য পেতে আমাদেরকে ফলো করুন।

দারুচিনি কতটা উপকারী ব্যবহার না করলে বুঝতে পারবেন না, অবশ্যই ছাল ছাড়ানো, ছবিতে দেওয়া এমন দারুচিনি ব্যবহার করবেন।
11/09/2025

দারুচিনি কতটা উপকারী ব্যবহার না করলে বুঝতে পারবেন না, অবশ্যই ছাল ছাড়ানো, ছবিতে দেওয়া এমন দারুচিনি ব্যবহার করবেন।

মেনোপজ হওয়া মায়েদের সতর্ক হওয়া উচিত।
10/09/2025

মেনোপজ হওয়া মায়েদের সতর্ক হওয়া উচিত।

10/09/2025

📘 শিশু রোগের পুষ্টি ও ডায়েট পরিকল্পনা বিষয়ক লাইভ অনলাইন কোর্স।
Certificate in Clinical Pediatric Nutrition (CCPN)
ইহা শিশুর রোগ প্রতিরোধ ও সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত একটি আত্ম-উন্নয়নমূলক অনলাইন কোর্স।
এই কোর্সে আপনি যে সকল বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবেন;
🙏দয়া করে সম্পূর্ণ পোস্ট পড়ার অনুরোধ করছি🙏

📖 সিলেবাস (সপ্তাহভিত্তিক)

প্রথম সপ্তাহ: শিশু পুষ্টির মৌলিক ধারণা;

1. শিশু পুষ্টির সংজ্ঞা, গুরুত্ব ও ক্লিনিক্যাল কার্যপরিধি।

2. বয়সভিত্তিক পুষ্টির চাহিদা (নবজাতক, শিশু, কিশোর)।

3. বৃদ্ধি ও বিকাশ মূল্যায়ন (বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৃদ্ধির চার্ট, জেড-স্কোর, বয়স অনুযায়ী ওজন ও উচ্চতার মান)।

দ্বিতীয় সপ্তাহ: নবজাতক ও শিশুর খাওয়ানো;

4. শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর নিয়ম, উপকারিতা, সমস্যার সমাধান ও চিকিৎসকের নির্দেশনা।

5. কৃত্রিম দুধ খাওয়ানো – কখন প্রয়োজন, প্রস্তুত প্রণালী, ঝুঁকি ও জটিলতা।

6. পরিপূরক খাবার – শুরু করার সময়, কী কী খাবার দেওয়া উচিত, ঘরে তৈরি খাবার বনাম বাজারজাত খাবার।

তৃতীয় সপ্তাহ: শিশুদের প্রধান খাদ্য উপাদান;

7. প্রোটিন, শর্করা ও চর্বি – শিশুদের জন্য গুরুত্ব, ঘাটতি ও অতিরিক্ত গ্রহণের ক্ষতি।

8. লোহা, ক্যালসিয়াম, দস্তা, ভিটামিন এ, ডি ও আয়োডিন – ঘাটতির কারণে রোগ ও চিকিৎসা নির্দেশিকা।

9. বাংলাদেশি শিশুদের জন্য বয়সভিত্তিক সুষম খাদ্য তালিকা (বাস্তব কেসের আলোচনার মাধ্যমে)।

চতুর্থ সপ্তাহ: শিশুদের সাধারণ পুষ্টিজনিত রোগ;

10. প্রোটিন-শক্তি অপুষ্টি (কোয়াশিওরকর, মেরাসমাস) – রোগের প্রক্রিয়া ও ক্লিনিক্যাল চিকিৎসা।

11. শিশুদের স্থূলতা – কারণ, জটিলতা ও খাদ্য ও আচরণগত পরিবর্তন দ্বারা চিকিৎসা।

12. মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি জনিত রোগ – রক্তাল্পতা, রিকেটস, গলগণ্ড, রাতকানা।

পঞ্চম সপ্তাহ: বিভিন্ন রোগে শিশুদের পুষ্টি;

13. তীব্র ও দীর্ঘস্থায়ী ডায়রিয়ায় খাদ্য ও পানিশূন্যতা প্রতিরোধ (ওআরএস ও দস্তা সাপ্লিমেন্টসহ)।

14. শিশুদের ডায়াবেটিস – কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণ ও ইনসুলিন-খাদ্য ভারসাম্য।

15. দীর্ঘস্থায়ী কিডনি ও লিভারের রোগে বিশেষ খাদ্য নির্দেশনা।

ষষ্ঠ সপ্তাহ: সংকটাপন্ন শিশুদের পুষ্টি;

16. হাসপাতালে ভর্তি শিশুদের পুষ্টি মূল্যায়ন ও চিকিৎসা।

17. নল দ্বারা খাওয়ানো ও শিরার মাধ্যমে খাওয়ানো – প্রয়োগের সময়, খাবারের ধরন ও পর্যবেক্ষণ।

18. অপরিণত (প্রিম্যাচিউর) ও কম ওজনের নবজাতকের জন্য বিশেষ পুষ্টি নির্দেশিকা।

সপ্তম সপ্তাহ: বিশেষ বিষয়সমূহ;

19. শিশুদের খাদ্য অ্যালার্জি ও অসহিষ্ণুতা (ল্যাক্টোজ অসহিষ্ণুতা, সিলিয়াক রোগ)।

20. সংক্রামক রোগে শিশুদের খাদ্য ব্যবস্থাপনা (যক্ষ্মা, নিউমোনিয়া, এইচআইভি)।

21. স্নায়বিক ও মানসিক বিকাশজনিত রোগে (অটিজম, এডিএইচডি, সেরিব্রাল পালসি) খাদ্যের ভূমিকা।

অষ্টম সপ্তাহ: উন্নত ক্লিনিক্যাল প্রয়োগ;

22. বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের (ডাউন সিনড্রোম, জন্মগত বিকলাঙ্গতা, সেরিব্রাল পালসি) খাদ্য ব্যবস্থাপনা।

23. বৈজ্ঞানিক ও প্রাকৃতিক উপায়ে শিশুদের ওজন বৃদ্ধি (অপুষ্ট শিশুদের জন্য)।

24. বৈজ্ঞানিক ও প্রাকৃতিক উপায়ে শিশুদের ওজন হ্রাস (স্থূল শিশুদের জন্য)।

"প্রতিটি মা-বাবা চান তার সন্তান সুস্থ ও হাসিখুশি বড় হোক—এই কোর্স আপনাকে সেই পথ দেখাবে।"

🎯 কোর্সের উদ্দেশ্য

১। শিশুদের বয়সভিত্তিক প্রস্তাবিত দৈনিক খাদ্য চাহিদা (RDA/DRI) বোঝা ও অপুষ্টি নিয়ন্ত্রণ করা।

২। ক্লিনিক্যালভাবে শিশুদের পুষ্টি মূল্যায়ন (শারীরিক পরিমাপ, রক্ত পরীক্ষা, খাদ্য ইতিহাস ও ক্লিনিক্যাল পরীক্ষা) শেখা।

৩। অপুষ্টি, স্থূলতা ও মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতির প্রমাণভিত্তিক চিকিৎসা শেখা ও ন্যাচারালি পুষ্টি ঘাটতি পূরণ করা।

৪। বিভিন্ন শিশু রোগে খাদ্য ব্যবস্থাপনা প্রয়োগ করা এবং শিশুর দ্রুত সুস্থতা নিশ্চিত করা।

৫। বাংলাদেশের প্রেক্ষাপটে সাশ্রয়ী কিন্তু বৈজ্ঞানিক খাদ্য পরিকল্পনা তৈরি করা এবং শিশুর রোগ প্রতিরোধ করে ব্যয় কমানো।

✨ কোর্সটিতে কারা ভর্তি হতে পারবেন?

👉 আপনি যদি ডাক্তার, নার্স, ডায়েটিশিয়ান, ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, অথবা মা-বাবা হয়ে থাকেন—এ কোর্স আপনার জন্য।

👉 বিশেষ করে যারা শিশুদের পুষ্টি, স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ বিষয়ে সচেতন হতে চান, কিংবা শিশুদের নিয়ে কাজ করেন, তাদের জন্য এ কোর্স একেবারে জীবন বদলে দেওয়া সুযোগ।

👉 স্বাস্থ্যসেবা কিংবা পুষ্টি বিষয়ক ক্যারিয়ার গড়তে চান? এই কোর্স আপনার জন্য সেই গেটওয়ে।

🇧🇩 বাংলাদেশের জন্য কোর্সটি কেন গুরুত্বপূর্ণ?

🔴 বাংলাদেশে শিশু অপুষ্টি, স্থূলতা, রক্তশূন্যতা, ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের রোগ দিন দিন বাড়ছে।

🔴 WHO ও UNICEF-এর রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে প্রায় প্রতি ৩ জন শিশুর ১ জন অপুষ্টিতে ভুগছে।

🔴 শিশুর পুষ্টি নিয়ে ভুল ধারণা ও সঠিক ডায়েট প্ল্যানের অভাবে ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকির মুখে পড়ছে।

👉 তাই এই কোর্সটি শুধু একটি সার্টিফিকেট নয়—

এটি হলো আপনার শিশুদের স্বাস্থ্য রক্ষা ও উন্নয়নের জন্য অস্ত্র।

👉 বাংলাদেশে এরকম ক্লিনিক্যাল ও প্র্যাকটিক্যাল বেইজড কোর্সের অভাব রয়েছে। তাই এই কোর্স আপনাকে এনে দেবে এক অনন্য সুযোগ।

🌟 কোর্সের বিশেষ বৈশিষ্ট্য:

📌 মোট ক্লাস: ২৮টি (২ মাসের কোর্স সপ্তাহে তিন দিন ক্লাস)।

📌 মাধ্যম: অনলাইন লাইভ ক্লাস + বাংলা পিডিএফ।

📌 ভর্তি শুরু: ১০-ই সেপ্টেম্বর, বুধবার।

📌 ভর্তি শেষ: ১৪-ই সেপ্টেম্বর, রবিবার।

📌 অরিয়েন্টেশন ক্লাস: ১৫-ই সেপ্টেম্বর, সোমবার।

📌 ক্লাস টাইম: প্রতি বুধবার,বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯:৩০ থেকে।

✅কোর্স ফিঃ ১০২০ (এক হাজার বিশ টাকা) কোন হিডেন চার্জ নেই।

✅পরীক্ষার নম্বর বন্টনঃ গুগল ফর্মে এম,সি,কিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। ক্লাস টেস্ট ২০ মার্কস, ফাইনাল ৮০ মার্কস, অনলাইন ভিডিও প্রেজেন্টেশন ৩০ মার্কস, উপস্থিতি ২০ মার্কস ও ভাইভা ৩০ মার্কস, এসাইনমেন্ট ২০ মার্কস। মোট ২০০ মার্কসের পরীক্ষা।

✅স্টাডি মেটেরিয়ালঃ সকল ক্লাসের লেকচার বাংলাতে দেওয়া হবে এবং সকল ক্লাসের শেষে বাংলা পিডিএফ দেওয়া হবে।

✅সার্টিফিকেট ও মার্কসশিটঃ সফলভাবে কোর্স সম্পূর্ণ করা সকল শিক্ষার্থী ফ্রীতে অনলাইন কপি সার্টিফিকেট পাবেন। এছাড়াও মার্কশিট ও সনদের ভেরিফাইড হার্ড কপি নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য কুরিয়ার সার্ভিসে মার্কশিট ও সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করার সুযোগ আছে।

সেন্টমানি নাম্বার: +8801725121839 (বিকাশ ও নদগ পার্সোনাল একাউন্ট, সেন্ড মানি করুন)।

✅ভর্তির যোগ্যতাঃ নূন্যতম এসএসসি পাশ হতে হবে এবং অনলাইনে ক্লাস করার মতো জ্ঞান থাকতে হবে।

✅ কোর্স করাবেন কে? Dr. Pobitro kumar shill.

PGD in Clinical Nutrition, British Learning Institute(London).

Research fellow, Rural Development Trust Hospital(RDT), South India.

chief executive officer(CEO) Chikitsa Foundation Bangladesh.

🌟 কোর্স করে আপনি কীভাবে লাভবান হবেন?

✅ আপনি শিখবেন কীভাবে শিশুর বয়স, রোগ ও শারীরিক অবস্থার ভিত্তিতে সঠিক ডায়েট চার্ট তৈরি করতে হয়।

✅ রোগ প্রতিরোধ ও চিকিৎসায় খাদ্যের ভূমিকা বুঝতে পারবেন।

✅ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, অপুষ্ট শিশু কিংবা অতিরিক্ত ওজনের শিশুর জন্য ক্লিনিক্যাল পুষ্টি ব্যবস্থাপনা করতে পারবেন।

✅ আপনি চাইলে একজন শিশু পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে সমাজে আলাদা পরিচিতি গড়ে তুলতে পারবেন।

✅ কোর্স শেষে পাবেন আন্তর্জাতিক মানের সার্টিফিকেট ও মার্কশিট, যা আপনার ক্যারিয়ার ও আত্মবিশ্বাস দুটোই বাড়াবে।

✅ সবচেয়ে বড় বিষয়—এই জ্ঞান দিয়ে আপনি নিজের পরিবার ও আশেপাশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বাস্তব ভূমিকা রাখতে পারবেন।

#কীভাবে_ভর্তি_হবেন?❓

✅+8801725121839

(বিকাশ, নগদ পার্সোনাল নাম্বার)

✡️ধাপ-১;

✅এখানে দেওয়া নাম্বারে দুই মাসের সম্পূর্ণ কোর্স ফি, ১০২০ (এক হাজার বিশ টাকা) সেন্টমানি করবেন রেজিষ্ট্রেশন করার জন্য।

✡️ধাপ-২;

✅এরপর আপনার ৪ টি তথ্য ইংরেজিতে লিখে দিনঃ

১। নামের সঠিক বানান

২। জন্ম তারিখ

৩। হোয়াটসঅ্যাপের নাম্বার

৪। যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন তার শেষ চারটি ডিজিট।

✡️ধাপ-৩;

✅আমাদের শিক্ষার্থী ভর্তির অনলাইম ফর্ম ফেসবুক পেইজ অথবা আমাদের প্রতিনিধির থেকে সংগ্রহ করুন ও পূরণ করুন। এটা অতি গুরুত্বপূর্ণ। এখানে সকল তথ্য আপনার সার্টিফিকেট অনুযায়ী লিখুন।

✅ অথবা বুঝতে অসুবিধা হলে সরাসরি আমাদের প্রতিনিধির সাথে কথা বলুন।

অথবা এস.এম.এস করুন, তারপর আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুগে এড করা হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক, নোটস, শিট, ফাইল সরবরাহ করা হবে।

❇️ #রেজিষ্ট্রেশন বাদে কী আর খরচ আছে?

🔆🔆🔆 না, এটা ফ্রী কোর্স কিন্তু রেজিষ্ট্রেশন ফি নেওয়া হচ্ছে আনুষঙ্গিক কিছু খরচের জন্য।

এর বাইরে আর একটি টাকাও আপনাকে দিতে হবে না।

কোর্সের আসল মূল্য ৪০৮০ টাকা, কিন্তু প্রথম ১০০ জনের জন্য ৭৫% ছাড়ে মাত্র ১০২০ টাকায় কোর্সটি পাবেন।

🏵️সার্টিফিকেট দেওয়া হবে কী?

সফলভাবে কোর্স সম্পূর্ণ করলে আপনি ফ্রী তে অনলাইন কপি সার্টিফিকেট পাবেন, এছাড়া হার্ড কপি তোলার জন্যঃ

সার্টিফিকেট,মার্কশিট একটি ফাইলে করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাবেন। যার সর্বমোট খরচঃ সার্টিফিকেট ফি ১৫০ টাকা+মার্কশিট ফি ১০০ টাকা+ (সার্ভিস চার্জ+ফাইল চার্জ+কুরিয়ার চার্জ) ১০৫ টাকা= ৩৫৫ টাকা। যা সার্টিফিকেট তোলার আবেদন করার সময়ে দিতে হবে। ইহা বাধ্যতা মূলক নয়। চিকিৎসা ফাউন্ডেশনের লক্ষ্য সবার জন্য প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করা ব্যবসা করা নয়।

📞যোগাযোগ করুন:

চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ

Chikitsa Foundation Bangladesh(CFBD).

➡️আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে সরাসরি কথা বলতে পারবেন। অথবা কল করুন নিচে দেওয়া নাম্বারে ।

☀️কোর্স ফি প্রদানের নাম্বারঃ +8801725121839 (বিকাশ,নগদ,পার্সোনাল)।

🗣️মোবাইলঃ +8801927545431

+8801858-200360

Whatsapp: +8801884011247

আমাদের ওয়েবসাইটঃ chikitsafoundation.org
মিস করবেন না এই সুযোগ!

"কোর্স শেষে শুধু সার্টিফিকেট নয়, আপনার হাতে থাকবে শিশুদের সুস্থ জীবনের চাবিকাঠি।"

📘 শিশু রোগের পুষ্টি ও ডায়েট পরিকল্পনা বিষয়ক লাইভ অনলাইন কোর্স।Certificate in Clinical Pediatric Nutrition (CCPN)ইহা শিশু...
09/09/2025

📘 শিশু রোগের পুষ্টি ও ডায়েট পরিকল্পনা বিষয়ক লাইভ অনলাইন কোর্স।
Certificate in Clinical Pediatric Nutrition (CCPN)
ইহা শিশুর রোগ প্রতিরোধ ও সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত একটি আত্ম-উন্নয়নমূলক অনলাইন কোর্স।
এই কোর্সে আপনি যে সকল বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবেন;
🙏দয়া করে সম্পূর্ণ পোস্ট পড়ার অনুরোধ করছি🙏

📖 সিলেবাস (সপ্তাহভিত্তিক)

প্রথম সপ্তাহ: শিশু পুষ্টির মৌলিক ধারণা;

1. শিশু পুষ্টির সংজ্ঞা, গুরুত্ব ও ক্লিনিক্যাল কার্যপরিধি।

2. বয়সভিত্তিক পুষ্টির চাহিদা (নবজাতক, শিশু, কিশোর)।

3. বৃদ্ধি ও বিকাশ মূল্যায়ন (বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৃদ্ধির চার্ট, জেড-স্কোর, বয়স অনুযায়ী ওজন ও উচ্চতার মান)।

দ্বিতীয় সপ্তাহ: নবজাতক ও শিশুর খাওয়ানো;

4. শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর নিয়ম, উপকারিতা, সমস্যার সমাধান ও চিকিৎসকের নির্দেশনা।

5. কৃত্রিম দুধ খাওয়ানো – কখন প্রয়োজন, প্রস্তুত প্রণালী, ঝুঁকি ও জটিলতা।

6. পরিপূরক খাবার – শুরু করার সময়, কী কী খাবার দেওয়া উচিত, ঘরে তৈরি খাবার বনাম বাজারজাত খাবার।

তৃতীয় সপ্তাহ: শিশুদের প্রধান খাদ্য উপাদান;

7. প্রোটিন, শর্করা ও চর্বি – শিশুদের জন্য গুরুত্ব, ঘাটতি ও অতিরিক্ত গ্রহণের ক্ষতি।

8. লোহা, ক্যালসিয়াম, দস্তা, ভিটামিন এ, ডি ও আয়োডিন – ঘাটতির কারণে রোগ ও চিকিৎসা নির্দেশিকা।

9. বাংলাদেশি শিশুদের জন্য বয়সভিত্তিক সুষম খাদ্য তালিকা (বাস্তব কেসের আলোচনার মাধ্যমে)।

চতুর্থ সপ্তাহ: শিশুদের সাধারণ পুষ্টিজনিত রোগ;

10. প্রোটিন-শক্তি অপুষ্টি (কোয়াশিওরকর, মেরাসমাস) – রোগের প্রক্রিয়া ও ক্লিনিক্যাল চিকিৎসা।

11. শিশুদের স্থূলতা – কারণ, জটিলতা ও খাদ্য ও আচরণগত পরিবর্তন দ্বারা চিকিৎসা।

12. মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি জনিত রোগ – রক্তাল্পতা, রিকেটস, গলগণ্ড, রাতকানা।

পঞ্চম সপ্তাহ: বিভিন্ন রোগে শিশুদের পুষ্টি;

13. তীব্র ও দীর্ঘস্থায়ী ডায়রিয়ায় খাদ্য ও পানিশূন্যতা প্রতিরোধ (ওআরএস ও দস্তা সাপ্লিমেন্টসহ)।

14. শিশুদের ডায়াবেটিস – কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণ ও ইনসুলিন-খাদ্য ভারসাম্য।

15. দীর্ঘস্থায়ী কিডনি ও লিভারের রোগে বিশেষ খাদ্য নির্দেশনা।

ষষ্ঠ সপ্তাহ: সংকটাপন্ন শিশুদের পুষ্টি;

16. হাসপাতালে ভর্তি শিশুদের পুষ্টি মূল্যায়ন ও চিকিৎসা।

17. নল দ্বারা খাওয়ানো ও শিরার মাধ্যমে খাওয়ানো – প্রয়োগের সময়, খাবারের ধরন ও পর্যবেক্ষণ।

18. অপরিণত (প্রিম্যাচিউর) ও কম ওজনের নবজাতকের জন্য বিশেষ পুষ্টি নির্দেশিকা।

সপ্তম সপ্তাহ: বিশেষ বিষয়সমূহ;

19. শিশুদের খাদ্য অ্যালার্জি ও অসহিষ্ণুতা (ল্যাক্টোজ অসহিষ্ণুতা, সিলিয়াক রোগ)।

20. সংক্রামক রোগে শিশুদের খাদ্য ব্যবস্থাপনা (যক্ষ্মা, নিউমোনিয়া, এইচআইভি)।

21. স্নায়বিক ও মানসিক বিকাশজনিত রোগে (অটিজম, এডিএইচডি, সেরিব্রাল পালসি) খাদ্যের ভূমিকা।

অষ্টম সপ্তাহ: উন্নত ক্লিনিক্যাল প্রয়োগ;

22. বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের (ডাউন সিনড্রোম, জন্মগত বিকলাঙ্গতা, সেরিব্রাল পালসি) খাদ্য ব্যবস্থাপনা।

23. বৈজ্ঞানিক ও প্রাকৃতিক উপায়ে শিশুদের ওজন বৃদ্ধি (অপুষ্ট শিশুদের জন্য)।

24. বৈজ্ঞানিক ও প্রাকৃতিক উপায়ে শিশুদের ওজন হ্রাস (স্থূল শিশুদের জন্য)।

"প্রতিটি মা-বাবা চান তার সন্তান সুস্থ ও হাসিখুশি বড় হোক—এই কোর্স আপনাকে সেই পথ দেখাবে।"

🎯 কোর্সের উদ্দেশ্য

১। শিশুদের বয়সভিত্তিক প্রস্তাবিত দৈনিক খাদ্য চাহিদা (RDA/DRI) বোঝা ও অপুষ্টি নিয়ন্ত্রণ করা।

২। ক্লিনিক্যালভাবে শিশুদের পুষ্টি মূল্যায়ন (শারীরিক পরিমাপ, রক্ত পরীক্ষা, খাদ্য ইতিহাস ও ক্লিনিক্যাল পরীক্ষা) শেখা।

৩। অপুষ্টি, স্থূলতা ও মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতির প্রমাণভিত্তিক চিকিৎসা শেখা ও ন্যাচারালি পুষ্টি ঘাটতি পূরণ করা।

৪। বিভিন্ন শিশু রোগে খাদ্য ব্যবস্থাপনা প্রয়োগ করা এবং শিশুর দ্রুত সুস্থতা নিশ্চিত করা।

৫। বাংলাদেশের প্রেক্ষাপটে সাশ্রয়ী কিন্তু বৈজ্ঞানিক খাদ্য পরিকল্পনা তৈরি করা এবং শিশুর রোগ প্রতিরোধ করে ব্যয় কমানো।

✨ কোর্সটিতে কারা ভর্তি হতে পারবেন?

👉 আপনি যদি ডাক্তার, নার্স, ডায়েটিশিয়ান, ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, অথবা মা-বাবা হয়ে থাকেন—এ কোর্স আপনার জন্য।

👉 বিশেষ করে যারা শিশুদের পুষ্টি, স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ বিষয়ে সচেতন হতে চান, কিংবা শিশুদের নিয়ে কাজ করেন, তাদের জন্য এ কোর্স একেবারে জীবন বদলে দেওয়া সুযোগ।

👉 স্বাস্থ্যসেবা কিংবা পুষ্টি বিষয়ক ক্যারিয়ার গড়তে চান? এই কোর্স আপনার জন্য সেই গেটওয়ে।

আমাদের হাজার হাজার শিক্ষার্থীদের রিভিউ দেখতে এই লিঙ্কে ক্লিক করুন;

https://www.facebook.com/100063754854266/posts/1251695183632298/

আমাদের লাইভ ক্লাস গুলো কেমন হয় দেখতে ক্লিক করুন এই লিঙ্কে;

https://www.facebook.com/share/p/19WsxXihqM/

🇧🇩 বাংলাদেশের জন্য কোর্সটি কেন গুরুত্বপূর্ণ?

🔴 বাংলাদেশে শিশু অপুষ্টি, স্থূলতা, রক্তশূন্যতা, ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের রোগ দিন দিন বাড়ছে।

🔴 WHO ও UNICEF-এর রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে প্রায় প্রতি ৩ জন শিশুর ১ জন অপুষ্টিতে ভুগছে।

🔴 শিশুর পুষ্টি নিয়ে ভুল ধারণা ও সঠিক ডায়েট প্ল্যানের অভাবে ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকির মুখে পড়ছে।

👉 তাই এই কোর্সটি শুধু একটি সার্টিফিকেট নয়—

এটি হলো আপনার শিশুদের স্বাস্থ্য রক্ষা ও উন্নয়নের জন্য অস্ত্র।

👉 বাংলাদেশে এরকম ক্লিনিক্যাল ও প্র্যাকটিক্যাল বেইজড কোর্সের অভাব রয়েছে। তাই এই কোর্স আপনাকে এনে দেবে এক অনন্য সুযোগ।

🌟 কোর্সের বিশেষ বৈশিষ্ট্য:

📌 মোট ক্লাস: ২৮টি (২ মাসের কোর্স সপ্তাহে তিন দিন ক্লাস)।

📌 মাধ্যম: অনলাইন লাইভ ক্লাস + বাংলা পিডিএফ।

📌 ভর্তি শুরু: ১০-ই সেপ্টেম্বর, বুধবার।

📌 ভর্তি শেষ: ১৪-ই সেপ্টেম্বর, রবিবার।

📌 অরিয়েন্টেশন ক্লাস: ১৫-ই সেপ্টেম্বর, সোমবার।

📌 ক্লাস টাইম: প্রতি বুধবার,বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯:৩০ থেকে।

✅কোর্স ফিঃ ১০২০ (এক হাজার বিশ টাকা) কোন হিডেন চার্জ নেই।

✅পরীক্ষার নম্বর বন্টনঃ গুগল ফর্মে এম,সি,কিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। ক্লাস টেস্ট ২০ মার্কস, ফাইনাল ৮০ মার্কস, অনলাইন ভিডিও প্রেজেন্টেশন ৩০ মার্কস, উপস্থিতি ২০ মার্কস ও ভাইভা ৩০ মার্কস, এসাইনমেন্ট ২০ মার্কস। মোট ২০০ মার্কসের পরীক্ষা।

✅স্টাডি মেটেরিয়ালঃ সকল ক্লাসের লেকচার বাংলাতে দেওয়া হবে এবং সকল ক্লাসের শেষে বাংলা পিডিএফ দেওয়া হবে।

✅সার্টিফিকেট ও মার্কসশিটঃ সফলভাবে কোর্স সম্পূর্ণ করা সকল শিক্ষার্থী ফ্রীতে অনলাইন কপি সার্টিফিকেট পাবেন। এছাড়াও মার্কশিট ও সনদের ভেরিফাইড হার্ড কপি নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য কুরিয়ার সার্ভিসে মার্কশিট ও সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করার সুযোগ আছে।

সেন্টমানি নাম্বার: +8801725121839 (বিকাশ ও নদগ পার্সোনাল একাউন্ট, সেন্ড মানি করুন)।

✅ভর্তির যোগ্যতাঃ নূন্যতম এসএসসি পাশ হতে হবে এবং অনলাইনে ক্লাস করার মতো জ্ঞান থাকতে হবে।

✅ কোর্স করাবেন কে? Dr. Pobitro kumar shill.

PGD in Clinical Nutrition, British Learning Institute(London).

Research fellow, Rural Development Trust Hospital(RDT), South India.

chief executive officer(CEO) Chikitsa Foundation Bangladesh.

🌟 কোর্স করে আপনি কীভাবে লাভবান হবেন?

✅ আপনি শিখবেন কীভাবে শিশুর বয়স, রোগ ও শারীরিক অবস্থার ভিত্তিতে সঠিক ডায়েট চার্ট তৈরি করতে হয়।

✅ রোগ প্রতিরোধ ও চিকিৎসায় খাদ্যের ভূমিকা বুঝতে পারবেন।

✅ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, অপুষ্ট শিশু কিংবা অতিরিক্ত ওজনের শিশুর জন্য ক্লিনিক্যাল পুষ্টি ব্যবস্থাপনা করতে পারবেন।

✅ আপনি চাইলে একজন শিশু পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে সমাজে আলাদা পরিচিতি গড়ে তুলতে পারবেন।

✅ কোর্স শেষে পাবেন আন্তর্জাতিক মানের সার্টিফিকেট ও মার্কশিট, যা আপনার ক্যারিয়ার ও আত্মবিশ্বাস দুটোই বাড়াবে।

✅ সবচেয়ে বড় বিষয়—এই জ্ঞান দিয়ে আপনি নিজের পরিবার ও আশেপাশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বাস্তব ভূমিকা রাখতে পারবেন।

#কীভাবে_ভর্তি_হবেন?❓

✅+8801725121839

(বিকাশ, নগদ পার্সোনাল নাম্বার)

✡️ধাপ-১;

✅এখানে দেওয়া নাম্বারে দুই মাসের সম্পূর্ণ কোর্স ফি, ১০২০ (এক হাজার বিশ টাকা) সেন্টমানি করবেন রেজিষ্ট্রেশন করার জন্য।

✡️ধাপ-২;

✅এরপর আপনার ৪ টি তথ্য ইংরেজিতে লিখে দিনঃ

১। নামের সঠিক বানান

২। জন্ম তারিখ

৩। হোয়াটসঅ্যাপের নাম্বার

৪। যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন তার শেষ চারটি ডিজিট।

✡️ধাপ-৩;

✅আমাদের শিক্ষার্থী ভর্তির অনলাইম ফর্ম ফেসবুক পেইজ অথবা আমাদের প্রতিনিধির থেকে সংগ্রহ করুন ও পূরণ করুন। এটা অতি গুরুত্বপূর্ণ। এখানে সকল তথ্য আপনার সার্টিফিকেট অনুযায়ী লিখুন।

✅ অথবা বুঝতে অসুবিধা হলে সরাসরি আমাদের প্রতিনিধির সাথে কথা বলুন।

অথবা এস.এম.এস করুন, তারপর আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুগে এড করা হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক, নোটস, শিট, ফাইল সরবরাহ করা হবে।

❇️ #রেজিষ্ট্রেশন বাদে কী আর খরচ আছে?

🔆🔆🔆 না, এটা ফ্রী কোর্স কিন্তু রেজিষ্ট্রেশন ফি নেওয়া হচ্ছে আনুষঙ্গিক কিছু খরচের জন্য।

এর বাইরে আর একটি টাকাও আপনাকে দিতে হবে না।

কোর্সের আসল মূল্য ৪০৮০ টাকা, কিন্তু প্রথম ১০০ জনের জন্য ৭৫% ছাড়ে মাত্র ১০২০ টাকায় কোর্সটি পাবেন।

🏵️সার্টিফিকেট দেওয়া হবে কী?

সফলভাবে কোর্স সম্পূর্ণ করলে আপনি ফ্রী তে অনলাইন কপি সার্টিফিকেট পাবেন, এছাড়া হার্ড কপি তোলার জন্যঃ

সার্টিফিকেট,মার্কশিট একটি ফাইলে করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাবেন। যার সর্বমোট খরচঃ সার্টিফিকেট ফি ১৫০ টাকা+মার্কশিট ফি ১০০ টাকা+ (সার্ভিস চার্জ+ফাইল চার্জ+কুরিয়ার চার্জ) ১০৫ টাকা= ৩৫৫ টাকা। যা সার্টিফিকেট তোলার আবেদন করার সময়ে দিতে হবে। ইহা বাধ্যতা মূলক নয়। চিকিৎসা ফাউন্ডেশনের লক্ষ্য সবার জন্য প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করা ব্যবসা করা নয়।

📞যোগাযোগ করুন:

চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ

Chikitsa Foundation Bangladesh(CFBD).

➡️আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে সরাসরি কথা বলতে পারবেন। অথবা কল করুন নিচে দেওয়া নাম্বারে ।

☀️কোর্স ফি প্রদানের নাম্বারঃ +8801725121839 (বিকাশ,নগদ,পার্সোনাল)।

🗣️মোবাইলঃ +8801927545431

+8801858-200360

Whatsapp: +8801884011247

আমাদের ওয়েবসাইটঃ chikitsafoundation.org
মিস করবেন না এই সুযোগ!

"কোর্স শেষে শুধু সার্টিফিকেট নয়, আপনার হাতে থাকবে শিশুদের সুস্থ জীবনের চাবিকাঠি।"

পিওর হলুদ মহামূল্যবান ওষুধ।
08/09/2025

পিওর হলুদ মহামূল্যবান ওষুধ।

সাউথ কোরিয়া থেকে, ইউ সি সাহা স্যারের এই বেসিক প্যাথলজি কোর্সে আজই ভর্তির শেষ দিন। আগ্রহীরা অতিদ্রুত যোগাযোগ করবেন।
06/09/2025

সাউথ কোরিয়া থেকে, ইউ সি সাহা স্যারের এই বেসিক প্যাথলজি কোর্সে আজই ভর্তির শেষ দিন। আগ্রহীরা অতিদ্রুত যোগাযোগ করবেন।

বয়স ৩০ পার হলে একজন নারীর খাদ্য, এক বছর বয়সী শিশুর খাদ্য ও হার্টের যত্ন নিয়ে আমাদের আজকের এই পোস্ট। শুভ সকাল।
06/09/2025

বয়স ৩০ পার হলে একজন নারীর খাদ্য, এক বছর বয়সী শিশুর খাদ্য ও হার্টের যত্ন নিয়ে আমাদের আজকের এই পোস্ট। শুভ সকাল।

এ আবিস্কার সফল হলে কোটি কোটি মানুষ উপকার পাবেন।
03/09/2025

এ আবিস্কার সফল হলে কোটি কোটি মানুষ উপকার পাবেন।

📘 Certificate in Basic Pathology (CBP)বেসিক প্যাথলজি বিষয়ে অনলাইন আত্মউন্নয়নমূলক কোর্স। এই কোর্সে শিখবেন দৈনন্দিন জীবনে...
01/09/2025

📘 Certificate in Basic Pathology (CBP)
বেসিক প্যাথলজি বিষয়ে অনলাইন আত্মউন্নয়নমূলক কোর্স।
এই কোর্সে শিখবেন দৈনন্দিন জীবনের সবচেয়ে দরকারি স্বাস্থ্য-জ্ঞান, যা আগে হয়তো কেউ আপনাকে বলেনি।
🙏দয়া করে সম্পূর্ণ সিলেবাস ও রুটিন পড়ার অনুরোধ করছি🙏
এই কোর্সে আপনি যে সকল বিষয়ে কেস স্টাডি সহ অভিজ্ঞতা অর্জন করবেন.....
🟢 সপ্তাহভিত্তিক সিলেবাস
📅 Week 1: বেসিক ভিত্তি (Fundamentals)
1️⃣ মানবদেহ ও কোষ (Cells, টিস্যু, অঙ্গপ্রত্যঙ্গ) ।
2️⃣ রক্তের উপাদান (RBC, WBC, Platelet) ও তাদের কাজ ।
3️⃣ রোগ হওয়ার কারণ (সংক্রমণ, জেনেটিক, জীবনধারা)।

📅 Week 2: রিপোর্ট + রোগ (শুরু)
4️⃣ CBC ও ইমারজেন্সি মেডিকেল টেস্ট → অ্যানিমিয়া, সংক্রমণ, লিউকেমিয়া ও সাপেকাটা সহ অন্যান্য জরুরি টেস্ট।
5️⃣ ESR, CRP, Procalcitonin → ইনফেকশন ও প্রদাহজনিত রোগ ।
6️⃣ Blood Sugar (FBS, 2hPP, HbA1c) → ডায়াবেটিস, কিটোএসিডোসি।

📅 Week 3
7️⃣ Liver Function Test (SGPT, Bilirubin) → হেপাটাইটিস, ফ্যাটি লিভার, সিরোসিস ।
8️⃣ Kidney Function Test (Creatinine, Urea, Electrolytes) → কিডনি রোগ, কিডনি ফেইলিউর ।
9️⃣ Thyroid Test (TSH, FT3, FT4) → হাইপোথাইরয়ডিজম। হাইপারথাইরয়ডিজম, গয়টার।

📅 Week 4
🔟 Lipid Profile → উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাকের ঝুঁকি।
1️⃣1️⃣ Urine Test (Protein, Sugar, Crystals) → ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, স্টোন, কিডনি রোগ ।
1️⃣2️⃣ Dengue/NS1, Typhoid (Widal, TyphiDot) → ডেঙ্গু, টাইফয়েড।

📅 Week 5
1️⃣3️⃣ Hepatitis B/C Test → ভাইরাল হেপাটাইটিস।
1️⃣4️⃣ Tuberculosis (Mantoux, GeneXpert basics) → টিবি ।
1️⃣5️⃣ Malaria Test, Blood Parasite → ম্যালেরিয়া।

📅 Week 6
1️⃣6️⃣ Cancer Markers (বেসিক) → ক্যান্সার শুরু ও শনাক্তকরণ ।
1️⃣7️⃣ WBC Differential Count → সংক্রমণ বনাম রক্তের ক্যান্সার ।
1️⃣8️⃣ Platelet Count → ডেঙ্গু ও অন্যান্য রক্তক্ষরণজনিত রোগ।

📅 Week 7
1️⃣9️⃣ Electrolyte Test (Na, K, Ca) → কিডনি/হার্ট রোগে গুরুত্ব।
2️⃣0️⃣ Blood Pressure + ECG Basic Report → উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা ।
2️⃣1️⃣ Stool Test → আমাশয়, হেলমিনথিক ইনফেকশন।

📅 Week 8
2️⃣2️⃣ Autoimmune Test Basics (ANA, RA factor) → রিউমাটয়েড আর্থ্রাইটিস, লুপাস ।
2️⃣3️⃣ Vitamin & Mineral Test → ভিটামিন D, B12, ক্যালসিয়াম, অ্যানিমিয়া ।
2️⃣4️⃣ Hormonal & Fertility Tests
FSH, LH, Prolactin → মাসিকের সমস্যা, বন্ধ্যাত্ব, PCOS.
Testosterone, Estrogen → পুরুষ/মহিলার হরমোনের অসামঞ্জস্য।
❓ সিলেবাস শেষে নিজেকে একবার জিজ্ঞেস করুন…

যখন পরিবারের কারও রিপোর্ট হাতে আসে, তখন কি আপনার চোখে কেবল সংখ্যা আর ইংরেজি অক্ষরই ভেসে ওঠে—মানে কিছুই বোঝেন না?

ডাক্তার যদি তাড়াহুড়া করে বলেন, তখন কি মনে হয়—"আরে, আমি যদি অন্তত রিপোর্টের বেসিকটা বুঝতাম, তবে এত অসহায় লাগত না"?

কখনো কি আপনার মাথায় ভয় এসেছে—"যদি রিপোর্টে কোনো গুরুতর সমস্যা থাকে আর আমি বুঝতেই না পারি?"

প্রতিদিন কি আমাদের চারপাশে ডায়াবেটিস, কিডনি ফেইলিউর, হার্ট অ্যাটাক, ক্যান্সারের কথা শুনে মনে হয় না—"আগেভাগেই বুঝতে পারলে হয়তো এড়ানো যেত"?

আপনি কি চান না, নিজের পরিবারের প্রথম মানুষ হয়ে উঠতে, যিনি সবার রিপোর্টের ভাষা পড়তে পারেন?

আত্মবিশ্বাসী হয়ে একদিন যদি বলতে পারেন—"হ্যাঁ, আমি বুঝি এই রিপোর্টে কী লেখা আছে, আর এর মানে কী"—তাহলে কি আপনার জীবনটা অনেকটা বদলে যাবে না?

🎁 কোর্সটি করে কীভাবে আপনি লাভবান হবেন?
💰 হাজার হাজার টাকা সাশ্রয় – অযথা টেস্ট ও ভুল চিকিৎসা থেকে বাঁচবেন কারণ আপনি রোগের শুরুতেই বুঝতে পারবেন ও যথাযথ চিকিৎসকের কাছে যেতে পারবেন।
🩸 রিপোর্ট হাতে পেয়ে আর অন্ধকারে থাকবেন না – আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নেবেন।
👨‍👩‍👧 পরিবারে আপনি হবেন সবার ভরসা – হেলথ হিরো।
🌍 উন্নত দেশের মতো সচেতন ও আধুনিক নাগরিক হয়ে উঠবেন।
এই কোর্সটি আপনাকে দেবে এমন একটা ক্ষমতা যার মাধ্যমে আপনি বাড়ির স্বাস্থ্য-ঝুঁকি কমিয়ে বড় ধরনের চিকিৎসা খরচ ও অপ্রয়োজনীয় টেস্ট/ওষুধ এড়িয়ে হাজার হাজার টাকা সাশ্রয় করতে পারবেন। মনে করুন—একটি কিডনি সমস্যা যদি সময়মতো শনাক্ত না করা হয়, পরে হাসপাতালভাড়া, ইনভেস্টিগেশন, ওষুধ-সব মিলিয়ে শত রকম খরচ পড়ে—এটাই আপনার জন্য লাগবে না কারণ আপনি প্রথম ধাপে থামাতে পারবেন।
🌟 কোর্সের বিশেষ বৈশিষ্ট্য:
📌 মোট ক্লাস: ২৮টি (২ মাসের কোর্স সপ্তাহে তিন দিন ক্লাস)।
📌 মাধ্যম: অনলাইন লাইভ ক্লাস + বাংলা পিডিএফ।
📌 ভর্তি শুরু: ২'রা সেপ্টেম্বর, মঙ্গলবার।
📌 ভর্তি শেষ: ৬-ই সেপ্টেম্বর, শনিবার।
📌 অরিয়েন্টেশন ক্লাস: ৭-ই সেপ্টেম্বর, রবিবার।
📌 ক্লাস টাইম: প্রতি শুক্রবার,শনিবার ও রবিবার, রাত ৮:০০(আটটা) থেকে।
✅কোর্স ফিঃ ১০২০ (এক হাজার বিশ টাকা) কোন হিডেন চার্জ নেই।
✅পরীক্ষার নম্বর বন্টনঃ গুগল ফর্মে এম,সি,কিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। ক্লাস টেস্ট ২০ মার্কস, ফাইনাল ৮০ মার্কস, অনলাইন ভিডিও প্রেজেন্টেশন ৩০ মার্কস, উপস্থিতি ২০ মার্কস ও ভাইভা ৩০ মার্কস, এসাইনমেন্ট ২০ মার্কস। মোট ২০০ মার্কসের পরীক্ষা।
✅স্টাডি মেটেরিয়ালঃ সকল ক্লাসের লেকচার বাংলাতে দেওয়া হবে এবং সকল ক্লাসের শেষে বাংলা পিডিএফ দেওয়া হবে।
✅সার্টিফিকেট ও মার্কসশিটঃ সফলভাবে কোর্স সম্পূর্ণ করা সকল শিক্ষার্থী ফ্রীতে অনলাইন কপি সার্টিফিকেট পাবেন। এছাড়াও মার্কশিট ও সনদের ভেরিফাইড হার্ড কপি নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য কুরিয়ার সার্ভিসে মার্কশিট ও সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করার সুযোগ আছে।
সেন্টমানি নাম্বার: +8801752288777 (বিকাশ ও নদগ পার্সোনাল একাউন্ট, সেন্ড মানি করুন)।
✅ভর্তির যোগ্যতাঃ নূন্যতম এসএসসি পাশ হতে হবে এবং অনলাইনে ক্লাস করার মতো জ্ঞান থাকতে হবে।
✅মেন্টরঃ চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশের সকল মেন্টর হাইলি কোয়ালিফাইড। এই কোর্সে আমাদের সাবেক চেয়ারম্যান ইউ সি সাহা স্যার থাকবেন। তিনি বর্তমানে সাউথ কোরিয়াতে রোগতত্ত্ব বিষয়ে ফেলোশিপ প্রোগ্রামে কর্মরত আছেন।

📢🔥 আজীবন কাজে লাগবে এমন কোর্স!
🎓 Certificate in Basic Pathology (CBP)
🩺 ভাবুন তো – আপনার হাতে রিপোর্ট আসলো, কিন্তু আপনি কিছুই বুঝলেন না! CBC, Creatinine, HbA1c, SGPT – এসব অজানা নাম আপনার ভবিষ্যৎ স্বাস্থ্য নির্ধারণ করছে… অথচ আপনি বোঝেন না! 👉 এই অজ্ঞতার কারণেই বাংলাদেশে প্রতিদিন হাজারো মানুষ দেরিতে রোগ ধরে, টাকা খরচ হয় অযথা, এমনকি প্রাণও যায়।
এখন আর সেই সময় নেই! CBP কোর্স করে আপনি হবেন নিজের পরিবারের Health Hero 🦸‍♂️🦸‍♀️

🧑‍⚕️“কোর্সটি কাদের জন্য?”
এই কোর্সটা বিশেষ করে তাদের জন্য — যারা পরিবার-ভিত্তিক দায়িত্ব পালনে প্রথম সারিতে:

১। প্রাথমিক স্বাস্থ্যরক্ষক (মা/বাবা/বড় ভাই/বড় বোন): প্রতিদিনের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিতে চান; তারা হতে চান পরিবারের প্রথম স্বাস্থ্য-উপদেষ্টা।
২। গ্রামীণ/কমিউনিটি লিডার: যেখানে ডাক্তার দূরে, সেখানকার মানুষজনের প্রথম সাহায্য আপনি করতে পারবেন।
৩৷ ডায়াগনস্টিক এসিস্ট্যান্ট/ক্লিনিক সহায়ক: রিপোর্ট দ্রুত ও সঠিকভাবে ব্যাখ্যা করে রোগীর সুবিধা বাড়াতে চান।
৪। শিক্ষার্থীঃ যারা মেডিকেলের বিভিন্ন কোর্সে পড়াশোনা করছেন এবং বেসিক জ্ঞান বাংলাতে অর্জন করে নিজের পড়াশোনাকে আরও বোধগম্য করতে চান।
৫। মেডিকেল,হোমিও,ইউনানি,আয়ূর্বেদিক,ফিজিওথেরাপি,
নার্সিং, ডেন্টাল, সহ বিভিন্ন পেশায় নিযুক্ত ব্যাক্তি যারা আরো একবার সব বেসিক রিকল করতে চান।

👉কেন CBP কোর্স বাংলাদেশের মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ?

1. স্বাস্থ্য ব্যয়ের বোঝা ভয়ংকর;
বাংলাদেশে চিকিৎসা খরচের ৭৩% মানুষকে নিজের পকেট থেকে দিতে হয়। রিপোর্ট না বুঝে ভুল চিকিৎসা বা অপ্রয়োজনীয় টেস্টে আপনার হাজার হাজার টাকা নষ্ট হতে পারে।
2. দারিদ্র্যের ফাঁদে পড়ে লাখো মানুষ;
প্রতি বছর প্রায় ৬০ লাখ মানুষ স্বাস্থ্য খরচের কারণে দারিদ্র্যে পড়ে যায়। রিপোর্ট বুঝে রোগকে আগেভাগে ধরতে পারলে আপনি ও আপনার পরিবার এই বিপদ থেকে রক্ষা পাবেন।
3. চিকিৎসা এড়াচ্ছে কোটি মানুষ;
বাংলাদেশের প্রায় ২৪% পরিবার চিকিৎসা করায় না অর্থের অভাবে। কিন্তু রিপোর্ট বোঝার দক্ষতা থাকলে রোগ প্রতিরোধ করা সহজ, চিকিৎসার খরচও অনেক কম হয়।
4. টেস্ট ও ওষুধের অত্যাধিক দাম;
দেশে ওষুধ ও টেস্টে খরচ সবচেয়ে বেশি। রিপোর্ট বুঝতে না পারলে অপ্রয়োজনীয় খরচে জড়িয়ে পড়বেন, যা সহজেই এড়ানো সম্ভব।
5. নিজের স্বাস্থ্য সুরক্ষায় আপনি একাই ভরসা;
সরকার স্বাস্থ্য খাতে খুব কম ব্যয় করে। তাই নিজের রিপোর্ট বোঝা, রোগের কারণ জানা আর প্রতিরোধ করা—এই ক্ষমতাই আপনাকে ও আপনার পরিবারকে বাঁচাবে।
#কীভাবে_ভর্তি_হবেন?❓

✅+8801752288777
(বিকাশ, নগদ পার্সোনাল নাম্বার)

✡️ধাপ-১;
✅এখানে দেওয়া নাম্বারে দুই মাসের সম্পূর্ণ কোর্স ফি, ১০২০ (এক হাজার বিশ টাকা) সেন্টমানি করবেন রেজিষ্ট্রেশন করার জন্য।

✡️ধাপ-২;
✅এরপর আপনার ৪ টি তথ্য ইংরেজিতে লিখে দিনঃ
১। নামের সঠিক বানান
২। জন্ম তারিখ
৩। হোয়াটসঅ্যাপের নাম্বার
৪। যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন তার শেষ চারটি ডিজিট।

✡️ধাপ-৩;
✅আমাদের শিক্ষার্থী ভর্তির অনলাইম ফর্ম ফেসবুক পেইজ অথবা আমাদের প্রতিনিধির থেকে সংগ্রহ করুন ও পূরণ করুন। এটা অতি গুরুত্বপূর্ণ। এখানে সকল তথ্য আপনার সার্টিফিকেট অনুযায়ী লিখুন।

✅ অথবা বুঝতে অসুবিধা হলে সরাসরি আমাদের প্রতিনিধির সাথে কথা বলুন।
অথবা এস.এম.এস করুন, তারপর আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুগে এড করা হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক, নোটস, শিট, ফাইল সরবরাহ করা হবে।

❇️ #রেজিষ্ট্রেশন বাদে কী আর খরচ আছে?
🔆🔆🔆 না, এটা ফ্রী কোর্স কিন্তু রেজিষ্ট্রেশন ফি নেওয়া হচ্ছে আনুষঙ্গিক কিছু খরচের জন্য।
এর বাইরে আর একটি টাকাও আপনাকে দিতে হবে না।
কোর্সের আসল মূল্য ৪০৮০ টাকা, কিন্তু প্রথম ১০০ জনের জন্য ৭৫% ছাড়ে মাত্র ১০২০ টাকায় কোর্সটি পাবেন।

🏵️সার্টিফিকেট দেওয়া হবে কী?
সফলভাবে কোর্স সম্পূর্ণ করলে আপনি ফ্রী তে অনলাইন কপি সার্টিফিকেট পাবেন, এছাড়া হার্ড কপি তোলার জন্যঃ
সার্টিফিকেট,মার্কশিট একটি ফাইলে করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাবেন। যার সর্বমোট খরচঃ সার্টিফিকেট ফি ১৫০ টাকা+মার্কশিট ফি ১০০ টাকা+ (সার্ভিস চার্জ+ফাইল চার্জ+কুরিয়ার চার্জ) ১০৫ টাকা= ৩৫৫ টাকা। যা সার্টিফিকেট তোলার আবেদন করার সময়ে দিতে হবে। ইহা বাধ্যতা মূলক নয়। চিকিৎসা ফাউন্ডেশনের লক্ষ্য সবার জন্য প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করা ব্যবসা করা নয়।

📞যোগাযোগ করুন:
চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ
Chikitsa Foundation Bangladesh(CFBD).
➡️আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে সরাসরি কথা বলতে পারবেন। অথবা কল করুন নিচে দেওয়া নাম্বারে ।
☀️কোর্স ফি প্রদানের নাম্বারঃ +8801752288777 (বিকাশ,নগদ,পার্সোনাল)।
🗣️মোবাইলঃ +8801927545431
+8801858-200360
Whatsapp: +8801923-524440
আমাদের ওয়েবসাইটঃ chikitsafoundation.org
মিস করবেন না এই সুযোগ!

CBP কোর্স আপনাকে শিখাবে রিপোর্ট পড়তে, রোগের কারণ বুঝতে আর প্রতিরোধ করতে।
একটি রোগ প্রতিরোধ করতে পারলেও আপনি হাজার টাকা বাঁচাবেন—আর এই কোর্সে তো শিখবেন অসংখ্য রোগের বিষয়ে।
👉 তাই, এটা কেবল কোর্স নয়—এটা আপনার জীবন ও পরিবারের নিরাপত্তার বিনিয়োগ।

01/09/2025

★★★নোটিশ★★★
আগামীকাল থেকে Certificate in Basic Pathology কোর্সে ভর্তি শুরু হবে।
সাউথ কোরিয়া থেকে ইউ সি সাহা স্যার এই কোর্সটি করাবেন। মেয়াদ ২ মাস, ফি ১০২০ টাকা। আসন ৫০ টি। বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।
ধন্যবাদ।

Address

Jahangirnagar University
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Chikitsa Foundation Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Chikitsa Foundation Bangladesh:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram