
02/02/2023
চাকরির বিজ্ঞপ্তি !! চাকরির বিজ্ঞপ্তি !!
ডিপ্লোমা নার্স/ব্রাদার্স ও পেশেন্ট কেয়ার এটেন্ডেন্স আবশ্যক !!
মেডিকেল পেশায় প্রশিক্ষণ সহ নিশ্চিত চাকুরি ।
আপনি মেডিকেল পেশায় ক্যারিয়ার গড়তে চান?
বা এ পেশায় পড়ালেখা থাকার পরেও চাকরি পাচ্ছেন না?
তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন ।বৃদ্ধ অসুস্থ ব্যক্তির নিজ বাসায় সেবা/পরিচর্যা প্রদানকারী একটি সনামধন্য প্রতিষ্ঠান।
উক্ত প্রতিষ্ঠানের কিছু সংখ্যক - ডিপ্লোমা নার্স/ব্রাদার্স ও পেশেন্ট কেয়ার এটেন্ডেন্স - (পুরুষ/মহিলা) নিয়োগ দেওয়া হবে।
কাজের ধরন : বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তির নিজ বাসায় নিষ্ঠার সাথে সেবা/পরিচর্যা প্রদান করা।
আবেদনের জন্য যা যা দরকার ঃ
√ শিক্ষাগত যোগ্যতাঃ মিনিমাম SSC পাস।
√ জাতীয় পরিচয় পত্র।
√ শিক্ষাগত সার্টিফিকেট।
√ জন্ম নিবন্ধন সার্টিফিকেট।
√ তিন কপি সদ্য তোলা ছবি।
√ বাবা অথবা মায়ের জাতীয় পরিচয় পত্র ফটো কপি ।
√ একটি বায়োডাটা/ সিভি ।
√ বেতনঃ ১৫,০০০ - ২০,০০০ হাজার টাকা ।(কাজের
দক্ষতা যাচাই করে উল্লেখিত বেতন বাড়ানো হতে
পারে)।
√ ডিউটির সময়ঃ ০৮/১২/২৪ ঘন্টা প্রতি দিন/রাত।
√ জামানতঃ কোনো টাকা জামানত প্রয়োজন নাই।
√ সুযোগ সুবিধাঃ ০৮/১২ ঘন্টা ডিউটেতে সকাল ও
দুপুরের খাবার এবং ২৪ ঘন্টা ডিউটেতে সকাল,
দুপুরের ও রাতের খাবার সহ থাকার বাবস্তা করা হবে।
√ বয়সঃ 18 থেকে ৩৫ বছর পর্যন্ত।
√ আসন সংখ্যা ১০ জন ।
উপরে লিখিত পদের বিপরীতে যোগ্য প্রাথীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।
সরাসরি যোগাযোগ করুনঃ
Doorstep Medical Services
Phone NO: 01781450220
E-maile: dms.official.bd@gmail.com
সাথে থাকুন , যোগদিন আমাদের পেইজ-য়ে, লাইক দিন, শেয়ার করে জানিয়ে দিন সবাইকে।
ধন্যবাদ সবাইকে