Chikitsa Foundation Bangladesh

Chikitsa Foundation Bangladesh চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ, মানুষ ও মানবতার জন্য।স্বাস্থ্য,চিকিৎসা ও প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ে বিভিন্ন তথ্য পেতে আমাদেরকে ফলো করুন।

ওজন কমাতে এই পুষ্টিকর খাবার গুলো তালিকায় রাখুন।
19/07/2025

ওজন কমাতে এই পুষ্টিকর খাবার গুলো তালিকায় রাখুন।

মানসিক চাপ মুক্ত হতে চাইলে.....
18/07/2025

মানসিক চাপ মুক্ত হতে চাইলে.....

পেট কে ভালো রাখতে, মেনে চলা জরুরি.......
17/07/2025

পেট কে ভালো রাখতে, মেনে চলা জরুরি.......

SMP কোর্সে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের কে জানাই অভিনন্দন। আজ রাত আটটা থেকে আপনাদের অরিয়েন্টেশন ক্লাস শুরু হবে।ক্লাস শুর...
15/07/2025

SMP কোর্সে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের কে জানাই অভিনন্দন। আজ রাত আটটা থেকে আপনাদের অরিয়েন্টেশন ক্লাস শুরু হবে।

ক্লাস শুরুর আগেই আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এড করা হবে।

বয়স ৩০ এরপর নারী কে হতে হয় আরও বেশি সচেতন।
13/07/2025

বয়স ৩০ এরপর নারী কে হতে হয় আরও বেশি সচেতন।

🌟 রোগ অনুযায়ী ওষুধের নিরাপদ ব্যবহার বিষয়ক ২ মাস মেয়াদি অনলাইন কোর্স🎓 Safe Medicine Practice (SMP) -এ ভর্তি চলছে......🙏 প...
10/07/2025

🌟 রোগ অনুযায়ী ওষুধের নিরাপদ ব্যবহার বিষয়ক ২ মাস মেয়াদি অনলাইন কোর্স
🎓 Safe Medicine Practice (SMP) -এ ভর্তি চলছে......

🙏 পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য অনুরোধ করছি।
📖 এই কোর্স থেকে সহজ বাংলায় আপনি যে যে বিষয় গুলোতে অভিজ্ঞতা অর্জন করবেন তার তালিকা দেওয়া হলো:

📘 সপ্তাহ ১: ওষুধের পরিচিতি ও প্রয়োজনীয়তা
1️⃣ ওষুধ কী? ওষুধের শ্রেণিবিন্যাস (Generic, Brand, OTC, Prescription drugs).
2️⃣ ওষুধের প্রয়োজনীয়তা, সুযোগ এবং ঝুঁকি।
3️⃣ কিভাবে ওষুধ শরীরে কাজ করে (ফার্মাকোডাইনামিক্স ও ফার্মাকোকিনেটিক্স ভিত্তিক সহজ ব্যাখ্যা)।

📘 সপ্তাহ ২: সঠিক ওষুধ নির্বাচন ও ডোজ
4️⃣ রোগ অনুযায়ী ওষুধ নির্বাচন করার সাধারণ নীতিমালা।
5️⃣ বয়সভেদে ডোজ নির্ধারণ (শিশু, প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধদের জন্য)।
6️⃣ ওষুধ ব্যবহারে সাধারণ ভুল ও তা থেকে পরিত্রাণ।

📘 সপ্তাহ ৩: ডোজ ফর্ম ও প্রয়োগ পদ্ধতি
7️⃣ ওষুধের বিভিন্ন রূপ: ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, সাপোজিটরি ইত্যাদি।
8️⃣ ওষুধ খাওয়ার সঠিক সময় ও খাবারের সাথে সম্পর্ক। কোন ওষুধ কখন খাবেন সেই বিষয়ে আলোচনা।
9️⃣ ইনহেলার, ক্রিম ও কানের/চোখের ড্রপ ব্যবহার বিষয়ে আলোচনা।

📘 সপ্তাহ ৪: ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ও প্রতিক্রিয়া
🔟 পার্শ্বপ্রতিক্রিয়া, অ্যালার্জি ও টক্সিসিটি: কীভাবে বুঝবেন।
1️⃣1️⃣ ওষুধের সাথে ওষুধের প্রতিক্রিয়া (Drug–Drug Interactions)।
1️⃣2️⃣ ওষুধের সাথে খাবারের বা পানীয়ের প্রতিক্রিয়া (Drug–Food/Alcohol Interaction)।
1️⃣3️⃣ কোন রোগে বা কোন অবস্থায় কোন ওষুধ দেওয়া যাবে না সেই বিষয়ে বিস্তারিত আলোচনা।

📘 সপ্তাহ ৫: ওষুধের ব্যবহার রোগভিত্তিক ব্যাখ্যা (Part-1)
1️⃣4️⃣ সাধারণ রোগ ও ওষুধ পার্শ্বপ্রতিক্রিয়া বিষয়ে ধারণা।
1️⃣5️⃣ বডির সকল তন্ত্র(সিস্টেম) অনুযায়ী ওষুধ ও নিরাপত্তা।
1️⃣6️⃣ ইনফেকশন, ইনফ্লামেশন, ব্যাথার ওষুধ ও অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ।

📘 সপ্তাহ ৬: ওষুধের ব্যবহার রোগভিত্তিক ব্যাখ্যা (Part-2)
1️⃣6️⃣ উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিসের ওষুধ ও পার্শ্বপ্রতিক্রিয়া বিষয়ে আলোচনা।
1️⃣7️⃣ চর্মরোগ, অ্যালার্জি ও চুলকানির ওষুধ ও পার্শ্বপ্রতিক্রিয়া বিষয়ে আলোচনা।
1️⃣8️⃣ মানসিক স্বাস্থ্য ও ঘুমের ওষুধ (সতর্কতা সহ)।

📘 সপ্তাহ ৭: ওষুধ সংরক্ষণ ও সচেতনতা
1️⃣9️⃣ ওষুধের সংরক্ষণ পদ্ধতি, এক্সপায়ারি ও নকল ওষুধ চিনে নেওয়ার কৌশল।
2️⃣0️⃣ ওষুধের গায়ে লেখা বোঝার কৌশল (লেবেল, ডোজ, এক্সপায়ারি ইত্যাদি)।
2️⃣1️⃣ গর্ভাবস্থায় ওষুধ ব্যবহার, শিশু ও বৃদ্ধদের বিশেষ সতর্কতা।

📘 সপ্তাহ ৮: দায়িত্বশীল ব্যবহার ও মূল্যায়ন
2️⃣2️⃣ কখন ডাক্তার দেখাতে হবে, কখন নিজে ওষুধ দেওয়া বিপজ্জনক সে বিষয়ে আলোচনা।
2️⃣3️⃣ কমিউনিটি লেভেলে ওষুধ ব্যবহারের সমস্যা ও সমাধান।
2️⃣4️⃣ ফার্স্ট এইড কিটে কী থাকবে? কীভাবে সেটি তৈরি করবেন?

📝 মূল্যায়ন ক্লাস (Assessment Week):
2️⃣5️⃣ ক্লাস টেস্ট: রোগ চিহ্নিত করে ওষুধ নির্বাচন।
2️⃣6️⃣ ভাইভা: মৌখিক মূল্যায়ন ও ভুল ধরার দক্ষতা
2️⃣7️⃣ ভিডিও প্রেজেন্টেশন: নিরাপদ ওষুধ ব্যবহারের সচেতনতামূলক উপস্থাপনা।
2️⃣8️⃣ ফাইনাল এক্সাম: লিখিত পরীক্ষা (MCQ + বর্ণনামূলক)।

❇️ এই কোর্স শেষে আপনি হবেন একজন ওষুধ বিষয়ে সচেতন এবং নিরাপদ ওষুধ ব্যবহার নিশ্চিত করার অভিজ্ঞ মানুষ।

আমাদের হাজার হাজার শিক্ষার্থীদের রিভিউ দেখতে এই লিঙ্কে ক্লিক করুন;
https://www.facebook.com/100063754854266/posts/1251695183632298/

আমাদের লাইভ ক্লাস গুলো কেমন হয় দেখতে ক্লিক করুন এই লিঙ্কে;
https://www.facebook.com/100063754854266/posts/1251699503631866/

💎 এই কোর্স করে আপনি কীভাবে লাভবান হবেন?
🧠 [Empowerment + Positive Self-Image + Legacy + Security]

✅ আপনি হবেন নিজের পরিবারের প্রথম “ওষুধ বিষয়ে বিশেষজ্ঞ” — ডাক্তারের আগে যাকে সবাই বিশ্বাস করে।
✅ আপনার হাতেই থাকবে জ্ঞান, সুরক্ষা আর সচেতনতার চাবিকাঠি।
✅ ওষুধ ব্যবহারের ভুল থেকে রক্ষা পেয়ে আপনি নিজেই রক্ষা করবেন পরিবারের জীবন।
✅ ভুল চিকিৎসা ও স্বাস্থ্য ঝুঁকির যুগে আপনি হবেন বুদ্ধিমানের প্রতীক।
✅ আপনি বলবেন গর্ব করে:
“হ্যাঁ, আমি একজন Safe Medicine Practitioner — আমি জানি কীভাবে জীবন বাঁচাতে হয়।”

🌟 কোর্সের বিশেষ বৈশিষ্ট্য:
📌 মোট ক্লাস: ২৮টি (২ মাসের কোর্স সপ্তাহে তিন দিন ক্লাস)।
📌 মাধ্যম: অনলাইন লাইভ ক্লাস + বাংলা পিডিএফ।
📌 ভর্তি শুরু: ১০ ই জুলাই, বৃহস্পতিবার।
📌 ভর্তি শেষ: ১৪ জুলাই, সোমবার।
📌 অরিয়েন্টেশন ক্লাস: ১৫ জুলাই, মঙ্গলবার।
📌 ক্লাস টাইম: প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাত ৮:৪৫ থেকে।
✅কোর্স ফিঃ ১০২০ (এক হাজার বিশ টাকা) কোন হিডেন চার্জ নেই।
✅পরীক্ষার নম্বর বন্টনঃ গুগল ফর্মে এম,সি,কিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। ক্লাস টেস্ট ২০ মার্কস, ফাইনাল ৮০ মার্কস, অনলাইন ভিডিও প্রেজেন্টেশন ৩০ মার্কস, উপস্থিতি ২০ মার্কস ও ভাইভা ৩০ মার্কস, এসাইনমেন্ট ২০ মার্কস। মোট ২০০ মার্কসের পরীক্ষা।
✅স্টাডি মেটেরিয়ালঃ সকল ক্লাসের লেকচার বাংলাতে দেওয়া হবে এবং সকল ক্লাসের শেষে বাংলা পিডিএফ দেওয়া হবে।
✅সার্টিফিকেট ও মার্কসশিটঃ সফলভাবে কোর্স সম্পূর্ণ করা সকল শিক্ষার্থী ফ্রীতে অনলাইন কপি সার্টিফিকেট পাবেন। এছাড়াও মার্কশিট ও সনদের ভেরিফাইড হার্ড কপি নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য কুরিয়ার সার্ভিসে মার্কশিট ও সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করার সুযোগ আছে।
সেন্টমানি নাম্বার: +8801752288777 (বিকাশ ও নদগ পার্সোনাল একাউন্ট, সেন্ড মানি করুন)।
✅ভর্তির যোগ্যতাঃ নূন্যতম এসএসসি পাশ হতে হবে এবং অনলাইনে ক্লাস করার মতো জ্ঞান থাকতে হবে।
✅ অভিজ্ঞ কোর্স মেন্টরঃ Dr. Hridoy Khan Sharif.
Medicine Expert
Research Fellow RDT Medical College and Hospital.(South India)
Head of Drug monitoring Cell(CFBD).
Five years of extensive experience in Therapeutic Drug Monitoring (TDM).

🔴 বাংলাদেশের জন্য এই কোর্সটি কেন জরুরি?
🧠 [Fear + Emotion + Urgency]

❌ জানেন কি, বাংলাদেশে প্রতিদিন হাজারো মানুষ শুধু ভুল ওষুধ বা ডোজে আক্রান্ত হচ্ছে — কেউ কিডনি বিকল হয়ে, কেউ অ্যালার্জি বা রক্তক্ষরণে, কেউ ঘুমের ওষুধের অপব্যবহারে মানসিক রোগী হয়ে যাচ্ছেন?

😔 আমাদের দেশে স্বাস্থ্যসেবার অনেক উন্নতি হলেও, সাধারণ মানুষের ওষুধ ব্যবহার জ্ঞান প্রায় শূন্য!

🩺 এই কোর্সটি একটি নীরব বিপদ থেকে মুক্তির প্ল্যাটফর্ম, যা আপনাকে শেখাবে —
👉 কখন ওষুধ নেবেন, কখন নয়।
👉 কীভাবে নিরাপদ থাকবেন, কীভাবে আপনার পরিবারকেও রক্ষা করবেন।

🔔 প্রতিটি সচেতন নাগরিকের উচিত, নিজের ওষুধবিষয়ক জ্ঞান হালনাগাদ করা — না হলে অসচেতনতা একদিন বিপদ ডেকে আনবেই।

🟢 এই কোর্সটি কাদের জন্য প্রযোজ্য?
🧠 [Identification + Empowerment]

👩‍👦 আপনি কি মা, যিনি সন্তানের কাশি হলে নিজে-নিজেই ওষুধ খাওয়ান?
👨‍🦳 আপনি কি বাবা, যিনি মাথাব্যথা হলে ফার্মেসি থেকে "যেকোনো কিছু" কিনে খেয়ে ফেলেন?
🎓 আপনি কি ছাত্র, যিনি মনে করেন “প্যারাসিটামল” মানেই সব ব্যথার ওষুধ?

👥 যদি হ্যাঁ — তবে এই কোর্স আপনার জন্যই তৈরি।
এটি কেবল ডাক্তারদের জন্য নয় —
🟨 এটি সাধারণ মানুষের জন্য,
🟨 যারা পরিবার, সমাজ ও নিজের দায়িত্ব নিতে চায়।

এই কোর্সে অংশগ্রহণ মানে, আপনি দায়িত্ববান হয়ে উঠছেন।

💙 একজন সাধারণ মানুষ কেন এই কোর্স করবেন?
🧠 [Trust + Identity + Guilt Shift + Curiosity]

🤔 আপনি তো প্রতিদিন ২-৩ বার ওষুধ খান বা দেন, তাই না?
👉 কিন্তু জানেন কি — আপনি যা ভাবছেন ওষুধ সম্পর্কে, তার ৭০%–ই ভুল হতে পারে?

🙈 ভুল ডোজ, ভুল সময়, ভুল ওষুধ — এই তিনটি জিনিসই বাংলাদেশের ঘরে ঘরে ছড়িয়ে আছে।

🎯 এই কোর্স শেখাবে —
✅ কীভাবে ভুল না করে ওষুধ ব্যবহার করবেন।
✅ ওষুধের সাথে খাবারের সম্পর্ক, ইনহেলার, ইনজেকশন, ক্রিম ব্যবহারের সময় সতর্কতা।
✅ কীভাবে শিশু, গর্ভবতী নারী ও বৃদ্ধদের সুরক্ষায় থাকবেন।

📌 আপনি যদি সচেতন বাবা-মা, শিক্ষার্থী বা স্বাস্থ্যসচেতন মানুষ হয়ে উঠতে চান —
তাহলে এই কোর্স আপনার পরবর্তী বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত।

🟣 এই কোর্সে যুক্ত হওয়ার লাভ কী?
🧠 [FOMO + Reward Psychology + Belonging]

🎓 একবার যুক্ত হলেই আপনি যা যা পাবেন:

🌟 ২৮টি ঘরে বসে লাইভ ক্লাস — বাস্তব উদাহরণসহ।
🌟 নিজে রোগ বুঝে ওষুধ নির্বাচন করার কৌশল।
🌟 ভাইভা, ভিডিও প্রেজেন্টেশন ও সার্টিফিকেট — যেটা ভবিষ্যতে আপনার পরিচয় হয়ে দাঁড়াবে।
🌟 মূল্যায়নের মাধ্যমে নিজের ভুল ধরার ক্ষমতা তৈরি হবে।
🌟 আপনার ফার্স্ট এইড কিট হবে পেশাদারদের মতো।

⛔ এখনো যদি অপেক্ষা করেন, তবে আপনি সেই দলে থাকবেন —
যারা সচেতন হওয়ার সুযোগ পেয়েও পিছিয়ে পড়ে।
📢 অন্যরা আজ ভর্তি হচ্ছে — আপনি পিছিয়ে থাকবেন কেন?

🌈 আপনি এই কোর্সে অংশ নিয়ে কেবল একজন শিক্ষার্থী নন — বরং আপনি একজন রক্ষক, সচেতনতাবাদী এবং ভবিষ্যতের নিরাপদ সমাজ গড়ার অংশ।
🟢 এখনই ভর্তি হয়ে বদলে দিন নিজের পরিচয়, নিজের ভবিষ্যৎ, নিজের পরিবার।

#কীভাবে_ভর্তি_হবেন?❓

✅+8801752288777
(বিকাশ, নগদ পার্সোনাল নাম্বার)

✡️ধাপ-১;
✅এখানে দেওয়া নাম্বারে দুই মাসের সম্পূর্ণ কোর্স ফি, ১০২০ (এক হাজার বিশ টাকা) সেন্টমানি করবেন রেজিষ্ট্রেশন করার জন্য।

✡️ধাপ-২;
✅এরপর আপনার ৪ টি তথ্য ইংরেজিতে লিখে দিনঃ
১। নামের সঠিক বানান
২। জন্ম তারিখ
৩। হোয়াটসঅ্যাপের নাম্বার
৪। যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন তার শেষ চারটি ডিজিট।

✡️ধাপ-৩;
✅আমাদের শিক্ষার্থী ভর্তির অনলাইম ফর্ম ফেসবুক পেইজ অথবা আমাদের প্রতিনিধির থেকে সংগ্রহ করুন ও পূরণ করুন। এটা অতি গুরুত্বপূর্ণ। এখানে সকল তথ্য আপনার সার্টিফিকেট অনুযায়ী লিখুন।

✅ অথবা বুঝতে অসুবিধা হলে সরাসরি আমাদের প্রতিনিধির সাথে কথা বলুন।
অথবা এস.এম.এস করুন, তারপর আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুগে এড করা হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক, নোটস, শিট, ফাইল সরবরাহ করা হবে।

❇️ #রেজিষ্ট্রেশন বাদে কী আর খরচ আছে?
🔆🔆🔆 না, এটা ফ্রী কোর্স কিন্তু রেজিষ্ট্রেশন ফি নেওয়া হচ্ছে আনুষঙ্গিক কিছু খরচের জন্য।
এর বাইরে আর একটি টাকাও আপনাকে দিতে হবে না।
কোর্সের আসল মূল্য ৪০৮০ টাকা, কিন্তু প্রথম ১০০ জনের জন্য ৭৫% ছাড়ে মাত্র ১০২০ টাকায় কোর্সটি পাবেন।

🏵️সার্টিফিকেট দেওয়া হবে কী?
সফলভাবে কোর্স সম্পূর্ণ করলে আপনি ফ্রী তে অনলাইন কপি সার্টিফিকেট পাবেন, এছাড়া হার্ড কপি তোলার জন্যঃ
সার্টিফিকেট,মার্কশিট একটি ফাইলে করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাবেন। যার সর্বমোট খরচঃ সার্টিফিকেট ফি ১৫০ টাকা+মার্কশিট ফি ১০০ টাকা+ (সার্ভিস চার্জ+ফাইল চার্জ+কুরিয়ার চার্জ) ১০৫ টাকা= ৩৫৫ টাকা। যা সার্টিফিকেট তোলার আবেদন করার সময়ে দিতে হবে। ইহা বাধ্যতা মূলক নয়। চিকিৎসা ফাউন্ডেশনের লক্ষ্য সবার জন্য প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করা ব্যবসা করা নয়।

📞যোগাযোগ করুন:
চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ
Chikitsa Foundation Bangladesh(CFBD).
➡️আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে সরাসরি কথা বলতে পারবেন। অথবা কল করুন নিচে দেওয়া নাম্বারে ।
☀️কোর্স ফি প্রদানের নাম্বারঃ +8801752288777 (বিকাশ,নগদ,পার্সোনাল)।
🗣️মোবাইলঃ +8801927545431
+8801858-200360
Whatsapp: +8801923-524440
আমাদের ওয়েবসাইটঃ chikitsafoundation.org
মিস করবেন না এই সুযোগ!
📌 ✅ Safe Medicine Practice (SMP) = নিরাপদ আগামীর গড়ার জ্ঞান + সচেতনতার প্রতিশ্রুতি।

ব্রণের দাগ কমাতে কার্যকরী সমাধান.....
10/07/2025

ব্রণের দাগ কমাতে কার্যকরী সমাধান.....

আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখুন, ভালো থাকবেন।
08/07/2025

আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখুন, ভালো থাকবেন।

আবার যখন হঠাৎ করে পেট ব্যাথা হবে তখন ট্রাই করতে পারেন।
07/07/2025

আবার যখন হঠাৎ করে পেট ব্যাথা হবে তখন ট্রাই করতে পারেন।

আজ রাত আটটায় ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের কে হোয়াটসঅ্যাপ গ্রুপে এড করা হবে। নতুন সকল শিক্ষার্থীদের প্রতি রইলো শুভেচ্ছা ও...
06/07/2025

আজ রাত আটটায় ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের কে হোয়াটসঅ্যাপ গ্রুপে এড করা হবে। নতুন সকল শিক্ষার্থীদের প্রতি রইলো শুভেচ্ছা ও অভিনন্দন, আশাকরি মানসিক রোগ ও তার সমাধান বিষয়ে আপনার অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
ধন্যবাদ।

আজই কোর্সে ভর্তির শেষ দিন।  Dr. Pobitro pks স্যার ক্লাস করাবেন, আসন সংখ্যা সীমিত।
04/07/2025

আজই কোর্সে ভর্তির শেষ দিন। Dr. Pobitro pks স্যার ক্লাস করাবেন, আসন সংখ্যা সীমিত।

Address

Savar

Alerts

Be the first to know and let us send you an email when Chikitsa Foundation Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Chikitsa Foundation Bangladesh:

Share